পিটুইটারি গ্রন্থি
পিটুইটারি গ্রন্থি (ইংরেজি: pituitary gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত।[2] পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (anterior lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ (posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস
- পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।
- পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে খুব বেশি হরমোন নিঃসৃত হয়না। এ অংশের নিঃসৃত একমাত্র হরমোনের নাম মেলানোসাইট উদ্দীপক হরমোন(MSH)
- পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ– (১) অ্যান্টিডিউরেটিক হরমোন(ADH) (২) অক্সিটোসিন হরমোন।
পিটুটারি গ্রন্থি | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | neural and oral ectoderm, including Rathke's pouch |
ধমনী | সুপেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ইনফান্ডিবুলার ধমনী, প্রিকায়াজমাল ধমনী, ইনফেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ক্যাপসুলার ধমনী, ইনফেরিয়র ক্যাভারনাস সাইনাসের ধমনী। [1] |
শনাক্তকারী | |
লাতিন | hypophysis, glandula pituitaria |
মে-এসএইচ | D010902 |
নিউরোলেক্স আইডি | birnlex_1353 |
টিএ৯৮ | A11.1.00.001 |
টিএ২ | 3853 |
এফএমএ | FMA:13889 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড (endrocrinological switch board), প্রভু গ্রন্থি (master gland) নামেও অভিহিত করা হয়।
আরো চিত্র
- মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থির অবস্থান।
- পিটুইটারি ও পিনিয়াল গ্রন্থি।
- মস্তিষ্কের তলার ধমনী।
- মস্তিষ্কের মিডিয়ান স্যাজাইটাল দৃশ্য।
- পিটুইটারি।
- পিটুইটারি গ্রন্থি।
- সেরেব্রাম নিম্নদৃশ্য।
তথ্যসূত্র
- Gibo H, Hokama M, Kyoshima K, Kobayashi S (১৯৯৩)। "[Arteries to the pituitary]"। Nippon Rinsho। 51 (10): 2550–4। পিএমআইডি 8254920।
- Mancall, Elliott L.; Brock, David G., সম্পাদকগণ (২০১১)। "Cranial Fossae"। Gray's Clinical Anatomy। Elsevier Health Sciences। পৃষ্ঠা 154। আইএসবিএন 9781437735802।
বহিঃসংযোগ
- The Pituitary Gland, from the UMM Endocrinology Health Guide ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১০ তারিখে
- Oklahoma State, Endocrine System
- Pituitary apoplexy mimicking pituitary abscess
- The Pituitary Foundation
- The Pituitary Network Association -- pituitary.org
টেমপ্লেট:BUHistology
টেমপ্লেট:Endocrine system টেমপ্লেট:Diencephalon
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.