পাবনা-১
পাবনা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৮নং আসন।
পাবনা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পাবনা জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার | ৩,৭৭,৬৬৭ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শামসুল হক টুকু |
সীমানা
পাবনা-১ আসনটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ, নাগডেমড়া ইউনিয়ন পরিষদ, ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ, ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, ধোপাদহ ইউনিয়ন পরিষদ, করমজা ইউনিয়ন পরিষদ, গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদ, নন্দনপুর ইউনিয়ন পরিষদ, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেংগা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটলা ইউনিয়ন নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: পাবনা-১[7] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শামসুল হক টুকু | ৬৭,০২৯ | ৫৯.১ | +৫.৪ | |
স্বতন্ত্র | আবু সাইয়িদ | ৪৪,৫৭৯ | ৩৯.৩ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | নজরুল ইসলাম | ১,০৯৩ | ১.০ | প্র/না | |
জাতীয় পার্টি | ইয়াসিন আরাফাত | ৬৬১ | ০.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৪৫০ | ১৯.৮ | +১১.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,১৩,৩৬২ | ৩৪.০ | -৫৭.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: পাবনা-১[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | শামসুল হক টুকু | ১,৪৫,০১২ | ৫৩.৭ | +১২.১ | ||
জামায়াতে ইসলামী | মতিউর রহমান নিজামী | ১,২২,৯৪৪ | ৪৫.৬ | -১২.১ | ||
ইসলামী আন্দোলন | আবদুল মতিন | ১,০৪৯ | ০.৪ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | রেজাউল করিম | ৬২৪ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,০৬৮ | ৮.২ | -৭.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,৬৯,৬২৯ | ৯১.২ | +৯.৪ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: পাবনা-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | মতিউর রহমান নিজামী | ১,৩৫,৯৮২ | ৫৭.৭ | +৩৩.৮ | ||
আওয়ামী লীগ | আবু সাঈদ | ৯৮,১১৩ | ৪১.৬ | +০.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | ক্বারী শরীফ আহমদ | ১,৩৪৭ | ০.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ আবদুল হাকিম বস | ৩১৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৮৬৯ | ১৬.১ | +৭.৮ | |||
ভোটার উপস্থিতি | ২,৩৫,৭৫৯ | ৮১.৮ | -২.৪ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: পাবনা-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবু সাঈদ | ৭৩,৩৩৫ | ৪১.৫ | প্র/না | ||
বিএনপি | মঞ্জুর কাদের | ৫৮,৬৫২ | ৩৩.২ | +১৬.৮ | ||
জামায়াতে ইসলামী | মতিউর রহমান নিজামী | ৪২,২৬৫ | ২৩.৯ | -১৩.০ | ||
জাতীয় পার্টি | মোঃ আনোয়ার হোসেন | ১,২৩১ | ০.৭ | -১০.৮ | ||
ইসলামী ঐক্য জোট | সাঈফ উদ্দিন ইয়াহিয়া | ৯০২ | ০.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | দেকান সুলতান মাহমুদ | ১৯৮ | ০.১ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | শেখ আবদুল আজিজ | ৯৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৬৮৩ | ৮.৩ | +৪.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৬,৬৮২ | ৮৪.২ | +১৮.৮ | |||
জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: পাবনা-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জামায়াতে ইসলামী | মতিউর রহমান নিজামী | ৫৫,৭০৭ | ৩৬.৯ | |||
বাকশাল | আবু সাইয়িদ | ৪৯,৯২৩ | ৩৩.০ | |||
বিএনপি | মির্জা আবদুল আউয়াল | ২৪,৮১২ | ১৬.৪ | |||
জাতীয় পার্টি | মঞ্জুর কাদের | ১৭,৪৫১ | ১১.৫ | |||
জাকের পার্টি | মোঃ গোলাম নবি | ২,০৭৯ | ১.৪ | |||
ন্যাপ (মুজাফফর) | মোঃ আহাদ আলী | ৪৪৮ | ০.৩ | |||
স্বতন্ত্র | শামসুল হক | ৪১৬ | ০.৩ | |||
বিকেএ | মোঃ নজরুল ইসলাম | ৩৩২ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৭৮৪ | ৩.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,৫১,১৫৮ | ৬৫.৪ | ||||
জাতীয় পার্টি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Pabna-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.