পাদুম

পাদুম ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কার্গিল জেলার একটি শহর। এই শহরের নাম বৌদ্ধ ধর্মগুরু পদ্মসম্ভবের নাম থেকে হয়েছে।

পাদুম
শহর
পাদুম
পাদুমের অবস্থান
স্থানাঙ্ক: ৩৩°২৭′৫০″ উত্তর ৭৬°৫২′৪৩″ পূর্ব
দেশ India
রাজ্যজম্মু ও কাশ্মীর
জেলাকার্গিল
সরকার
  ধরনস্বায়ত্ত্বশাসিত পার্বত্য পরিষদ
  শাসকলাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল
উচ্চতা৩,৬৬৯ মিটার (১২,০৩৭ ফুট)
জনসংখ্যা (২০১২)
  মোট২৫,০০০
ভাষা
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
যানবাহন নিবন্ধনJK 07 XXXX
ওয়েবসাইটhttp://www.kargil.nic.in/

ভূগোল

পাদুম জাংস্কার উপত্যকার মাঝখানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থকে এর উচ্চতা ৩,৬৫৭ মিটার বা ১১,৯৯৮ ফুট। এই শহরের নিকটে ডোডা নদীসারাপ নদী মিলিত হয়ে জাংস্কার নদী তৈরী করেছে।

জনসংখ্যাতত্ত্ব

২০০১ এর জনগণনা অনুযায়ী পাদুমের জনসংখ্যা ছিল ১০০০ জন। তার মধ্যে অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী। এই জনসংখ্যার ৪০ শতাংশ সপ্তদশ শতাব্দীতে আগত বালটি উপজাতির মুসলমান।

বিবরণ

পাদুম শহর কার্গিল জেলার জাংস্কার মহকুমার প্রধান শহর। এই শহরের মধ্যে একটি গুহায় পাঁচ ধ্যানী বুদ্ধের চিত্র আছে। পাদুম শহরের নিকটে বার্দান বৌদ্ধবিহারকুর্শা বৌদ্ধবিহার ছাড়াও বেশ কিছু বৌদ্ধবিহার অবস্থিত। [1]

যোগাযোগ

১৯৮০ খ্রিষ্টাব্দে ১ডি নং জাতীয় সড়কের ওপর অবস্থিত কার্গিল থেকে পেনসি গিরিবর্ত্ম দিয়ে পাদুম পর্যন্ত একটি রাস্তা তৈরী হয়েছে। শীতকালে গিরিবর্ত্মগুলিতে তুষারপাতের জন্য গ্রীষ্মকালেই শুধুমাত্র এই পথ খোলা থাকে।

তথ্যসূত্র

  1. India- Dorling Kindersley, page 151, আইএসবিএন ০-৭৫১৩-৩৩৫৬-৫
  • Janet Rizvi. (1996). Ladakh: Crossroads of High Asia. Second Edition. Oxford University Press, Delhi. আইএসবিএন ০-১৯-৫৬৪৫৪৬-৪.
  • Osada et al. (2000). Mapping the Tibetan World. Yukiyasu Osada, Gavin Allwright, and Atsushi Kanamaru. Reprint: 2004. Kotan Publishing, Tokyo. আইএসবিএন ০-৯৭০১৭১৬-০-৯.
  • Schettler, Margaret & Rolf (1981). Kashmir, Ladakh & Zanskar. Lonely Planet Publications. South Yarra, Victoria, Australia. আইএসবিএন ০-৯০৮০৮৬-২১-০.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.