পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহী বিভাগের পাবনা জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ১০টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ০৯ মে ১৯৮০ সালে।[1][2][3]

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত০৯ মে ১৯৮০
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
যে অঞ্চলে
পাবনা জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটhttp://pbs2.pabna.gov.bd/

ইতিহাস

এ সমিতিটি ০৯ মে ১৯৮০ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং ০৬ জানুয়ারী ১৯৮৩ সালে এ যাত্রা শুরু হয়। এ সমিতির অধীন ৪৬টি ইউনিয়ন ও ৮৮৫টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। কাশিনাথপুর, সাঁথিয়া উপজেলা, অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[1]

জোনাল অফিস সমূহ

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:

  • আতাইকুলা জোনাল অফিস
  • বেড়া জোনাল অফিস
  • সুজনগর জোনাল অফিস

সাব জোনাল অফিস গুলো হচ্ছে

  • সাঁথিয়া সাব-জোনাল অফিস
  • বাঁধেরহাট সাব-জোনাল অফিস
  • শ্রীপুর সাব জোনাল অফিস

গ্রাহক সংখ্যা

এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৭১৪১০ জন গ্রাহক রয়েছে।।[1]

অন্যান্য তথ্য

  1. মোট আয়তন=১২২২ বর্গকিলোমিটার
  2. অভিযোগ কেন্দ্র=১৩টি
  3. সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ১১ টি,
  4. বিদ্যুতায়িত লাইনের পরমিান = ৫৩৩৮ কি.মি.
  5. সিষ্টেম লস= মে ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত = ১১.২৮% ।[1]

জনবল

  • কর্মকর্তা ও কর্মচারীর= ৫০৬ জন[1]

সমিতি বোর্ড

মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[1]

আরো দেখুন

জাতীয় গ্রিড

তথ্যসুত্র

  1. "পল্লী বিদ্যুতায়ন বোর্ড ,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২"pbs2.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬
  3. "পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২"pbs2.sujanagar.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.