পাকির আলি

মোহাম্মদ নিজাম পাকির আলি একজন প্রাক্তন শ্রীলংকান ফুটবলার ও প্রশিক্ষক। তিনি একজন স্টপার ব্যাক ছিলেন।[1] তিনি শ্রীলংকার জাতীয় ফুটবল দল ও আই লীগের দল চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালার ম্যানেজার ছিলেন।[1][2] এছাড়াও তিনি বাংলাদেশের পিডাব্লিউডি, আবাহনী, মোহামেডান, শেখ জামালবিজেএমসিতে দলের প্রশিক্ষক ছিলেন। ২০২০ হতে তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত।[1]

পাকির আলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মেদ নিজাম পাকির আলি
জন্ম স্থান শ্রীলঙ্কা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
আবাহনী লিমিটেড
পরিচালিত দল
২০১১ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
২০১১-২০১২ চিরাগ ইউনাইটেড ক্লাব কেরালা
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

খেলোয়াড়ি জীবন

পাকির আলি আশির দশকে বাংলাদেশে আবাহনী দলের শীর্ষস্থানীয় তারকা ছিলেন। আবাহনীর হয়ে বেশ ক’টি শিরোপা জিতেছিলেন তিনি। আবাহনীর পর বেশ কয়েকদিন তিনি পিডাব্লিউডি দলের হয়ে ঢাকা লীগে খেলেছিলেন।[1]

তথ্যসূত্র

  1. "পুলিশের কোচ হয়ে আসছেন পাকির আলী!"দৈনিক ইনকিলাব। ২০২০-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৫
  2. "Packir Ali - Chirag Kerala's new gaffer"। Footballage.com। ২০১১-১০-১২। ২০১২-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-২৯

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.