পাথর্শী ইউনিয়ন
পাথর্শী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
পাথর্শী | |
---|---|
ইউনিয়ন | |
৭নং পাথর্শী ইউনিয়ন পরিষদ। | |
পাথর্শী পাথর্শী | |
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৮৯°৪৭′৩৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | ইসলামপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
ইউনিয়নের উত্তর দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়ন, পূর্বে ইসলামপুর সদর ইউনিয়ন, দক্ষিনে বেলগাছা ইউনিয়ন,পূর্বে কুলকান্দি ইউনিয়ন ও যমূনা নদী। পাথর্শী ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ বর্তমমানে যমূনার গর্ভে বিলীন হয়ে গেছে।
ইউনিয়নের প্রধান গ্রামগুলি-
- পাথর্শী
- মোজাআটা
- শেখ পাড়া
- খান পাড়া
- মুখ শিমলা
- ঢেঙ্গারগর
- কৃষ্ণনগর
- মলমগঞ্জ
ইতিহাস
জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তর্গত পাথর্শী ইউনিয়নের নামকরণ করা হয় এর পাথর্শী গ্রামকে কেন্দ্র করে। তবে গ্রামটির নাম ঠিক কি কারনে পাথর্শী হয়েছে তা সঠিক জানা যায় নি।
আয়তন ও জনসংখ্যা
- শিক্ষার হার: ৮০%
- শিক্ষা প্রতিষ্ঠান:
- কলেজ:১টি
- মলমগঞ্জ মডেল কলেজ
- উচ্চবিদ্যালয়: ২ টি
- মলমগঞ্জ উচ্চবিদ্যালয়
- হাড়িয়াবাড়ি উচ্চবিদ্যালয়
- প্রাথমিক: ৭
- মাদরাসা:
- উচ্চ:২টি
- ইবতেদায়ী:৪টি
ইউনিয়নের বেশিরভাগ জনসংখ্যা ইসলাম ধর্মাবলম্বী (আনুমানিক ৯৯%) ও বাকি সবাই হিন্দু ধর্মাবলম্বী (আনুমানিক ১%)।
উল্লেখযোগ্য ব্যক্তি
১। হাসমত আলী খান - সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
২। ইফতেখার আলম বাবলু - বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি
৩। মো. কাইয়ুম প্রধান - আওয়ামীলীগ নেতা
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | হাসমত আলী খান | |
০৬. | হাসমত আলী খান
। | |
০৭. | ইফতেখার আলম বাবলু | বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "পাথর্শী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- "ইসলামপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।