পাল্লাস

গ্রিক পুরাণে, পাল্লাস তিতানদের একজন ছিলেন। হেসিয়ডের মতে, তিনি ক্রিউসএউরিবিয়ার সন্তান এবং আস্ত্রাইয়ুসপের্সেসের ভাই। তিনি স্তাইক্সের স্বামী এবং তাদের সন্তানেরা হলেন নিকে, জেলুস, ক্রাতুসবিয়া[1] গাইয়াস জুলিয়াস হাইজিনাস পাল্লাসকে "দানব" বলে অভিহিত করেন এবং বলেন স্তাইক্সের গর্ভে তার আরও কয়েকজন সন্তান হলেন স্কাইলা, ফন্তেস]], ও লাকুস।[2] পাল্লাসকে প্রায়ই তিতানের যুদ্ধবিগ্রহের দেবতা বলে আখ্যায়িত করা হয়।[3][4]

তথ্যসূত্র

  1. হার্ড, p. 49; হেসিয়ড. Theogony, 375-383; অ্যাপোলোডোরাস, 1.2.2, 1.2.4. Compare with Pausanias, 8.18.12.
  2. গাইয়াস জুলিয়াস হাইজিনাস, Fabulae, preface.
  3. দালি, Greek and Roman, p. 109.
  4. "PALLAS: Greek Titan god of warcraft"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.