পাবনা-৫
পাবনা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭২নং আসন।
পাবনা-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পাবনা জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার | ৪,৩৫,৮৮৫ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | গোলাম ফারুক খন্দকার প্রিন্স |
সীমানা
পাবনা-৫ আসনটি পাবনা জেলার পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে গোলাম ফারুক খন্দকার প্রিন্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: পাবনা-৫[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | গোলাম ফারুক খন্দকার প্রিন্স | ১,৬১,৪১৩ | ৫২.৯ | +১১.৮ | ||
জামায়াতে ইসলামী | আবদুস সোবহান | ১,৪১,৬৬৩ | ৪৬.৪ | -১০.৪ | ||
ইসলামী আন্দোলন | আরিফ বিলাহ | ১,৯৪৭ | ০.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৭৫০ | ৬.৫ | -৯.১ | |||
ভোটার উপস্থিতি | ৩,০৫,০২৩ | ৮৭.৭ | +১২.৯ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: পাবনা-৫[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | আবদুস সোবহান | ১,৪২,৮৮৪ | ৫৬.৮ | +৩৭.২ | ||
আওয়ামী লীগ | ওয়াজী উদ্দিন খান মো | ১,০৩,৪৯৯ | ৪১.১ | +৪.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আজিজুর রহমান আরজু | ৪,১৭৫ | ১.৭ | প্র/না | ||
স্বতন্ত্র | আশরাফুল আলম চৌধুরী | ৪৪৮ | ০.২ | প্র/না | ||
গণফোরাম | রণেশ মিত্রা | ৩৯৬ | ০.২ | প্র/না | ||
বিকেএসএমএ (সাদেক) | আক্কাস আলী খান | ২৬৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,৩৮৫ | ১৫.৬ | +১০.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,৫১,৬৬৬ | ৭৪.৮ | -৩.১ | |||
বিএনপি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পাবনা-৫[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | রফিকুল ইসলাম বাকুল | ৭৮,১৬৫ | ৪১.১ | প্র/না | ||
আওয়ামী লীগ | আবদুল করিম খন্দকার | ৬৯,১১৯ | ৩৬.৩ | +৫.৯ | ||
জামায়াতে ইসলামী | আবদুস সোবহান | ৩৭,৩৩৬ | ১৯.৬ | -২৭.৭ | ||
জাতীয় পার্টি | ইকবাল | ৪,৩৭৭ | ২.৩ | +১.৫ | ||
জাকের পার্টি | তসলিম হাসান সুমন | ৬৫৯ | ০.৩ | +০.১ | ||
ন্যাপ (ভাসানী) | আমজাদ হোসেন | ৪২৩ | ০.২ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | আমিনুল ইসলাম তালুকদার | ৮৫ | ০.০ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,০৪৬ | ৪.৮ | -১২.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৯০,১৬৪ | ৭৭.৯ | +১৮.১ | |||
জামায়াতে ইসলামী থেকে বিএনপি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: পাবনা-৫[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | আবদুস সোবহান | ৭৫,৫৮৬ | ৪৭.৩ | |||
আওয়ামী লীগ | রফিকুল ইসলাম | ৪৮,৫৫৯ | ৩০.৪ | |||
বিএনপি | আবুল হাসনাত | ২৩,৭৩৪ | ১৪.৯ | |||
ইউসিএল | আমিনুল হক | ৯,০৭৩ | ৫.৭ | |||
জাতীয় পার্টি | শওকত আলী | ১,২৮০ | ০.৮ | |||
জাসদ (রব) | শাহজাহান বিশ্বাস | ৫৫৭ | ০.৩ | |||
জাকের পার্টি | তসলিম হাসান সুমন | ৩৫১ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) | আব্দুল কুদ্দুস | ৩০৫ | ০.২ | |||
ফ্রিডম পার্টি | হাসান আলী | ১৬৮ | ০.১ | |||
ধূমপান ও মাদকদ্রব্য নিবারণকারী মানবসেবা সংস্থা | শেখ আবদুল আজিজ | ১৩৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,০২৭ | ১৬.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,৫৯,৭৫১ | ৫৯.৮ | ||||
জাতীয় পার্টি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.