পিটার চেজ

পিটার কার্ল ডেভিড চেজ (জন্ম: ৯ অক্টোবর, ১৯৯৩) ডাবলিনে জন্মগ্রহণকারী উদীয়মান আইরিশ ক্রিকেটার। পিটার চেজ আয়ারল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবেও খেলছেন। পিটার চেজ ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলিং করেন।[1] এছাড়াও ডানহাতে ব্যাটিং করেন তিনি। আগস্ট, ২০১৪ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।[2]

পিটার চেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপিটার কার্ল ডেভিড চেজ
জন্ম (1993-10-09) ৯ অক্টোবর ১৯৯৩
ডাবলিন, আয়ারল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪-বর্তমানডারহাম
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ২২
ব্যাটিং গড় ৩.৫০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান * ২২*
বল করেছে ২৭৮ ৯০
উইকেট ১১
বোলিং গড় ১৫.৭২ ১৩১.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৫/৬৪ ১/৬১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১/–
উৎস: CricketArchive, ১৮ সেপ্টেম্বর ২০১৪

তথ্যসূত্র

  1. "Player Profile: Peter Chase"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪
  2. Culley, Jon। "Thrill of Chase leaves Notts trailling"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.