পাটনা বিভাগ

পাটনা বিভাগ হল ভারতের বিহার বিহার রাজ্যের নয়টি প্রশাসনিক বিভাগের অন্যতম। এই বিভাগের সদর শহর হল পাটনা। ১৮২৯ সালে গঠিত এই বিভাগ রাজ্যের প্রাচীনতম প্রশাসনিক বিভাগগুলির অন্যতম। ২০০৫ সালের পরিস্থিতি অনুসারে, এই বিভাগটি পাটনা জেলা, নালন্দা জেলা (অপর নাম বিহারশরিফ জেলা), ভোজপুর জেলা (অপর নাম আরা জেলা), রোহতাস জেলা (অপর নাম সাসারাম জেলা), বক্সার জেলাকাইমুর জেলা (অপর নাম ভাভুয়া জেলা) নিয়ে গঠিত।[3] পাটনা বিভাগের অধীনে ১৯টি মহকুমা ও ৯৮টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে।

পাটনা বিভাগ, বিহার
पटना प्रमंडल, बिहार
বিহারের মানচিত্রে পাটনা বিভাগের অবস্থান
প্রতিষ্ঠাকাল১৮২৯
জেলাপাটনা, নালন্দা, ভোজপুর, বক্সার, রোহতাস ও কাইমুর
সদরপাটনা
আয়তন১৬,৯৬০ কিমি (৬,৫৫০ মা)
জনসংখ্যা (২০১১)১৭,৬৬২,৬১৮[lower-alpha 1]
কমিশনারবি প্রধান[2]
ওয়েবসাইটpatnadivision.bih.nic.in

ইতিহাস

১৮২৯ সালে সারান বিভাগ (সারান, চম্পারণ, তিরহুত ও শাহাবাদ জেলা নিয়ে) ও ভাগলপুর বিভাগের (মুঙ্গের, পূর্ণিয়া ও মালদহ জেলা নিয়ে) সঙ্গে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ১১শ বিভাগ হিসেবে পাটনা বিভাগ গঠিত হয়।[4] ১৮৩৪ সালের ১ মার্চ ১০ম বিভাগ সারন অবলুপ্ত হয়ে ১১শ বিভাগ পাটনা ও ১২শ বিভাগ মুঙ্গেরের সঙ্গে মিশে যায়। সেই সময় পাটনা বিভাগের অন্তর্গত জেলাগুলি ছিল পাটনা, বেহার, সারান ও শাহাবাদ।[5]

আরও দেখুন

টীকা

  1. Population data obtained from the sum of the populations of the districts.[1]

তথ্যসূত্র

  1. "District Census 2011"। Census 2011। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২
  2. "Govt shifts 12 IAS officials, five get additional charge"। The Times of India। ১০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৫
  3. http://patnadivision.bih.nic.in/aboutus.aspx
  4. Bankey Bihari Misra। The Central Administration of the East India Company, 1773-1834। Manchester University Press, 1959। পৃষ্ঠা 151।
  5. Wm. H. Allen & Company (১৮৩৪)। "The Asiatic Journal and Monthly Miscellany"14 (Harvard University): 197।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.