পাথরঘাটা
পাথরঘাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের অন্তর্গত বরগুনা জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি পাথরঘাটা উপজেলার সদর। শহরটি বরগুনা জেলার দ্বিতীয় বৃহত্তম এবং পাথরঘাটা উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বরিশাল বিমানবন্দর।বিভাগীয় শহর বরিশাল থেকে ১১০.৩ কি.মি.[2] এবং জেলা শহর বরগুনা থেকে ২৭.৮ কি.মি.[3] দুরত্বে পাথরঘাটা শহর অবস্থিত।
পাথরঘাটা | |
---|---|
শহর | |
পাথরঘাটা | |
স্থানাঙ্ক: ২২.০৩৮৬৯২° উত্তর ৮৯.৯৬৯৬৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরগুনা জেলা |
উপজেলা | পাথরঘাটা উপজেলা |
উপজেলা শহর | ১৯৮৫ |
পৌরশহর | ১৯৯১ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | পাথরঘাটা পৌরসভা |
• পৌরমেয়র | মোঃ আনোয়ার হোসেন আকন[1] |
আয়তন | |
• মোট | ২৩.২২ বর্গকিমি (৮.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৮,৫২১ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
জনসংখ্যা
পাথরঘাটা শহরের মোট জনসংখ্যা ১২,৭৮৬ জন যার মধ্যে ১৪,২৩১ জন পুরুষ এবং ১৪,২৯০ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০০:১০০। [4]
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.০৩৮৬৯২° উত্তর ৮৯.৯৬৯৬৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৫ মিটার।[5]
প্রশাসন
১৯৯১ সালে পাথরঘাটা শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৯টি মহল্লায় বিভক্ত । ২৩.২২ বর্গ কি.মি. আয়তনের পাথরঘাটা শহরের ৭.২১ বর্গ কি.মি. এলাকা পাথরঘাটা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[6]
শিক্ষা ব্যবস্থা
পাথরঘাটা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৬.২ ভাগ।
তথ্যসূত্র
- "পাথরঘাটা পৌরসভার মেয়র"। ১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২।
- "Distance from Barisal to Patharghata"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- "Distance from Barguna to Patharghata"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭১। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- "latitude, longitude and coordinates for Patharghata, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- "এক নজরে পৌরসভা"। ২০১৯-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।