পাঠাননগর ইউনিয়ন
পাঠাননগর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া উপজেলার একটি ইউনিয়ন।
পাঠাননগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পাঠাননগর ![]() ![]() পাঠাননগর | |
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°২৭′৫০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ছাগলনাইয়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯১০ |
জনসংখ্যা
প্রায় ৭০০০০।
অবস্থান ও সীমানা
ছাগলনাইয়া উপজেলার সর্ব-পশ্চিমে পাঠাননগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মহামায়া ইউনিয়ন, ছাগলনাইয়া পৌরসভা ও রাধানগর ইউনিয়ন; দক্ষিণে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন; পশ্চিমে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়ন ও ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন এবং উত্তরে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পাঠাননগর ইউনিয়ন ছাগলনাইয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ছাগলনাইয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
ছাগলনাইয়া উপজেলায় মাদ্রাসা ও সাধারণ শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। অত্র এলাকায় কোন কলেজ নেই।
শিক্ষা প্রতিষ্ঠান
মাধ্যমিক বিদ্যালয়
- ছলেমা নজির উচ্চ বিদ্যালয়।
- পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয়।
- দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়।
- আলী আকবর উচ্চ বিদ্যালয়।
- অগ্রণী উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
- হরিপুর এ.এস. এম. আলম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা
- পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।
- চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদরাসা।
- দাইয়া বিবি আজিম উদ্দিন ইসলামিয়া আলিম মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
- পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (বর্তমান ছাগলনাইয়া-ফেনী সড়ক)
খাল ও নদী
নদী
- ইউনিয়নের উত্তর-পূর্ব পাশ দিয়ে মুহুরী নদী প্রবাহিত
হাট-বাজার
- পাঠাননগর বাজার
- বাংলা বাজার
- কাচারি বাজার
- দাইয়া বিবি বাজার
- নুরানি বাজার
জনপ্রতিনিধি
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.