পায়েল সরকার

পায়েল সরকার (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৮০) একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনে অভিনয় করেন।[1][2][3]

পায়েল সরকার
জন্ম
পায়েল সরকার

(1980-01-10) ১০ জানুয়ারি ১৯৮০
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী

ব্যক্তিগত জীবনী

পায়েল ১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলা টিন ম্যাগাজিন উনিশ-কুড়ি প্রচ্ছদে মডেল হন।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রপরিচালকসহশিল্পী
২০০৪শুধু তুমিঅভিজিৎ গুহপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক
২০০৬বিবরসুব্রত সেনসুব্রত দত্ত, তানিশা চট্টোপাধ্যায়
২০০৭আই লাভ ইউরবি কিনাগীদেব
এফ.এম.(ফান অর মাস্তি)শেখর সূর্যআর.কে. সত্য
২০০৯ক্রস কানেকশানঅভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, রিমঝিম মিত্র
২০০৯প্রেম আমাররাজ চক্রবর্তীসোহম চক্রবর্তী
২০১০লে ছক্কারাজ চক্রবর্তীদেব
২০১১জানি দেখা হবেবিরসা দাশগুপ্তপরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত
২০১২লে হালুয়া লেরাজা চন্দসোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়
২০১৩বোঝেনা সে বোঝেনারাজ চক্রবর্তীআবির চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী
২০১৩গোলেমালে গোলেমালে পিরিত কোরো নাঅনিন্দ্য বন্দ্যোপাধ্যায়যীশু সেনগুপ্ত
২০১৩একটি আষাড়ে গল্পঅরিন্দম চক্রবর্তীআবীর চট্টোপাধ্যায়
২০১৪বচ্চন[4]রাজা চন্দজিৎ ,কাঞ্চন মল্লিক, ঐন্দ্রিতা রায়
২০১৪ঋণ[5]অরিন্দম শীলআবীর চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়
২০১৪গুড্ডু কি গান[6]শান্তনু রায়, শীর্ষক আনন্দকুণাল খেমু
২০১৫যমের রাজা দিল বরআবীর সেনগুপ্তআবীর চট্টোপাধ্যায়
২০১৭জিও পাগলারবি কিনাগীযিশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, ঋত্বিকা সেন
২০১৮ভাইজান এলো রেজয়দীপ মুখার্জীশাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়
২০১৯জামাই বদলরবি কিনাগীসোহম চক্রবর্তী, হিরণ, কৌশানী মুখার্জী

টেলিভিশন

  • লাভ স্টোরি (টিভি ধারাবাহিক)|লাভ স্টোরি - শ্রুতি (৩০ এপ্রিল ২০০৭ - ১৭ জানুয়ারি ২০০৮)[7]
  • ওয়াক্ত বাতায়েগা কন আপনা কন পরায়া - রুদ্র (১৪ এপ্রিল ২০০৮ - ৩০ অক্টোবর ২০০৮)
  • শকুন্তুলা - রাজকুমারী সিং (২ ফেব্রুয়ারি ২০০৯ - ১৫ মে ২০০৯)
  • লেডিস স্পেশাল - পূজা সিং (২৫ মে ২০০৯ - ৯ ডিসেম্বর ২০০৯)[8]

পুরস্কার

  • আনন্দলোক অ্যাওয়ার্ড (২০১০)

রাজনৈতিক জীবন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ৩৭ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের নিকট বেহালা পূর্ব আসনে হেরেছেন।[9]

তথ্যসূত্র

  1. "indya.com – It happens only in Indya – News and More"। www.indya.com। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩১
  2. "Payel Sarkar"। www.gomolo.in। ২০০৯-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩১
  3. Roy, Priyanka (১১ আগস্ট ২০০৮)। "Who's that girl?"telegraphindia.com। Calcutta, India। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০
  4. "দিল তো 'বচ্চন' হ্যয় জি"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৩
  5. "কলকাতার কোলাজ"এবেলা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪
  6. "পায়েল এ বার বলিউডে"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৪
  7. "'I want to work with SRK' – The Times of India"indiatimes.com। ২৫ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০
  8. "Fan Of Shahrukh – Oneindia Entertainment"entertainment.oneindia.in। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১০
  9. "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.