পাকশিমুল ইউনিয়ন
পাকশিমুল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন।
পাকশিমুল | |
---|---|
ইউনিয়ন | |
২নং পাকশিমুল ইউনিয়ন পরিষদ | |
পাকশিমুল পাকশিমুল | |
স্থানাঙ্ক: ২৪°৯′৪১″ উত্তর ৯১°২′৩৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | সরাইল উপজেলা |
আয়তন | |
• মোট | ২৮.৪৭ বর্গকিমি (১০.৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪১,৮৫৭ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩১.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন ও অবস্থান
পাকশিমুল ইউনিয়নের আয়তন ৭,০৩৪ একর (২৮.৪৭ বর্গ কিলোমিটার)।[1] সরাইল উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে অরুয়াইল ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন, দক্ষিণে চুণ্টা ইউনিয়ন ও কালিকচ্ছ ইউনিয়ন, পূর্বে চুণ্টা ইউনিয়ন ও নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন, উত্তরে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পাকশিমুল ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১২টি।[2]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাকশিমুল ইউনিয়নের মোট জনসংখ্যা ৪১,৮৫৭ জন। এর মধ্যে পুরুষ ২০,৭৮৯ জন এবং মহিলা ২১,০৬৮ জন। মোট পরিবার ৭,৩৫২টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৪৭০ জন। মৌজা ও গ্রামভিত্তিক এ ইউনিয়নের জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[2]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ১৯৬ | ভূঁইশ্বর | ভূঁইশ্বর | ১,১৫৪ | ৬,৪৮৭ |
০২ | ২৩৫ | ব্রাহ্মণগাঁও | ব্রাহ্মণগাঁও | ৩৪৪ | ১,৯৪৯ |
০৩ | ৪০৫ | ফতেপুর | ফতেপুর | ৪১২ | ২,৬৪৮ |
০৪ | ৪৮৪ | জয়ধরকান্দি | জয়ধরকান্দি | ১,৪৩৯ | ৮,৫০৮ |
০৫ | ৫২৩ | কালিশিমুল | কালিশিমুল | ৬৪০ | ৩,৪১৬ |
০৬ | ৬৬৭ | মেঘল | মেঘল | ৭৩ | ৪১০ |
০৭ | ৭৩৩ | পাকশিমুল | পাকশিমুল | ৯৮৫ | ৫,৩২০ |
০৮ | ৭৫৯ | পরমানন্দপুর | পরমানন্দপুর | ৮৯৪ | ৫,০৫৮ |
বড়ইচারা | ৪৭৭ | ২,৬১০ | |||
ষাইটবাড়িয়া | ১১৫ | ৭৪৯ | |||
হরিপুর | ১২২ | ৮০২ | |||
০৯ | ৯৪২ | তেলিকান্দি | তেলিকান্দি | ৬৯৭ | ৩,৯০০ |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাকশিমুল ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৩%।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
সরাইল উপজেলা সদর থেকে পাকশিমুল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-অরুয়াইল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া বর্ষাকালে নৌপথেও পাশ্ববর্তী উপজেলা ও ইউনিয়নসমূহে যাতায়াত করা যায।[3]
খাল ও নদী
তিতাস নদী
হাট-বাজার
পাকশিমুল নতুন বাজার
দর্শনীয় স্থান
পাকশিমুল বাইতুল আমান জামে মসজিদ।
উল্লেখযোগ্য ব্যক্তি
বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম বাচ্চু।
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "যোগাযোগ ব্যবস্থা - পাকশিমুল ইউনিয়ন"। pakshimulup.brahmanbaria.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।