পাতাড়ী ইউনিয়ন
পাতাড়ী ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
পাতাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
পাতাড়ী ইউনিয়ন পরিষদ | |
পাতাড়ী পাতাড়ী | |
স্থানাঙ্ক: ২৫°৭′৫৬″ উত্তর ৮৮°২৮′২৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | সাপাহার উপজেলা |
আয়তন | |
• মোট | ৮.৮৫ বর্গকিমি (৩.৪২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৩২৮ |
• জনঘনত্ব | ২,৯০০/বর্গকিমি (৭,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।পাতাড়ী ইউনিয়নের পশ্চিম ও উত্তরে ভারত,উত্তরে ও পূর্বে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন ও দক্ষিণে গোয়ালা ইউনিয়ন।
ইতিহাস
পাতাড়ী ইউনিয়নে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম রয়েছে।গ্রামটির নাম কলমুডাঙ্গা।
প্রশাসনিক এলাকা
সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়ন ৯টি ওয়ার্ড, ১২টি মৌজা ও ১৮ টি গ্রামের সমন্বয়ে গঠিত।
ওয়ার্ড সমূহঃ-
১. গ্রামঃ- উত্তর পাতাড়ী।
২. গ্রামঃ- দক্ষিণ পাতাড়ী।
৩. গ্রামঃ- তিলনী,বইকন্ঠপুর।
৪. গ্রামঃ-আদাতলা,জালসুখা,কাওয়াভাষা,হাঁড়িপাল, কাড়িয়াপাড়া।
৫. গ্রামঃ-জয়দেবপুর,শুঁটকিডাঙ্গা,গোসাইডাঙ্গা,শিমুলডাঙ্গা।
৬. গ্রামঃ- উত্তর কলমুডাঙ্গা।
৭. গ্রামঃ- মধ্য কলমুডাঙ্গা।
৮. গ্রামঃ- দক্ষিণ কলমুডাঙ্গা।
৯. গ্রামঃ- পশ্চিম কলমুডাঙ্গা।
আয়তন ও জনসংখ্যা
পাতাড়ী ইউনিয়নের আয়তন ৮ বর্গ কি.মি.। আয়তনের দিক দিয়ে এটি সাপাহার উপজেলা র ক্ষুদ্রতম ইউনিয়ন। বাংলাদেশ সরকারের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী উক্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫৩২৮ জন। ফলে এই ইউনিয়ন সাপাহার উপজেলার সর্বাধিক জনঘনবসতিপূর্ণ ইউনিয়নে পরিণত হয়েছে।
পাতাড়ী ইউনিয়নের শিক্ষার হার মাত্র ৩০.৮% । এই ইউনিয়নের প্রায় সকল নাগরিকই চাঁপাইনবাবগঞ্জ জেলার চরাঞ্চল ও ভারতের মালদহ জেলা থেকে আগত মুসলিম। এরা স্থানীয় ভাবে দিয়াড়া নামে পরিচিত।
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার : ৩০.৮% [ আদমশুমারী ২০১১]
শিক্ষা প্রতিষ্ঠান :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমূহঃ
- পাতাড়ী ফাজিল মাদ্রাসা।
- কলমুডাঙ্গা জোহাকিয়া আলিম মাদ্রাসা।
- কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয়।
- কলমুডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়।
- কলমুডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা।
- জয়দেবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
- আদাতলা দাখিল মাদ্রাসা।
- বইকন্ঠপুর দাখিল মাদ্রাসা।
- তিলনী দাখিল মাদ্রাসা।
- শিমুলডাঙ্গা দাখিল মাদ্রাসা।
- তিলনী পাতাড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয় সমূহঃ
- উত্তর পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- তিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বইকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মির্জাপুর বোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- রামাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- উত্তর কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কলমুডাঙ্গা বলদিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- দক্ষিণ কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কওমি মাদ্রাসা সমূহঃ
- কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা।
দর্শনীয় স্থান
এই ইউনিয়নের পশ্চিম ধার দিয়ে ভারত সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে পুনর্ভবা নদী।বিভিন্ন সময়ে বিশেষ করে ঈদ মৌসুমে নদী দেখতে পর্যটকরা আসে।এছাড়া ও এই ইউনিয়নে রয়েছে মাহিল বিল ও কাকলাসি বিল।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-মোঃ জাহাঙ্গীর আলম
ক্রমিক | নাম | মেয়াদ হতে | মেয়াদ পর্যন্ত |
---|---|---|---|
০১ | মোঃ রুহুল মিয়া | ০২/১২/১৯৯৭ | ১৬/০৮/২০০৩ |
০২ | মোঃ তরিকুল ইসলাম | ১৬/০৮/২০০৩ | ১৬/০৮/২০১১ |
০৩ | মোঃ তরিকুল ইসলাম | ১৬/০৮/২০১১ | ১৬/০৮/২০১৬ |
০৪ | মোঃ মুকুল মিয়া | ১৬/০৮/২০১৬ | ২৫/০২/২০২২ |
০৫ | মোঃ জাহাঙ্গীর আলম | ২০/০২/২০২২ | বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "পাতাড়ী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- "সাপাহার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।