পাপিয়া সারোয়ার

পাপিয়া সারোয়ার (জন্ম ২১ নভেম্বর) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন প্রকাশক। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[1] ২০১৫ সালের বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন।[2] সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।[3]

পাপিয়া সারোয়ার
পাপিয়া সারোয়ার
জন্ম২১ নভেম্বর
বরিশাল
ধরনরবীন্দ্র সঙ্গীত
বাদ্যযন্ত্রকন্ঠ
কার্যকাল১৯৬৬-বর্তমান

প্রাথমিক জীবন এবং শিক্ষা

পাপিয়া বরিশাল জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা গ্রহণ করেন।[4] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত অধ্যয়ন করার জন্য ভারত সরকারের থেকে বৃত্তি লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়নীলিমা সেন এর অধীনে রবীন্দ্র সঙ্গীত এবং দ্রুবতারা জসীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। [5]

কর্মজীবন

তিনি ১৯৯৬ সালে "গীতসুধা" নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।[6]

কর্ম

অ্যালবাম
  • পূর্ণ চাঁদের মায়ায় (২০১৩)[7]
  • চোখের দেখা প্রাণের কথা (২০১৪)[8]

ব্যক্তিগত জীবন

১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[9] দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের মা। মেয়ে জিশা কানাডীয় অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।

তথ্যসূত্র

  1. Alom, Zahangir (৮ মে ২০১৩)। "Days in Shantiniketan"The Daily Star। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭একের অধিক |work= এবং |newspaper= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  2. "Seven eminent citizens awarded Bangla Academy fellowship"The Daily Star। ২৭ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭একের অধিক |work= এবং |newspaper= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  3. "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"বিডি নিউজ ২৪। ২০২১-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪
  4. "আজীবন সম্মাননায় পাপিয়া সারোয়ার" [Papia Sarwar gets lifetime achievement award]Bangladesh Pratidin। ২১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭
  5. "Birthday celebrations for Papia Sarwar"The Daily Star। ২১ নভেম্বর ২০১৩। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭
  6. "Geetosudha celebrates 21 years"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৯
  7. "Papia Sarwar's new album hits the market"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৮
  8. "Papia and Jisha's musical venture"। ৮ জানুয়ারি ২০১৪।
  9. "পাপিয়া সারোয়ার"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.