পাবনা
পাবনা বাংলাদেশের মধ্য ভাগে অবস্থিত একটি শহর। এটি পাবনা জেলায় অবস্থিত।
পাবনা | |
---|---|
![]() ![]() ![]() ![]() ![]() ঘড়ির কাঁটার ক্রমানুযায়ী: তারাস রাজবাড়ী, দুর্জয় জাগরণ স্মৃতিসৌধ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, ইছামতী নদী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ | |
![]() ![]() পাবনা | |
স্থানাঙ্ক: ২৪°০১′ উত্তর ৮৯°১৩′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উচ্চতা | ১৬ মিটার (৫২ ফুট) |
জনসংখ্যা (২০২১) | |
• মোট | ৩,০১,০০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | pabna |
প্রশাসন
পাবনা পৌরসভা একজন মেয়র এবং ১৫ জন কাউন্সিলর এবং ৫ জন মহিলা কাউন্সিলর দ্বারা গঠিত। প্রতিটি কাউন্সিলর শহরের একটি করে ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। তারা সবাই জনগণের ভোটে সরাসরি নির্বাচিত।
যাতায়াত
যমুনা বহুমুখী সেতু পার হয়ে সড়কপথে রাজধানী ঢাকা থেকে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার পথ। এছাড়া নদী পথে আরিচা থেকে নগরবাড়ি ঘাট হয়ে ৪ ঘণ্টায় পাবনায় যাওয়া যায়।
পাবনা সড়ক দ্বারা সব জেলা এবং শহরগুলির সাথে সংযুক্ত। পাবনা শহর নতুন রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। শালগরিয়ায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি পাবনা রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এর আগে রেলওয়ে ছিল টেবুনিয়ায়, যা শহরের কেন্দ্র থেকে ১০ কিমি দূরে ছিল।
জলবায়ু
পাবনা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৫.৩ (৭৭.৫) |
২৮.৫ (৮৩.৩) |
৩৩.৬ (৯২.৫) |
৩৬.৭ (৯৮.১) |
৩৫.২ (৯৫.৪) |
৩২.৭ (৯০.৯) |
৩১.৭ (৮৯.১) |
৩১.৮ (৮৯.২) |
৩২.২ (৯০.০) |
৩১.৬ (৮৮.৯) |
২৯.১ (৮৪.৪) |
২৬.৪ (৭৯.৫) |
৩১.২ (৮৮.২) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১১.৬ (৫২.৯) |
১৩.৯ (৫৭.০) |
১৮.৫ (৬৫.৩) |
২২.৮ (৭৩.০) |
২৪.৬ (৭৬.৩) |
২৫.৬ (৭৮.১) |
২৫.৯ (৭৮.৬) |
২৬.৪ (৭৯.৫) |
২৬.২ (৭৯.২) |
২৩.৬ (৭৪.৫) |
১৭.৫ (৬৩.৫) |
১২.৯ (৫৫.২) |
২০.৮ (৬৯.৪) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১৯ (০.৭) |
১৮ (০.৭) |
৩৪ (১.৩) |
৫৬ (২.২) |
১৫৯ (৬.৩) |
৩০০ (১১.৮) |
২৬০ (১০.২) |
২৯৪ (১১.৬) |
২৪২ (৯.৫) |
২০১ (৭.৯) |
১৭ (০.৭) |
৩ (০.১) |
১,৬০৩ (৬৩.১) |
উৎস: Climate-data.org |
শিক্ষাপ্রতিষ্ঠান
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবনা মেডিকেল কলেজ
- পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- পাবনা ক্যাডেট কলেজ
- সরকারী এডওয়ার্ড কলেজ
- সরকারী শহীদ বুলবুল কলেজ
- সরকারী মহিলা কলেজ, পাবনা
- পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাবনা
- পাবনা জিলা স্কুল
- মেরিন একাডেমী, পাবনা
- শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা
- পাবনা ইসলামিয়া মাদ্রাসা
- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা
উল্লেখযোগ্য ব্যক্তি
- বন্দে আলী মিয়া , কবি ও সাহিত্যিক
- জয়ন্ত নাথ চৌধুরী, সাবেক ভারতীয় সেনাপ্রধান
- অধ্যাপক ড. আবু সাইয়িদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী
- আবদুল করিম খন্দকার, এয়ার ভাইস মার্শাল
- স্যামসন এইচ চৌধুরী, ব্যবসায়ী
- তপন চৌধুরী গায়ক
- ফজলে লোহানী, সাহিত্যিক
- প্রমথ চৌধুরী কবি ও লেখক
- সুচিত্রা সেন জনপ্রিয় চিত্রনায়িকা
- গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার ও সুরকার
- শাহানাজ খুশি অভিনেএী
- চঞ্চল চৌধুরী অভিনেতা
- শামসুল হক টুকু(এমপি),সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশের ২২তম রাষ্টপতি
- রেবেকা সুলতানা, বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি
- কামাল আহমেদ - গায়ক, প্রশাসক
দর্শনীয় স্থান
- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির)
- পাকশীস্থ হার্ডিঞ্জ ব্রিজ
- ক্ষেতুপাড়া জমিদার বাড়ী
- জোড় বাংলা মন্দির
- ভাড়ারা শাহী মসিজদ
- কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা
- প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস
- তাড়াশ জমিদার ভবন
- পাবনা মানসিক হাসপাতাল
- এডরুক লিমিটেড, পাবনা
- পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্প
- লালন শাহ সেতু
- চাটমাহর শাহী মসিজদ
- গজনার বিল
- সুজানগর আজিম চৌধুরী জমিদার বাড়ী
- তাঁতীবন্দ জমিদার বাড়ী
- ঈশ্বরদী রেল জংশন
- আটঘরিয়া বংশীপাড়া গ্রামের চন্দ্রাবতীর ঘাট
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.