পালামপুর
পালামপুর (ইংরেজি: Palampur) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংরা জেলার একটি শহর।
পালামপুর पालमपुर | |
---|---|
শহর | |
ডাকনাম: উত্তর ভারতের চায়ের রাজধানী | |
পালামপুর | |
স্থানাঙ্ক: ৩২.১১৬৭° উত্তর ৭৬.৫৩৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | হিমাচল প্রদেশ |
অঞ্চল | উত্তর ভারত |
জেলা | কাংরা |
উচ্চতা | ১,৪৭২ মিটার (৪,৮২৯ ফুট) |
জনসংখ্যা [1] | |
• মোট | ৩,৫৪৩ |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
পিন | ১৭৬০৬১ |
টেলিফোন কোড | ৯১-১৮৯৪ |
যানবাহন নিবন্ধন | HP 37 |
স্বাক্ষরতার হার | 78%% |
আবহাওয়া | ETh (Köppen) |
গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা | ৩৪ °সে (৯৩ °ফা) |
গড় শীতকালীন তাপমাত্রা | −৪ °সে (২৫ °ফা) |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ৩২.১২° উত্তর ৭৬.৫৩° পূর্ব।[2] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৪৭৩ মিটার (৪৮৩২ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে পালামপুর শহরের জনসংখ্যা হল ৩৫৪৩ জন।[3] এর মধ্যে পুরুষ ৫১.১৯% এবং নারী ৪৮.৮১%। এখানে সাক্ষরতার হার ৮৪.৮১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮২.৭৫% এবং নারীদের মধ্যে এই হার ৮৩.৫৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পালামপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৭.১৭% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
- "Census of India Search details"। censusindia.gov.in। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫।
- "Palampur"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ১ ২ ফেব্রুয়ারি ০০৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ ৭ ২ সেপ্টেম্বর ০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.