পালামৌ জেলা
পলামু বা পালামৌ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত একটি জেলা। এই জেলার সদর দপ্তর মেদিনীনগর। জেলাটি ঝাড়খণ্ডের পালামৌ বিভাগের অন্তর্গত।
পালামৌ জেলা पलामू जिला | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে পালামৌর অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | পালামৌ |
সদরদপ্তর | মেদিনীনগর |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১. পালামৌ, ২. ছত্র |
• বিধানসভা আসন | ৫ |
আয়তন | |
• মোট | ৫,০৪৪ বর্গকিমি (১,৯৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৩৬,৩১৯ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (৯৯০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ০৬.৪৪ |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৫.৫% |
• লিঙ্গানুপাত | ৯২৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
পালামৌ জেলায় কাবরা-কালা ঢিবিতে সোন ও উত্তর কোয়েল নদীর সঙ্গমস্থলে নব্যপ্রস্তরযুগ এবং তাম্র যুগের বসতি রয়েছে।[1]
মধ্যযুগে চেরো রাজবংশ শাসন করছিল এই অঞ্চলে যা শাহ জাহান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে মুঘল সাম্রাজ্যের করদ-রাজ্য হয়ে উঠেছিল।[2]
ভূগোল
জেলাটি ২৩°৫০′ থেকে ২৪°৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৩°৫৫′ থেকে ৮৪°৩০′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটি উত্তরে সোন নদী ও বিহার রাজ্য, পূর্বে চাতরা ও হাজারিবাগ জেলা, দক্ষিণে লাতেহার জেলা এবং পশ্চিমে গাড়োয়া জেলা দ্বারা সীমানা বেষ্টিত।
পালামৌ জেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলি হল সোন, কোয়েল এবং ঔরঙ্গ। উৎপাদিত প্রধান ফসলাদি হল ধান এবং আখ। এখানে লৌহ আকরিক, বক্সাইট, লিথিয়াম, ডলোমাইট এবং কয়লার মতো অনেক খনিজ পাওয়া যায়।[3]
জাতীয় সুরক্ষিত এলাকা
- বেতলা জাতীয় উদ্যান পালামৌ জেলার ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত একটি জাতীয় উদ্যান।
অর্থনীতি
২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক পালামৌকে দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার মধ্যে একটি (মোট ৬৪০টির মধ্যে) হিসেবে অন্তর্ভুক্ত করে।[4] এটি ঝাড়খন্ডের ২৪টি জেলার মধ্যে একটি যা বর্তমানে অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচি (বিআরজিএফ) থেকে তহবিল গ্রহণ করছে।[4][5]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের জনশুমারি অনুসারে পালামৌ জেলার জনসংখ্যা ১৯,৩৯,৮৬৯ জন, যা এটিকে ভারতের ২৪৩ তম জনবহুল জেলায় (মোট ৬৪০ টির মধ্যে) অভিহিত করেছে।[6] জেলায় জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গকিলোমিটার ৮৮১ জন (৯৯০/বর্গ মাইল)। ২০০১-২০১১ দশকে এর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৫.৯৪%।[6] পালামৌর লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষদের বিপরীতে ৯২৯ জন নারী, এবং সাক্ষরতার হার ৬৫.৫%। তফসিলি জাতি ও উপজাতি জনসংখ্যা যথাক্রমে ২৭.৬৫% এবং ৯.৩৪%।[6]
জনশুমারি অনুযায়ী, জনসংখ্যার ৮৬.৭৭% হিন্দু এবং ১২.২৮% মুসলিম।[6]
ভাষা
ভারতের ২০১১ সালের জনশুমারির সময় জেলার জনসংখ্যার ৬৫.৪৯% হিন্দি, ২৪.৪৪% মাগধী এবং ৬.৮৭% উর্দু ভাষায় তাদের প্রথম ভাষা হিসেবে কথা বলে জানিয়েছিল।[8]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ৩,০৮,২৫৬ | — |
১৯১১ | ৩,৪১,৮৬৯ | +১.০৪% |
১৯২১ | ৩,৬৪,৫৭৯ | +০.৬৫% |
১৯৩১ | ৪,০৭,০০৪ | +১.১১% |
১৯৪১ | ৪,৫৩,৭৩১ | +১.০৯% |
১৯৫১ | ৪,৯০,০৩৭ | +০.৭৭% |
১৯৬১ | ৫,৮৯,৩৩৭ | +১.৮৬% |
১৯৭১ | ৭,৩৮,৩১৬ | +২.২৮% |
১৯৮১ | ৯,৫০,৮৩৯ | +২.৫৬% |
১৯৯১ | ১১,৯২,৮০১ | +২.২৯% |
২০০১ | ১৫,৩৭,৪৬৫ | +২.৫৭% |
২০১১ | ১৯,৩৯,৮৬৯ | +২.৩৫% |
উৎস:[9] |
শিক্ষা
মেদিনীনগরের একমাত্র বিশ্ববিদ্যালয় হল নীলম্বর-পিতম্বর বিশ্ববিদ্যালয়, যা ১৭ জানুয়ারি, ২০০৯ তারিখে নির্মিত হয়।[10][11] ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ২০০১ সালে ঘোষণা করেছিলেন যে মেদিনীনগরে নীলম্বর-পিতম্বর বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।[12] মেদিনীনগর ব্লকে ৬৬টি প্রাথমিক বিদ্যালয়, ৩০টি মাধ্যমিক স্কুল, ১৭টি নবসৃজিৎ স্কুল, ১০টি উচ্চ বিদ্যালয় এবং ১টি প্রকৌশল কলেজ রয়েছে।[13]
তথ্যসূত্র
- "KABRA – KALA"। www.asiranchi.org। ২০১৩-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৯।
- "History"। latehar.nic.in। ২০১৯-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৯।
- "About District | Palamu | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১।
- Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। এপ্রিল ৫, ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১।
- "Puff penalty for Rampal"।
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- 2011 Census of India, Population By Mother Tongue
- Decadal Variation In Population Since 1901
- "Nilamber Pitamber University acquires ownership rights of 15-acre lan…"। archive.ph। ২০১৩-০৪-১১। ২০১৩-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৪।
- "Nilamber-Pitamber University"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১২।
- "Chapter IX: Social Services"। Jharkhand Draft Annual Plan 2001 - 2002। মার্চ ১২, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১০।
- "Palamu District: Education Profile"। ২০০৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১০।
বহিঃসংযোগ
- Official district government website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০০৬ তারিখে