পারুল যাদব
পারুল যাদব (মারাঠি: पारूल यादव) একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল যিনি প্রধানত বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান এবং দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করে থাকেন; বিশেষ করে কন্নটা ছবিতে। তার মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু হলেও তিনি টেলিভিশন সিরিজ "ভাগ্যবিধাতা" অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১১ সালের কন্নাটা চলচ্চিত্র "গোবিন্দহা নমহে" অসাধারণ অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ নারী অভিনেত্রীর উদয় পুরস্কারের জন্য মনোনয়ন পান।[1]
পারুল যাদব | |
---|---|
জন্ম | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিসন হোস্ট, মডেল |
কর্মজীবন | ২০০০–বর্তমান |
ওয়েবসাইট | www |
কর্মজীবন
পারুল মুম্বাইয়ে মডেলিং এর মাধ্যমে তার প্রাথমিক কর্মজীবন শুরু করেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০০০ | মেরি আঘোষ মে | হিন্দি | (পারুল চরিত্রে) | |
২০০৪ | ড্রিমস | চারু | তামিল | |
২০০৫ | ত্রিত্থিয়াম | সান্দ্রা পুন্নোসে | মালায়ালম | পবিত্রা |
২০০৯ | ব্লাক দালিয়া | লিন্ডা দিসুজা | মালায়ালম | পবিত্রা |
২০০৯ | বুলেট | পবিত্রা | পবিত্রা | |
২০১১ | গোবিন্দা নমহে | মুমতাজ | কন্নড | সিমা পুরস্কার - শ্রেষ্ঠ নারী আত্মপ্রকাশকারী মনোনয়ন – উদয়া পুরস্কার - শ্রেষ্ঠ নারী অভিনেত্রী অভিষেক |
২০১২ | নন্দিশা | সোনিয়া | কন্নাটা | |
২০১৩ | বচ্চন | অঞ্জলী | কন্নাটা | |
২০১৩ | শ্রাবণী সুবরামন্য | বেন্নি | কন্নাটা | বিশেষ উপস্থিতি[2] |
২০১৩ | গবর সিং | ভোজপুরি | ||
২০১৪ | শিবাকিনাগারা | পবিত্রা | কন্নাটা | |
২০১৪ | অপুর্ব | অপুর্ব | কন্নাটা | নির্মাণাধীন[3] |
- টৈলিভিশন
- ২০০৯ – ভাগ্যবিধাতা – কালারস
- ২০১১ – কমেডী কা মহা মুকাবিলা – স্টার প্লাস
পুরস্কার
- ২০১৩: সুবর্ণা পুরস্কার - লাক্স গ্ল্যামার আইকন অব দ্যা ইয়ার[4]
- ২০১৩: সিমা পুরস্কার - শ্রেষ্ঠ নারী আত্মপ্রকাশকারী – গোবিন্দা নমহে (২০১২)
তথ্যসূত্র
- Parul nominated for Best Actress award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৯-২৮ তারিখে. The Times of India. (21 January 2013).
- Exclusive Shravani Subramanya ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ অক্টোবর ২০১৩ তারিখে. Sify.com (26 September 2013).
- Parul bags film with Ravichandaran – Times Of India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১০-২৯ তারিখে. The Times of India. (27 May 2013).
- Parul Yadav is ‘Glamour Icon of the Year’ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৩ তারিখে. Sify.com (15 May 2013).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.