পিটার বোরেন

পিটার উইলিয়াম বোরেন (ইংরেজি: Peter Borren; জন্ম: ২১ আগস্ট, ১৯৮৩) ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ও নিউজিল্যান্ডীয় বংশোদ্ভূত ডাচ ক্রিকেটার। নেদারল্যান্ডস ক্রিকেট দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা পালন করছেন। বর্তমানে ডাচ দলের অধিনায়কত্ব করছেন তিনি। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন পিটার বোরেন

পিটার বোরেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপিটার উইলিয়াম বোরেন
জন্ম (1983-08-21) ২১ আগস্ট ১৯৮৩
ক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড
ডাকনামবল্ড্রিক
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার, অধিনায়ক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৫)
৪ জুলাই ২০০৬ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২৮ জানুয়ারি ২০১৪ বনাম কানাডা
ওডিআই শার্ট নং৮৩
টি২০আই অভিষেক
(ক্যাপ )
২ আগস্ট ২০০৮ বনাম কেনিয়া
শেষ টি২০আই১৮ জানুয়ারি ২০১৭ বনাম হংকং
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১ক্যান্টারবারি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৮ ৪৩ ২৫ ১৩৪
রানের সংখ্যা ১,০০৪ ৬৩৮ ১,২২১ ২,৩০৫
ব্যাটিং গড় ২২.৩১ ১৯.৩৩ ২৬.৫৪ ২৩.০৫
১০০/৫০ ০/৫ ০/১ ২/৪ ১/১০
সর্বোচ্চ রান ৯৬ ৫৭ ১০৯ ১০৫*
বল করেছে ১,৯৭৯ ৫২৬ ২,৯২৭ ৪,২১৫
উইকেট ৪৬ ১৮ ৩৯ ৯৭
বোলিং গড় ৩৫.২১ ৩৩.৫০ ৩৯.৪৬ ৩৭.২৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৪/৩২ ২/১৯ ৪/১ ৪/৩২
ক্যাচ/স্ট্যাম্পিং ২৮/– ২৮/– ৩৮/– ৬৩/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

খেলোয়াড়ী জীবন

২০০২ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের মাধ্যমে তিনি সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। এ সময় তিনি নিজ জন্মভূমি নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন।

৪ জুলাই, ২০০৬ তারিখে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে বোরেনের। একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি তিনি নেদারল্যান্ডস এ দল এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন।

২৪ জুন, ২০১৫ তারিখে আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপে পাপুয়া নিউগিনির বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন।[1]

তথ্যসূত্র

  1. "Borren ton leads Netherlands to 85-run win"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.