পাংখো

পাংখো বা পাংখোয়া হল বাংলাদেশ ও ভারতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী। বাংলাদেশে চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এবং ভারতে মিজোরামে এরা বসবাস করে। আদমশুমারি ও গৃহগণনা-১৯৯১ অনুসারে বাংলাদেশে পাংখো জনগোষ্ঠীর সংখ্যা ৩,২২৭ জন। আদমশুমারি ও গৃহগণনা-১৯৮১ অনুসারে এই সংখ্যা ছিল ২,৪৪০ জন।[1]

পাংখো
মোট জনসংখ্যা
৩,২২৭ (বাংলাদেশে)
আদমশুমারি ও গৃহগণনা-১৯৯১ অনুসারে
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
প্রধান অংশ বাংলাদেশে ও বাকি অংশ ভারতে

বাংলাদেশে চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে

ভারতে মিজোরামে
ভাষা
পাংখো ভাষা
ধর্ম
বৌদ্ধ ধর্ম

তথ্যসূত্র

  1. চাকমা, শরদিন্দু শেখর। Ethnic Cleansing in Chittagong Hill Tracts। পৃষ্ঠা ৪০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.