পাবনা ক্যাডেট কলেজ

পাবনা ক্যাডেট কলেজ বাংলাদেশের পাবনার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশের প্রাচীন দশটি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম; যা ১৯৮১ সালের ৭ আগস্ট 'পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ' থেকে 'ক্যাডেট কলেজ'-এ রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে ১০ কি.মি. দূরে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থিত। আজ পর্যন্ত পাবনা ক্যাডেট কলেজ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্যান্য বিষয়ে সাফল্য বজায় রেখেছে।

পাবনা ক্যাডেট কলেজ
অবস্থান
Map
জালালপুর
,
তথ্য
প্রাক্তন নামপাবনা আবাসিক মডেল স্কুল ও কলেজ
ধরনআধা স্বায়ত্তশাসিত বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান
নীতিবাক্যসাধনায় সাফল্য
প্রতিষ্ঠাকাল আগস্ট ১৯৮১ (1981-08-07)
ইআইআইএন১২৫৬৭০
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৩০০ ক্যাডেট
ক্যাম্পাস৩৮ একর
রংআসমানি নীল
ডাকনামPCC
বাজেটপ্রতিরক্ষা খাতে বাংলাদেশের বার্ষিক বাজেট
ওয়েবসাইটpcc.army.mil.bd

অবস্থান

পাবনা ক্যাডেট কলেজ পাবনা জেলার জালালপুরে, ঢাকা-পাবনা মহাসড়কের পাশেই অবস্থিত। পাবনা শহর থেকে এটি ৬ কিমি দূরে অবস্থিত যা বাগচিপাড়া বাজারের কাছে।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র

  • সৌভিক ধর গর্ব

আরো দেখুন

মেরিন একাডেমী, পাবনা

বহি:সংযোগ

https://pcc.gov.mil.bd/%5B%5D

পাবনা ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট

https://pcc.army.mil.bd/

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.