পার্থ বড়ুয়া

পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী, অভিনেতা। বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক, সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।[1]

পার্থ বড়ুয়া
প্রাথমিক তথ্য
জন্ম৩ মে
চট্টগ্রাম, বাংলাদেশ
উদ্ভবচট্টগ্রাম, বাংলাদেশ
ধরনমেলোডি
পেশাসংগীত শিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা
বাদ্যযন্ত্রভোকাল, গিটার
কার্যকাল১৯৮৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীরঞ্জনা

প্রাথমিক জীবন

পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।[2] বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

কর্মজীবন

আশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তিতে তিনি 'সোলস' এর সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার ১ম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে।[2] অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন।

এ এমন পরিচয় (১৯৯৩)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
তপন চৌধুরীএ এমন পরিচয়সালাউদ্দিন সাজাল
তপন চৌধুরীকেউ নেই কোরিডোরেসালাউদ্দিন সাজাল
পার্থ বড়ুয়াএইতো সেদিনআলী তারেক
নাসিম আলী খানকেনো এমন হলোপীযুষ বন্দ্যোপাধ্যায়
তপন চৌধুরীকৃষাণ যেমনলিটন অধিকারী রিন্টু
নাসিম আলী খানসাগরের ওই প্রান্তরেনাসিম আলী খান
তপন চৌধুরীকিছু কথা কিছুক্ষনসালাউদ্দিন সাজাল
নাসিম আলী খানএই চোখে শুধু স্বপ্নশাহীউদ্দিন মাহমুদ
পার্থ বড়ুয়াএক উড়নচন্ডী ছেলেআশরাফ বাবু
তপন চৌধুরীকুহেলি জানে কি আজোকবির বকুল
নাসিম আলী খানভালোবাসি ওই সবুজশাহীউদ্দিন মাহমুদ
পার্থ বড়ুয়াকত কাঠখড়আশরাফ ফারুক
তপন চৌধুরীজ্বালাইয়া গিলা

আজ দিন কাটুক গানে (১৯৯৫)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়ানিঃসঙ্গতাপার্থ বড়ুয়াকবির বকুল
নাসিম আলী খাননীরবেনাসিম আলী খান
পার্থ বড়ুয়াঅশান্ত হৃদয়আশরাফ বাবু
নাসিম আলী খানএরই মাঝেশাহিদ মাহমুদ জঙ্গি
পার্থ বড়ুয়ানিঃশর্তআশরাফ বাবু
নাসিম আলী খানবেস্ততাকবির বকুল
নাসিম আলী খানআলো আঁধারেদেওয়ান মামুন
নাসিম আলী খাননিশ্চুপ মাঝরাতআশরাফ বাবু
পার্থ বড়ুয়াঅনুভূতিতানভীর মোর্শেদ
নাইমুল হাসান তানিমকিছু কিছু কথাআশরাফ বাবু
পার্থ বড়ুয়াপ্রহসনে প্রেমআশরাফ বাবু
নাসিম আলী খানচায়ের কাপেশাহিদ মাহমুদ জঙ্গি
পার্থ বড়ুয়াআজ দিন কাটুক গানেকবির বকুল

অসময়ের গান (১৯৯৭)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াএভাবে যদি
পার্থ বড়ুয়াআমি আর ভাববোনা
নাসিম আলী খানএলোমেলো কথা
নাসিম আলী খানএকাকী আমি
পার্থ বড়ুয়াদাঁড়িয়ে ছিলামপার্থ বড়ুয়ানার্গিস পলি
পার্থ বড়ুয়াপ্রেমিক মেয়র
পার্থ বড়ুয়াহৃদয়ের ক্যানভাসে
নাসিম আলী খানযেতে যেতে পরিচয়
নাসিম আলী খানআবেগের সুরে
নাসিম আলী খানঐ দূর নীলে
পার্থ বড়ুয়াপায়ের আওয়াজ শুনি
সোল্‌সআইয়ো না

মুখরিত জীবন (২০০০)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াএ যেন সেই চোখঅভিজিৎ বন্দ্যোপাধ্যায়
পার্থ বড়ুয়াআয়নার কাছে
পার্থ বড়ুয়াবাঁশি শুনেগৌরীপ্রসন্ন মজুমদার
নাসিম আলী খানভুলিনি আমি
পার্থ বড়ুয়াচোখরা চাঁদপ্রতুল মুখোপাধ্যায়
পার্থ বড়ুয়াএতো সুর আর এত গানসুধীন দাশগুপ্ত
পার্থ বড়ুয়াহঠাৎ শূন্যতা
সোল্‌সমুখরিত জীবনআব্দুল্লাহ আল মামুন
পার্থ বড়ুয়ানিটোল পায়েমীরা দেব বর্মণ
নাসিম আলী খানঅচেনা আঁধারে
পার্থ বড়ুয়াসারাদিন তোমায় ভেবেঅভিজিৎ বন্দ্যোপাধ্যায়
নাসিম আলী খানসুখ পাখি

তারার উঠোনে (২০০৩)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়ারিম ঝিম ঝিম
পার্থ বড়ুয়াহে বান্ধবি
পার্থ বড়ুয়ানিশাচর
পার্থ বড়ুয়াচুপ চুপ
নাসিম আলী খানসাজানো পৃথিবী
নাসিম আলী খানরোদেলা দুপুরে
নাসিম আলী খানশেষ সূর্যাস্ত
নাসিম আলী খানযতখানি সময়
নাসিম আলী খানসুখে আছি
নাইমুল হাসান তানিমহেসে হেসে
পার্থ বড়ুয়াতুমি চাইলেই
পার্থ বড়ুয়াতারার উঠোনেপার্থ বড়ুয়াসকাল

To – Let (২০০৪)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াTo Let
পার্থ বড়ুয়ামাকড়শা
পার্থ বড়ুয়াসন্দেহ
পার্থ বড়ুয়াআগের জনমপার্থ বড়ুয়াআশরাফ বাবু
নাসিম আলী খানস্বপ্ন লোকের চাবিতমালপ্রদীপ সাহা
নাসিম আলী খানশুধু তুমি
নাসিম আলী খানকথা এখনো লিখিনি
নাসিম আলী খানস্মৃতির ডায়েরি
নাসিম আলী খানমানুষ
পার্থ বড়ুয়াজানিনা
পার্থ বড়ুয়াকখনও কখনও
পার্থ ও নাসিমবাংলাদেশপার্থ বড়ুয়াসকাল

ঝুট ঝামেলা (২০০৬)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াঝুট ঝামেলা
পার্থ বড়ুয়াসেপারেশান
পার্থ বড়ুয়াতোমার জন্য অরণ্য
নাসিম আলী খানঅভিমানপার্থ বড়ুয়াআসিফ ইকবাল
নাসিম আলী খানবৃষ্টি আয়
নাসিম আলী খাননেই তুমি নেই
পার্থ বড়ুয়াএ কেমন নিয়ম
নাসিম আলী খানমন পলাশী
পার্থ বড়ুয়াস্বপ্ন বাঁশী
নাইমুল হাসান তানিমনির্মল জোছনায়

কিংবদন্তি (২০০৮)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াজল কুমারীপার্থ বড়ুয়াসঞ্জীব চৌধুরী
পার্থ বড়ুয়াবিপন্ন নগরেপার্থ বড়ুয়াসঞ্জীব চৌধুরী
পার্থ বড়ুয়াপরে সিগারেটপার্থ বড়ুয়াসঞ্জীব চৌধুরী

জ্যাম (২০১১)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়ানির্মলেন্দু গুণপার্থ বড়ুয়াকবির বকুল
পার্থ বড়ুয়াছায়াপার্থ বড়ুয়ামাহ্ফুজ রহমান
পার্থ বড়ুয়াজ্যাম
নাসিম আলী খানমন খারাপপার্থ বড়ুয়াআশিক
নাসিম আলী খানগান
পার্থ বড়ুয়ানাট্য কবিতা
নাসিম আলী খাননতুন ভোরে
নাসিম আলী খানবর্ণচোরা
পার্থ বড়ুয়াবৃষ্টি
নাসিম আলী খানপ্রিয় মুখ
পার্থ বড়ুয়াদস্যি মেয়ে
পার্থ বড়ুয়াআতশবাজি

বন্ধু (২০১৭)

সঙ্গীতশিল্পী গানের নাম সুরকার গীতিকার
পার্থ বড়ুয়াচাই চাইপার্থ বড়ুয়াশেখ রানা

উল্লেখযোগ্য গান

  • হাজার বর্ষা রাত
  • মন শুধু মন ছুয়েছে

তথ্যসূত্র

  1. মনজুর কাদের (৩১ মে ২০২০)। "আমাদের ভেতরে এক, বাইরে আরেক রূপ"prothomalo.com। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০
  2. "Partha Barua- the soul of Souls"Priyo News। ৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.