পাঞ্জাবের জেলাসমূহের তালিকা (ভারত)

পাঞ্জাব ভারতের ২৯টি রাজ্যের অন্যতম। পাঞ্জাবের মোট জনসংখ্যা ২.৭৭ কোটি এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৫৫১ জন।

জেলা সদরসহ পাঞ্জাবের ২২টি জেলার মানচিত্র

সংক্ষিপ্ত বিবরণ

এই রাজ্যেরর জেলা সংখ্যা ২০টি।

জেলার তালিকা

নং কোড[1] জেলা সদর জনসংখ্যা (২০১১) আয়তন (/বর্গকিমি)[2] ঘনত্ব (/বর্গকিমি) ওয়েবসাইট মানচিত্র
AMঅমৃতসর জেলাঅমৃতসর২,৪৯০,৮৯১২,৬৪৭৯৩২amritsar.nic.in
BAবার্নালা জেলাবার্নালা৫৯৬,২৯৪১,৪১০৪১৯barnala.gov.in ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুন ২০১৮ তারিখে
BAভাটিণ্ডা জেলাভাতিন্দা১,৩৮৮,৮৫৯৩,৩৮৫৪১৪bathinda.nic.in ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ সেপ্টেম্বর ২০১১ তারিখে
FRফরিদকোট জেলাফরিদকোট৬১৮,০০৮১,৪৬৯৪২৪faridkot.nic.in
FTফতেগড় সাহেব জেলাফতেগড় সাহিব৫৯৯,৮১৪১,১৮০৫০৮fatehgarhsahib.nic.in
FIফিরোজপুর জেলাফিরোজপুর৯৬৫,৩৩৭২,১৯০১৮২ferozpur.nic.in
FAফাজিলকা জেলাফাজিলকা১,১৮০,৪৮৩৩,১১৩৩৭৯fazilka.nic.in
GUগুরুদাসপুর জেলাগুরুদাসপুর২,২৯৯,০২৬২,৬৩৫৬৪৯gurdaspur.nic.in
HOহোশিয়ারপুর জেলাহোশিয়ারপুর১,৫৮২,৭৯৩৩,৩৬৫৪৬৬hoshiarpur.nic.in ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০২১ তারিখে
১০ JAজলন্ধর জেলাজলন্ধর২,১৮১,৭৫৩২,৬৩২৮৩১jalandhar.nic.in
১১ KAকাপুরথালা জেলাকাপুরথালা৮১৭,৬৬৮১,৬৩২৫০১kapurthala.nic.in
১২ LUলুধিয়ানা জেলালুধিয়ানা৩,৪৮৭,৮৮২৩,৭৬৭৯৭৫ludhiana.nic.in
১৩ MAমানসা জেলামানসা৭৬৮,৮০৮২,১৭১৩৫০mansa.nic.in
১৪ MOমোগা জেলামোগা৯৯২,২৮৯২,২১৬৪৪৪moga.nic.in
১৫ MUশ্রীমুক্তসর সাহেব জেলাশ্রীমুক্তসর সাহিব৯০২,৭০২২,৬১৫৩৪৮muktsar.nic.in
১৬ PAপাঠানকোট জেলাপাঠানকোট৬৭৬,৫৯৮৯২৯৭২৮pathankot.gov.in
১৭ PAপাতিয়ালা জেলাপাতিয়ালা১,৮৯২,২৮২৩,২১৮৫৯৬patiala.nic.in
১৮ RUরূপনগর জেলারূপনগর৬৮৩,৩৪৯১,৩৬৯৪৮৮rupnagar.nic.in
১৯ SASমোহালি জেলামোহালি৯৮৬,১৪৭১,০৯৩৮৩০sasnagar.gov.in
২০ SAসাংরুর জেলাসাংরুর১,৬৫৪,৪০৮৩,৬৮৫৪৪৯sangrur.nic.in
২১ PBশহীদ ভগৎ সিং নগর জেলানওয়ানশাহর৬১৪,৩৬২১,২৬৭৪৭৮nawanshahr.nic.in
২২ TTতরন তারন জেলাতরন তারন সাহিব১,১২০,০৭০২,৪৪৯৪৬৪tarantaran.gov.in

তথ্যসূত্র

  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (পিডিএফ)যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ভারত সরকার। ২০০৪-০৮-১৮। পৃষ্ঠা ৫–১০। ২০০৮-০৯-১১ তারিখে মূল (PDFi) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৪
  2. "Districts of Punjab - Area & Population"। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে পাঞ্জাবের জেলাসমূহের তালিকা (ভারত) সম্পর্কিত মিডিয়া দেখুন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.