পশ্চিম ষোলশহর ওয়ার্ড
পশ্চিম ষোলশহর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
পশ্চিম ষোলশহর | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড | |
পশ্চিম ষোলশহর | |
স্থানাঙ্ক: ২২°২২′২১″ উত্তর ৯১°৪৯′৫৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম |
শাসক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সংসদীয় আসন | চট্টগ্রাম-৮ |
সরকার | |
• কাউন্সিলর | আলহাজ্ব মোহাম্মদ মোবারক আলী |
আয়তন | |
• মোট | ৩.১৬ বর্গকিমি (১.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,২৫,৫১৭ |
• জনঘনত্ব | ৪০,০০০/বর্গকিমি (১,০০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৬.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২১০ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
আয়তন
পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আয়তন ৩.১৬ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোট জনসংখ্যা ১,২৫,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৬৪,৮৩২ জন এবং মহিলা ৬০,৬৮৫ জন। মোট পরিবার ২৪,৯৯৭টি।[2]
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ২নং জালালাবাদ ওয়ার্ড ও ৮নং শুলকবহর ওয়ার্ড, দক্ষিণে ৮নং শুলকবহর ওয়ার্ড, পূর্বে ৪নং চান্দগাঁও ওয়ার্ড ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এবং উত্তরে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পশ্চিম ষোলশহর ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৭নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচলাইশ থানার আওতাধীন এবং ২৮৫নং চট্টগ্রাম-৮ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[3] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- নাসিরাবাদ
- ষোলশহর
- মোহাম্মদপুর
- নাজিরপাড়া
- হামজারবাগ
- জঙ্গলপাড়া
- আলীনগর
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাক্ষরতার হার ৬৬.৪%।[2] এ ওয়ার্ডে ২টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- লাইমলাইট গ্রামার স্কুল
- ইউনিভার্সাল স্কুল এন্ড কলেজ
- রহমানিয়া উচ্চ বিদ্যালয়
- ষোলশহর পাবলিক স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- আলহাজ্ব এম নাজের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ নগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | জনতা ব্যাংক | আতুরার ডিপো শাখা[4] | সাধারণ | আতুরার ডিপো, হাটহাজারী রোড |
০২ | মোহাম্মদপুর শাখা[5] | সিরাজ শপিং কমপ্লেক্স (১ম তলা), ৮৫, মুরাদপুর | |||
০৩ | রূপালী ব্যাংক | বিবিরহাট কর্পোরেট শাখা[6] | রহমান টাওয়ার (২য় তলা), ১নং রেল গেইট, মুরাদপুর | ||
০৪ | সোনালী ব্যাংক | আমিন জুট মিলস শাখা[7] | আমিন জুট মিলস এলাকা, চট্টগ্রাম | ||
০৫ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | আতুরার ডিপো উপশাখা[8] | সাধারণ | আজিজ টাওয়ার, বাসা নং ২১১৯/৩৯৮২, হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম |
০৬ | মোহাম্মদপুর ইসমাঈল কলোনী উপশাখা[9] | মোস্তাক ম্যানসন, বাসা নং ৪২৩/৮৩০, মোহাম্মদপুর রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
০৭ | ইস্টার্ন ব্যাংক | মুরাদপুর শাখা[10] | জুমাইরাহ ফেয়ারমন্ট ট্রেড সেন্টার, ৩২৭ (পুরাতন), সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | ||
১১ | আইসিবি ইসলামিক ব্যাংক | মুরাদপুর শাখা[11] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | ৯৩, রাজা মিয়া মার্কেট (১ম তলা), সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | |
১২ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | মুরাদপুর শাখা[12] | ৫৯, সিডিএ এভিনিউ, ইসলাম টাওয়ার, এশিয়ান হাইওয়ে, মুরাদপুর, চট্টগ্রাম | ||
১৩ | ইউনিয়ন ব্যাংক | মুরাদপুর শাখা[13] | টি এন্ড এস টাওয়ার, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
১৪ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | সিডিএ এভিনিউ শাখা[14] | ২২৪/৩২৯, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম | ||
১৫ | আতুরার ডিপো উপশাখা[15] | নূর টাওয়ার, বাসা নং ৩৯৬৯/৫০২০, হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
১৬ | গ্লোবাল ইসলামী ব্যাংক | আতুরার ডিপো শাখা[16] | এইচ এস টাওয়ার, বাসা নং ১০০৬ (নতুন ১৩৬৪/২৪৯৯), হাটহাজারী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম | ||
১৭ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | মুরাদপুর শাখা[17] | ৮৫, মুরাদপুর, চট্টগ্রাম |
উল্লেখযোগ্য ব্যক্তি
- সৈয়দ ওয়ালিউল্লাহ –– কথা সাহিত্যিক।
- সৈয়দ হামজা খাঁ –– ইসলাম ধর্ম প্রচারক।
কাউন্সিলর
কাউন্সিলর[18] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
মোহাম্মদ মোবারক আলী | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
মোহাম্মদ মোবারক আলী | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
তথ্যসূত্র
- "পাঁচলাইশ থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- "জনতা ব্যাংক, আতুরার ডিপো শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "জনতা ব্যাংক, মোহাম্মদপুর শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। Archived from the original on ২৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- "রূপালী ব্যাংক, বিবিরহাট কর্পোরেট শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- "সোনালী ব্যাংক - আমিন জুট মিলস শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, আতুরার ডিপো উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- "আইএফআইসি ব্যাংক, মোহাম্মদপুর ইসমাঈল কলোনী উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- "ইস্টার্ন ব্যাংক, মুরাদপুর শাখা"। ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- "আইসিবি ইসলামিক ব্যাংক - মুরাদপুর শাখা"। icbislamic-bd.com। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - মুরাদপুর শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- "ইউনিয়ন ব্যাংক - মুরাদপুর শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- "ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিডিএ এভিনিউ শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "ইসলামী ব্যাংক বাংলাদেশ, আতুরার ডিপো উপশাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- "গ্লোবাল ইসলামী ব্যাংক, আতুরার ডিপো শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- "শাহ্জালাল ইসলামী ব্যাংক - মুরাদপুর শাখা"। sjiblbd.com। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।