পাকিস্তানের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা
পাকিস্তানের উচ্চশিক্ষা হল শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল, শিক্ষিত সমাজ এবং দুই বছরের কলেজের বাইরে পড়াশোনা চালিয়ে যাওয়ার পদ্ধতিগত প্রক্রিয়া। উচ্চ শিক্ষাব্যবস্থার পরিচালনা পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) এর অধীনে বজায় রাখা হয় যেটি দেশের আর্থিক তহবিল, গবেষণা ফলাফল এবং শিক্ষার মানের উপর নজরদারি করে।[1]
পাকিস্তানে উচ্চতর শিক্ষাব্যবস্থায় সরকারি, বেসরকারি এবং সামরিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে, যা এইচইসি (HEC) দ্বারা অনুমোদিত। স্বাধীনতার পর থেকে নতুন বিশ্ববিদ্যালয়গুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা সমর্থন পেয়ে সারা দেশে প্রসারিত হয়েছে, যা উচ্চশিক্ষা কমিশনের পূর্বে ২০০২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়সমূহকে স্বীকৃতি দেওয়ার একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল। পাকিস্তান বছরে প্রায় ৪৪৫,০০০ বিশ্ববিদ্যালয় স্নাতক এবং ১০,০০০ কম্পিউটার বিজ্ঞান স্নাতক তৈরি করে। [2] নিম্নলিখিত সরকারি এবং বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে:
ইসলামাবাদ
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠাকাল | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন |
---|---|---|---|---|---|
১ ক্যাপিটাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ১৯৯৮ | ইসলামাবাদ | সাধারণ | বেসরকারী |
২ কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ১৯৬৫ | ইসলামাবাদ | সাধারণ | সরকারি |
৩ পাকিস্তান প্রকৌশল ও ফলিত বিজ্ঞান ইনস্টিটিউট | ইসলামাবাদ | ১৯৬৭ | নিলোর | প্রকৌশল | সরকারি |
৪ জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, পাকিস্তান (NDU) | ইসলামাবাদ | ১৯৭০[3] | সাধারণ (সামরিক) | পাকিস্তান আর্মি | |
৫ আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ১৯৭৪ | ইসলামাবাদ | সাধারণ (বড়) | সরকারি |
৬ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ | ইসলামাবাদ | ১৯৮০ | ইসলামাবাদ | সাধারণ (বড়) | সাধারণ |
৭ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) | ইসলামাবাদ | ১৯৯১ | ইসলামাবাদ | প্রকৌশল | সরকারি |
৮ Shaheed Zulfikar Ali Bhutto Institute of Science and Technology | ইসলামাবাদ | ১৯৯৫ | করাচী, লারকানা, হায়দরাবাদ, দুবাই সংযুক্ত আরব আমিরাত | সাধারণ | বেসরকারি |
৯ কমসাটস (COMSATS) বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ১৯৯৮ [4] | সাধারণ | সরকারি | |
১০ জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০০ | ইসলামাবাদ | ভাষা | সরকারি |
১১ জাতীয় কম্পিউটার ও এমার্জিং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০০ | চিনিওট , ফয়সালবাদ, করাচী, লাহোর, পেশাওয়ার | তথ্য প্রযুক্তি | বেসরকারি |
১২ বাহরিয়া বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০০ | করাচি, লাহোর, ইসলামাবাদ | সাধারণ(বড়) | পাকিস্তান নৌবাহিনী |
১৩ অ্যাডভান্সড প্রকৌশল স্টাডিজ কেন্দ্র | ইসলামাবাদ | ২০০১ | ইসলামাবাদ | প্রকৌশল | বেসরকারি |
১৪ ফেডারেল উর্দু বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০২ | ইসলামাবাদ | সাধারণ (বড়) | সরকারি |
১৫ মহাকাশ প্রকৌশল ইনস্টিটিউট | ইসলামাবাদ | ২০০২ | ইসলামাবাদ | সাধারণ | সরকারি |
১৬ পাকিস্তান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০২ | দূর শিক্ষণ | সরকারি | |
১৭ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ | ইসলামাবাদ | ২০০২ | সাধারণ | বেসরকারি | |
১৮ রিপহাহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০০২ | ফয়সালাবাদ, লাহোর | সাধারণ (মধ্যম) | বেসরকারি |
১৯ বিমান বিশ্ববিদ্যালয় (পাকিস্তান বিমান বাহিনী) | ইসলামাবাদ | মুলতান, ইসলামাবাদ | প্রকৌশল | পাকিস্তান বিমান বাহিনী | |
২০ শিফা তামির-এ-মিল্লাত বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০১২ | সাধারণ | বেসরকারি | |
২১ Shaheed Zulfiqar Ali Bhutto Medical University | ইসলামাবাদ | ২০১৩ | ইসলামাবাদ | মেডিকেল | সরকারি |
২২ মুসলিম যুব বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০১৫ | ইসলামী | বেসরকারি | |
২৩ জাতীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ইসলামাবাদ | ২০১৭ | ইসলামাবাদ | প্রযুক্তি | সরকারি |
বেলুচিস্তান
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠাকাল | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন |
---|---|---|---|---|---|
১ বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় | কোয়েটা | ১৯৭০ | লোরালাই
পিশিন |
সাধারণ (মধ্যম) | সরকারি |
২ বেলুচিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | খুজদার | ১৯৮৭ | সাধারণ (ছোট) | সরকারি | |
৩ আল-হামদ ইসলামী বিশ্ববিদ্যালয় | কোয়েটা | ১৯৯৫ (২০০৫)* | ইসলামাবাদ | সাধারণ (ছোট) | বেসরকারি |
৪ বেলুচিস্তান তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | কোয়েটা | ২০০২ | ঝব (২০১৭) | তথ্য প্রযুক্তি | সরকারি |
৫ সর্দার বাহাদুর খান মহিলা বিশ্ববিদ্যালয় | কোয়েটা | ২০০৪ | নশকি (২০০৪), পিশিন (২০১৬), খুজদার | সাধারণ (ছোট) | সরকারি |
৬ লাসবেলা কৃষি, পানি ও নৌ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | লাসবেলা | ২০০৫ | সাধারণ (মধ্যম) | সরকারি | |
৭ তুরবাত বিশ্ববিদ্যালয় | তুরবাত | ২০১২ | সাধারণ (মধ্যম) | সরকারি | |
৮ লোরালাই বিশ্ববিদ্যালয় | লোরালাই | ২০১৩ | সাধারণ(ছোট) | সরকারি | |
৯ গাওয়াদার বিশ্ববিদ্যালয় | গাওয়াদার | ২০১৬ | সাধারণ (ছোট) | সরকারি | |
খাইবার পাখতুনখোয়া
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠাকাল | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন |
---|---|---|---|---|---|
১ ইসলামিয়া কলেজ বিশ্ববিদ্যালয়[5] | পেশাওয়ার | ১৯১৩ (২০০৮)* | সাধারণ | সরকারি | |
২ পাকিস্তান সামরিক একাডেমি, কাকুল[6][7] | অ্যাবটোবাদ | ১৯৪৭ | প্রশিক্ষণ | পাকিস্তান নৌবাহিনী | |
৩ পেশাওয়ার বিশ্ববিদ্যালয়[8][9][10][11] | পেশাওয়ার | ১৯৫০ | সাধারণ | সরকারি | |
৪ গোমাল বিশ্ববিদ্যালয়[12][13][14] | ডেরা ইসমাইল খান | ১৯৭৪ | Tank[15] | সাধারণ | সরকারি |
৫ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পেশাওয়ার[16][17] | পেশাওয়ার | ১৯৮০ | অ্যাবটোবাদ, বান্নু, জালোজাই, কোহাট | প্রকৌশল ও প্রযুক্তি | সরকারি |
৬ কৃষি বিশ্ববিদ্যালয়, পেশাওয়ার[18][19][20] | পেশাওয়ার | ১৯৮১ | মারদান | কৃষি, ভেটেরিনারি ও ব্যবসা | সরকারি |
৭ সিইসিওএস (CECOS) আইটি ও এমার্জিং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ১৯৮৬ | আইটি ও প্রকৌশল | বেসরকারি | |
৮ জি আই কে প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট | সোয়াবি | ১৯৮৮ | প্রকৌশল | বেসরকারি | |
৯ কোহাট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কোহাট | ২০০১ | হানগু | সাধারণ | সরকারি |
১০ মালাকান্দ বিশ্ববিদ্যালয়, চাকদারা | লোওয়ার দির | ২০০১ | সাধারণ | সরকারি | |
১১ কুরতাবা বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০১ | ডেরা ইসমাইল খান | সাধারণ | বেসরকারি |
১২ সারহাদ বিজ্ঞান ও আইটি বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০১ | বিজ্ঞান ও আইটি | বেসরকারি | |
১৩ ফাস্ট বিশ্ববিদ্যালয়, পেশাওয়ার ক্যাম্পাস | পেশাওয়ার | ২০০১ | তথ্য প্রযুক্তি | বেসরকারি | |
১৪ সিটি বিজ্ঞান ও আইটি বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০১ | আইটি, প্রকৌশল ও সাধারণ | সরকারি | |
১৫ কমসাটস (COMSATS) বিশ্ববিদ্যালয় | অ্যাবটোবাদ ক্যাম্পাস | ২০০১ | আইটি | সরকারি | |
১৬ হাজারা বিশ্ববিদ্যালয় | মানশেরা | ২০০২ | সাধারণ | সরকারি | |
১৭ গান্ধারা বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০২ | মেডিকেল বিজ্ঞান | বেসরকারি | |
১৮ নর্থদান বিশ্ববিদ্যালয় | নওশেরা | ২০০২ | সাধারণ | বেসরকারি | |
১৯ ব্যবস্থাপনা বিজ্ঞান ইনস্টিটিউট | পেশাওয়ার | ২০০৫ | ব্যবস্থাপনা বিজ্ঞান | সরকারি | |
২০ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | বান্নু | ২০০৫ | সাধারণ | সরকারি | |
২১ খাইবার মেডিকেল বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০৭ | অ্যাবটোবাদ, বান্নু, ডিআই খান, সায়দু শরিফ (সোয়াত) | মেডিকেল | সরকারি |
২২ আবাসিন বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০০৭ | সাধারণ | বেসরকারি | |
২৩ আবদুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয় মারদান | মারদান | ২০০৯ | চিত্রাল, পাব্বি, শংকর, পাকলোসা ক্যাম্পাস, তিমারগারা ক্যাম্পাস | সাধারণ | সরকারি |
২৪ বেনজির ভুট্টো বিশ্ববিদ্যালয়, শেরিনগাল | উপার দার | ২০০৯ | চিত্রাল | সাধারণ | সরকারি |
২৫ সোয়াত বিশ্ববিদ্যালয় | সোয়াত | ২০০৯ | সাধারণ | সরকারি | |
২৬ বাচা খান বিশ্ববিদ্যালয় | চারসাদ্দা | ২০১২ | সাধারণ | সরকারি | |
২৭ Shaheed Benazir Bhutto Women University | পেশাওয়ার | ২০১২ | সাধারণ | সরকারি | |
২৮ হরিপুর বিশ্ববিদ্যালয় | হরিপুর | ২০১২ | সাধারণ | সরকারি | |
২৯ ইকরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় | পেশাওয়ার | ২০১২ | সাধারণ | বেসরকারি | |
৩০ খুশাল খান
খাট্টাক বিশ্ববিদ্যালয় |
কারাক | ২০১২ | সাধারণ | সরকারি | |
৩১ সোয়াবি বিশ্ববিদ্যালয় | সোয়াবি | ২০১২ | সাধারণ | সরকারি | |
৩২ অ্যাবটোবাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অ্যাবটোবাদ | ২০১৫ | বিজ্ঞান ও প্রযুক্তি | সরকারি | |
৩৩ মারদান মহিলা বিশ্ববিদ্যালয় | মারদান | ২০১৬ | সাধারণ | সরকারি | |
৩৪ সোয়াবি মহিলা বিশ্ববিদ্যালয় | সোয়াবি | ২০১৬ | সাধারণ | সরকারি | |
৩৫ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওশেরা | নওশেরা | ২০১৬ | প্রযুক্তি | সরকারি | |
৩৬ ফাটা (FATA) বিশ্ববিদ্যালয় | আখোরওয়াল | ২০১৬ | সাধারণ | সরকারি | |
৩৭ চিত্রাল বিশ্ববিদ্যালয়[21] | চিত্রাল | ২০১৭ | সাধারণ | সরকারি | |
৩৮ বুনার বিশ্ববিদ্যালয়[22] | বুনার | ২০১৭ | সাধারণ | সরকারি | |
৩৯ মারদান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়[23][24][25] | মারদান | ২০১৭ | প্রকৌশল ও প্রযুক্তি | সরকারি | |
৪০কৃষি বিশ্ববিদ্যালয়, ডেরা ইসমাইল খান[24][25] | ডেরা ইসমাইল খান | ২০১৭ | কৃষি | সরকারি | |
৪১ লাক্কি মারওয়াত বিশ্ববিদ্যালয়[24][25][26] | লাক্কি মারওয়াত | ২০১৭ | সাধারণ | সরকারি | |
পাঞ্জাব
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠাকাল | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন | |
---|---|---|---|---|---|---|
১ কিং এডওয়ার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয় | লাহোর | ১৮৬০ (২০০৬)* | মেডিকেল | সরকারি | ||
২ সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ১৮৬৪ (২০০২)* | লাহোর | সাধারণ | সরকারি | |
৩ ফরম্যান ক্রিশ্চিয়ান কলেজ | লাহোর | ১৮৬৪ (২০০৫)* | সাধারণ | বেসরকারি | ||
৪ জাতীয় আর্টস কলেজ (NCA) | লাহোর | ১৮৭৫ (১৯৯৬)* | আর্টস | সরকারি | ||
৫ ভেটেরিনারি ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয় | লাহোর | ১৮৮২ | জাং, পাট্টোকি | ভেটেরিনারি | সরকারি | |
৬ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় | লাহোর | ১৮৮২ | গুজরানওয়ালা, ঝেলুম, | সাধারণ | পাবলিক | |
৭ সরকারি সাদিক এগারটন কলেজ বাহাওয়ালপুর | বাহাওয়ালপুর | ১৮৮৬ | বাহাওয়ালপুর | সাধারণ | পাবলিক | |
৮ কৃষি বিশ্ববিদ্যালয়, ফয়সালাবাদ | ফয়সালাবাদ | ১৯০৬ (১৯৬১)* | বুরেওয়ালা, তুবা তেক সিং | কৃষি ও ভেটেরিনারি | পাবলিক | |
৯ নামাল কল্রজ | মিয়ানওয়ালি | ২০০৮ | মিয়ানওয়ালি | কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল | বেসরকারি | |
১০ মহিলা কিননাইর্ড বিশ্ববিদ্যালয় কলেজ | লাহোর | ১৯১৭ | সাধারণ | পাবলিক | ||
১১ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ১৯২১ | ফয়সালাবাদ, কালা শাহ কাকু, রাচনা প্রকৌশল ও প্রযুক্তি কলেজ (গুজরানওয়ালা) ও নারোওয়াল | প্রকৌশল | পাবলিক | |
১২ লাহোর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ | লাহোর | ১৯২২ | জাং | সাধারণ | পাবলিক | |
১৩ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ফয়সালাবাদ | ফয়সালাবাদ | ১৮৯৭ (২০০২)* | লাইয়াহ | সাধারণ | পাবলিক | |
১৪ ফাতিমা জিন্নাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ১৯৪৮ (২০১৫)* | মেডিকেল | পাবলিক | ||
১৫ জাতীয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় | ফয়সালাবাদ | ১৯৫৯ (২০০২)* | টেক্সটাইল প্রকৌশল | পাবলিক | ||
১৬ পীর মেহের আলি শাহ এরিড কৃষি বিশ্ববিদ্যালয় | রাওয়ালপিন্ডি | ১৯৭০ (১৯৯৪)* | গুজরাত | কৃষি ও ভেটেরিনারি | পাবলিক | |
১৭ বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় | মুলতান | ১৯৭৫ | লাইয়াহ, সাহিওয়াল, লাহোর, ভেহারি, ইসলামাবাদ, ডেরা গাজী খান | সাধারণ | পাবলিক | |
১৮ ইসলামিয়া বিশ্ববিদ্যালয় | বাহাওয়ালপুর | ১৯৭৫ | বাহাওয়ালনগর, রহিম ইয়ার খান | সাধারণ | সরকারি | |
১৯ প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ট্যাক্সিলা | ট্যাক্সিলা | ১৯৭৫ | চাকওয়াল | প্রকৌশল | সরকারি | |
২০ লাহোর ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (LUMS) | লাহোর | ১৯৮৪ | সাধারণ | বেসরকারি | ||
২১ এনএফসি (NFC) প্রকৌশল ও প্রযুক্তি ইনস্টিটিউট | মুলতান | ১৯৮৫ | প্রকৌশল | সরকারি | ||
২২ ব্যবস্থাপনা বিজ্ঞান ইনস্টিটিউট, লাহোর | লাহোর | ১৯৮৭ | ব্যবসা | বেসরকারি | ||
২৩ব্যবস্থাপনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ১৯৯০ | শিয়ালকোট | ব্যবসা ও প্রযুক্তি | বেসরকারি | |
২৪ কমসাটস (COMSATS) বিশ্ববিদ্যালয় | লাহোর ক্যাম্পাস | ২০০২ | সাধারণ | সরকারি | ||
২৫ ব্যবসা প্রশাসন ও অর্থনীতি ন্যাশনাল কলেজ | লাহোর | ১৯৯৪ | মুলতান, গুজরাত, সারগোধা | ব্যবসাও অর্থনীতি | বেসরকারি | |
সাধারণ | বেসরকারি | |||||
২৬ লাহোর অর্থনীতি স্কুল | লাহোর | ১৯৯৭ | ব্যবসা ও অর্থনীতি | বেসরকারি | ||
২৭ ফাতিমা জিন্নাহ মহিলা বিশ্ববিদ্যালয় | রাওয়ালপিন্ডি | ১৯৯৮ | রাওয়ালপিন্ডি | সাধারণ | সরকারি | |
২৮ সারগোধা বিশ্ববিদ্যালয় | সারগোধা | ২০০২ | লাহোর, ফয়সালসবাদ, গুজরানওয়ালা, বাক্কার, মিয়ালওয়ালি, মান্দি বাহাউদ্দিন | সাধারণ | সরকারি | |
২৯ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ২০০২ | মেডিকেল | সরকারি | ||
৩০ শিক্ষা বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০২ | ডেরা গাজী খান, ফয়সালাবাদ, জাওহারাবাদ, মুলতান, ওকারা, ভেহারি | শিক্ষা | সরকারি | |
৩১জিআইএফটি (GIFT) বিশ্ববিদ্যালয় | গুজরানওয়ালা | ২০০২ | সাধারণ | বেসরকারি | ||
৩২ হাজভেরি বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০২ | সাধারণ | বেসরকারি | ||
৩৩ কেন্দ্রীয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০২ | সাধারণ | বেসরকারি | ||
৩৪ফয়সালাবাদ বিশ্ববিদ্যালয় | ফয়সালাবাদ | ২০০২ | সাধারণ | বেসরকারি | ||
৩৫ লাহোর বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০২ | গুজরাত, ইসলামাবাদ, সারগোধা | সাধারণ | বেসরকারি | |
৩৬বেকনহাউস ন্যাশনাল বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০৩ | সাধারণ | বেসরকারি | ||
৩৭ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া | লাহোর | ২০০৩ | চাকওয়াল | সাধারণ | বেসরকারি | |
৩৮ গুজরাত বিশ্ববিদ্যালয় | গুজরাত | ২০০৪ | লাহোর, শিয়ালকোট | সাধারান | সরকারি | |
৩৯ দ্যা সুপেরিয়র বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০৪ | সাধারণ | বেসরকারি | ||
৪০ মিনহাজ বিশ্ববিদ্যালয়, লাহোর | লাহোর | ২০০৫ | সাধারণ | বেসরকারি | ||
41 এইচআইটিইসি (HITEC) বিশ্ববিদ্যালয় | ট্যাক্সিলা | ২০০৭ | প্রকৌশল | বেসরকারি | ||
৪২ ওয়াহ বিশ্ববিদ্যালয় | ওয়াহ | ২০০৯ | সাধারণ | বেসরকারি | ||
৪৩ পাকিস্তান ফ্যাশন ও ডিজাইন ইনস্টিটিউট | লাহোর | ২০১০ | ফ্যাশন | সরকারি | ||
৪৪ মুলতান মহিলা বিশ্ববিদ্যালয় | মুলতান | ২০১০ | সাধারণ | সরকারি | ||
৪৫ সাউদার্ন পাঞ্জাব ইনস্টিটিউট | মুলতান | ২০১০ | সাধারণ | বেসরকারি | ||
৪৬ কারশি বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০১১ | সাধারণ | বেসরকারি | ||
৪৭ সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, শিয়ালকোট | শিয়ালকোট | ২০১২ | সাধারণ | সরকারি | ||
৪৮ সরকারি সাদিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ | বাহাওয়ালপুর | ২০১২ | সাধারণ | সরকারি | ||
৪৯ গাজী বিশ্ববিদ্যালয় | ডেরা গাজী খান | ২০১২ | সাধারণ | সরকারি | ||
৫০ সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ফয়সালাবাদ | ফয়সালাবাদ | ২০১২ | সাধারণ | সরকারি | ||
৫১ তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (লাহোর) | লাহোর | ২০১২ | তথ্য প্রযুক্তি | সরকারি | ||
52 মুহাম্মদ নাওয়াজ শরিফ কৃষি বিশ্ববিদ্যালয় | মুলতান | ২০১২ | কৃষি | সরকারি | ||
৫৩ মুহাম্মদ নাওয়াজ শরীফ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | মুলতান | ২০১২ | প্রকৌশল | সরকারি | ||
৫৪ পাকিস্তান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০০২ | পুরো পাকিস্তান | সাধারণ | সরকারি | |
৫৫ লাহোর গ্যারিসন বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০১২ | সাধারণ | বেসরকারি | ||
৫৬ ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (বাহাওয়ালপুর) | বাহাওয়ালপুর | ২০১৪ | ভেটেরিনারি | সরকারি | ||
৫৭ খাজা ফরিদ তথ্য প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় | রহিম ইয়ার খান | ২০১৪ | প্রকৌশল | সরকারি | ||
৫৮ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | রাসুল, মান্দি বাহাউদ্দিন | ২০১৪ | প্রকৌশল | সরকারি | ||
৫৯ সাহিওয়াল বিশ্ববিদ্যালয় | সাহিওয়াল | ২০১৫ | সাধারণ | সরকারি | ||
৬০ ওকারা বিশ্ববিদ্যালয় | ওকারা | ২০১৫ | সাধারণ | সরকারি | ||
৬১জাং বিশ্ববিদ্যালয় | জাং | ২০১৫ | সাধারণ | সরকারি | ||
৬২ এনইউআর (NUR) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় | লাহোর | ২০১৫ | সাধারণ | বেসরকারি | ||
৬৪ রিপহাহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় | লাহোর ক্যাম্পাস | ১৯৯৬ | সাধারণ | বেসরকারি | - |
সিন্ধ
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠিত | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন |
---|---|---|---|---|---|
১ লিয়াকত মেডিকেল ও স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | জামশোরো | ১৮৮১ (২০০২)* | মেডিকেল | সরকারি | |
২ সিন্ধ মাদরেসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয় | করাচি | ১৮৮৫ (২০১২)* | সাধারণ | সরকারি | |
৩ এনইডি (NED) প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯২১ (১৯৭৭)* | প্রকৌশল | সরকারি | |
৪ ডাউ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৪৫ (২০০৩)* | মেডিকেল | সরকারি | |
৫ সিন্ধ বিশ্ববিদ্যালয় | জামশোরা | ১৯৪৭ | বাদিন, দাদু, পাকিস্তান, মিরপুর খাস | সাধারণ | সরকারি |
৬ করাচি বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৫১ | সাধারণ | সরকারি | |
৭ ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট, করাচি | করাচি | ১৯৫৫ | ব্যবসা | সরকারি | |
৮ দাউদ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৬২ (২০০৭)* | প্রকৌশল | সরকারি | |
৯ মেহরান প্রকৌশপ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | জামশোরো | ১৯৬৩ (১৯৭৭)* | খাইরপুর | প্রকৌশল | সরকারি |
১০ পাকিস্তান নেভাল | করাচি | ১৯৭০ | সামরিক | পাকিস্তান নেভী | |
১১শাহ আবদুল লতিফ বিশ্ববিদ্যালয় | খাইরপুর | ১৯৭৪ (১৯৮৭)* | শিকারপুর | সাধারণ | সরকারি |
১২ কায়েদ-এ-আওয়াম প্রযুক্তি, বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় | নওয়াবশাহ | ১৯৭৪ (১৯৯৬)* | লারকানা | প্রকৌশল | সাধারণ |
১৩ সিন্ধ কৃষি বিশ্ববিদ্যালয় | তান্দোজাম | ১৯৭৭ | ডোকরি, খাইরপুর, উমেরকোট | কৃষি ও প্রযুক্তি | পাবলিক |
১৪ প্রিস্টন বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৮৪ | সাধারণ | বেসরকারি | |
১৫ কম্পিউটার ও এমার্জি বিজ্ঞান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় | করবচি ক্যাম্পাস | ১৯৮৫ | সাধারণ | বেসরকারি | |
১৬ ইন্দুস ভ্যালি আর্ট ও স্থাপত্য স্কুল | করাচি | ১৯৮৯ (১৯৯৪)* | আর্টস ও স্থাপত্য | বেসরকারি | |
২৭ বাকাই মেডিকেল বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৮৯ (১৯৯৬)* | মেডিকেল | বেসরকারি | |
১৮ হামদর্দ বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৯১ | ইসলামাবাদ (২০১৫ সালের ডিসেম্বরে এনওসি পুনঃ নবায়ন সাপেক্ষে) | সাধারণ | বেসরকারি |
১৯ Commecs Institute of Business and Emerging Sciences | করাচি | ১৯৯৩ | ব্যবসা | বেসরকারি | |
২০ স্যার সৈয়দ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৯৪ | প্রযুক্তি | বেসরকারি | |
২১ শুক্কুর আইবিআই বিশ্ববিদ্যালয় | শুক্কুর | ১৯৯৪ | সাধারণ | সরকারি | |
২২ পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট | করাচি | ১৯৯৪ (২০০১)* | টেক্সটাইল | বেসরকারি | |
২৩ ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজম্যান্ট | করাচি | ১৯৯৫ | ব্যবসা, প্রকৌশল ও প্রযুক্তি | বেসরকারি | |
২৪ Shaheed Zulfiqar Ali Bhutto Institute of Science and Technology (SZABIST) | করাচি | ১৯৯৫ | দুবাই, হায়দরাবাদ, ইসলামাবাদ, লারকানা | সাধারণ | বেসরকারি |
২৫ ইসরা বিশ্ববিদ্যালয় | হায়দরাবাদ | ১৯৯৭ | ইসলামাবাদ, করাচি | সাধারণ | বেসরকারি |
২৬ করাচি ইকোনিকমস ও প্রযুক্তি ইনস্টিটিউট | করাচি | ১৯৯৭ | সাধারণ | বেসরকারি | |
২৭ গ্রীণউইচ বিশ্ববিদ্যালয়, করাচি | করাচি | ১৯৯৮ | মরিশাস | ব্যবসা | বেসরকারি |
২৮ জিন্নাহ মহিলা বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৯৮ | সাধারণ | বেসরকারি | |
২৯ ইকরা বিশ্ববিদ্যালয় | করাচি | ১৯৯৮(২০০০)* | ইসলামাবাদ, কোয়েটা | সাধারণ | বেসরকারি |
৩০ দাদাবয় উচ্চ শিক্ষা ইনস্টিটিউট | করাচি | ২০০০ | সাধারণ | বেসরকারি | |
৩১ ব্যবসা ও প্রযুক্তি ইনস্টিটিউট | করাচি | ২০০১ | ব্যবসা | বেসরকারি | |
৩২ প্রেসটন ব্যবস্থাপনা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট | করাচি | ২০০১ | ব্যবসা ও প্রযুক্তি | বেসরকারি | |
৩৩ ইন্দুস বিশ্ববিদ্যালয় | করাচি | ২০০৪ | সাধারণ | বেসরকারি | |
৩৪ ইস্ট (EAST) বিশ্ববিদ্যালয় | হায়দরাবাদ | ২০০৪ | বিজ্ঞান | বেসরকারি | |
৩৫ আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতাল, করাচি | করাচি | ২০০৫ | মেডিকেল | বেসরকারি | |
আজাদ জম্মু ও কাশ্মীর
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠিত | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন | |
---|---|---|---|---|---|---|
১ মিরপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিরপুর | মিরপুর | ১৯৮০ (২০০৮)* | বিমবের (২০১৩) | প্রকৌশল ও প্রযুক্তি | সরকারি | |
২ আজাদ জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় | মুজাফফারাবাদ | ১৯৮০ | নিলাম (২০১৩), ঝিলাম উপত্যকা (২০১৩) | সাধারণ | সরকারি | |
৩ পুনচ বিশ্ববিদ্যালয় | রাওয়ালাকোট | ১৯৮০ (২০১২)* | শুদনতি (২০১৫), হাভেলি জেলা (২০১৫) | সাধারণ | সরকারি | |
৪ আল-খাইর বিশ্ববিদ্যালয় | মিরপুর | ১৯৯৪ (২০১১*) | সাধারণ | বেসরকারি | ||
৫ মহিউদ্দিন ইসলামিক বিশ্ববিদ্যালয় | নেরিয়ান শরীফ | ২০০০ | সাধারণ | বেসরকারি | ||
৬ আজাদ জম্মু ও কাশ্মীর বাগ বিশ্ববিদ্যালয় | বাগ | ২০১৩ | সাধারণ | সরকারি | ||
৭ ব্যবস্থাপনা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কোতলি | ২০১৪ | সাধারণ | সরকারি | ||
গিলগিত-বালতিস্তান
বিশ্ববিদ্যালয় | স্থান | প্রতিষ্ঠিত | ক্যাম্পাস | বিশেষায়িত | ধরন |
---|---|---|---|---|---|
১ কারাকোরাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় | গিলগিত | ২০০২ | সাধারণ | সরকারি | |
২ বালতিস্তান বিশ্ববিদ্যালয় | শকার্দু | ২০১৫ | সাধারণ | সরকারি |
* বিশ্ববিদ্যালয় মর্যাদা প্রদান
তথ্যসূত্র
- "HEC Ordinance, 2002" (পিডিএফ)। ১৭ অক্টোবর ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১২।
- http://www.dawn.com/2011/02/28/towards-e-learning.html%5B%5D
- "History of National Defence University"। National Defence University। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- https://www.pakistantoday.com.pk/2018/04/11/ciit-gets-university-status-after-na-passes-bill/
- "Four-day moot: Botanists urged to devise food security solutions - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Passing out parade held at PMA Kakul"। www.geo.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Army chief visits Pakistan Military Academy Kakul"। ARYNEWS (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- Report, Bureau (২০১৪-০৫-২১)। "UoP, China varsity to start PhD programme"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Diplomatic ties: China study centre opens its door at University of Peshawar - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- Report, Bureau (২০১৭-০৬-০৯)। "Appointment of nine VCs notified"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "193 graduates awarded degrees at UoP convocation"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Degrees and awards: Gomal University's ninth convocation to be held on Nov 25 - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-০৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "CM gives Rs10m, bus to Gomal University"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২০০৩-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Gomal University on way to progress, says vice chancellor"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৮।
- "Gomal University to have sub-campus in Tank - Daily Times"। Daily Times (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-২১। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৭।
- "PESHAWAR: Pakistan to get Asia's second biggest shake table"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। ২০০৬-১২-১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-৩০।
- "Pasdec signs MoU with UET Peshawar"। The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-৩০।
- "Agri University signs pact with US varsity for livestock uplift"। The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-৩০।
- Yusufzai, Ashfaq (২০১৪-১১-১৩)। "Climate Change Centre to help farmers adapt to new challenges"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-৩০।
- "CDWP to consider 38 projects today"। The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-৩০।
- "Further education: Chitral university allocation lauded - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "University in Buner by next month - Daily Times"। Daily Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "UET Mardan campus upgraded to a university - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০১৭-১০-৩১।
- "K-P govt plans to set up three universities - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-১০-৩১।
- "With majority votes: K-P regularises over 4,900 employees - The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "USTB Likki Marwat Sub Campus"। www.ustb.edu.pk। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-৩০।