পাঁচবিবি পৌরসভা
পাঁচবিবি পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[1][2]
পাঁচবিবি পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
উপজেলা | পাঁচবিবি উপজেলা |
প্রতিষ্ঠা | ২৭-০৮-১৯৯৮ |
সরকার | |
• মেয়র | মোঃ হাবিবুর রহমান |
আয়তন | |
• মোট | ১০ বর্গকিমি (৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৩৬,৭২৫ |
• জনঘনত্ব | ৩,৭০০/বর্গকিমি (৯,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
প্রশাসনিক এলাকা
- ওয়ার্ডঃ ০৯ টি[2]
প্রশাসনিক সুবিধার্থে সমগ্র পৌরসভাকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে যথা:
- ১নং ওয়ার্ড: হরিহরপুর, পূর্ব বালিঘাটা
- ২নং ওয়ার্ড: পশ্চিম বালিঘাটা
- ৩নং ওয়ার্ড: বালিঘাটা বাজার
- ৪নং ওয়ার্ড: মালঞ্চা, সীতা, বড় নারায়ণপুর
- ৫নং ওয়ার্ড: দমদমা
- ৬নং ওয়ার্ড: রাধাবাড়ী, করট্টি, নাকুরগাছি
- ৭নং ওয়ার্ড: গোপালপুর
- ৮নং ওয়ার্ড: পাঁচবিবি
- ৯নং ওয়ার্ড: দানেজপুর
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
*শিক্ষার হারঃ
*শিক্ষা প্রতিষ্ঠানঃ[2]
- সরকারী - ৪৩ টি
- বে-সরকারী - ১১ টি
জনপ্রতিনিধি
বর্তমান মেয়রঃ মোঃ হাবিবুর রহমান[1]
তথ্যসূত্র
- "পৌরসভা সম্পর্কে"। panchbibimunicipality.com। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
- "এক নজরে পাঁচবিবি পৌরসভা"। panchbibi.joypurhat.gov.bd। ১৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.