পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন

পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন[1]

পশ্চিম আলীরগাঁও
ইউনিয়ন
১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ
পশ্চিম আলীরগাঁও
পশ্চিম আলীরগাঁও
বাংলাদেশে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫′৫৩″ উত্তর ৯১°৫৩′২৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোয়াইনঘাট উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

প্রতিষ্ঠাকাল

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ নং ধারা মোতাবেক সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আলীরগাঁও ইউনিয়ন পরিষদকে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ও ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ঘোষণা করেন।[2]

প্রশাসনিক এলাকা

১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে রয়েছে ২০টি গ্রাম ও ২০টি মৌজা। গ্রামগুলো হল:

  • পূর্ণানগর
  • আব্দুল মহল
  • নয়ানগর
  • বল্লা
  • পুকাশ
  • হাতিরপাড়া
  • রাউতগ্রাম
  • বার্কিপুর
  • লামা সাতাইন
  • উপর সাতাইন
  • বামনগাঁও
  • নাইন্দা হাওর
  • তিতকুল্লী হাওর
  • বুধিগাঁও
  • খুর্দ্দা
  • উপরদুমকা
  • গারো
  • পরবল্লী
  • পাঁচপাড়া
  • পাঁচপাড়া হাওর।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়নসমূহ - গোয়াইনঘাট উপজেলা"gowainghat.sylhet.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০
  2. "ভাগ হলো গোয়াইনঘাটের আলীরগাঁও ইউপি"sylhettoday24.news। সিলেট টুডে ২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.