পাপরি

পাপরি হল ১৯৮৬ সালে মু্ক্তিপ্রাপ্ত জাহ্নু বরুয়া পরিচালিত একটি অসমীয়া চলচ্চিত্র। পাটকাই ফিল্মসের ব্যানারে শৈলধর বরুয়া এবং জাহ্নু বরুয়ার প্রযোজনা করা ছায়াছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন গোপী দেসাই, সুশীল গোস্বামী এবং বিজু ফুকন[1]

পাপরি
চলচ্চিত্রটির পোস্টার
পরিচালকজাহ্নু বরুয়া
প্রযোজকশৈলধর বরুয়া,
জাহ্নু বরুয়া
চিত্রনাট্যকারজাহ্নু বরুয়া
শ্রেষ্ঠাংশেগোপী দেসাই
সুশীল গোস্বামী
বিজু ফুকন
সুরকারসত্য বরুয়া
পি. পি. বিদ্যানাথন
চিত্রগ্রাহকবিনোদ প্রধান
প্রযোজনা
কোম্পানি
পাটকাই ফিল্মস্
মুক্তি১৯৮৬
দৈর্ঘ্য১৪৪ মিনিট
দেশ ভারত
ভাষাঅসমীয়া

কাহিনী

১৯৮৩ সালের নির্বাচন এবং আসাম আন্দোলন-এর রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে কাহিনীটি নির্মিত। পাপরি (গোপী দেসাই) একজন গ্রাম্য বিবাহিতা মহিলা। শিক্ষক স্বামী বিনোদ (সুশীল গোস্বামী) এবং ৯ বছরের কন্যা দীপার সাথে তিনি থাকেন। ঘরের চারবেড়ার মধ্যে থাকা পাপরি তার বাড়ির নিচেই বাইরে ধীরে ধীরে অস্থির হয়ে আসা রাজনৈতিক পরিবশের কথা কিছুই জানে না। ঘটনাক্রমে কন্যা দীপার প্যারালাইসিস হয়ে চিকিৎসালয়ে মৃত্যু হয় এবং স্বামী বিনোদ একজন রাজনৈতিক নেতার হত্যার জন্য মিথ্যা অভিযুক্ত হয়। [2] একজন আরক্ষী আধিকারিকই (বিজু ফুকন) প্রকৃত হত্যাকারীকে ধরা ফেলে যদিও গ্রেপ্তার করতে পারে না, কোনো হত্যাকারী রাজনৈতিক সুরক্ষা লাভ করে থাকে। এমনভাবে পাপরিকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং এই অপরাধে বিনোদ পুনরায় অভিযুক্ত হয়। ছায়াছবিটির শেষে বলা হয় যে, অবশেষে বিনোদ সকল অভিযোগ থেকে মুক্ত হয় এবং আরক্ষী আধিকারিকটি পদোন্নতি লাভ করে।[1][3]

অভিনয়ে

তথ্যসূত্র

  1. "Papori – 1986 – Assamese film"। Chaosmag। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি, ২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Papori"। jahnubarua.com। ২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "Papori"। Cinema of India। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি, ২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Papori (1986)"। IMDB। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি, ২০১৩ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

টেমপ্লেট:জাহ্নু বরুয়া

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.