পাপিয়া সারোয়ার
পাপিয়া সারোয়ার (জন্ম ২১ নভেম্বর) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন প্রকাশক। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[1] ২০১৫ সালের বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন।[2] সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।[3]
পাপিয়া সারোয়ার পাপিয়া সারোয়ার | |
---|---|
জন্ম | ২১ নভেম্বর বরিশাল |
ধরন | রবীন্দ্র সঙ্গীত |
বাদ্যযন্ত্র | কন্ঠ |
কার্যকাল | ১৯৬৬-বর্তমান |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
পাপিয়া বরিশাল জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তিতে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা গ্রহণ করেন।[4] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত অধ্যয়ন করার জন্য ভারত সরকারের থেকে বৃত্তি লাভ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেন এর অধীনে রবীন্দ্র সঙ্গীত এবং দ্রুবতারা জসীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন। [5]
কর্মজীবন
তিনি ১৯৯৬ সালে "গীতসুধা" নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।[6]
ব্যক্তিগত জীবন
১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[9] দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের মা। মেয়ে জিশা কানাডীয় অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী।
তথ্যসূত্র
- Alom, Zahangir (৮ মে ২০১৩)। "Days in Shantiniketan"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।একের অধিক
|work=
এবং|newspaper=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - "Seven eminent citizens awarded Bangla Academy fellowship"। The Daily Star। ২৭ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।একের অধিক
|work=
এবং|newspaper=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। ২০২১-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- "আজীবন সম্মাননায় পাপিয়া সারোয়ার" [Papia Sarwar gets lifetime achievement award]। Bangladesh Pratidin। ২১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭।
- "Birthday celebrations for Papia Sarwar"। The Daily Star। ২১ নভেম্বর ২০১৩। ১০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- "Geetosudha celebrates 21 years"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৯।
- "Papia Sarwar's new album hits the market"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৮।
- "Papia and Jisha's musical venture"। ৮ জানুয়ারি ২০১৪।
- "পাপিয়া সারোয়ার"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৮।