পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা
পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা (ইংরেজি: West Jaintia Hills) হল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মেঘালয়ের একটি জেলা।[1]
পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা West Jaintia Hills জেলা Jaintia | |
---|---|
মেঘালয়ের জেলা | |
![]() মেঘালয়ে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা West Jaintia Hills অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মেঘালয় |
সদরদপ্তর | জাওয়াই |
সরকার | |
• বিধানসভা আসন | ৪ |
আয়তন | |
• মোট | ১,৬৯৩ বর্গকিমি (৬৫৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৭০,৩৫২ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 53% |
প্রধান মহাসড়ক | NH-44, NH-40 |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
![](../I/Cement_Plant_MCL.jpg.webp)
প্রতিষ্ঠাকাল ও আয়তন
২০১২ সালে প্রতিষ্ঠিত এ জেলার আয়তন ১,৬৯৩ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০১১ সালের জরিপ অনুযায়ী এ এলাকার জনসংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৩৫২ জন।[1]
বিস্তারিত
পূর্বে এই জেলা জৈন্তিয়া পাহাড় জেলার (সংযুক্ত জেলা) অধীন ছিল যা ২২ ফেব্রুয়ারি ১৯৭২ সালে গঠিত হয়েছিল। তখন এর আয়তন ছিল ৩ হাজার ৮১৯ বর্গ কিলোমিটার। ২০০১ সালের শুমারি অনুসারে এই জেলার জনসংখ্যা ছিলো ২ লক্ষ ৯৫ হাজার ৬৯২ জন। পরবর্তীতে ২০১২ সালে জৈন্তিয়া পাহাড় জেলা ভেঙে 'পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা' ও পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা নামে দুটি জেলা গঠন করা হয়। বর্তমানে জাওয়াই হচ্ছে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংকিং প্রতিষ্ঠান ইত্যাদির সদরদপ্তর।[1] জয়ন্তিয়া ভাষার সাথে সাথে এই জেলার অন্যতম খাসীয় ভাষা হলো ওয়ার, যা জেলা ১৩.৯ শতাংশ লোকের মাতৃভাষা ও আমলারেম ব্লকে সর্বাধিক প্রচলিত ভাষা।