পাংকু জামাই
পাংকু জামাই হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রণয়-নাট্য ধাঁচের একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন আবদুল মান্নান এবং ভাওয়াল পিকচার্সের ব্যানারে প্রযোজনা করেছেন মোজাম্মেল হক সরকার। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান,[2] অপু বিশ্বাস ও মিশা সওদাগর।[3][4] পাশাপাশি পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু, দুলারী চক্রবর্তী, রেবেকা রউফ সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[5][6][7][8][9][10][11]
পাংকু জামাই | |
---|---|
![]() পাংকু জামাই চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | আবদুল মান্নান |
প্রযোজক | মোজাম্মেল হক সরকার |
চিত্রনাট্যকার | আবদুল মান্নান |
কাহিনিকার | আবদুল মান্নান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | ভাওয়াল পিকচার্স |
পরিবেশক | ভাওয়াল পিকচার্স |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
চলচ্চিত্রটিতে দেখা যাবে, শাকিব খান নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তিনি ধনী পরিবারের মেয়ে অপু বিশ্বাসকে বিয়ে করতে চান। এদিকে মিশা সওদারও অপুর পাণি প্রার্থী। এই নিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা।
অভিনয়
- শাকিব খান - "আকাশ" চৌধুরী / "পাংকু" জামাই
- অপু বিশ্বাস - নুসরাত জাহান "নুপুর"
- মিশা সওদাগর - হরমুজ আলী
- পুষ্পিতা পপি - পুষ্পিতা
- এটিএম শামসুজ্জামান
- দুলারী চক্রবর্তী
- রেবেকা রউফ - নুপুরের মা
- সাদেক বাচ্চু - ডিলার বাচ্চু, পুষ্পিতার বাবা
- শিবা শানু - সিরাজ, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
- যাদু আজাদ
- খালেদা আক্তার কল্পনা - স্বভূমিকা; আকাশ চৌধুরীর মা
- কাবিলা - আবদুল আলী মোকামী, একজন পুলিশ কর্মকর্তা; নুপুরের মামা
- কালা আজিজ - আকতার আলী, একজন বিয়ের ঘটক (বিশেষ উপস্থিতি)
প্রযোজনা
২০১৬ সালের ২ ফেব্রুয়ারি এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাংকু জামাই চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।[12][13]
সঙ্গীত
পাংকু জামাই চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করছেন ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপধ্যায় এবং আবহসংগীত পরিচালনা করেছেন এ. আর. বাবলু। চলচ্চিত্রের গান গেয়েছেন, যথাক্রমে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন ও এস আই টুটুল।
মুক্তি
পাংকু জামাই চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৬ জুন ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[1][13][14]
তথ্যসূত্র
- "ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়"। বাংলা নিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "'পাংকু জামাই' শাকিব"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "সমুদ্র সৈকতে শাকিব-অপু"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "'পাংকু জামাই' ছবিতে মিশা সওদাগর"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "ছবির দৃশ্যে মিশা- এ টি এম শামসুজ্জামান-অপু"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "পাংকু জামাইয়ের শুটিং, এফডিসিতে ফিরলেন অপু বিশ্বাস"। দৈনিক ইত্তেফাক। ২০১৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- মাকসুদুল হক, ইমু। "শাকিব এবার 'পাংকু জামাই'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "শাকিব খানকে কতোটা গ্রহণ করবেন দর্শকরা"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "শাকিব ও অপুর বিরুদ্ধে মামলা?"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "অপু নন, তিনিই প্রথম নায়িকা, দাবি পপির"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "এবার শাকিবের নায়িকা পুষ্পিতা পপি"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "শাকিব ভাই অনেক ফ্রেন্ডলি : পুষ্পিতা পপি"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "বধূ বেশে অপু"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
- "শাকিব -অপুর মালা বদল!"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে পাংকু জামাই
- ইউটিউবে পাংকু জামাই অফিসিয়াল ট্রেইলার