পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা

পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা (ইংরেজি: West Jaintia Hills) হল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মেঘালয়ের একটি জেলা[1]

পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা
West Jaintia Hills জেলা

Jaintia
মেঘালয়ের জেলা
মেঘালয়ে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা
West Jaintia Hills অবস্থান
দেশভারত
রাজ্যমেঘালয়
সদরদপ্তরজাওয়াই
সরকার
  বিধানসভা আসন
আয়তন
  মোট১,৬৯৩ বর্গকিমি (৬৫৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২,৭০,৩৫২
  জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা53%
প্রধান মহাসড়কNH-44, NH-40
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
এমসিএল সিমেন্ট প্ল্যান্ট, লুমশং, জৈন্তিয়া পাহাড়ের দৃশ্য

প্রতিষ্ঠাকাল ও আয়তন

২০১২ সালে প্রতিষ্ঠিত এ জেলার আয়তন ১,৬৯৩ বর্গ কিলোমিটার।[1]

জনসংখ্যা

২০১১ সালের জরিপ অনুযায়ী এ এলাকার জনসংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৩৫২ জন।[1]

বিস্তারিত

পূর্বে এই জেলা জৈন্তিয়া পাহাড় জেলার (সংযুক্ত জেলা) অধীন ছিল যা ২২ ফেব্রুয়ারি ১৯৭২ সালে গঠিত হয়েছিল। তখন এর আয়তন ছিল ৩ হাজার ৮১৯ বর্গ কিলোমিটার। ২০০১ সালের শুমারি অনুসারে এই জেলার জনসংখ্যা ছিলো ২ লক্ষ ৯৫ হাজার ৬৯২ জন। পরবর্তীতে ২০১২ সালে জৈন্তিয়া পাহাড় জেলা ভেঙে 'পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা' ও পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা নামে দুটি জেলা গঠন করা হয়। বর্তমানে জাওয়াই হচ্ছে পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংকিং প্রতিষ্ঠান ইত্যাদির সদরদপ্তর।[1] জয়ন্তিয়া ভাষার সাথে সাথে এই জেলার অন্যতম খাসীয় ভাষা হলো ওয়ার, যা জেলা ১৩.৯ শতাংশ লোকের মাতৃভাষা ও আমলারেম ব্লকে সর্বাধিক প্রচলিত ভাষা।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.