পার্থ স্কর্চার্স
পার্থ স্কর্চার্স (ইংরেজি: Perth Scorchers) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থভিত্তিক ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অস্ট্রেলীয় ক্রিকেট দল।[1] দলটি বিগ ব্যাশ লীগে পার্থের প্রতিনিধিত্বকারী দল। ক্রিকেট খেলায় দলটি কমলা রঙের পোশাক পরিধান করে।[2]
কর্মীবৃন্দ | |||
---|---|---|---|
অধিনায়ক | অ্যাশটন টার্নার | ||
কোচ | এ্যাডাম ভোজেস | ||
দলের তথ্য | |||
রং | কমলা | ||
প্রতিষ্ঠা | ২০১১ | ||
স্বাগতিক মাঠ | ওয়াকা গ্রাউন্ড (২০১১ - বর্তমান) পার্থ স্টেডিয়াম (২০১৮ - বর্তমান) | ||
ধারণক্ষমতা | ২২,০০০ | ||
ইতিহাস | |||
বিবিএল জয় | ৩ (বিবিএল০৩, বিবিএল০৪, বিবিএল০৬) | ||
সিএলটি২০ জয় | ০ | ||
দাপ্তরিক ওয়েবসাইট | perthscorchers | ||
| |||
২০২০-২১ পার্থ স্কর্চার্স মৌসুম |
এ পর্যন্ত দলটি চারটি বিবিএল ফাইনালে খেলার সুযোগ পায়। তন্মধ্যে তিনটিতেই স্বাগতিক ছিল। তৃতীয় ও চতুর্থ মৌসুমের প্রতিযোগিতায় তারা দুইবার শিরোপা জয় করে। ২০১১-১২ মৌসুমে সিডনি সিক্সার্স ও ২০১২-১৩ মৌসুমে ব্রিসবেন হিটের কাছে পরাজিত হলেও বিবিএল-৩ এ হোবার্ট হারিকেন্স ও বিবিএল-৪ এ সিডনি সিক্সার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ইতিহাস
২০১৪ সালে সফলভাবে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখে সাইমন ক্যাটিচ দলের অধিনায়কত্ব থেকে অবসর নেন। এরপর এ্যাডাম ভোজেস স্কর্চার্সের অধিনায়কত্ব করছেন।
২০১১-১২ মৌসুমে মিকি আর্থার দলের কোচ ছিলেন। কিন্তু জাতীয় দলে কোচ হিসেবে মনোনীত হওয়ায় তাঁর সহকারী লাচলান স্টিভেন্স দল পরিচালনা করেন। এরপর নভেম্বর, ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার স্টিভেন্সের স্থলাভিষিক্ত হন।
দলীয় সদস্য
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ পরিধানকারী খেলোয়াড়দেরকে গাঢ় লেখায় দেখানো হয়েছে।
নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য | |
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
এ্যাডাম ভোজেস | ৪ অক্টোবর ১৯৭৯ | ডানহাতি | লেফট আর্ম অর্থোডক্স | অধিনায়ক | ||
মাইকেল কারবেরি[3] | ৯ সেপ্টেম্বর ১৯৮০ | বামহাতি | ডানহাতি অফ স্পিন | বিদেশী খেলোয়াড় | ||
শন মার্শ | ৯ জুলাই ১৯৮৩ | বামহাতি | লেফট আর্ম অর্থোডক্স | |||
মাইকেল ক্লিঙ্গার | ৪ জুলাই ১৯৮০ | ডানহাতি | – | |||
মার্কাস হ্যারিস[4] | ২১ জুলাই ১৯৯২ | বামহাতি | – | |||
মাইকেল বেইলি | ১২ নভেম্বর ১৯৯২ | ডানহাতি | লেফট আর্ম অর্থোডক্স | কমুনিটি রুকি | ||
অল-রাউন্ডার | ||||||
নাথান কোল্টার-নিল | ১১ অক্টোবর ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | |||
মিচেল মার্শ | ২০ অক্টোবর ১৯৯০ | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | |||
অ্যাস্টন অ্যাগার | ১৪ অক্টোবর ১৯৯৩ | বামহাতি | লেফট আর্ম অর্থোডক্স | |||
অ্যাশটন টার্নার | ২৫ জানুয়ারি ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | |||
হিলটন কার্টরাইট | ১৪ ফেব্রুয়ারি ১৯৯২ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | |||
অ্যান্ড্রু টাই | ১২ ডিসেম্বর ১৯৮৬ | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | |||
উইকেট-কিপার | ||||||
স্যাম হোয়াইটম্যান | ১৯ মার্চ ১৯৯২ | বামহাতি | – | |||
জোশ ইংলিশ | ৪ মার্চ ১৯৯৫ | ডানহাতি | – | ডেভেলপম্যান্ট রুকি | ||
পেস বোলার | ||||||
ইয়াসির আরাফাত | ১২ মার্চ ১৯৮২ | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | বিদেশী খেলোয়াড় | ||
জেসন বেহরেনডর্ফ | ২০ এপ্রিল ১৯৯০ | ডানহাতি | বামহাতি ফাস্ট মিডিয়াম | |||
জোয়েল প্যারিস | ১১ ডিসেম্বর ১৯৯২ | বামহাতি | বামহাতি ফাস্ট মিডিয়াম | |||
সাইমন ম্যাককিন[4] | ১ সেপ্টেম্বর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | |||
স্পিন বোলার | ||||||
ব্র্যাড হগ | ৬ ফেব্রুয়ারি ১৯৭১ | বামহাতি | বামহাতি চায়নাম্যান | |||
জেমস মুইরহেড[5] | ৩০ জুলাই ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | |||
অর্জনসমূহ
ঘরোয়া প্রতিযোগিতা
- বিগ ব্যাশ লীগ:
- চ্যাম্পিয়ন (২): ২০১৩-১৪, ২০১৪-১৫
- রানার্স-আপ (২): ২০১১-১২, ২০১২-১৩
- মাইনর প্রিমিয়ার (১): ২০১১-১২
- ফাইনাল সিরিজে অংশগ্রহণ (৪): ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫
- চ্যাম্পিয়ন (২): ২০১৩-১৪, ২০১৪-১৫
আন্তর্জাতিক প্রতিযোগিতা
- চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০:
- চ্যাম্পিয়ন (০):
- রানার্স-আপ (০):
- অংশগ্রহণ (৪): ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫
- চ্যাম্পিয়ন (০):
তথ্যসূত্র
- "BBL team names and colours"। ৬ এপ্রিল ২০১১। ১০ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১১।
- "New Twenty20 Big Bash league to feature teams in pink, orange and purple as tradition is abandoned"। Fox Sports (Australia)। ৬ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১১।
- "Carberry Joins Perth Scorchers"। ২৪ নভেম্বর ২০১৪।
- "Harris & Mackin Round Out Squad"। ৫ ডিসেম্বর ২০১৪। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৫।
- "Muirhead, Beer Trade BBL Places"। ২১ নভেম্বর ২০১৪। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৫।