পাঠাকাটা ইউনিয়ন

পাঠাকাটা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলার অন্তর্গত একটি।[1][2]

পাঠাকাটা
ইউনিয়ন
৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ।
পাঠাকাটা
পাঠাকাটা
বাংলাদেশে পাঠাকাটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৯′৩″ উত্তর ৯০°১১′৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাশেরপুর জেলা
উপজেলানকলা উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

পাঠাকাটা নামের অনেক ইতিহাস রয়েছে। লোককথা প্রচলিত আছে এই গ্রাম একসময় ছিল এক নদী। আর খরস্রোতা এই নদীর পাঠাকাটা স্কুল যেখানে বর্তমান সেখানে এক ভয়াবহ পানির ঘুর্নিপাক ছিল। সেখানে পাঠা বলি না দিলে সেখান থেকে মালবাহী জাহাজ পার হতে পারতো না। সেই থেকে এই অঞ্চলের নাম পাঠাকাটা হয়ে গেছে।

আর পাঠাকাটা গ্রামের নামানুসারেই পাঠাকাটা ইউনিয়নের নামকরণ। ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন।

আয়তন ও জনসংখ্যা

১৮৬৮১ জন পুরুষ ৯০২৫ নারী ৯৬৫৬ ২০১১ আদমশুমারীর তথ্যানুযায়ী

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

পাঠাকাটা নীলের কুঠি

সূতি নদী

বুড়োডুবি বিল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

১.জাহিদুল ইসলাম সবুজ

২. ডাঃ মো: সোহরাব আলী বঙ্গবন্ধু শেখমুজিব বিশ্ববিদ্যালয় ও সাবেক বিপিএসসি বোর্ড সদস্য

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭

তথ্যসূত্র

  1. "পাঠাকাটা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০
  2. "নকলা উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.