পাটুলী ইউনিয়ন

পাটুলী ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার বেলাবো উপজেলার অন্তর্গত একটি।[1][2]

পাটুলী
ইউনিয়ন
পাটুলী ইউনিয়ন পরিষদ।
পাটুলী
পাটুলী
বাংলাদেশে পাটুলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫′২১″ উত্তর ৯০°৫০′৪৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
উপজেলাবেলাবো উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

পাটুলী ইউনিয়ন নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত। তার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। দক্ষিণে বাজনাব ইউনিয়ন এবং উত্তর ও পশ্চিমে রয়েছে বড়চাপা এবং কাচিকাটা ইউনিয়ন যা মনোহরদী থানায় অবস্থিত। নরসিংদী জেলা সদর হতে প্রায় ৪০ কি.মি. দূরে পোড়াদিয়া বাজার সংলগ্ন চন্ডিপাড়া গ্রামে ০.৫০ শতাংশ ভূমিতে পাটুলী ইউনিয়ন পরিষদ অবস্থিত। এর আয়তন প্রায় ৫৪০৩ একর।[3]

প্রশাসনিক কাঠামো

পাটুলী ইউনিয়ন বেলাবো উপজেলার আওতাধীন ৯ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেলাবো থানার আওতাধীন। এ ইউনিয়নের গ্রামগুলো হলো

  1.   সুটুরিয়া
  2. হাবিশপুর
  3. নগরনলুয়াকোট
  4. দাপুনিয়া
  5. টংগীরটেক
  6. বাঙাল গাঁও
  7. ভাবলা
  8.   চকমখোলা
  9.   পোড়াদিয়া
  10.   মোগা
  11. গলগলিয়া
  12.   রায়ের গাঁও
  13.   পালেরটেক
  14. চন্ডিপাড়া
  15. নন্দারামপুর
  16. ধনারটেক
  17. কাওয়ারটেক
  18. গোবিন্দপুর
  19. পাটুলী
  20. ছলমা
  21.   ধলির পাড়
  22.   জামতলা
  23. মধুয়ারটেক

জনসংখ্যা

২০১১  সালের পরিসংখ্যান অনুযায়ী পাটুলী ইউনিয়নের মোট লোকসংখ্যা ২৬,৭০৫ জন।[3]

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

হযরত শাহ ইরানি (রঃ) এর মাজার শরীফ

খাল ও নদী

পাটুলী ইউনিয়নের পূর্ব তীর ঘেসেই দেশের প্রখ্যাত আড়িয়াল খাঁ নদী। এ নদী ছাড়াও পাটুলী ইউনিয়নে একটি বিল রয়েছে যার নাম হলো - কেন্দির বিল। তাছাড়া এখানে ছোট একটি খালও রয়েছে, যা চন্ডিপাড়া গ্রামের ভিতর দিয়ে আড়িয়াল খাঁ নদীর সাথে সংযুক্ত হয়েছে

জনপ্রতিনিধি

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
মোঃ ছাদত আলী              ১৯৭৪-১৯৮৪
মোঃ এরশাদুল হক ভূইয়া কাঞ্চন     ১৯৮৪-১৯৮৭
মোঃ এরশাদুল হক ভূইয়া কাঞ্চন         ১৯৮৭-১৯৯২
মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর   ১৯৯২-১৯৯৮
মোঃ এরশাদুল হক ভূইয়া কাঞ্চন         ১৯৯৮-২০০২
মোঃ মতিউর রহমান সরকার               ২০০৩

|মোঃ ইফরানুল হক ভুইয়া (জামান) |২০১৬-বর্তমান

তথ্যসূত্র

  1. "পাটুলী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০
  2. "বেলাবো উপজেলা"বাংলাপিডিয়া। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০
  3. "পাটুলী ইউনিয়ন"patuliup.narsingdi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.