পিঞ্জুরী ইউনিয়ন

পিঞ্জুরী ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার একটি ইউনিয়ন[1][2]

পিঞ্জুরী
ইউনিয়ন
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ
পিঞ্জুরী
পিঞ্জুরী
বাংলাদেশে পিঞ্জুরী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৮৯°৫৯′৪৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাকোটালীপাড়া উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

পিঞ্জুরী ইউনিয়নের মোট আয়তন ১৩.৩৬ বর্গ মাইল।এই ইউনিয়নের উত্তরে কোটালীপাড়া পৌরসভা, দক্ষিণে টুংঙ্গিপাড়া উপজেলা, পশ্চিমে হিরণ ইউনিয়ন অবস্থিত।[3]

প্রশাসনিক এলাকা

পিঞ্জুরী ইউনিয়নে ২২টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ড গঠিত। ১ জন চেয়ারম্যান এবং ৪ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১৩ জন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়।

ওয়ার্ডসমূহ [4]
ওয়ার্ড নং গ্রাম/এলাকাসমুহ
০১ কুরপালা, শ্রীরামপুর এবং গুয়াখোলা গ্রাম
০২ গোয়ালংক, বাগন্ড এবং পূর্নবতী গ্রাম
০৩ পিঞ্জুরী, কাশাতলী এবং আলিঠাপাড়া গ্রাম
০৪ ছত্রকান্দা, দেওপুরা এবং মহিষডাঙ্গা গ্রাম
০৫ ফুলবাড়ী, বহলতলী এবং বাহির শিমুল গ্রাম
০৬ সোনাখালী, তারইল এবং চরগোপালপুর গ্রাম
০৭ কাঠিগ্রাম এবং চিতশী গ্রাম
০৮ গোপালপুর গ্রামের উত্তর অংশ এবং কাগডাঙ্গা গ্রাম
০৯ গোপালপুর গ্রামের দক্ষিণ অংশ

আয়তন ও জনসংখ্যা

পিঞ্জুরী ইউনিয়নের মোট আয়তন ১৩.৩৬ বর্গ মাইল। ইউনিয়নের বর্তমান জনসংখা প্রায় ৩৫,৩৭০ জন। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখা ২০,০২৫ জন।

ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা [5]
ওয়ার্ড নং পুরুষ নারী মোট জনসংখ্যা
০১ ২০২০ জন ১৮৬০ জন ৩৮৬০ জন
০২ ১৮১০ জন ১৬৩০ জন ৩৪৪০ জন
০৩ ১৫২৫ জন ১৪১৫ জন ২৯৪০ জন
০৪ ৭৩০ জন ৬৫০ জন ১৩৮০ জন
০৫ ৮১০ জন ৭১৫ জন ১৫২৫ জন
০৬ ১০২০ জন ৭১০ জন ১৭৩০ জন
০৭ ১১৫০ জন ৯১০ জন ২০৬০ জন
০৮ ১০৫০ জন ৯১০ জন ১৯৬০ জন
০৯ ৬২০ জন ৫১০ জন ১১৩০ জন
সর্বমোট জনসংখা ২০,০২৫ জন

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার হার : ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী পিঞ্জুরী ইউনিয়নের শিক্ষার হার ৫৬.০০%।

শিক্ষা প্রতিষ্ঠানঃ এখানে মোট ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি মাদ্রাসা রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু ছাইদ সিকদার।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পিঞ্জুরী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
  2. "কোটালীপাড়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
  3. "ভৌগোলিক অবস্থান-পিঞ্জুরী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬
  4. "একনজরে পিঞ্জুরী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৫
  5. "ওয়ার্ডভিত্তিক লোক সংখ্যা-পিঞ্জুরী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬
  6. "চেয়ারম্যানের বার্তা"স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬
  7. Express, The Financial। "Lion Kazi Akram Uddin Ahmed PMJF"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬
  8. "একাদশ জাতীয় সংসদ সদস্যের তালিকা"জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৬
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ কাজী বেলায়েত হোসেন
০২ মুঙ্গ কাজী
০৩ আহম্মাদ
০৪ ওহাব হাওলাদার
০৫ মো: জেন্নাত বিশ্বাস
০৬ মুজিবুর রহমান হাওলাদার

।০৭ মুজিবুর রহমান হাওলাদার

০৮ মাহমুদুল হক সিকদার ০৯ মুজিবুর রহমান হাওলাদার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.