পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভার সপ্তদশ সাধারণ নির্বাচন ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯২টিতে ভোট গ্রহণ করা হয়।[5] দু'টি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল।[6] সেখানে ৩০ সেপ্টেম্বর নির্বাচন হয় এবং ৩ অক্টোবর গণনা ও ফল ঘোষণা করা হয়।[7]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ৮২.৩০% ( ০.৭২%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নির্বাচনী ফলাফলের মানচিত্র | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
এই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২৯০টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে এবং তিনটি আসনে গোর্খা জনমুক্তি মোর্চাকে ও একটি আসনে নির্দল প্রার্থীকে সমর্থন জানায়। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-নেতৃত্বাধীন বামফ্রন্ট জোট গঠন করে ভারতীয় জাতীয় কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে। ভারতীয় জনতা পার্টি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ২৯৩টি আসনে এবং একটি আসনে সমর্থন জানায় জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে। এছাড়াও এই নির্বাচনে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) ১৯৩টি আসনে, বহুজন সমাজ পার্টি ১১৩টি আসনে এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।
২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেও (তিনি অবশ্য কারচুপির অভিযোগ তুলে এই ফলাফলকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমানে সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন) তাঁর দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২১৩টি (পরে আরও ২টি, মোট ২১৫টি) আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ভারতীয় জনতা পার্টি ৭৭টি আসন জয় করে বিধানসভায় প্রধান বিরোধী দলের স্বীকৃতি লাভ করে। সংযুক্ত মোর্চার বাম দলগুলি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি, তবে এই জোটের অপর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট একটি আসন জয় করে। এরপর ২০২১ সালের ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রেক্ষাপট
নির্বাচনী ব্যবস্থা
ভারতীয় সংবিধানের ১৬৮ নং ধারা অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা হল পশ্চিমবঙ্গ রাজ্যের এককক্ষীয় আইনসভার একমাত্র কক্ষ। এই বিধানসভা স্থায়ী সংস্থা নয়, তা নির্দিষ্ট সময় অন্তর ভেঙে দেওয়া হয়।[8] যদি না আগে ভেঙে দেওয়া হয়, তাহলে বিধানসভার মেয়াদ প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত। বিধায়কেরা জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। ২০২১ সালের ৩০ মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ সমাপ্ত হওয়ার কথা ছিল।[9]
পূর্ববর্তী সাধারণ নির্বাচন
২০১৬ সালে আয়োজিত পূর্ববর্তী নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (সংক্ষেপে তৃণমূল) ২১১টি আসনে জয়লাভ করে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ভারতীয় জাতীয় কংগ্রেস (সংক্ষেপে কংগ্রেস) ও বামফ্রন্ট জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস ৪৪টি আসনে এবং বামফ্রন্ট ৩৩টি আসনে জয়লাভ করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) প্রত্যেকে ৩টি করে আসনে জয়লাভ করেছিল।[10]
প্রাক-নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি
২০১৯ সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২২টিতে এবং ভারতীয় জনতা পার্টি ১৮টিতে জয়লাভ করে।[11] বিজেপি এই নির্বাচনে ৪০ শতাংশ ভোট পায়, যা পূর্ববর্তী নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় অনেকটাই বেশি। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন উপনির্বাচনে জয়লাভ করে রাজ্য বিধানসভায় বিজেপির আসনসংখ্যা বেড়ে হয় ৩১। ২০২১ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের অনেক নেতা দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন।[12] বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামফ্রন্ট ও অন্যান্য বিরোধী দলগুলির ভোট বিজেপির দিকে সরে যাওয়ায় বিজেপির প্রাপ্ত ভোটের হারের এই আকস্মিক উত্থান সম্ভব হয়েছিল।[13][14][15]
রাজনৈতিক ইস্যু
কোভিড-১৯
কোভিড-১৯ অতিমারী একটি নির্বাচনী ইস্যুতে পরিণত হয়।[16][17] পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ও কোভিডে মৃতের সংখ্যায় "গোঁজামিল" দেওয়ার অভিযোগ আনা হয়।[18] নির্বাচনী প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার ও বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে কোভিড-১৯ সংক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তোলে।[19]
বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের পূর্বাভাষ সত্ত্বেও নির্বাচনী প্রচারের মাসগুলিতে আয়োজিত কোভিড-১৯ জরুরি ব্যবস্থাপনা সম্মেলনগুলিতে উপস্থিত না থাকার অভিযোগ উত্থাপন করে।[20]
ঘূর্ণিঝড় আমফান
নির্বাচনের এক বছর আগে ২০২০ সালের মে মাসে ঘূর্ণিঝড় আমফান রাজ্যে আছড়ে পড়ে।[21][16] ঘূর্ণিঝড়ের দুর্যোগ কেটে যাওয়ার পর বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে অব্যবস্থাপনা[22] এবং ত্রাণ দুর্নীতি নিয়ে।[23][24] রাজ্যের একাধিক জেলায় এই সব অভিযোগের ভিত্তিতে প্রতিবাদ আন্দোলনের সূত্রপাত ঘটে।[25][26] বিরোধীরা বিধানসভা নির্বাচনের আগে এটিকে নির্বাচনী ইস্যু করে তোলে।[27][28]
নাগরিকত্ব, অনুপ্রবেশ ও শরণার্থী ইস্যু
২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতীয় সংসদে নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ পাস করে। এই আইনে ভারতে বসবাসকারী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু অনুপ্রবেশকারী ও শরণার্থীদের নাগরিকত্বের প্রতিশ্রুতি ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।[12][29] ২০২০ সালের জানুয়ারি মাসে প্রকাশিত বিজেপির বাংলা পুস্তিকাতে দাবি করা হয় যে, জাতীয় নাগরিকপঞ্জি প্রয়োগ করা হবে কথিত অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য, তবে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা রক্ষা করা হবে।[30][31]
অন্যান্য ইস্যু
এই নির্বাচনে ধর্ম, ভাষা ও জাতপাত-ভিত্তিক মেরুকরণ ক্রিয়াশীল হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল।[32] তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই বিভিন্ন সম্প্রদায়ের জন্য কর্মসূচির প্রতিশ্রুতি দেয়।[33][34] যদিও ইতঃপূর্বে বামফ্রন্ট সরকার তাদের ‘শ্রেণি’ ধারণার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দলিতদের উচ্চবিত্ত সম্প্রদায়ের বিরুদ্ধে চালিত করেছিল, তবু দলিতরা তাদের পরিচয় রাজনৈতিকভাবে দৃঢ়ভাবে ঘোষণা করতে শুরু করে।[35][36][37] ধর্মীয় মেরুকরণ নির্দিষ্টভাবে তীব্র হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার মতো বাংলাদেশ-সীমান্তবর্তী জেলাগুলিতে। রাজ্য ও বিধানসভা কেন্দ্রগুলির অধিবাসী ও বহিরাগত-সংক্রান্ত বিতর্কও নির্বাচনে প্রভাব বিস্তার করে।[38][39][40] তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ও বিক্ষুব্ধ নেতারাও নির্বাচনে প্রভাব বিস্তার করতে উদ্যত হন।[41] এছাড়া ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী ইত্যাদি প্রধান সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের উদ্দেশ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করে, যেটি জনসাধারণের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়।[42][43]
সময়সূচি
২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের সময়সূচি ঘোষিত হয়। ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিলের মধ্যে ৮টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তী ২ মে তারিখে ভোটগণনার পরে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়।[44][45] নির্বাচনে বিঘ্ন ঘটায় জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের ৮৮ নং বুথে চতুর্থ পর্যায়ে পুনরায় ভোটগ্রহণ করা হয়।[46] সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থীর মৃত্যুতে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।[47] প্রথমে পরবর্তী ১৩ মে তারিখে এই দুই কেন্দ্রের ভোটগ্রহণের সময়সূচি ঘোষিত হয়।[48] কিন্তু সেই তারিখটি ইদের তারিখ হওয়ায় ভোটগ্রহণ পিছিয়ে ১৬ মে করা হয়।[49] ফলপ্রকাশের পর করোনা পরিস্থিতির জন্য দু'টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয় এবং পরবর্তীকালে ৩০ সেপ্টেম্বরকে ভোটগ্রহণের দিন হিসেবে স্থির করা হয়।
নির্বাচনী অনুষ্ঠান | পর্যায় | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
প্রথম | দ্বিতীয় | তৃতীয় | চতুর্থ | পঞ্চম | ষষ্ঠ | সপ্তম | অষ্টম | — | |
বিধানসভা কেন্দ্রগুলির মানচিত্র ও সংশ্লিষ্ট কেন্দ্রের পর্যায়ক্রম | |||||||||
বিধানসভা কেন্দ্রের সংখ্যা | ৩০ | ৩০ | ৩১ | ৪৪ | ৩৫ | ৪৩ | ৩৪ | ৩৫ | ২ |
বিজ্ঞপ্তি ইস্যুর তারিখ | ২ মার্চ ২০২১ | ৫ মার্চ ২০২১ | ১২ মার্চ ২০২১ | ১৬ মার্চ ২০২১ | ২৩ মার্চ ২০২১ | ২৬ মার্চ ২০২১ | ৩১ মার্চ ২০২১ | ৩১ মার্চ ২০২১ | — |
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ | ৯ মার্চ ২০২১ | ১২ মার্চ ২০২১ | ১৯ মার্চ ২০২১ | ২৩ মার্চ ২০২১ | ৩০ মার্চ ২০২১ | ৩ এপ্রিল ২০২১ | ৭ এপ্রিল ২০২১ | ৭ এপ্রিল ২০২১ | ২৬ এপ্রিল ২০২১[lower-alpha 1] |
মনোনয়ন পরীক্ষা | ১০ মার্চ ২০২১ | ১৫ মার্চ ২০২১ | ২০ মার্চ ২০২১ | ২৫ মার্চ ২০২১ | ৩১ মার্চ ২০২১ | ৫ এপ্রিল ২০২১ | ৮ এপ্রিল ২০২১ | ৮ এপ্রিল ২০২১ | ২৭ এপ্রিল ২০২১[lower-alpha 1] |
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ | ১২ মার্চ ২০২১ | ১৭ মার্চ ২০২১ | ২২ মার্চ ২০২১ | ২৬ মার্চ ২০২১ | ৩ এপ্রিল ২০২১ | ৭ এপ্রিল ২০২১ | ১২ এপ্রিল ২০২১ | ১২ এপ্রিল ২০২১ | ২৯ এপ্রিল ২০২১[lower-alpha 1] |
নির্বাচনের তারিখ | ২৭ মার্চ ২০২১ | ১ এপ্রিল ২০২১ | ৬ এপ্রিল ২০২১ | ১০ এপ্রিল ২০২১ | ১৭ এপ্রিল ২০২১ | ২২ এপ্রিল ২০২১ | ২৬ এপ্রিল ২০২১ | ২৯ এপ্রিল ২০২১ | ৩০ সেপ্টেম্বর ২০২১[49][7] |
ভোটগণনার তারিখ | ২ মে ২০২১ | ৩ অক্টোবর ২০২১[6][7] | |||||||
সূত্র: ভারতের নির্বাচন কমিশন |
অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও সহযোগী দলসমূহ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) দু’টি গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানায়।[52] তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলার তিনটি আসনই জিজেএম-কে ছেড়ে দেয়। অবশ্য জিজেএম-এর দুই গোষ্ঠীই অর্থাৎ "গোর্খা জনমুক্তি মোর্চা (বিমল)" ও "গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং)" তিনটি আসনের প্রত্যেকটিতে আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে।[53] শিবসেনাও এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করে।[54] জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রার্থীপদ বাতিল ঘোষিত হলে দলটি নির্দল প্রার্থীকে সমর্থন জানায়।[55][56]
রাজনৈতিক দল | প্রতীক | নেতা/নেত্রী | প্রার্থীসংখ্যা | ||
---|---|---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | ২৯০ | ||
গোর্খা জনমুক্তি মোর্চা | জিজেএম | অস্বীকৃত | বিমল গুরুং | ৩ | |
বিনয় তামাং | |||||
নির্দল | প্রযোজ্য নয় | ১ |
এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শ্লোগান ছিল "জয় হিন্দ; জয় বাংলা", "বাংলা নিজের মেয়েকেই চায়" ও "খেলা হবে"। তৃতীয় শ্লোগানটি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য রচিত একই শিরোনামের একটি গান থেকে গৃহীত হয়। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিকভাবে "বাংলা নিজের মেয়েকেই চায়" শ্লোগানটিকে দলের নির্বাচনী শ্লোগান ঘোষণা করে।[57][58]
সংযুক্ত মোর্চা
২০২১ সালের ২৮ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ঘোষণা করেন যে, কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে যে আসন-সমঝোতার কথাবার্তা চলছিল, তাতে ১৯৩টি আসনের বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বাকি ১০১টি আসনের বণ্টন পরবর্তী পদক্ষেপের মাধ্যমে করা হবে।[59][60] ২৮ জানুয়ারি তারিখে স্থিরি হওয়া ১৯৩টি আসনের মধ্যে কংগ্রেস ৯২টি আসনে এবং বামফ্রন্ট পায় ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয়।[59] এই ১৯৩টি আসনের মধ্যে ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্টের বিজিত সকল ৭৭টি আসনের বণ্টন নিয়ে দুই পক্ষ একমত হয়।[59] ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ ঘোষণা করে যে তারা সংযুক্ত মোর্চা নামে একটি জোট গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।[61] আইএসএফ প্রথমে দাবি করে যে, বামফ্রন্টের কোটা থেকে ৩০টি আসন পেয়েছে।[62] চূড়ান্ত আসন-সমঝোতার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ঘোষণা করা হয় যে, বামফ্রন্ট ১৬৫টি আসনে, কংগ্রেস ৯২টি আসনে এবং আইএসএফ ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।[63][64]
৫ মার্চ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেন, তাতে কংগ্রেস ও আইএসএফ নেতাদের ছেড়ে দেওয়া আসনগুলির কথা উল্লিখিত হয়।[65] ৬ মার্চ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম দুই পর্যায়ের ১৩ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে।[66] ১০ মার্চ বামফ্রন্ট প্রার্থীদের যে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তাতে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন (এআইওয়াইএফ), স্টুডেন্ট’ ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) ও ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) থেকে বেশ কয়েকজন নতুন ও নবীন প্রার্থীকে কয়েকজন সুপরিচিত প্রবীণ প্রার্থীর (যাঁদের মধ্যে পূর্বতন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সাংসদেরাও ছিলেন) সঙ্গে স্থান দেওয়া হয়।[67] সেই দিন বিমান বসু ঘোষণা করেন যে, ৫ মার্চ প্রকাশিত প্রথম তালিকায় যে ‘হাই-প্রোফাইল’ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীর নাম অনুল্লিখিত ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিওয়াইএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।[68] ১৪ মার্চ কংগ্রেস ৩৪ জন প্রার্থীর নাম দ্বিতীয় তালিকায় প্রকাশ করে।[69] একই দিনে আইএসএফ প্রথম ২০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে।[70] ১৭ মার্চ সংযুক্ত মোর্চা আরও ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এঁদের মধ্যে ৯ জন ছিলেন বামফ্রন্ট প্রার্থী, ২ জন কংগ্রেস এবং ৪ জন আইএসএফ-সমর্থিত প্রার্থী।[71] ২০ মার্চ কংগ্রেস ৩৯ জন প্রার্থীর তৃতীয় তালিকা[72] এবং ২২ মার্চ আরও দু’টি নাম ঘোষণা করে।
রাজনৈতিক দল | প্রতীক | নেতৃত্ব | ব্লক | প্রার্থীসংখ্যা | ||
---|---|---|---|---|---|---|
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | সিপিআই(এম) | সূর্যকান্ত মিশ্র[74] | বামফ্রন্ট | ১৩৮ | ||
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ফব | দেবব্রত বিশ্বাস | ২১ | |||
বিপ্লবী সমাজতন্ত্রী দল | আরএসপি | বিশ্বনাথ চৌধুরী | ১১ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি | সিপিআই | স্বপন বন্দ্যোপাধ্যায় | ১০ | |||
মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক | এমএফবি | সমর হাজরা | ১ | |||
ভারতীয় জাতীয় কংগ্রেস | কংগ্রেস | অধীর রঞ্জন চৌধুরী | - | ৯২ | ||
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট[lower-alpha 2] | আরএসএমপি[77] | আব্বাস সিদ্দিকী | - | ৩২ |
ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগী রাজনৈতিক দলসমূহ
পাঁচটি পার্বত্য দল বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে সমর্থন করার কথা জানায়। এগুলি হল: গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ), বিপ্লবী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, অখিল ভারতীয় গোর্খা লিগ (এবিজিএল), গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা ও সুমেতি মুক্তি মোর্চা।[52] হিন্দু সংহতি নামে একটি পশ্চিমবঙ্গ-ভিত্তিক দক্ষিণপন্থী সংগঠন প্রথমে বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়[78] এবং পরে ঘোষণা করে যে তারা নিজেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।[79] যদিও শেষ পর্যন্ত তারা বিজেপিকেই সমর্থন করে।[80] বিজেপি আমতা বিধানসভা কেন্দ্রটি হিন্দু সংহতির সভাপতিকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছেড়ে দেয়।[81]
বিজেপি ঝাড়খণ্ড-সীমান্তবর্তী বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দেয় অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে (এজেএসইউ)।[82][83]
রাজনৈতিক দল | প্রতীক | নেতৃত্ব | প্রার্থীসংখ্যা | ||
---|---|---|---|---|---|
ভারতীয় জনতা পার্টি | বিজেপি | দিলীপ ঘোষ | ২৯৩ | ||
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন | এজেএসইউ | আশুতোষ মাহাতো | ১ | ||
অন্যান্য রাজনৈতিক দল
শিবসেনা প্রথমে বলেছিল যে তারা ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।[84] কিন্তু ২০২১ সালের ৪ মার্চ তারা ঘোষণা করে যে, শিবসেনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, বরং বাইরে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে।[85]
রাজনৈতিক দল | প্রতীক | নেতৃত্ব | প্রার্থীসংখ্যা | ||
---|---|---|---|---|---|
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | এসইউসিআই(সি) | প্রভাস ঘোষ | ১৯০ | ||
জনতা দল (সংযুক্ত)[86] | জেডি(ইউ) | সঞ্জয় বর্মা | ১৬[87] | ||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী–লেনিনবাদী) লিবারেশন[88] | সিপিআই(এমএল)এল | দীপঙ্কর ভট্টাচার্য | ১২ | ||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী–লেনিনবাদী) রেড স্টার[89] | সিপিআই(এমএল) রেড স্টার | কে এন রামচন্দ্রন | ৩ | ||
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন[90] | এআইএমআইএম | আসাদুদ্দিন ওয়াইসি | ৬ | ||
বহুজন সমাজ পার্টি[91] | বিএসপি | মায়াবতী | ১৬২ | ||
ন্যাশানাল পিপল’স পার্টি[92] | এনপিপি | ৩ |
প্রার্থী
২৯২টি আসনে মোট ২,১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশিষ্ট ২টি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান চারটি রাজনৈতিক দল/জোটের প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হল:
বিধানসভা কেন্দ্র | তৃণমূল+[93][94][95][96][97][98][99] | এনডিএ[83][100][101][102][103][104] | সংযুক্ত মোর্চা | ভোট গ্রহণের তারিখ | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | নাম | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | রাজনৈতিক দল | প্রার্থী | ||||
কোচবিহার জেলা | |||||||||||
১ | মেখলিগঞ্জ | তৃণমূল | পরেশচন্দ্র অধিকারী | বিজেপি | দধিরাম রায় | ফব | গোবিন্দ রায় | ১০ এপ্রিল, ২০২১ | |||
২ | মাথাভাঙা | তৃণমূল | গিরীন্দ্রনাথ বর্মণ | বিজেপি | সুশীল বর্মন | সিপিআই(এম) | অশোক বর্মণ | ||||
৩ | কোচবিহার উত্তর | তৃণমূল | বিনয়কৃষ্ণ বর্মন | বিজেপি | সুকুমার রায় | ফব | নগেন্দ্রনাথ রায় | ||||
৪ | কোচবিহার দক্ষিণ | তৃণমূল | অভিজিৎ দে ভৌমিক | বিজেপি | নিখিল রঞ্জন রায় | ফব | অক্ষয় ঠাকুর | ||||
৫ | শীতলকুচি | তৃণমূল | পার্থপ্রতিম রায় | বিজেপি | বরেনচন্দ্র বর্মণ | সিপিআই(এম) | সুধাংশু প্রামাণিক | ||||
৬ | সিতাই | তৃণমূল | জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া | বিজেপি | দীপক কুমার রায় | কংগ্রেস | কেশবচন্দ্র রায় | ||||
৭ | দিনহাটা | তৃণমূল | উদয়ন গুহ | বিজেপি | নিশীথ প্রামাণিক | ফব | আবদুল রউফ | ||||
৮ | নাটাবাড়ি | তৃণমূল | রবীন্দ্রনাথ ঘোষ | বিজেপি | মিহির গোস্বামী | সিপিআই(এম) | আকিক হাসান | ||||
৯ | তুফানগঞ্জ | তৃণমূল | প্রণব কুমার রায় | বিজেপি | মালতী রাভা রায় | কংগ্রেস | রবিন রায় | ||||
আলিপুরদুয়ার জেলা | |||||||||||
১০ | কুমারগ্রাম | তৃণমূল | লাওস কুজুর | বিজেপি | মনোজ ওঁরাও | আরএসপি | কিশোর মিনজ | ১০ এপ্রিল, ২০২১ | |||
১১ | কালচিনি | তৃণমূল | পাসাং লামা | বিজেপি | বিশাল রানা | কংগ্রেস | অভিজিৎ নারজিনারি | ||||
১২ | আলিপুরদুয়ার | তৃণমূল | সৌরভ চক্রবর্তী | বিজেপি | সুমন কাঞ্জিলাল | কংগ্রেস | দেবপ্রসাদ রায় | ||||
১৩ | ফালাকাটা | তৃণমূল | সুভাষ রায় | বিজেপি | দীপক বর্মণ | সিপিআই(এম) | ক্ষিতীশচন্দ্র রায় | ||||
১৪ | মাদারিহাট | তৃণমূল | রাজেশ লাকড়া | বিজেপি | মনোজ টিগ্গা | আরএসপি | সুভাষ লোহার | ||||
জলপাইগুড়ি জেলা | |||||||||||
১৫ | ধূপগুড়ি | তৃণমূল | মিতালি রায় | বিজেপি | বিষ্ণুপদ রায় | সিপিআই(এম) | ড. প্রদীপ কুমার রায় | ১৭ এপ্রিল, ২০২১ | |||
১৬ | ময়নাগুড়ি | তৃণমূল | মনোজ রায় | বিজেপি | কৌশিক রায় | আরএসপি | নরেশচন্দ্র রায় | ||||
১৭ | জলপাইগুড়ি | তৃণমূল | প্রদীপ কুমার বর্মা | বিজেপি | সুজিত সিংহ | কংগ্রেস | সুখবিলাস বর্মা | ||||
১৮ | রাজগঞ্জ | তৃণমূল | খগেশ্বর রায় | বিজেপি | সুপেন রায় | সিপিআই(এম) | রতন রায় | ||||
১৯ | ডাবগ্রাম-ফুলবাড়ি | তৃণমূল | গৌতম দেব | বিজেপি | শিখা চট্টোপাধ্যায় | সিপিআই(এম) | দিলীপ সিং | ||||
২০ | মাল | তৃণমূল | বুলু চিক বারাইক | বিজেপি | মহেশ বাগে | সিপিআই(এম) | মনু ওঁরাও | ||||
২১ | নাগরাকাটা | তৃণমূল | জোসেফ মুন্ডা | বিজেপি | পুনা ভেংড়া | কংগ্রেস | সুখবীর সুব্বা | ||||
কালিম্পং জেলা | |||||||||||
২২ | কালিম্পং | জিজেএম (গুরুং) | ড. রাম বাহাদুর ভুজেল | বিজেপি | শুভা প্রধান | কংগ্রেস | দিলীপ প্রধান | ১৭ এপ্রিল, ২০২১ | |||
জিজেএম (তামাং) | রুদেন সাদা লেপচা | ||||||||||
দার্জিলিং জেলা | |||||||||||
২৩ | দার্জিলিং | জিজেএম (গুরুং) | পেম্বা শেরিং | বিজেপি | নীরজ জিম্বা | সিপিআই(এম) | গৌতম রাজ রাই | ১৭ এপ্রিল, ২০২১ | |||
জিজেএম (তামাং) | কেশব রাজ শর্মা | ||||||||||
২৪ | কার্শিয়াং | জিজেএম (গুরুং) | নারবু লামা | বিজেপি | বিষ্ণুপ্রসাদ শর্মা | সিপিআই(এম) | উত্তম ব্রাহ্মণ | ||||
জিজেএম (তামাং) | শেরিং লামা দাহাল | ||||||||||
২৫ | মাটিগাড়া-নকশালবাড়ি | তৃণমূল | রাজন সুনদাস | বিজেপি | আনন্দময় বর্মণ | কংগ্রেস | শঙ্কর মালাকার | ||||
২৬ | শিলিগুড়ি | তৃণমূল | ওমপ্রকাশ মিশ্র | বিজেপি | শঙ্কর ঘোষ | সিপিআই(এম) | অশোক ভট্টাচার্য | ||||
২৭ | ফাঁসিদেওয়া | তৃণমূল | ছোটন কিস্কু | বিজেপি | দুর্গা মুর্মু | কংগ্রেস | সুনীলচন্দ্র তিরকে | ||||
উত্তর দিনাজপুর জেলা | |||||||||||
২৮ | চোপড়া | তৃণমূল | হামিদুল রহমান | বিজেপি | মহম্মদ শাহিন আখতার | সিপিআই(এম) | আনোয়ারুল হক | ২২ এপ্রিল ২০২১ | |||
২৯ | ইসলামপুর | তৃণমূল | আব্দুল করিম চৌধুরী | বিজেপি | সৌম্যরূপ মণ্ডল | কংগ্রেস | সাদিকুল ইসলাম | ||||
৩০ | গোয়ালপোখর | তৃণমূল | মহম্মদ গুলাম রব্বানি | বিজেপি | গুলাম সারওয়ার | কংগ্রেস | মাসুদ নাসিম এহসান | ||||
৩১ | চাকুলিয়া | তৃণমূল | মিনহাজুল আরফিন আজাদ | বিজেপি | শচীন প্রসাদ | ফব | আলি ইমরান রামজ | ||||
৩২ | করণদিঘি | তৃণমূল | গৌতম পাল | বিজেপি | সুভাষ সিংহ | ফব | হাফিজুল ইকবাল | ||||
৩৩ | হেমতাবাদ | তৃণমূল | সত্যজিৎ বর্মণ | বিজেপি | চন্দ্রিমা রায় | সিপিআই(এম) | ভূপেন্দ্রনাথ বর্মণ | ||||
৩৪ | কালিয়াগঞ্জ | তৃণমূল | তপন দেব সিংহ | বিজেপি | সৌমেন রায় | কংগ্রেস | প্রভাস সরকার | ||||
৩৫ | রায়গঞ্জ | তৃণমূল | কানাইয়া লাল আগরওয়াল | বিজেপি | কৃষ্ণা কল্যাণী | কংগ্রেস | মোহিত সেনগুপ্ত | ||||
৩৬ | ইটাহার | তৃণমূল | মোশাররফ হোসেইন | বিজেপি | অমিতকুমার কুন্ডু | সিপিআই | শ্রীকুমার মুখোপাধ্যায় | ||||
দক্ষিণ দিনাজপুর | |||||||||||
৩৭ | কুশমণ্ডি | তৃণমূল | রেখা রায় | বিজেপি | রঞ্জিত কুমার রায় | আরএসপি | নর্মদাচন্দ্র রায় | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৩৮ | কুমারগঞ্জ | তৃণমূল | তোরাফ হোসেন মণ্ডল | বিজেপি | মানস সরকার | কংগ্রেস | নার্গিস বানু চৌধুরী | ||||
৩৯ | বালুরঘাট | তৃণমূল | শেখর দাশগুপ্ত | বিজেপি | অশোক লাহিড়ী | আরএসপি | সুচেতা বিশ্বাস | ||||
৪০ | তপন | তৃণমূল | কল্পনা কিসকু | বিজেপি | বুধরাই টুডু | আরএসপি | রঘু উরয়ো | ||||
৪১ | গঙ্গারামপুর | তৃণমূল | গৌতম দাস | বিজেপি | সত্যেন্দ্রনাথ রায় | সিপিআই(এম) | নন্দলাল হাজরা | ||||
৪২ | হরিরামপুর | তৃণমূল | বিপ্লব মিত্র | বিজেপি | নীলাঞ্জন রায় | সিপিআই(এম) | রফিকুল ইসলাম | ||||
মালদহ জেলা | |||||||||||
৪৩ | হাবিবপুর | তৃণমূল | প্রদীপ বাস্কে | বিজেপি | জোয়েল মুর্মু | সিপিআই(এম) | ঠাকুর টুডু | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৪৪ | গাজোল | তৃণমূল | বাসন্তী বর্মণ | বিজেপি | চিন্ময় দেব বর্মণ | সিপিআই(এম) | অরুণ বিশ্বাস | ||||
৪৫ | চাঁচোল | তৃণমূল | নীহাররঞ্জন ঘোষ | বিজেপি | দীপঙ্কর রাম | কংগ্রেস | আসিফ মেহবুব | ||||
৪৬ | হরিশ্চন্দ্রপুর | তৃণমূল | তাজমুল হোসেন | বিজেপি | মহম্মদ মতিউর রহমান | কংগ্রেস | আলম মোস্তাক | ||||
৪৭ | মালতীপুর | তৃণমূল | আবদুল রহিম বক্সি | বিজেপি | মৌসুমি দাস | কংগ্রেস | আলবেরুনি জুলকারনাইন | ||||
৪৮ | রতুয়া | তৃণমূল | সমর মুখোপাধ্যায় | বিজেপি | অভিষেক সিংহানিয়া | কংগ্রেস | নাজিমা খাতুন | ||||
৪৯ | মানিকচক | তৃণমূল | সাবিত্রী মিত্র | বিজেপি | গৌরচাঁদ মণ্ডল | কংগ্রেস | মহম্মদ মোত্তাকিন আলম | ২৯ এপ্রিল, ২০২১ | |||
৫০ | মালদহ | তৃণমূল | উজ্জ্বল চৌধুরী | বিজেপি | গোপালচন্দ্র সাহা | কংগ্রেস | ভূপেন্দ্রনাথ হালদার | ||||
৫১ | ইংরেজবাজার | তৃণমূল | কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী | বিজেপি | শ্রীরূপা মিত্র চৌধুরী | সিপিআই(এম) | কৌশিক মিশ্র | ||||
৫২ | মোথাবাড়ি | তৃণমূল | সাবিনা ইয়াসমিন | বিজেপি | শ্যামচাঁদ ঘোষ | কংগ্রেস | মহম্মদ দুলাল শেখ | ||||
৫৩ | সুজাপুর | তৃণমূল | মহম্মদ আবদুল গনি | বিজেপি | এস কে জিয়াউদ্দিন | কংগ্রেস | ইশা খান চৌধুরী | ||||
৫৪ | বৈষ্ণবনগর | তৃণমূল | চন্দনা সরকার | বিজেপি | স্বাধীন কুমার সরকার | কংগ্রেস | আজিজুল হক | ||||
মুর্শিদাবাদ জেলা | |||||||||||
৫৫ | ফারাক্কা | তৃণমূল | মনিরুল ইসলাম | বিজেপি | হেমন্ত ঘোষ | কংগ্রেস | মনিরুল হক | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৫৬ | সামশেরগঞ্জ[lower-alpha 3] | তৃণমূল | আমিরুল ইসলাম | বিজেপি | মিলন ঘোষ | সিপিআই(এম) | মহম্মদ মোদস্সর হোসেন | ৩০ সেপ্টেম্বর, ২০২১ | |||
কংগ্রেস | জইদুর রহমান | ||||||||||
৫৭ | সুতি | তৃণমূল | এমানি বিশ্বাস | বিজেপি | কৌশিক দাস | কংগ্রেস | হুমায়ুন রোজা | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৫৮ | জঙ্গিপুর[lower-alpha 3] | তৃণমূল | জাকির হোসেন | বিজেপি | সুজিত দাস | আরএসপি | জানে আলম মিঞা | ৩০ সেপ্টেম্বর, ২০২১ | |||
৫৯ | রঘুনাথগঞ্জ | তৃণমূল | আখতারুজ্জামান | বিজেপি | গোলাম মোদার্শা | কংগ্রেস | আব্দুল কাশিম বিশ্বাস | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৬০ | সাগরদিঘি | তৃণমূল | সুব্রত সাহা | বিজেপি | মাফুজা খাতুন | কংগ্রেস | এস. কে. হাসেনুজ্জামান | ||||
৬১ | লালগোলা | তৃণমূল | মহম্মদ আলি | বিজেপি | কল্পনা ঘোষ | কংগ্রেস | আবু হেনা | ||||
৬২ | ভগবানগোলা | তৃণমূল | ইদ্রিশ আলি | বিজেপি | মেহবুব আলম | সিপিআই(এম) | কামাল হোসেন | ||||
৬৩ | রানিনগর | তৃণমূল | সৌমিক হোসেন | বিজেপি | মাসুহারা খাতুন | কংগ্রেস | ফিরোজা বেগম | ||||
৬৪ | মুর্শিদাবাদ | তৃণমূল | শাওনি সিংহরায় | বিজেপি | গৌরীশঙ্কর ঘোষ | কংগ্রেস | নিয়াজুদ্দিন শেখ | ||||
৬৫ | নবগ্রাম | তৃণমূল | কানাইচন্দ্র মণ্ডল | বিজেপি | মোহন হালদার | সিপিআই(এম) | কৃপালিনী ঘোষ | ||||
৬৬ | খড়গ্রাম | তৃণমূল | আশিস মারজিত | বিজেপি | আদিত্য মৌলিক | কংগ্রেস | বিপদতারণ বাগদি | ২৯ এপ্রিল, ২০২১ | |||
৬৭ | বারোয়ান | তৃণমূল | জীবনকৃষ্ণ সাহা | বিজেপি | অমিয় কুমার দাস | কংগ্রেস | শিলাদিত্য হালদার | ||||
৬৮ | কান্দি | তৃণমূল | অপূর্ব সরকার (ডেভিড) | বিজেপি | গৌতম রায় | কংগ্রেস | সাইফুল আলম খান | ||||
৬৯ | ভরতপুর | তৃণমূল | হুমায়ুন কবির | বিজেপি | ইমনকল্যাণ মুখোপাধ্যায় | কংগ্রেস | কমলেশ চট্টোপাধ্যায় | ||||
৭০ | রেজিনগর | তৃণমূল | রবিউল আলম চৌধুরী | বিজেপি | অরবিন্দ বিশ্বাস | কংগ্রেস | কাফিরুদ্দিন শেখ | ||||
৭১ | বেলডাঙা | তৃণমূল | হাসানুজ্জামান শেখ | বিজেপি | সুমিত ঘোষ | কংগ্রেস | শেখ সফিউজ্জামান | ||||
৭২ | বহরমপুর | তৃণমূল | নাড়ুগোপাল মুখোপাধ্যায় | বিজেপি | সুব্রত মৈত্র | কংগ্রেস | মনোজ চক্রবর্তী | ||||
৭৩ | হরিহরপাড়া | তৃণমূল | নিয়ামত শেখ | বিজেপি | তন্ময় বিশ্বাস | কংগ্রেস | মির আলমগির | ||||
৭৪ | নওদা | তৃণমূল | সাহিনা মমতাজ বেগম (খান) | বিজেপি | অনুপম মণ্ডল | কংগ্রেস | মোশারাফ হোসেন মণ্ডল | ||||
৭৫ | ডোমকল | তৃণমূল | জাফিকুল ইসলাম | বিজেপি | রুবিয়া খাতুন | সিপিআই(এম) | মুস্তাফিজুর রহমান | ||||
৭৬ | জলঙ্গি | তৃণমূল | আব্দুর রেজ্জাক | বিজেপি | চন্দন মণ্ডল | সিপিআই(এম) | সাইফুল ইসলাম মোল্লা | ||||
নদিয়া জেলা | |||||||||||
৭৭ | করিমপুর | তৃণমূল | বিমলেন্দু সিংহ রায় | বিজেপি | সমরেন্দ্রনাথ ঘোষ | সিপিআই(এম) | প্রভাস মজুমদার | ২২ এপ্রিল, ২০২১ | |||
৭৮ | তেহট্ট | তৃণমূল | তাপস কুমার সাহা | বিজেপি | আশুতোষ পাল | সিপিআই(এম) | সুবোধ বিশ্বাস | ||||
৭৯ | পলাশিপাড়া | তৃণমূল | মানিক ভট্টাচার্য | বিজেপি | বিভাসচন্দ্র মণ্ডল | সিপিআই(এম) | এম. এস. সাদি | ||||
৮০ | কালীগঞ্জ | তৃণমূল | নাসিরুদ্দিন আহমেদ (লাল) | বিজেপি | অভিজিৎ ঘোষ | কংগ্রেস | আব্দুল কাসেম | ||||
৮১ | নাকাশিপাড়া | তৃণমূল | কল্লোল খান | বিজেপি | শান্তনু দেব | সিপিআই(এম) | শুক্লা সাহা চক্রবর্তী | ||||
৮২ | চাপড়া | তৃণমূল | রুকবানুর রহমান | বিজেপি | কল্যাণ কুমার নন্দী | আরএসএমপি | কাঞ্চন মৈত্র | ||||
৮৩ | কৃষ্ণনগর উত্তর | তৃণমূল | কৌশানী মুখোপাধ্যায় | বিজেপি | মুকুল রায় | কংগ্রেস | সিলভি সাহা | ||||
৮৪ | নবদ্বীপ | তৃণমূল | পুণ্ডরীকাক্ষ সাহা (নন্দ) | বিজেপি | সিদ্ধার্থ নস্কর | সিপিআই(এম) | স্বর্ণেন্দু সিংহ | ||||
৮৫ | কৃষ্ণনগর দক্ষিণ | তৃণমূল | উজ্জ্বল বিশ্বাস | বিজেপি | মহাদেব সরকার | সিপিআই(এম) | সুমিত বিশ্বাস | ||||
৮৬ | শান্তিপুর | তৃণমূল | অজয় দে | বিজেপি | জগন্নাথ সরকার | কংগ্রেস | ঋজু ঘোষাল | ১৭ এপ্রিল, ২০২১ | |||
৮৭ | রানাঘাট উত্তর পশ্চিম | তৃণমূল | শঙ্কর সিংহ | বিজেপি | পার্থসারথী চট্টোপাধ্যায় | কংগ্রেস | বিজয়েন্দু বিশ্বাস | ||||
৮৮ | কৃষ্ণগঞ্জ | তৃণমূল | ড. তাপস মণ্ডল | বিজেপি | আশিস কুমার বিশ্বাস | আরএসএমপি | অনুপ মণ্ডল | ||||
৮৯ | রানাঘাট উত্তর পূর্ব | তৃণমূল | সমীর কুমার পোদ্দার | বিজেপি | অসীম বিশ্বাস | আরএসএমপি | দিনেশচন্দ্র বিশ্বাস | ||||
৯০ | রানাঘাট দক্ষিণ | তৃণমূল | বর্ণালি দে | বিজেপি | মুকুটমণি অধিকারী | সিপিআই(এম) | রমা বিশ্বাস | ||||
৯১ | চাকদহ | তৃণমূল | শুভংকর সিংহ (যিশু) | বিজেপি | বঙ্কিমচন্দ্র ঘোষ | সিপিআই(এম) | নারায়ণ দাশগুপ্ত | ||||
৯২ | কল্যাণী | তৃণমূল | অনিরুদ্ধ বিশ্বাস | বিজেপি | অম্বিকা রায় | সিপিআই(এম) | সবুজ দাস | ||||
৯৩ | হরিণঘাটা | তৃণমূল | নীলিমা নাগ (মল্লিক) | বিজেপি | অসীম সরকার | সিপিআই(এম) | অলকেশ দাস | ||||
উত্তর চব্বিশ পরগনা জেলা | |||||||||||
৯৪ | বাগদা | তৃণমূল | পরিতোষ কুমার সাহা | বিজেপি | বিশ্ব্জিৎ দাস | কংগ্রেস | প্রবীর কীর্তনিয়া | ২২ এপ্রিল, ২০২১ | |||
৯৫ | বনগাঁ উত্তর | তৃণমূল | শ্যামল রায় | বিজেপি | অশোক কীর্তনিয়া | সিপিআই(এম) | পীযূষকান্তি সাহা | ||||
৯৬ | বনগাঁ দক্ষিণ | তৃণমূল | আলোরানি সরকার | বিজেপি | স্বপন মজুমদার | সিপিআই(এম) | তাপস কুমার বিশ্বাস | ||||
৯৭ | গাইঘাটা | তৃণমূল | নরোত্তম বিশ্বাস | বিজেপি | সুব্রত ঠাকুর | সিপিআই | কপিলকৃষ্ণ ঠাকুর | ||||
৯৮ | স্বরূপনগর | তৃণমূল | বীণা মণ্ডল | বিজেপি | বৃন্দাবন সরকার | সিপিআই(এম) | বিশ্ব্জিৎ সরকার | ||||
৯৯ | বাদুড়িয়া | তৃণমূল | কুয়াশি আবদুল মল্লিক | বিজেপি | সুকল্যাণ বৈদ্য | কংগ্রেস | ড. আবদুস সাত্তার | ||||
১০০ | হাবড়া | তৃণমূল | জ্যোতিপ্রিয় মল্লিক | বিজেপি | রাহুল সিনহা | সিপিআই(এম) | ঋজিনন্দন বিশ্বাস | ||||
১০১ | অশোকনগর | তৃণমূল | নারায়ণ গোস্বামী | বিজেপি | তনুজা চক্রবর্তী | আরএসএমপি | তাপস বন্দ্যোপাধ্যায় | ||||
১০২ | আমডাঙা | তৃণমূল | রফিকুর রহমান | বিজেপি | জয়দেব মান্না | আরএসএমপি | জামাল উদ্দিন | ||||
১০৩ | বীজপুর | তৃণমূল | সুবোধ অধিকারী | বিজেপি | শুভ্রাংশু রায় | সিপিআই(এম) | সুকান্ত রক্ষিত | ||||
১০৪ | নৈহাটি | তৃণমূল | পার্থ ভৌমিক | বিজেপি | ফাল্গুনী পাত্র | সিপিআই(এম) | ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায় | ||||
১০৫ | ভাটপাড়া | তৃণমূল | জিতেন্দ্র শ | বিজেপি | পবন সিং | কংগ্রেস | ধর্মেন্দ্র শ | ||||
১০৬ | জগদ্দল | তৃণমূল | সোমনাথ শ্যাম | বিজেপি | অরিন্দম ভট্টাচার্য | ফব | নিমাই সাহা | ||||
১০৭ | নোয়াপাড়া | তৃণমূল | মঞ্জু বসু | বিজেপি | সুনীল সিং | কংগ্রেস | শুভঙ্কর সরকার | ||||
১০৮ | ব্যারাকপুর | তৃণমূল | রাজ চক্রবর্তী | বিজেপি | ড. চন্দ্রমণি শুক্ল | সিপিআই(এম) | দেবাশিস ভৌমিক | ||||
১০৯ | খড়দহ | তৃণমূল | কাজল সিংহ | বিজেপি | শীলভদ্র দত্ত | সিপিআই(এম) | দেবজ্যোতি দাস | ||||
১১০ | দমদম উত্তর | তৃণমূল | চন্দ্রিমা ভট্টাচার্য | বিজেপি | অর্চনা মজুমদাদ | সিপিআই(এম) | তন্ময় ভট্টাচার্য | ||||
১১১ | পানিহাটি | তৃণমূল | নির্মল ঘোষ | বিজেপি | সন্ময় বন্দ্যোপাধ্যায় | কংগ্রেস | তাপস মজুমদার | ১৭ এপ্রিল, ২০২১ | |||
১১২ | কামারহাটি | তৃণমূল | মদন মিত্র | বিজেপি | অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় | সিপিআই(এম) | সায়নদীপ মিত্র | ||||
১১৩ | বরানগর | তৃণমূল | তাপস রায় | বিজেপি | পার্নো মিত্র | কংগ্রেস | অমল কুমার মুখোপাধ্যায় | ||||
১১৪ | দমদম | তৃণমূল | ব্রাত্য বসু | বিজেপি | বিমল শঙ্কর নন্দ | সিপিআই(এম) | পলাশ দাস | ||||
১১৫ | রাজারহাট নিউটাউন | তৃণমূল | তাপস চট্টোপাধ্যায় | বিজেপি | ভাস্কর রায় | সিপিআই(এম) | সপ্তর্ষি দেব | ||||
১১৬ | বিধাননগর | তৃণমূল | সুজিত বসু | বিজেপি | সব্যসাচী দত্ত | কংগ্রেস | অভিষেক বন্দ্যোপাধ্যায় | ||||
১১৭ | রাজারহাট গোপালপুর | তৃণমূল | অদিতি মুন্সি | বিজেপি | শমীক ভট্টাচার্য | সিপিআই(এম) | শুভজিৎ দাশগুপ্ত | ||||
১১৮ | মধ্যমগ্রাম | তৃণমূল | রথীন ঘোষ | বিজেপি | রাজশ্রী রাজবংশী | আরএসএমপি | বিশ্ব্জিৎ মাইতি | ||||
১১৯ | বারাসাত | তৃণমূল | চিরঞ্জিত চক্রবর্তী | বিজেপি | শঙ্কর চট্টোপাধ্যায় | ফব | সঞ্জীব চট্টোপাধ্যায় | ||||
১২০ | দেগঙ্গা | তৃণমূল | রহিমা মণ্ডল | বিজেপি | দীপিকা চট্টোপাধ্যায় | আরএসএমপি | করিম আলি | ||||
১২১ | হাড়োয়া | তৃণমূল | হাজি শেখ নুরুল ইসলাম | বিজেপি | রাজেন্দ্র সাহা | আরএসএমপি | কুতুবুদ্দিন ফতেহি | ||||
১২২ | মিনাখাঁ | তৃণমূল | উষারানি মণ্ডল | বিজেপি | জয়ন্ত মণ্ডল | সিপিআই(এম) | প্রদ্যোৎ রায় | ||||
১২৩ | সন্দেশখালি | তৃণমূল | সুকুমার মাহাতো | বিজেপি | ভাস্কর সর্দার | আরএসএমপি | বরুণ সর্দার | ||||
১২৪ | বসিরহাট দক্ষিণ | তৃণমূল | ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় | বিজেপি | তারকনাথ ঘোষ | কংগ্রেস | অমিত মজুমদার | ||||
১২৫ | বসিরহাট উত্তর | তৃণমূল | রফিকুল ইসলাম মণ্ডল | বিজেপি | নারায়ণ মণ্ডল | আরএসএমপি | বাইজিদ আমিন | ||||
১২৬ | হিঙ্গলগঞ্জ | তৃণমূল | দেবেশ মণ্ডল | বিজেপি | নিমাই দাস | সিপিআই | ড. রঞ্জন মণ্ডল | ||||
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা | |||||||||||
১২৭ | গোসাবা | তৃণমূল | জয়ন্ত নস্কর | বিজেপি | চিত্ত প্রামাণিক | আরএসপি | Anil Chandra Mondal | ১ এপ্রিল, ২০২১ | |||
১২৮ | বাসন্তী | তৃণমূল | শ্যামল মণ্ডল | বিজেপি | রমেশ মাজি | আরএসপি | সুভাষ নস্কর | ৬ এপ্রিল, ২০২১ | |||
১২৯ | কুলতলি | তৃণমূল | গণেশচন্দ্র মণ্ডল | বিজেপি | মিন্টু হালদার | সিপিআই(এম) | রামশঙ্কর হালদার | ||||
১৩০ | পাথরপ্রতিমা | তৃণমূল | সমীর কুমার জানা | বিজেপি | অসিত হালদার | কংগ্রেস | শুকদেব বেরা | ১ এপ্রিল, ২০২১ | |||
১৩১ | কাকদ্বীপ | তৃণমূল | মন্টুরাম পাখিরা | বিজেপি | দীপঙ্কর জানা | কংগ্রেস | ইন্দ্রনীল রাউত | ||||
১৩২ | সাগর | তৃণমূল | বঙ্কিমচন্দ্র হাজরা | বিজেপি | বিকাশ কামিলা | সিপিআই(এম) | শেখ মুকুলেশ্বর রহমান | ||||
১৩৩ | কুলপি | তৃণমূল | জগরঞ্জন হালদার | বিজেপি | প্রণব মল্লিক | আরএসএমপি | শিরাজুদ্দিন গাজি | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৩৪ | রায়দিঘি | তৃণমূল | অলোক জলদাতা | বিজেপি | শান্তনু বাপুলি | সিপিআই(এম) | কান্তি গঙ্গোপাধ্যায় | ||||
১৩৫ | মন্দিরবাজার | তৃণমূল | জয়দেব হালদার | বিজেপি | দিলীপ জাটুয়া | আরএসএমপি | সঞ্জয় সরকার | ||||
১৩৬ | জয়নগর | তৃণমূল | বিশ্বনাথ দাস | বিজেপি | রবিন সর্দার | সিপিআই(এম) | অপূর্ব প্রামাণিক | ||||
১৩৭ | বারুইপুর পূর্ব | তৃণমূল | বিভাস সর্দার | বিজেপি | চন্দন মণ্ডল | সিপিআই(এম) | স্বপন নস্কর | ||||
১৩৮ | ক্যানিং পশ্চিম | তৃণমূল | পরেশরাম দাস | বিজেপি | অর্ণব রায় | কংগ্রেস | প্রতাম মণ্ডল | ||||
১৩৯ | ক্যানিং পূর্ব | তৃণমূল | শওকত মোল্লা | বিজেপি | কালীপদ নস্কর | আরএসএমপি | গাজি সাহাবুদ্দিন সিরাজ | ||||
১৪০ | বারুইপুর পশ্চিম | তৃণমূল | বিমান বন্দ্যোপাধ্যায় | বিজেপি | দেবোপম চট্টোপাধ্যায় | সিপিআই(এম) | লাহেক আলি | ||||
১৪১ | মগরাহাট পূর্ব | তৃণমূল | নমিতা সাহা | বিজেপি | চন্দন নস্কর | সিপিআই(এম) | চন্দন সাহা | ||||
১৪২ | মগরাহাট পশ্চিম | তৃণমূল | গিয়াসুদ্দিন মোল্লা | বিজেপি | মানস সাহা | আরএসএমপি | মইদুল ইসলাম | ||||
১৪৩ | ডায়মন্ড হারবার | তৃণমূল | পান্নালাল হালদার | বিজেপি | দীপক হালদার | সিপিআই(এম) | প্রতীক উর রহমান | ||||
১৪৪ | ফলতা | তৃণমূল | শঙ্কর কুমার নস্কর | বিজেপি | বিধান পাড়ুই | কংগ্রেস | আবদুর রেজ্জাক মোল্লা | ||||
১৪৫ | সাতগাছিয়া | তৃণমূল | মোহনচন্দ্র নস্কর | বিজেপি | চন্দন পাল দাস | সিপিআই(এম) | গৌতম পাল | ||||
১৪৬ | বিষ্ণুপুর | তৃণমূল | দিলীপ মণ্ডল | বিজেপি | অগ্নীশ্বর নস্কর | সিপিআই(এম) | ঝুমা কয়াল | ||||
১৪৭ | সোনারপুর দক্ষিণ | তৃণমূল | অরুন্ধতী মৈত্র | বিজেপি | অঞ্জনা বসু | সিপিআই | শুভম বন্দ্যোপাধ্যায় | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৪৮ | ভাঙড় | তৃণমূল | মহম্মদ রেজাউল করিম | বিজেপি | সৌমি হাতি | আরএসএমপি | নৌশাদ সিদ্দিকি | ||||
১৪৯ | কসবা | তৃণমূল | জাভেদ আহমেদ খান | বিজেপি | ইন্দ্রনীল খান | সিপিআই(এম) | শতরূপ ঘোষ | ||||
১৫০ | যাদবপুর | তৃণমূল | মলয় মজুমদার | বিজেপি | রিঙ্কু নস্কর | সিপিআই(এম) | সুজন চক্রবর্তী | ||||
১৫১ | সোনারপুর উত্তর | তৃণমূল | ফিরদৌসি বেগম | বিজেপি | রঞ্জন বৈদ্য | সিপিআই(এম) | মোনালিসা সিনহা | ||||
১৫২ | টালিগঞ্জ | তৃণমূল | অরূপ বিশ্বাস | বিজেপি | বাবুল সুপ্রিয় | সিপিআই(এম) | দেবদূত ঘোষ | ||||
১৫৩ | বেহালা পূর্ব | তৃণমূল | রত্না চট্টোপাধ্যায় | বিজেপি | পায়েল সরকার | সিপিআই(এম) | সমিতা হর চৌধুরী | ||||
১৫৪ | বেহালা পশ্চিম | তৃণমূল | পার্থ চট্টোপাধ্যায় | বিজেপি | শ্রাবন্তী চট্টোপাধ্যায় | সিপিআই(এম) | নীহার ভক্ত | ||||
১৫৫ | মহেশতলা | তৃণমূল | দুলালচন্দ্র দাস | বিজেপি | উমেশ দাস | সিপিআই(এম) | প্রদ্যুৎ চৌধুরী | ||||
১৫৬ | বজবজ | তৃণমূল | অশোক দেব | বিজেপি | তরুণ আদক | কংগ্রেস | শেখ মুজিবর রহমান | ||||
১৫৭ | মেটিয়াবুরুজ | তৃণমূল | আব্দুল খালেক মোল্লা | বিজেপি | রামজি প্রসাদ | আরএসএমপি | নুরুজ্জামান | ||||
কলকাতা জেলা | |||||||||||
১৫৮ | কলকাতা বন্দর | তৃণমূল | ফিরহাদ হাকিম | বিজেপি | অবধ কিশোর গুপ্তা | কংগ্রেস | মহম্মদ মুখতার | ২৬ এপ্রিল, ২০২১ | |||
১৫৯ | ভবানীপুর | তৃণমূল | শোভনদেব চট্টোপাধ্যায় | বিজেপি | রুদ্রনীল ঘোষ | কংগ্রেস | মহম্মদ সাদাব খান | ||||
১৬০ | রাসবিহারী | তৃণমূল | দেবাশিস কুমার | বিজেপি | সুব্রত সাহা | কংগ্রেস | আশুতোষ চট্টোপাধ্যায় | ||||
১৬১ | বালিগঞ্জ | তৃণমূল | সুব্রত মুখোপাধ্যায় | বিজেপি | লোকনাথ চট্টোপাধ্যায় | সিপিআই(এম) | ড. ফুয়াদ হালিম | ||||
১৬২ | চৌরঙ্গী | তৃণমূল | নয়না বন্দ্যোপাধ্যায় | বিজেপি | দেবদত্ত মাজি | কংগ্রেস | সন্তোষ পাঠক | ২৯ এপ্রিল, ২০২১ | |||
১৬৩ | এন্টালি | তৃণমূল | স্বর্ণকমল সাহা | বিজেপি | প্রিয়াংকা টাইবারওয়াল | আরএসএমপি | মহম্মদ ইকবাল আলম | ||||
১৬৪ | বেলেঘাটা | তৃণমূল | পরেশ পাল | বিজেপি | আ্যডভোকেট কাশীনাথ বিশ্বাস | সিপিআই(এম) | রাজীব বিশ্বাস | ||||
১৬৫ | জোড়াসাঁকো | তৃণমূল | বিবেক গুপ্ত | বিজেপি | মীনা দেবী পুরোহিত | কংগ্রেস | আজমল খান | ||||
১৬৬ | শ্যামপুকুর | তৃণমূল | শশী পাঁজা | বিজেপি | সন্দীপন বিশ্বাস | ফব | জীবন প্রকাশ সাহা | ||||
১৬৭ | মানিকতলা | তৃণমূল | সাধন পাণ্ডে | বিজেপি | কল্যাণ চৌবে | সিপিআই(এম) | রূপা বাগচী | ||||
১৬৮ | কাশীপুর-বেলগাছিয়া | তৃণমূল | অতীন ঘোষ | বিজেপি | শিবাজী সিংহ রায় | সিপিআই(এম) | প্রদীপ দাশগুপ্ত | ||||
হাওড়া জেলা | |||||||||||
১৬৯ | বালি | তৃণমূল | রাণা চট্টোপাধ্যায় | বিজেপি | বৈশালী ডালমিয়া | সিপিআই(এম) | দীপ্সিতা ধর | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৭০ | হাওড়া উত্তর | তৃণমূল | গৌতম চৌধুরী | বিজেপি | উমেশ রাই | সিপিআই(এম) | পবন সিং | ||||
১৭১ | হাওড়া মধ্য | তৃণমূল | অরূপ রায় | বিজেপি | সঞ্জয় সিং | কংগ্রেস | পলাশ ভাণ্ডারী | ||||
১৭২ | শিবপুর | তৃণমূল | মনোজ তিওয়ারি | বিজেপি | রথীন্দ্রনাথ চক্রবর্তী | ফব | ড. জগন্নাথ ভট্টাচার্য | ||||
১৭৩ | হাওড়া দক্ষিণ | তৃণমূল | নন্দিতা চৌধুরী | বিজেপি | রন্তিদেব সেনগুপ্ত | সিপিআই(এম) | সুমিত্রা অধিকারী | ||||
১৭৪ | সাঁকরাইল | তৃণমূল | প্রিয়া পাল | বিজেপি | প্রভাকর পণ্ডিত | সিপিআই(এম) | সামির মালিক | ||||
১৭৫ | পাঁচলা | তৃণমূল | গুলশান মল্লিক | বিজেপি | মোহিত ঘাঁটি | আরএসএমপি | মহম্মদ জলিল | ||||
১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | তৃণমূল | বিদেশ বসু | বিজেপি | প্রত্যুষ মণ্ডল | আরএসএমপি | আব্বাসুদ্দিন খান | ||||
১৭৭ | উলুবেড়িয়া উত্তর | তৃণমূল | ড. নির্মল মাজি | বিজেপি | চিরণ বেরা | সিপিআই(এম) | অশোক দোলুই | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | তৃণমূল | পুলক রায় | বিজেপি | পাপিয়া অধিকারী | ফব | কুতুবুদ্দিন আহমেদ | ||||
১৭৯ | শ্যামপুর | তৃণমূল | কালীপদ মণ্ডল | বিজেপি | তনুশ্রী চক্রবর্তী | কংগ্রেস | অমিতাভ চক্রবর্তী | ||||
১৮০ | বাগনান | তৃণমূল | অরুণাভ সেন | বিজেপি | অনুপম মল্লিক | সিপিআই(এম) | বশির আহমেদ | ||||
১৮১ | আমতা | তৃণমূল | সুকান্ত পাল | বিজেপি | দেবতনু ভট্টাচার্য | কংগ্রেস | অসিত মিত্র | ||||
১৮২ | উদয়নারায়ণপুর | তৃণমূল | সমীর কুমার পাঁজা | বিজেপি | সুমিত রঞ্জন কাড়ার | কংগ্রেস | অশোক কোলে | ||||
১৮৩ | জগৎবল্লভপুর | তৃণমূল | সীতানাথ ঘোষ | বিজেপি | অনুপম ঘোষ | আরএসএমপি | শেখ সাব্বির আহমেদ | ||||
১৮৪ | ডোমজুড় | তৃণমূল | কল্যাণ ঘোষ | বিজেপি | রাজীব বন্দ্যোপাধ্যায় | সিপিআই(এম) | উত্তম বেরা | ১০ এপ্রিল, ২০২১ | |||
হুগলি জেলা | |||||||||||
১৮৫ | উত্তরপাড়া | তৃণমূল | কাঞ্চন মল্লিক | বিজেপি | প্রবীর ঘোষাল | সিপিআই(এম) | রজত বন্দ্যোপাধ্যায় | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৮৬ | শ্রীরামপুর | তৃণমূল | সুদীপ্ত রায় | বিজেপি | কবীর শঙ্কর বসু | কংগ্রেস | অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায় | ||||
১৮৭ | চাঁপদানি | তৃণমূল | অরিন্দম গুঁই | বিজেপি | দিলীপ সিং | কংগ্রেস | আব্দুল মান্নান | ||||
১৮৮ | সিঙ্গুর | তৃণমূল | বেচারাম মান্না | বিজেপি | রবীন্দ্রনাথ ভট্টাচার্য | সিপিআই(এম) | সৃজন ভট্টাচার্য | ||||
১৮৯ | চন্দননগর | তৃণমূল | ইন্দ্রনীল সেন | বিজেপি | দীপাঞ্জন গুহ | সিপিআই(এম) | গৌতম সরকার | ||||
১৯০ | চুঁচুড়া | তৃণমূল | অসিত মজুমদার | বিজেপি | লকেট চট্টোপাধ্যায় | ফব | ড. প্রণব ঘোষ | ||||
১৯১ | বলাগড় | তৃণমূল | মনোরঞ্জন ব্যাপারী | বিজেপি | সুভাষচন্দ্র হালদার | সিপিআই(এম) | মহামায়া মণ্ডল | ||||
১৯২ | পাণ্ডুয়া | তৃণমূল | ড. রত্না দে নাগ | বিজেপি | পার্থ শর্মা | সিপিআই(এম) | শেখ আমজাদ হোসেন | ||||
১৯৩ | সপ্তগ্রাম | তৃণমূল | তপন দাশগুপ্ত | বিজেপি | দেবব্রত বিশ্বাস (বাবান) | কংগ্রেস | পবিত্র দেব | ||||
১৯৪ | চণ্ডীতলা | তৃণমূল | স্বাতী খোন্দকার | বিজেপি | যশ দাশগুপ্ত | সিপিআই(এম) | মহম্মদ সেলিম | ||||
১৯৫ | জাঙ্গিপাড়া | তৃণমূল | স্নেহাশিস চক্রবর্তী | বিজেপি | দেবজিৎ সরকার | আরএসএমপি | শেখ মইনুদ্দিন (বুড়ো) | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৯৬ | হরিপাল | তৃণমূল | কাবেরী মান্না | বিজেপি | সমীরণ মিত্র | আরএসএমপি | সিমল সোরেন | ||||
১৯৭ | ধনেখালি | তৃণমূল | অসীমা পাত্র | বিজেপি | তুষার মজুমদার | কংগ্রেস | অনির্বাণ সাহা | ||||
১৯৮ | তারকেশ্বর | তৃণমূল | রামেন্দু সিংহ রায় | বিজেপি | স্বপন দাশগুপ্ত | সিপিআই(এম) | সুরজিৎ ঘোষ | ||||
১৯৯ | পুরশুড়া | তৃণমূল | দিলীপ যাদব | বিজেপি | বিমান ঘোষ | কংগ্রেস | মণিকা মল্লিক ঘোষ | ||||
২০০ | আরামবাগ | তৃণমূল | সুজাতা মণ্ডল খাঁ | বিজেপি | মধুসূদন বাগ | সিপিআই(এম) | শক্তিমোহন মালিক | ||||
২০১ | গোঘাট | তৃণমূল | মানস মজুমদার | বিজেপি | বিশ্বনাথ কারক | ফব | শিবপ্রসার মালিক | ||||
২০২ | খানাকুল | তৃণমূল | মুন্সি নাজবুল করিম | বিজেপি | সুশান্ত ঘোষ | আরএসএমপি | ফায়সাল খান | ||||
পূর্ব মেদিনীপুর জেলা | |||||||||||
২০৩ | তমলুক | তৃণমূল | সৌমেন মহাপাত্র | বিজেপি | হরেকৃষ্ণ বেরা | সিপিআই | গৌতম পান্ডা | ১ এপ্রিল, ২০২১ | |||
২৯৪ | পাঁশকুড়া পূর্ব | তৃণমূল | বিপ্লব রায়চৌধুরী | বিজেপি | দেবব্রত পটনায়ক | সিপিআই(এম) | শেখ ইব্রাহিম আলি | ||||
২০৫ | পাঁশকুড়া পশ্চিম | তৃণমূল | ফিরোজা বিবি | বিজেপি | শিন্টু সেনাপতি | সিপিআই | চিত্তরঞ্জন দাস ঠাকুর | ||||
২০৬ | ময়না | তৃণমূল | সংগ্রাম কুমার দোলুই | বিজেপি | অশোক দিন্দা | কংগ্রেস | মানিক ভৌমিক | ||||
২০৭ | নন্দকুমার | তৃণমূল | সুকুমার দে | বিজেপি | নীলাঞ্জন অধিকারী | সিপিআই(এম) | করুণাশঙ্কর ভৌমিক | ||||
২০৮ | মহিষাদল | তৃণমূল | তিলক চক্রবর্তী | বিজেপি | বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় | আরএসএমপি | বিক্রম চট্টোপাধ্যায় | ||||
২০৯ | হলদিয়া | তৃণমূল | স্বপন নস্কর | বিজেপি | তাপসী মণ্ডল | সিপিআই(এম) | মণিকা কর পাইক | ||||
২১০ | নন্দীগ্রাম | তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | বিজেপি | শুভেন্দু অধিকারী | সিপিআই(এম) | মীণাক্ষী মুখোপাধ্যায় | ||||
২১১ | চণ্ডীপুর | তৃণমূল | সোহম চক্রবর্তী | বিজেপি | পুলককান্তি গুড়িয়া | সিপিআই(এম) | আশিস গুছাইত | ||||
২১২ | পটাশপুর | তৃণমূল | উত্তম বসাক | বিজেপি | অম্বুজাক্ষ মহান্তি | সিপিআই | সৈকত গিরি | ২৭ মার্চ, ২০২১ | |||
২১৩ | কাঁথি উত্তর | তৃণমূল | তরুণ কুমার জানা | বিজেপি | সুনীতা সিংহ | সিপিআই(এম) | সুতনু মাইতি | ||||
২১৪ | ভগবানপুর | তৃণমূল | অর্ধেন্দু মাইতি | বিজেপি | রবীন্দ্রনাথ মাইতি | কংগ্রেস | শিউ মাইতি | ||||
২১৫ | খেজুড়ি | তৃণমূল | পার্থপ্রতিম দাস | বিজেপি | শান্তনু প্রামাণিক | সিপিআই(এম) | হিমাংশু দাস | ||||
২১৬ | কাঁথি দক্ষিণ | তৃণমূল | জ্যোতির্ময় কর | বিজেপি | অরূপ কুমার দাস | সিপিআই | অনুলুপ পণ্ডা | ||||
২১৭ | রামনগর | তৃণমূল | অখিল গিরি | বিজেপি | স্বদেশ রঞ্জন নায়ক | সিপিআই(এম) | সব্যসাচী জানা | ||||
২১৮ | এগরা | তৃণমূল | তরুণ মাইতি | বিজেপি | অরূপ দাস | কংগ্রেস | মানস কুমার করমহাপাত্র | ||||
পশ্চিম মেদিনীপুর জেলা | |||||||||||
২১৯ | দাঁতন | তৃণমূল | বিক্রমচন্দ্র প্রধান | বিজেপি | শক্তিপদ নায়ক | সিপিআই | Sisir Patra | ২৭ মার্চ, ২০২১ | |||
ঝাড়গ্রাম জেলা | |||||||||||
২২০ | নয়াগ্রাম | তৃণমূল | দুলাল মুর্মু | বিজেপি | বকুল মুর্মু | সিপিআই(এম) | হরিপদ সোরেন | ২৭ মার্চ, ২০২১ | |||
২২১ | গোপীবল্লভপুর | তৃণমূল | খগেন্দ্রনাথ মাহাতো | বিজেপি | সঞ্জিত মাহাতো | সিপিআই(এম) | প্রশান্ত দাস | ||||
২২২ | ঝাড়গ্রাম | তৃণমূল | বীরবাহা হাঁসদা | বিজেপি | সুখময় শতপতি | সিপিআই(এম) | মধুজা সেন রায় | ||||
পশ্চিম মেদিনীপুর জেলা | |||||||||||
২২৩ | কেশিয়াড়ি | তৃণমূল | পরেশ মুর্মু | বিজেপি | সোনালি মুর্মু | সিপিআই(এম) | পুলিনবিহারী বাস্কে | ২৭ মার্চ, ২০২১ | |||
২২৪ | খড়গপুর সদর | তৃণমূল | প্রদীপ সরকার | বিজেপি | হিরণ চট্টোপাধ্যায় | কংগ্রেস | রীতা শর্মা | ১ এপ্রিল, ২০২১ | |||
২২৫ | নারায়ণগড় | তৃণমূল | সূর্যকান্ত আট্টা | বিজেপি | রামপ্রসাদ গিরি | সিপিআই(এম) | তাপস সিনহা | ||||
২২৬ | সবং | তৃণমূল | মানস ভুঁইয়া | বিজেপি | অমূল্য মাইতি | কংগ্রেস | চিরঞ্জীব ভৌমিক | ||||
২২৭ | পিংলা | তৃণমূল | অজয় মাইতি | বিজেপি | অন্তরা ভট্টাচার্য | কংগ্রেস | সমীর রায় | ||||
২২৮ | খড়গপুর | তৃণমূল | দিনেন রায় | বিজেপি | তপন ভুঁইয়া | সিপিআই(এম) | শেখ সাদ্দাম আলি | ২৭ মার্চ, ২০২১ | |||
২২৯ | ডেবরা | তৃণমূল | হুমায়ুন কবির | বিজেপি | ভারতী ঘোষ | সিপিআই(এম) | প্রাণকৃষ্ণ মণ্ডল | ১ এপ্রিল, ২০২১ | |||
২৩০ | দাসপুর | তৃণমূল | মমতা ভুঁইয়া | বিজেপি | প্রশান্ত বেরা | সিপিআই(এম) | ধ্রুবশেখর মণ্ডল | ||||
২৩১ | ঘাটাল | তৃণমূল | শঙ্কর দোলুই | বিজেপি | শীতল কপট | সিপিআই(এম) | কমল দোলুই | ||||
২৩২ | চন্দ্রকোণা | তৃণমূল | অরূপ ধাড়া | বিজেপি | শিবরাম দাস | আরএসএমপি | গৌরাঙ্গ দাস | ||||
২৩৩ | গড়বেতা | তৃণমূল | উত্তরা সিংহ | বিজেপি | মদন রুইদাস | সিপিআই(এম) | তপন ঘোষ | ২৭ মার্চ, ২০২১ | |||
২৩৪ | শালবনী | তৃণমূল | শ্রীকান্ত মাহাত | বিজেপি | রাজীব কুণ্ডু | সিপিআই(এম) | সুশান্ত ঘোষ | ||||
২৩৫ | কেশপুর | তৃণমূল | শিউলি সাহা | বিজেপি | প্রীতিশ রঞ্জন | সিপিআই(এম) | রামেশ্বর দোলুই | ১ এপ্রিল, ২০২১ | |||
২৩৬ | মেদিনীপুর | তৃণমূল | জুন মালিয়া | বিজেপি | শমিত দাশ | সিপিআই | তরুণ কুমার ঘোষ | ২৭ মার্চ, ২০২১ | |||
ঝাড়গ্রাম জেলা | |||||||||||
২৩৭ | বিনপুর | তৃণমূল | দেবনাথ হাঁসদা | বিজেপি | পালান সরেন | সিপিআই(এম) | দিবাকর হাঁসদা | ২৭ মার্চ, ২০২১ | |||
পুরুলিয়া জেলা | |||||||||||
২৩৮ | বান্দোয়ান | তৃণমূল | রাজীবলোচন সরেন | বিজেপি | পারসি মুর্মু | সিপিআই(এম) | সুশান্ত বেসরা | ২৭ মার্চ, ২০২১ | |||
২৩৯ | বলরামপুর | তৃণমূল | শান্তিরাম মাহাতো | বিজেপি | বাণেশ্বর মাহাতো | কংগ্রেস | উত্তম বন্দ্যোপাধ্যায় | ||||
২৪০ | বাঘমুন্ডি | তৃণমূল | সুশান্ত মাহাতো | আজসু | আশুতোষ মাহাতো | কংগ্রেস | নেপাল মাহাত | ||||
২৪১ | জয়পুর | নির্দল | দিব্যজ্যোতি সিং দেও[56][55] | বিজেপি | নরহরি মাহাতো | ফব | ধীরেন মাহাতো | ||||
২৪২ | পুরুলিয়া | তৃণমূল | সুজয় বন্দ্যোপাধ্যায় | বিজেপি | সুদীপ মুখোপাধ্যায় | কংগ্রেস | পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় | ||||
২৪৩ | মানবাজার | তৃণমূল | সন্ধ্যারানি টুডু | বিজেপি | গৌরী সিং সর্দার | সিপিআই(এম) | যামিনীকান্ত মান্ডি | ||||
২৪৪ | কাশীপুর | তৃণমূল | স্বপন কুমার বেলঠারিয়া | বিজেপি | কমলাকান্ত হাঁসদা | সিপিআই(এম) | মল্লিকা মাহাতো | ||||
২৪৫ | পাড়া | তৃণমূল | উমাপদ বাউড়ি | বিজেপি | নদীয়াচাঁদ বাউড়ি | সিপিআই(এম) | স্বপন বাউড়ি | ||||
২৪৬ | রঘুনাথপুর | তৃণমূল | হাজারি বাউড়ি | বিজেপি | বিবেকানন্দ বাউড়ি | সিপিআই(এম) | গণেশ বাউড়ি | ||||
Bankura district | |||||||||||
২৪৭ | শালতোড়া | তৃণমূল | সন্তোষ মণ্ডল | বিজেপি | চন্দনা বাউড়ি | সিপিআই(এম) | নন্দদুলাল বাউড়ি | ২৭ মার্চ, ২০২১ | |||
২৪৮ | ছাতনা | তৃণমূল | শুভাশিস বটব্যাল | বিজেপি | সত্যনারায়ণ মুখোপাধ্যায় | আরএসপি | ফাল্গুনী মুখোপাধ্যায় | ||||
২৪৯ | রানিবাঁধ | তৃণমূল | জ্যোৎস্না মান্ডি | বিজেপি | খুদিরাম টুডু | সিপিআই(এম) | দেবলীনা হেমব্রম | ||||
২৫০ | রাইপুর | তৃণমূল | মৃত্যুঞ্জয় মুর্মু | বিজেপি | সুধাংশু হাঁসদা | আরএসএমপি | মিলন মান্ডি | ||||
২৫১ | তালড্যাংরা | তৃণমূল | অরূপ চক্রবর্তী | বিজেপি | শ্যামল কুমার সরকার | সিপিআই(এম) | মনোরঞ্জন পাত্র | ১ এপ্রিল, ২০২১ | |||
২৫২ | বাঁকুড়া | তৃণমূল | সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | বিজেপি | নীলাদ্রিশেখর ডানা | কংগ্রেস | রাধারানি বন্দ্যোপাধ্যায় | ||||
২৫৩ | বড়জোড়া | তৃণমূল | অলোক মুখোপাধ্যায় | বিজেপি | সুপ্রীতি চট্টোপাধ্যায় | সিপিআই(এম) | সুজিত চক্রবর্তী | ||||
২৫৪ | ওন্দা | তৃণমূল | অরূপ কুমার খান | বিজেপি | অমর শাখা | ফব | তারাপদ চক্রবর্তী | ||||
২৫৫ | বিষ্ণুপুর | তৃণমূল | অর্চিতা বিদ | বিজেপি | তন্ময় ঘোষ | কংগ্রেস | দেবু চট্টোপাধ্যায় | ||||
২৫৬ | কোতুলপুর | তৃণমূল | সঙ্গীতা মালিক | বিজেপি | হরকালী পাতিহার | কংগ্রেস | অক্ষয় সাঁতরা | ||||
২৫৭ | ইন্দাস | তৃণমূল | রুনু মেটে | বিজেপি | নির্মল ধাড়া | সিপিআই(এম) | নয়ন শীল | ||||
২৫৮ | সোনামুখী | তৃণমূল | শ্যামল সাঁতরা | বিজেপি | দিবাকর ঘৌর্মি | সিপিআই(এম) | অজিত রায় | ||||
পূর্ব বর্ধমান জেলা | |||||||||||
২৫৯ | খণ্ডঘোষ | তৃণমূল | নবীনচন্দ্র বাগ | বিজেপি | বিজন মণ্ডল | সিপিআই(এম) | অসীমা রা | ১৭ এপ্রিল, ২০২১ | |||
২৬০ | বর্ধমান দক্ষিণ | তৃণমূল | খোকন দাস | বিজেপি | সন্দীপ নন্দী | সিপিআই(এম) | পৃথা তা | ||||
২৬১ | রায়না | তৃণমূল | শম্পা ধাড়া | বিজেপি | মানিক রায় | সিপিআই(এম) | বাসুদেব খান | ||||
২৬২ | জামালপুর | তৃণমূল | অলোক কুমার মাঝি | বিজেপি | বলরাম ব্যাপারি | মার্ক্সবাদী ফব[lower-alpha 4] | সমর হাজরা | ||||
২৬৩ | মন্তেশ্বর | তৃণমূল | সিদ্দিকুল্লা চৌধুরী | বিজেপি | সৈকত পাঁজা | সিপিআই(এম) | অনুপম ঘোষ | ||||
২৬৪ | কালনা | তৃণমূল | দেবপ্রসাদ বাগ | বিজেপি | বিশ্বজিৎ কুন্ডু | সিপিআই(এম) | নীরব খান | ||||
২৬৫ | মেমারি | তৃণমূল | মধুসূদন ভট্টাচার্য | বিজেপি | ভীষ্মদেব ভট্টাচার্য | সিপিআই(এম) | সনৎ বন্দ্যোপাধ্যায় | ||||
২৬৬ | বর্ধমান উত্তর | তৃণমূল | নিশীথ কুমার মালিক | বিজেপি | রাধাকান্ত রায় | সিপিআই(এম) | চণ্ডীচরণ লেট | ||||
২৬৭ | ভাতার | তৃণমূল | মনগোবিন্দ অধিকারী | বিজেপি | মহেন্দ্র কোঙার | সিপিআই(এম) | নজরুল হক | ২২ এপ্রিল, ২০২১ | |||
২৬৮ | পূর্বস্থলী দক্ষিণ | তৃণমূল | স্বপন দেবনাথ | বিজেপি | রাজীব কুমার ভৌমিক | কংগ্রেস | অভিজিৎ ভট্টাচার্য | ||||
২৬৯ | পূর্বস্থলী উত্তর | তৃণমূল | তপন চট্টোপাধ্যায় | বিজেপি | গোবর্ধন দাস | সিপিআই(এম) | প্রদীপ কুমার সাহা | ||||
২৭০ | কাটোয়া | তৃণমূল | রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় | বিজেপি | শ্যামা মজুমদার | কংগ্রেস | প্রবীর গঙ্গোপাধ্যায় | ||||
২৭১ | কেতুগ্রাম | তৃণমূল | শেখ শাহনাওয়াজ | বিজেপি | মথুরা ঘোষ | সিপিআই(এম) | মিজানুর রহমান | ||||
২৭২ | মঙ্গলকোট | তৃণমূল | অপূর্ব চৌধুরী | বিজেপি | রাণা প্রতাপ গোস্বামী | সিপিআই(এম) | শাহজাহান চৌধুরী | ||||
২৭৩ | আউসগ্রাম | তৃণমূল | অভেদানন্দ থান্ডের | বিজেপি | কলিতা মাঝি | সিপিআই(এম) | চঞ্চল মাঝি | ||||
২৭৪ | গলসি | তৃণমূল | নেপাল ঘোড়ুই | বিজেপি | বিকাশ বিশ্বাস | ফব | নন্দ পণ্ডিত | ||||
পশ্চিম বর্ধমান জেলা | |||||||||||
২৭৫ | পাণ্ডবেশ্বর | তৃণমূল | নরেন্দ্রনাথ চক্রবর্তী | বিজেপি | জিতেন্দ্র তিওয়ারি | সিপিআই(এম) | সুভাষ বাউড়ি | ২৬ এপ্রিল, ২০২১ | |||
২৭৬ | দুর্গাপূর পূর্ব | তৃণমূল | প্রদীপ মজুমদার | বিজেপি | কর্নেল দীপ্তাংশু চৌধুরী | সিপিআই(এম) | আভাস রায়চৌধুরী | ||||
২৭৭ | দুর্গাপুর পশ্চিম | তৃণমূল | বিশ্বনাথ পাড়িয়াল | বিজেপি | লক্ষ্মণ ঘড়াই | কংগ্রেস | দেবেশ চক্রবর্তী | ||||
২৭৮ | রানিগঞ্জ | তৃণমূল | তাপস বন্দ্যোপাধ্যায় | বিজেপি | ড. বিজন মুখোপাধ্যায় | সিপিআই(এম) | হেমন্ত প্রভাকর | ||||
২৭৯ | জামুড়িয়া | তৃণমূল | হরেরাম সিংহ | বিজেপি | তাপস রায় | সিপিআই(এম) | ঐশী ঘোষ | ||||
২৮০ | আসানসোল দক্ষিণ | তৃণমূল | সায়নী ঘোষ | বিজেপি | অগ্নিমিত্রা পাল | সিপিআই(এম) | প্রশান্ত ঘোষ | ||||
২৮১ | আসানসোল উত্তর | তৃণমূল | মলয় ঘটক | বিজেপি | কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় | আরএসএমপি | মহম্মদ মুস্তাকিন | ||||
২৮২ | কুলটি | তৃণমূল | উজ্জ্বল চট্টোপাধ্যায় | বিজেপি | ড. অজয় পোদ্দার | কংগ্রেস | চণ্ডীদাস চট্টোপাধ্যায় | ||||
২৮৩ | বারাবনি | তৃণমূল | বিধান উপাধ্যায় | বিজেপি | অরিজিৎ রায় | কংগ্রেস | রণেন্দ্রনাথ বাগচী | ||||
বীরভূম জেলা | |||||||||||
২৮৪ | দুবরাজপুর | তৃণমূল | দেবব্রত সাহা | বিজেপি | অনুপ কুমার সাহা | ফব | বিজয় বাগদী | ২৯ এপ্রিল, ২০২১ | |||
২৮৫ | সিউড়ি | তৃণমূল | বিকাশ রায়চৌধুরী | বিজেপি | জগন্নাথ চট্টোপাধ্যায় | কংগ্রেস | চঞ্চল চট্টোপাধ্যায় | ||||
২৮৬ | বোলপুর | তৃণমূল | চন্দ্রনাথ সিংহ | বিজেপি | অনির্বাণ গঙ্গোপাধ্যায় | আরএসপি | তপন হোড় | ||||
২৮৭ | নানুর | তৃণমূল | বিধানচন্দ্র মাঝি | বিজেপি | তারক সাহা | সিপিআই(এম) | শ্যামলী প্রধান | ||||
২৮৮ | লাভপুর | তৃণমূল | অভিজিৎ সিংহ | বিজেপি | বিশ্বজিৎ মণ্ডল | সিপিআই(এম) | সৈয়দ মাহফুজুল করিম | ||||
২৮৯ | সাঁইথিয়া | তৃণমূল | নীলাবতী সাহা | বিজেপি | পিয়া সাহা | সিপিআই(এম) | মৌসুমী কোনাই | ||||
২৯০ | ময়ূরেশ্বর | তৃণমূল | অভিজিৎ রায় | বিজেপি | শ্যামাপদ মণ্ডল | আরএসএমপি | কাশীনাথ পাল | ||||
২৯১ | রামপুরহাট | তৃণমূল | ড.আশিস বন্দ্যোপাধ্যায় | বিজেপি | শুভাশিস চৌধুরী | সিপিআই(এম) | সঞ্জীব বর্মণ | ||||
২৯২ | হাঁসন | তৃণমূল | অশোক কুমার চট্টোপাধ্যায় | বিজেপি | নিখিল বন্দ্যোপাধ্যায় | কংগ্রেস | মিলটন রশিদ | ||||
২৯৩ | নলহাটি | তৃণমূল | রাজেন্দ্রপ্রসাদ সিং | বিজেপি | তাপস কুমার যাদব | ফব | দীপক চট্টোপাধ্যায় | ||||
২৯৪ | মুরারই | তৃণমূল | মোশারফ হোসেন | বিজেপি | দেবাশিস রায় | কংগ্রেস | মহম্মদ আসিফ ইকবাল |
সমীক্ষা
বুথফেরত সমীক্ষা
২৭ মার্চ তারিখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করতে এমন যে কোনও জনমত সমীক্ষা ও বুথফেরত সমীক্ষার ফলপ্রকাশ ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার পূর্বে নিষিদ্ধ ঘোষণা করেছিল।[112][113] যদিও পরবর্তী অপর এক বিজ্ঞপ্তিতে সময়টি ওই দিনেই সন্ধ্যা সাতটায় পিছিয়ে আনা হয়।[114]
প্রকাশের তারিখ | সমীক্ষক সংস্থা | সংখ্যাধিক্য | ||||
---|---|---|---|---|---|---|
তৃণমূল+ | বিজেপি+ | সং. মোর্চা | অন্যান্য | |||
২৯ এপ্রিল, ২০২১ | এবিপি নিউজ- সি-ভোটার[115] | ১৫২-১৬৪ | ১০৯-১২১ | ১৪-২৫ | - | ৩১-৫৫ |
৪২.১% | ৩৯.২% | ১৫.৪% | - | ২.৯% | ||
২৯ এপ্রিল, ২০২১ | টুডে’জ চাণক্য[116] | ১৮০ | ১০৮ | ২ | - | ৭২ |
৪৬% | ৩৯% | ৯% | - | ৭% | ||
২৯ এপ্রিল, ২০২১ | ইটিজি রিসার্চ[117] | ১৬৪-১৭৬ | ১০৫-১১৫ | ১০-১৫ | - | ৪৯-৭১ |
৪২.৪% | ৩৯.১% | ১৪.২% | - | ৩.৩% | ||
২৯ এপ্রিল, ২০২১ | পি-মার্ক | ১৫২-১৭২ | ১১২-১৩২ | ১০-২০ | - | ২০-৬০ |
২৯ এপ্রিল, ২০২১ | নিউজএক্স – পোলস্ট্র্যাট[118][119] | ১৪২-১৫২ | ১২৫-১৩৫ | ১৬-২৬ | - | ৭-২৭ |
৪৩.৯% | ৪০.৫% | ১০.৭% | - | ৩.৪% | ||
২৯ এপ্রিল, ২০২১ | ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস-মাই-ইন্ডিয়া[120] | ১৩০-১৫৬ | ১৩৪-১৬০ | ০-১ | - | ত্রিশঙ্কু |
৪৪% | ৪৩% | ১০% | - | ১% | ||
২৯ এপ্রিল, ২০২১ | রিপাবলিক টিভি - সিএনএক্স[121] | ১২৮-১৩৮ | ১৩৮-১৪৮ | ১১-২১ | - | ০-২০ |
৪০.০৭% | ৪২.৭৫% | ১৪.৪২% | - | ২.৬৮% | ||
২৯ এপ্রিল, ২০২১ | ইন্ডিয়া টিভি – পিপলস পালস[122] | ৮৮ | ১৯২ | ১২ | - | ১০৪ |
২৯ এপ্রিল, ২০২১ | জন-কি-বাত[123] | ১০৪-১২১ | ১৬২-১৮৫ | ৩-৯ | - | ৫৮-৬৪ |
৪৪-৪৫% | ৪৬-৪৮% | ৫-৮% | - | ১-৪% |
জনমত সমীক্ষা
প্রকাশের তারিখ | সমীক্ষক সংস্থা | সংখ্যাধিক্য | ||||
---|---|---|---|---|---|---|
তৃণমূল+ | বিজেপি+ | সংযুক্ত মোর্চা | অন্যান্য | |||
২৫ মার্চ ২০২১ | পি-মার্ক[124][125] | ১২১-১৩০ | ১৪৯-১৫৮ | ১১-১৫ | - | ১৯-৩৭ |
৪৩% | ৪২% | ১৩% | - | ১% | ||
২৪ মার্চ ২০২১ | টাইমস নাও সি-ভোটার[126] | ১৫২-১৬৮ | ১০৪-১২০ | ১৮-২৬ | ০-২ | ৩২-৬৪ |
৪২% | ৩৭% | ১৩% | ৮% | |||
২৪ মার্চ ২০২১ | টিভি৯ ভারতবর্ষ[127] | ১৪৬ | ১২২ | ২৩ | ৩ | অনিষ্পন্ন |
৩৯.৬% | ৩৭.১% | ১৭.৪% | ৫.৯% | |||
২৩ মার্চ ২০২১ | এবিপি নিউজ - সিএনএক্স[128] | ১৩৬-১৪৬ | ১৩০-১৪০ | ১৪-১৮ | ১-৩ | অনিষ্পন্ন |
৪০% | ৩৮% | ১৬% | ৬% | |||
২৩ মার্চ ২০২১ | ইন্ডিয়া টিভি - পিওপলস পালস[129] | ৯৫ | ১৮৩ | ১৬ | ০ | ৮৮ |
২৩ মার্চ ২০২১ | জন-কি-বাত[130][131] | ১১৪-১৩৪ | ১৫০-১৬২ | ১০-১৪ | ০ | ১৬-৪৪ |
৪৪.১% | ৪৪.৮% | ৭.৫% | ৩% | |||
২০ মার্চ ২০২১ | পোলস্ট্র্যাট[132] | ১৬৩ | ১০২ | ২৯ | ০ | ৬১ |
৪৪.৪% | ৩৭.৪% | ১১.৭% | - | ৭% | ||
১৫ মার্চ ২০২১ | এবিপি নিউজ - সি ভোটার | ১৫০-১৬৬ | ৯৮-১১৪ | ২৩-৩১ | ৩-৫ | ৩৬-৫২ |
৪৩.৪% | ৩৮.৪% | ১২.৭% | ৫.৫% | |||
৮ মার্চ ২০২১ | এবিপি নিউজ - সিএনএক্স[133] | ১৫৪-১৬৪ | ১০২-১১২ | ২২-৩০ | ০১-০৩ | ৪২-৬২ |
৪২% | ৩৪% | ২০% | ৪% | |||
৮ মার্চ ২০২১ | টাইমস নাউ - সি ভোটার[134] | ১৪৬-১৬২ | ৯৯-১১২ | ২৯-৩৭ | ০ | ৩১-৬৩ |
৪২.২% | ৩৭.৫% | ১৪.৮% | ৫.৫% |
নির্বাচন
কোভিড-১৯ অতিমারীর মধ্যে এই নির্বাচন আয়োজিত হয়েছিল বলে ভারতের নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশাবলি জারি করেছিল।[135]
কোভিড-১৯ নির্দেশাবলি
বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষাপটে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য স্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন নির্দেশাবলি জারি করে। এই নির্দেশাবলির মধ্যে ছিল মাস্কের ব্যবহার, নির্বাচনী বুথের স্যানিটাইজেশন,পোলিং বুথে ঢোকার আগে থার্মাল স্ক্যানারের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি।[136] পোলিং স্টেশনে সর্বোচ্চ ভোটারের সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়।[137]
রাজ্যে কোভিড-১৯ সংক্রমণের বাড়বাড়ন্ত ঘটলে[138] নির্বাচন কমিশন কোভিড-১৯ নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে বলে সকল স্বীকৃত রাজ্য ও জাতীয় রাজনৈতিক দলগুলিকে সতর্কবার্তা প্রেরণ করে।[139] ১৬ এপ্রিল তারিখ থেকে নির্বাচন কমিশন সন্ধ্যা সাত থেকে সকাল দশটা পর্যন্ত সকল রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল ও পথনাটিকা নিষিদ্ধ ঘোষণা করে।[140] ভারতে কোভিড-১৯ অতিমারীর দ্বিতীয় তরঙ্গের প্রেক্ষিতে ২০২১ সালের ২২ এপ্রিল সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোটগ্রহণের ঠিক পূর্বে ভারতের নির্বাচন কমিশন সাইকেল, বাইক ও যানবাহন নিয়ে সব ধরনের রোড শো-গুলির অনুমতি প্রত্যাহার করে নেয় এবং সেই সঙ্গে জানিয়ে দেয় যে জনসমাবেশগুলিতে পাঁচশো জনের বেশি লোককে প্রবেশাধিকার দেওয়া যাবে না।[141] ২৭ এপ্রিল ভারতের নির্বাচন কমিশন ভোটগণনার দিন ও তার পরে সব ধরনের বিজয় মিছিল নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করে।[142]
নিরাপত্তার প্রস্তুতি
নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার আগে বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনা, হুমকি ও খুনের ঘটনা ঘটেছিল। তাই ভারতের নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রক ২০ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দেয়। নির্বাচনমুখী রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা সুনিশ্চিত করতে ২৫ ফেব্রুয়ারি অন্তত ১২৫টি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে প্রেরণের আদেশ জারি করা হয়। নির্বাচন কমিশন জানায় যে বিশেষভাবে সংবেদনশীল ক্ষেত্রগুলিতে বাহিনী নিয়োগে জোর দেওয়া হয়েছে।[143] ৬০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ), ৩০ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি), ২৫ কোম্পানি সীমা সুরক্ষা বল (বিএসএফ), ৫ কোম্পানি কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বল (সিআইএসএফ) ও ৫ কোম্পানি ভারত তিব্বত সীমা পুলিশ বল (আইটিবিপি) নিয়োগ করা হয়।[144] মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর মোট সংখ্যা ধাপে ধাপে ৭২৫ কোম্পানি পর্যন্ত বৃদ্ধি করা হয়।[145][146][147] নির্বাচনের তৃতীয় পর্যায়ের পরে অতিরিক্ত ২০০ সিএপিএফ কোম্পানি মোতায়েন করার পর মোট নিযুক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বেড়ে ১,০০০ কোম্পানিতে পরিণত হয়।[148]
নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে তমলুক ও হলদিয়া মহকুমা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।[149] চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণের পরে ভারতের নির্বাচন কমিশন অতিরিক্ত ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। তখন মোতায়েন করা মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দাঁড়ায় ১,০৭১ কোম্পানি।[150]
ভোটগ্রহণ
ভোটের হার
পর্যায় | আসন সংখ্যা | মোট ভোটারের সংখ্যা | প্রদত্ত ভোটের সংখ্যা | শতাংশ হার | |
---|---|---|---|---|---|
প্রথম | ৩০ | ৭৩,৮০,৯৪২ | ৮৪.৬৩% | ||
দ্বিতীয় | ৩০ | ৭৫,৯৪,৫৪৯ | ৮৬.১১% | ||
তৃতীয় | ৩১ | ৭৮,৫২,৪২৫ | ৮৪.৬১% | ||
চতুর্থ | ৪৪ | ১,১৫,৮১,০২২ | ৭৯.৯০% | ||
পঞ্চম | ৪৫ | ১,১৩,৪৭,৩৪৪ | ৮২.৪৯% | ||
ষষ্ঠ | ৪৩ | ১,০৩,৮৭,৭৯১ | ৮২.০০% | ||
সপ্তম | ৩৪ | ৮১,৮৮,৯০৭ | ৭৬.৮৯% | ||
অষ্টম | ৩৫ | ৮৪,৭৭,৭২৮ | ৭৮.৩২% | ||
পরে | ২ | ৪,৯০,২১২ [151][152] |
|||
মোট | ২৯৪ | ৭,৩২,৯৮,৪২৮ |
৫,৯৯,৩৫,৯৮৯ | ৮২.৩০% |
প্রথম পর্যায়
প্রথম পর্যায়ের নির্বাচনে পশ্চিমবঙ্গের ১০,২৮৮টি ভোটগ্রহণ কেন্দ্র জুড়ে প্রায় ৭৪ লক্ষ ভোটার নথিভুক্ত হয়েছিলেন। ৫,৩৯২টি ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা করা হয়। এই পর্যায়ে মোট ১০,২৮৮টি ব্যালট ইউনিট (বিইউ), ১০,২৮৮টি কন্ট্রোল ইউনিট (সিইউ) ও ১০,২৮৮টি ভিভিপ্যাট ব্যবহৃত হয়।[153]
প্রথম পর্যায়ের নির্বাচনের আগে দুই অজ্ঞাত-পরিচয় দুষ্কৃতি নির্বাচন কমিশনের একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল।[154] ২৭ মার্চ অর্থাৎ প্রথম পর্যায়ের নির্বাচনের দিন বৈদ্যুতিন ভোটযন্ত্রে গণ্ডগোলের অভিযোগে কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাজনার ১৭২ নং বুথে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ছিল, কোনও ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে ভিভিপ্যাটে বিজেপির পদ্ম চিহ্ন দেখাচ্ছে। শুধু মাজনায় নয়, পার্শ্ববর্তী বুথেও একই অভিযোগ ওঠে।[155][156] পূর্ব মেদিনীপুর জেলার সাতসাতমাল গ্রামে নির্বাচনের প্রথম পর্যায়ের দিন গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় দুই নিরাপত্তাকর্মী আহত হন বলে খবর পাওয়া যায়।[157] নির্বাচনের প্রথম পর্যায়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়।[158] নির্বাচন কমিশন অবশ্য জানায় যে ঐ ব্যক্তির মৃত্যুর পেছনে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পায়নি।[159] প্রথম পর্যায়ের নির্বাচনে বাঁকুড়া জেলায় একটি বোমা বিস্ফোরণে তিন জন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন।[160] নন্দীগ্রামের বয়ালে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা তিনজন তৃণমূল কর্মীর উপর হামলা চালায়। তাদের মধ্যে রবীন মান্না গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং ১৪ দিন পর অবশেষে ৯ এপ্রিলে ভোর সাড়ে চারটে নাগাদ মারা যান।[161]
প্রথম পর্যায়ের নির্বাচনের দিন দাঁতন বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের (সিআরপিএফ) বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করে বলা হয় যে, সিআরপিএফ বিজেপি কর্মীদের বুথে প্রবেশ এবং তাদের নামে ভোট দেওয়ানোতে সাহায্য করছে।[162] ২৮ মার্চ ভারতের নির্বাচন কমিশন জানায় যে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থেকে ৫৬টি বোমা উদ্ধার হয়েছে।[163]
দ্বিতীয় পর্যায়
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে পশ্চিমবঙ্গের ১০,৫৯২টি নির্বাচন কেন্দ্রে প্রায় ৭৩ লক্ষ ভোটার নথিভুক্ত হয়েছিলেন। ৫,৫৩৫টি নির্বাচন কেন্দ্রে ওয়েবকাস্টিং-এর আয়োজন করা হয়েছিল। এই পর্যায়ে মোট ১০,৬২০টি ব্যালট ইউনিট (বিইউ), ১০,৬২০টি কন্ট্রোল ইউনিট (সিইউ) ও ১০,৬২০টি ভিভিপ্যাট ব্যবহৃত হয়। নগদ টাকা, মদ, ড্রাগ ও বিনামূল্যে পণ্য সরবরাহ করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে কিনা তা পরীক্ষা করতে ১,১৩৭টি ফ্লাইং স্কোয়াড (এফএস) ও ১,০১২টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি) কার্যকরী করা হয়েছিল। কলকাতা, দুর্গাপুরের অন্ডাল ও বাগডোগরায় তথ্যপ্রযুক্তি বিভাগের ৩টি এয়ার ইনটেলিজেন্স ইউনিট স্থাপিত হয়। সারা পশ্চিমবঙ্গ থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ১৪,৪৯৯টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে নির্বাচনের দিন সাড়ে চারটে পর্যন্ত ১১,৬৩০টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।[164]
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের আগে ৩০ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা একটি নির্বাচনী প্রচারাভিযানের সময় আক্রান্ত হন এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। তিনি দাবি করেন লাঠি ও রড ঘোরাতে ঘোরাতে শতাধিক দুষ্কৃতি তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছিলেন। এই ঘটনায় তাঁর কাঁধে চোট লাগে।[165]
তৃতীয় পর্যায়
তৃতীয় পর্যায়ে ১০,৮৭১টি নির্বাচন কেন্দ্রে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৭,৮৫২,৪২৫, এর মধ্যে ৬৪,০৮৩ জন ছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটার এবং ১২৬,১৭৭ জন ভোটার ছিলেন অশীতিপর। তৃতীয় পর্যায়ে ২২ জন সাধারণ পর্যবেক্ষক, ৭ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৯ জন ব্যয়নির্বাহী পর্যবেক্ষক নিযুক্ত হন।[166]
তৃতীয় পর্যায়ের নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলি চলে এবং পরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।[167] তৃতীয় পর্যায়ের নির্বাচনের আগে ২ এপ্রিল ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ৪১টি তাজা বোমা বাজেয়াপ্ত করে।[168]
চতুর্থ পর্যায়
চতুর্থ পর্যায়ের নির্বাচনে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১১,৫৮১,০২২, যার মধ্যে ৫০,৫২৩ জন ছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ২০৩,৯২৭ জন অশীতিপর প্রবীণ নাগরিক।[169]
নির্বাচনের তৃতীয় পর্যায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বৈদ্যুতিন ভোটযন্ত্র ও ভিভিপ্যাট যন্ত্র পাওয়া যায়। পরে সেক্টর অফিসারকে বরখাস্ত করা হয়।[170]
নির্বাচনের চতুর্থ পর্যায়ে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দু’টি প্রধান হিংসাত্মক ঘটনা ঘটে। পাঠানটুলিতে প্রথম বারের ভোটার আনন্দ বর্মণ ভোটদানের পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের গুলিতে নিহত হন। তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করলেও আনন্দ বর্মণের পরিবারের সদস্যরা জানান যে তিনি বিজেপি কর্মী ছিলেন।[171] শীতলকুচি বিধানসভা কেন্দ্রেরই জোড়পাটকিতে পোলিং স্টেশনে প্রহরারত সিআইএসএফ জওয়ানদের গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু ঘটে। জওয়ানেরা অভিযোগ করেন যে এই গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তাঁদের আক্রমণ করেছিলেন। তাঁরা জানান যে তাঁরা একটি স্থানীয় বালককে প্রহার করেছেন বলে গুজব রটে গেলে এই গ্রামবাসীরা নিরাপত্তারক্ষীদের আক্রমণ করেন এবং তাঁরাও আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। মৃত গ্রামবাসীদের পরিবারবর্গ দাবি করেন, এই গুলিচালনা ইচ্ছাকৃত এবং সেই গ্রামবাসীরা শুধুই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।[172][173]
পঞ্চম পর্যায়
এই পর্যায়ের নির্বাচনে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১১,৩৪৭,৩৪৪ যার মধ্যে ৬০,১৯৮ জন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ১৭৯,৬৩৪ জন অশীতিপর প্রবীণ নাগরিক।[174]
নির্বাচনের পঞ্চম পর্যায়ে বিধাননগর বিধানসভা কেন্দ্রের শান্তিনগরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ইট ও পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের আট জন আহত হন।[175]
ষষ্ঠ পর্যায়
এই পর্যায়ের নির্বাচনে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ১০,৩৮৭,৭৯১ যার মধ্যে ৬৪,২৬৬ জন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ১৫৭,২৯০ জন অশীতিপর প্রবীণ নাগরিক।[176]
ষষ্ঠ পর্যায়ের নির্বাচনের আগে মালদহ জেলায় নির্বাচনী প্রচারকালে গোপালচন্দ্র সাহা নামে এক বিজেপি প্রার্থী গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।[177]
অষ্টম পর্যায়
২৯ এপ্রিল অষ্টম পর্যায়ের নির্বাচনে উত্তর কলকাতার মহাজাতি সদনের কাছে বোমা ছোঁড়া হয়েছিল।[178]
ফলাফল
২৯৪ কেন্দ্রের মধ্যে ২৯২টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয় ২০২১ সালের ২ মে তারিখে। ২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল ১৯ মে। কিন্তু ঐ দু'টি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয় এবং অবশেষে ৩ অক্টোবরে ফলাফল ঘোষিত হয়।
২১৫ | ৭৭ | ১ | ১ |
তৃণমূল | বিজেপি | আইএসএফ | জিজেএম (টি) |
- ২ মে ২০২১-এ প্রকাশিত:[179]
রাজনৈতিক দল ও জোট | প্রাপ্ত ভোটের পরিসংখ্যান | প্রাপ্ত আসন | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
প্রাপ্ত ভোট | % | ±শ.সূ. | প্রার্থীসংখ্যা | প্রাপ্ত আসনসংখ্যা | +/− | |||
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (তৃণমূল) | ২৮,৭৩৫,৪২০ | ৪৭.৯৪ | ২৮৮ | ২১৩ | ২ | |||
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) | ২২,৮৫০,৭১০ | ৩৮.১৩ | ২৯১ | ৭৭ | ৭৪ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) | ২,৮৩৭,২৭৬ | ৪.৭৩ | ১৩৮ | ০ | ২৬ | |||
ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস) | ১,৭৫৭,১৩১ | ২.৯৩ | ৯১ | ০ | ৪৪ | |||
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) | ৩২ | ১ | ১ | |||||
গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম (টি)) | ১৬৩,৭৯৭ | ০.২৭ | ৩ | ১ | ১ | |||
নোটা | ||||||||
মোট | ৫৯,৯৩৫,৯৮৯ | ১০০.০ | ২৯২ | ±০ |
রাজনৈতিক দল | অবশিষ্ট কেন্দ্রগুলির ফল (৩ অক্টোবরে প্রকাশিত) |
২৯৪ কেন্দ্রের সামগ্রিক ফল | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রাপ্ত ভোটের পরিসংখ্যান | আসনের পরিসংখ্যান | প্রাপ্ত ভোটের পরিসংখ্যান | আসনের পরিসংখ্যান | ||||||||
প্রাপ্ত ভোট | % | প্রার্থীসংখ্যা | প্রাপ্ত আসনসংখ্যা | প্রাপ্ত ভোট | % | ±শ.সূ. | প্রার্থীসংখ্যা | প্রাপ্ত আসনসংখ্যা | +/− | ||
তৃণমূল | ২৩২,৮৬১ | ৬০.১৯ | ২ | ২ | ২৮,৯৬৮,২৮১ | ৪৮.০২ | ২৯০ | ২১৫ | ৪ | ||
বিজেপি | ৫৪,৭৬৪ | ১৪.১৬ | ২ | ০ | ২২,৯০৫,৪৭৪ | ৩৭.৯৭ | ২৯৩ | ৭৭ | ৭৪ | ||
সিপিআই(এম) | ৬,১৫৮ | ১.৫৯ | ১ | ০ | ২,৮৪৩,৪৩৪ | ৪.৭১ | ১৩৯ | ০ | ২৬ | ||
কংগ্রেস | ৭০,০৩৮ | ১৮.১০ | ১ | ০ | ১,৮২৭,১৬৯ | ৩.০৩ | ৯২ | ০ | ৪৪ | ||
আরএসপি | ৯,০৬৭ | ২.৩৪ | ১ | ০ | ১৩৫,১৮৮ | ০.২২ | ১১ | ০ | ২ | ||
নোটা | ৭,৬২১ | ১.৯৭ | ৬৫৪,৪৪৯ | ১.০৮ | |||||||
মোট | ৩৮৬,৮৪৫ | ১০০.০০ | ২ | ৬০,৩২২,৮৩৪ | ১০০.০০ | ২৯৪ | |||||
বৈধ ভোট | ৩৮৬,৮৪৫ | ৯৯.৯৫ | ৬০,৩২২,৮৩৪ | ৯৯.৮৪ | |||||||
অবৈধ ভোট | ১৮৩ | ০.০৫ | ৯৬,৮৫৭ | ০.১৬ | |||||||
ভোটার উপস্থিতি | ৩৮৭,০২৮ | ৭৮.৮৮ | ৬০,৪১৯,৬৯১ | ৮২.৩০ | |||||||
বিরত | ১০৩,৬১৪ | ২১.১২ | ১২,৯৯৫,০৫৭ | ১৭.৭০ | |||||||
নথিভুক্ত ভোটার | ৪৯০,৬৪২ [182][183] |
১০০.০০ | ৭৩,৪১৪,৭৪৮ | ১০০.০০ |
জোট অনুযায়ী ফলাফল
তৃণমূল+ | প্রাপ্ত আসন | সংযুক্ত মোর্চা | প্রাপ্ত আসন | এনডিএ | প্রাপ্ত আসন | অন্যান্য | প্রাপ্ত আসন | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তৃণমূল | ২১৫ | কংগ্রেস | ০ | বিজেপি | ৭৭ | নির্দল | ০ | ||||
জিজেএম(জি) | ০ | সিপিআই(এম) | ০ | এজেএসইউ | ০ | এসইউসিআই(সি) | ০ | ||||
জিজেএম(টি) | ১ | সিপিআই | ০ | জেডি(ইউ) | ০ | ||||||
নির্দল | ০ | আরএসপি | ০ | সিপিআই(এমএল)এল | ০ | ||||||
ফব | ০ | এআইএমআইএম | ০ | ||||||||
আইএসএফ | ১ | সিপিআই(এমএল)আরএস | ০ | ||||||||
বিএসপি | ০ | ||||||||||
এনপিপি | ০ | ||||||||||
মোট | ২১৬ | মোট | ১ | মোট | ৭৭ | মোট | ০ | ||||
পরিবর্তন | +৫ | পরিবর্তন | -৭৬ | পরিবর্তন | +৭৪ | পরিবর্তন | ০ |
জেলা অনুযায়ী ফলাফল
অঞ্চল | জেলা | মোট আসন | ||||
---|---|---|---|---|---|---|
তৃণমূল + | এনডিএ | সং. মোর্চা | অন্যান্য | |||
উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চল | কোচবিহার | ৯ | ২ | ৭ | ০ | ০ |
আলিপুরদুয়ার | ৫ | ০ | ৫ | ০ | ০ | |
জলপাইগুড়ি | ৭ | ৩ | ৪ | ০ | ০ | |
কালিম্পং জেলা | ১ | ১ | ০ | ০ | ০ | |
দার্জিলিং | ৫ | ০ | ৫ | ০ | ০ | |
উত্তর দিনাজপুর | ৯ | ৭ | ২ | ০ | ০ | |
দক্ষিণ দিনাজপুর | ৬ | ৩ | ৩ | ০ | ০ | |
মালদহ | ১২ | ৮ | ৪ | ০ | ০ | |
মোট | ৫৪ | ২৪ | ৩০ | ০ | ০ | |
বৃহত্তর কলকাতা | নদিয়া | ১৭ | ৮ | ৯ | ০ | ০ |
মুর্শিদাবাদ | ২২ | ২০ | ২ | ০ | ||
উত্তর চব্বিশ পরগনা | ৩৩ | ২৮ | ৫ | ০ | ০ | |
দক্ষিণ চব্বিশ পরগনা | ৩১ | ৩০ | ০ | ১ | ০ | |
হাওড়া | ১৬ | ১৬ | ০ | ০ | ০ | |
কলকাতা | ১১ | ১১ | ০ | ০ | ০ | |
হুগলি | ১৮ | ১৪ | ৪ | ০ | ০ | |
মোট | ১৪৮ | ১২৭ | ২০ | ১ | ০ | |
জঙ্গলমহল ও মেদিনীপুর অঞ্চল | ঝাড়গ্রাম | ৪ | ৪ | ০ | ০ | ০ |
পশ্চিম মেদিনীপুর | ১৫ | ১৩ | ২ | ০ | ০ | |
পূর্ব মেদিনীপুর | ১৬ | ৯ | ৭ | ০ | ০ | |
পুরুলিয়া | ৯ | ৩ | ৬ | ০ | ০ | |
বাঁকুড়া | ১২ | ৪ | ৮ | ০ | ০ | |
মোট | ৫৬ | ৩৩ | ২৩ | ০ | ০ | |
মধ্যবঙ্গ | পশ্চিম বর্ধমান | ৯ | ৬ | ৩ | ০ | ০ |
পূর্ব বর্ধমান | ১৬ | ১৬ | ০ | ০ | ০ | |
বীরভূম | ১১ | ১০ | ১ | ০ | ০ | |
মোট | ৩৬ | ৩২ | ৪ | ০ | ০ | |
নির্বাচনের পর্যায় অনুযায়ী ফলাফল
নির্বাচনের পর্যায় | মোট আসন | তৃণমূল+ | বিজেপি+ | সংযুক্ত মোর্চা | অন্যান্য |
---|---|---|---|---|---|
প্রথম পর্যায় | ৩০ | ১৮ | ১২ | ০ | ০ |
দ্বিতীয় পর্যায় | ৩০ | ১৯ | ১১ | ০ | ০ |
তৃতীয় পর্যায় | ৩১ | ২৭ | ৪ | ০ | ০ |
চতুর্থ পর্যায় | ৪৪ | ৩১ | ১২ | ১ | ০ |
চতুর্থ পর্যায় | ৪৫ | ২৮ | ১৭ | ০ | ০ |
ষষ্ঠ পর্যায় | ৪৩ | ৩৫ | ৮ | ০ | ০ |
সপ্তম পর্যায় | ৩৪ | ২৫ | ৯ | ০ | ০ |
অষ্টম পর্যায় | ৩৫ | ৩১ | ৪ | ০ | ০ |
পরে | ২ | ২ | ০ | ০ | ০ |
মোট | ২৯৪ | ২১৬ | ৭৭ | ১ | ০ |
বিধানসভা কেন্দ্র অনুযায়ী ফলাফল
বিধানসভা কেন্দ্র | প্রদত্ত ভোট
(%) |
বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ব্যবধান | নির্বাচনের তারিখ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | নাম | রাজনৈতিক দল | প্রার্থী | প্রাপ্ত ভোট | % | রাজনৈতিক দল | প্রার্থী | প্রাপ্ত ভোট | % | |||||
কোচবিহার জেলা | ||||||||||||||
১ | মেখলিগঞ্জ (তফসিলি জাতি) |
তৃণমূল | পরেশচন্দ্র অধিকারী | ৯৯৩৩৮ | ৪৯.৯৮ | বিজেপি | দধিরাম রায় | ৮৪৬৫৩ | ৪২.৫৯ | ১৪৬৮৫ | ১০ এপ্রিল, ২০২১ | |||
২ | মাথাভাঙা (তফসিলি জাতি) |
বিজেপি | সুশীল বর্মণ | ১১৩২৪৯ | ৫২.৮৭ | তৃণমূল | গিরীন্দ্রনাথ বর্মণ | ৮৭১১৫ | ৪০.৬৭ | ২৬১৩৪ | ||||
৩ | কোচবিহার উত্তর (তফসিলি জাতি) |
বিজেপি | সুকুমার রায় | ১২০৪৮৩ | ৪৯.৪০ | তৃণমূল | বিনয়কৃষ্ণ বর্মণ | ১০৫৮৬৮ | ৪৩.৪০ | ১৪৬১৫ | ||||
৪ | কোচবিহার দক্ষিণ | বিজেপি | নিখিল রঞ্জন দে | ৯৬৬২৯ | ৪৬.৮৩ | তৃণমূল | অভিজিৎ দে ভৌমিক | ৯১৮৩০ | ৪৪.৩১ | ৪৭৯৯ | ||||
৫ | শীতলকুচি (তফসিলি জাতি) |
বিজেপি | বরেনচন্দ্র বর্মণ | ১২৪৯৫৫ | ৫০.৮০ | তৃণমূল | পার্থপ্রতিম রায় | ১০৭১৪০ | ৪৩.৫৬ | ১৭৮১৫ | ||||
৬ | সিতাই (তফসিলি জাতি) |
তৃণমূল | জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া | ১১৭৯০৮ | ৪৯.৪২ | বিজেপি | দীপক কুমার রায় | ১০৭৭৯৬ | ৪৫.১৮ | ১০১১২ | ||||
৭ | দিনহাটা | বিজেপি | নিশীথ প্রামাণিক | ১১৬০৩৫ | ৪৭.৬০ | তৃণমূল | উদয়ন গুহ | ১১৫৯৭৮ | ৪৭.৫৮ | ৫৭ | ||||
৮ | নাটাবাড়ি | বিজেপি | মিহির গোস্বামী | ১১১৭৪৩ | ৫১.৪৫ | তৃণমূল | রবীন্দ্রনাথ ঘোষ | ৮৮৩০৩ | ৪০.৬৬ | ২৩৪৪০ | ||||
৯ | তুফানগঞ্জ | বিজেপি | মালতী রাভা রায় | ১১৪৫০৩ | ৫৪.৬৯ | তৃণমূল | প্রণব কুমার দে | ৮৩৩০৫ | ৩৯.৭৯ | ৩১১৯৮ | ||||
আলিপুরদুয়ার জেলা | ||||||||||||||
১০ | কুমারগ্রাম (তফসিলি উপজাতি) |
বিজেপি | মনোজ কুমার ওঁরাও | ১১১৯৭৪ | ৪৮.১৬ | তৃণমূল | লাওস কুজুর | ১০০৯৭৩ | ৪৩.৪৩ | ১১০০১ | ১০ এপ্রিল, ২০২১ | |||
১১ | কালচিনি (তফসিলি উপজাতি) |
বিজেপি | বিশাল লামা | ১০৩১০৪ | ৫২.৬৫ | তৃণমূল | পাসাং লামা | ৭৪৫২৮ | ৩৮.০৬ | ২৮৫৭৬ | ||||
১২ | আলিপুরদুয়ার | বিজেপি | সুমন কাঞ্জিলাল | ১০৭৩৩৩ | ৪৮.১৯ | তৃণমূল | সৌরভ চক্রবর্তী | ৯১৩২৬ | ৪১.০০ | ১৬০০৭ | ||||
১৩ | ফালাকাটা | বিজেপি | দীপক বর্মণ | ১০২৯৯৩ | ৪৬.৭১ | তৃণমূল | সুভাষচন্দ্র রায় | ৯৯০০৩ | ৪৪.৯০ | ৩৯৯০ | ||||
১৪ | মাদারিহাট | বিজেপি | মনোজ টিগ্গা | ৯০৭১৮ | ৫৪.৩৫ | তৃণমূল | রাজেশ লাকড়া | ৬১০৩৩ | ৩৬.৫৬ | ২৯৬৮৫ | ||||
জলপাইগুড়ি জেলা | ||||||||||||||
১৫ | ধূপগুড়ি (তফসিলি জাতি) |
বিজেপি | বিষ্ণুপদ রায় | ১০৪৬৮৮ | ৪৫.৬৪ | তৃণমূল | মিতালি রায় | ১০০৩৩৩ | ৪৩.৭৫ | ৪৩৫৫ | ১৭ এপ্রিল, ২০২১ | |||
১৬ | ময়নাগুড়ি (তফসিলি জাতি) |
বিজেপি | কৌশিক রায় | ১১৫৩০৬ | ৪৮.৮৪ | তৃণমূল | মনোজ রায় | ১০৩৩৯৫ | ৪৩.৭৯ | ১১৯১১ | ||||
১৭ | জলপাইগুড়ি (তফসিলি জাতি) |
তৃণমূল | প্রদীপ কুমার বর্মা | ৯৫৬৬৮ | ৪২.৩৪ | বিজেপি | সুজিত সিংহ | ৯৪৭২৭ | ৪১.৯৩ | ৯৪১ | ||||
১৮ | রাজগঞ্জ (তফসিলি জাতি) |
তৃণমূল | খগেশ্বর রায় | ১০৪৬৪১ | ৪৮.৫ | বিজেপি | সুপেন রায় | ৮৮৮৬৮ | ৪১.১৯ | ১৫৭৭৩ | ||||
১৯ | ডাবগ্রাম-ফুলবাড়ি | বিজেপি | শিখা চট্টোপাধ্যায় | ১২৯০৮৮ | ৪৯.৮৫ | তৃণমূল | গৌতম দেব | ১০১৪৯৫ | ৩৯.১৯ | ২৭৫৯৩ | ||||
২০ | মাল (তফসিলি উপজাতি) |
তৃণমূল | বুলু চিক বারাইক | ৯৯০৮৬ | ৪৬.৪৬ | বিজেপি | মহেশ বাগে | ৯৩৬২১ | ৪৩.৯ | ৫৪৬৫ | ||||
২১ | নাগরাকাটা (তফসিলি উপজাতি) |
বিজেপি | পুনা ভেংড়া | ৭০৯৪৫ | ৪৭.৭৮ | তৃণমূল | জোসেফ মুন্ডা | ৫৬৫৪৩ | ৩৮.০৮ | ১৪৪০২ | ||||
কালিম্পং জেলা | ||||||||||||||
২২ | কালিম্পং | ৭২.৫৭ | জিজেএম (তামাং) | রুদেন সাদা লেপচা | ৫৮২০৬ | ৩৭.৫৯ | বিজেপি | শুভা প্রধান | ৫৪৩৩৬ | ৩৫.০৯ | ৩৮৭০ | ১৭ এপ্রিল, ২০২১ | ||
দার্জিলিং জেলা | ||||||||||||||
২৩ | দার্জিলিং | ৬৮.০৯ | বিজেপি | নীরজ জিম্বা | ৬৮৯০৭ | ৪০.৮৮ | জিজেএম (তামাং) | কেশব রাজ শর্মা | ৪৭৬৩১ | ২৮.২৬ | ২১৭২৬ | ১৭ এপ্রিল, ২০২১ | ||
২৪ | কার্শিয়াং | ৭৩.৯৩ | বিজেপি | বিষ্ণুপ্রসাদ শর্মা | ৭৩৪৭৫ | ৪১.৮৬ | জিজেএম (তামাং) | শেরিং লামা দাহাল | ৫৭৯৬০ | ৩৩.০২ | ১৫৫১৫ | |||
২৫ | মাটিগাড়া-নকশালবাড়ি (তফসিলি জাতি) |
৮৩.৪৩ | বিজেপি | আনন্দময় বর্মণ | ১৩৯৭৮৫ | ৫৮.১০ | তৃণমূল | রাজেন সুন্দাস | ৬৮৪৫৪ | ২৮.৬৫ | ৭০৮৪৮ | |||
২৬ | শিলিগুড়ি | ৭৭.৩৭ | বিজেপি | শঙ্কর ঘোষ | ৮৯৩৭০ | ৫০.০৩ | তৃণমূল | ওম প্রকাশ মিশ্র | ৫৩৭৮৪ | ৩০.১১ | ৩৫৫৮৬ | |||
২৭ | ফাঁসিদেওয়া (তফসিলি উপজাতি) |
৮৬.০২ | বিজেপি | দুর্গা মুর্মু | ১০৫৬৫১ | ৫০.৮৯ | তৃণমূল | ছোটন কিস্কু | ৭৭৯৪০ | ৩৭.৫৫ | ২৭৭১১ | |||
উত্তর দিনাজপুর জেলা | ||||||||||||||
২৮ | চোপড়া | তৃণমূল | হামিদুল রহমান | ১২৪৯২৩ | ৬১.২ | বিজেপি | মহম্মদ শাহিন আখতার | ৫৯৬০৪ | ২৯.৪ | ৬৫৩১৯ | ২২ এপ্রিল, ২০২১ | |||
২৯ | ইসলামপুর | তৃণমূল | আব্দুল করিম চৌধুরী | ১০০১৩১ | ৫৮.৯১ | বিজেপি | সৌম্যরূপ মণ্ডল | ৬২৬৯১ | ৩৬.৮৮ | ৩৭৪৪০ | ||||
৩০ | গোয়ালপোখর | তৃণমূল | মহম্মদ গুলাম রাব্বানি | ১০৫৬৪৯ | ৬৫.৪ | বিজেপি | গুলাম সারওয়ার | ৩২১৩৫ | ১৯.৮৯ | ৭৩৫১৪ | ||||
৩১ | চাকুলিয়া | তৃণমূল | মিনহাজুল আরফিন আজাদ | ৮৬৩১১ | ৪৯.৭৮ | বিজেপি | শচীন প্রসাদ | ৫২৪৭৪ | ৩০.২৬ | ৩৩৮৩৭ | ||||
৩২ | করণদিঘি | তৃণমূল | গৌতম পাল | ১১৬৫৯৪ | ৫৪.৭ | বিজেপি | সুভাষ সিংহ | ৭৯৯৬৮ | ৩৭.৫২ | ৩৬৬২৬ | ||||
৩৩ | হেমতাবাদ (তফসিলি জাতি) |
তৃণমূল | সত্যজিৎ বর্মণ | ১১৬৪২৫ | ৫২.১৪ | বিজেপি | চন্দ্রিমা রায় | ৮৯২১০ | ৩৯.৯৫ | ২৭২১৫ | ||||
৩৪ | কালিয়াগঞ্জ (তফসিলি জাতি) |
বিজেপি | সৌমেন রায় | ১১৬৭৬৮ | ৪৮.৭১ | তৃণমূল | তপন দেব সিংহ | ৯৪৯৪৮ | ৩৯.৬১ | ২১৮২০ | ||||
৩৫ | রায়গঞ্জ | বিজেপি | কৃষ্ণা কল্যাণী | ৭৯৭৭৫ | ৪৯.৪৪ | তৃণমূল | কানাতা লাল আগরওয়াল | ৫৯০২৭ | ৩৬.৫৮ | ২০৭৪৮ | ||||
৩৬ | ইটাহার | তৃণমূল | মোশারাফ হোসেন | ১১৪৬৪৫ | ৫৯.১০ | বিজেপি | অমিত কুমার কুন্ডু | ৭০৬৭০ | ৩৬.৪৩ | ৪৩৯৭৫ | ||||
দক্ষিণ দিনাজপুর জেলা | ||||||||||||||
৩৭ | কুশমন্ডি (তফসিলি জাতি) |
তৃণমূল | রেখা রায় | ৮৯৯৬৮ | ৪৮.৮৮ | বিজেপি | রঞ্জিত কুমার রায় | ৭৭৩৮৪ | ৪২.০৮ | ১২৫৮৪ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৩৮ | কুমারগঞ্জ | তৃণমূল | তোরাফ হুসেন মণ্ডল | ৮৯১১৭ | ৫২.৫৮ | বিজেপি | মানস সরকার | ৫৯৭৩৬ | ৩৫.২৪ | ২৯৩৮১ | ||||
৩৯ | বালুরঘাট | বিজেপি | অশোক কুমার লাহিড়ী | ৭০৪৮৪ | ৪৭.২৫ | তৃণমূল | শেখর দাশগুপ্ত | ৫৭৫৮৭ | ৩৮.৬০ | ১২৮৯৯ | ||||
৪০ | তপন (তফসিলি উপজাতি) |
বিজেপি | বুধরাই টুডু | ৮৪৩৮১ | ৪৫.২৯ | তৃণমূল | কল্পনা কিসকু | ৮২৭৩১ | ৪৪.৪১ | ১৬৫০ | ||||
৪১ | গঙ্গারামপুর (তফসিলি জাতি) |
বিজেপি | সত্যেন্দ্রনাথ রায় | ৮৮৭২৪ | ৪৬.৮২ | তৃণমূল | গৌতম দাস | ৮৪১৩২ | ৪৪.৪০ | ৪৫৯২ | ||||
৪২ | হরিরামপুর | তৃণমূল | বিপ্লব মিত্র | ৯৬১৩১ | ৫১.২৩ | বিজেপি | নীলাঞ্জন রায় | ৭৩৪৫৯ | ৩৯.১৫ | ২২৬৭২ | ||||
মালদহ জেলা | ||||||||||||||
৪৩ | হাবিবপুর (তফসিলি উপজাতি) |
বিজেপি | জুয়েল মুর্মু | ৯৪০৭৫ | ৪৭.৫২ | তৃণমূল | প্রদীপ বাস্কে | ৭৪৫৫৮ | ৩৭.৬৬ | ১৯৫১৭ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৪৪ | গাজোল (তফসিলি জাতি) |
বিজেপি | চিন্ময় দেববর্মণ | ১০০৬৫৫ | ৪৫.৫ | তৃণমূল | বাসন্তী বর্মণ | ৯৮৮৫৭ | ৪৪.৬৯ | ১৭৯৮ | ||||
৪৫ | চাঁচল | তৃণমূল | নীহাররঞ্জন ঘোষ | ১১৫৯৬৬ | ৫৮.০৮ | বিজেপি | দীপঙ্কর রাম | ৪৮৬২৮ | ২৪.৩৫ | ৬৭৩৩৮ | ||||
৪৬ | হরিশ্চন্দ্রপুর | তৃণমূল | তাজমুল হোসেন | ১২২৫২৭ | ৬০.৩১ | বিজেপি | মতিবুর রহমান | ৪৫০৫৪ | ২২.১৮ | ৭৭৪৭৩ | ||||
৪৭ | মালতীপুর | তৃণমূল | আব্দুর রহিম বক্সি | ১২৬১৫৭ | ৬৮.০২ | বিজেপি | মৌসুমি দাস | ৩৪২০৮ | ১৮.৪৪ | ৯১৯৪৯ | ||||
৪৮ | রতুয়া | তৃণমূল | সমর মুখোপাধ্যায় | ১৩০৬৭৪ | ৫৯.৬৩ | বিজেপি | অভিষেক সিঙ্ঘানিয়া | ৫৫০২৪ | ২৫.১১ | ৭৫৬৫০ | ||||
৪৯ | মানিকচক | তৃণমূল | সাবিত্রী মিত্র | ১১০২৩৪ | ৫৩.২৬ | বিজেপি | গৌরচন্দ্র মণ্ডল | ৭৬৩৫৬ | ৩৬.৮৯ | ৩৩৮৭৮ | ২৯ এপ্রিল, ২০২১ | |||
৫০ | মালদহ | বিজেপি | গোপালচন্দ্র সাহা | ৩৩৩৯৮ | ৪৫.২৩ | তৃণমূল | উজ্জ্বল কুমার চৌধুরী | ৭৭৯৪২ | ৩৭.৭৫ | ১৫৪৫৬ | ||||
৫১ | ইংরেজবাজার | বিজেপি | শ্রীরূপা মিত্র চৌধুরী | ১০৭৭৫৫ | ৪৯.৯৬ | তৃণমূল | কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী | ৮৭৬৫৬ | ৪০.৬৪ | ২০০৯৯ | ||||
৫২ | মোথাবাড়ি | তৃণমূল | সাবিনা ইয়াসমিন | ৯৭৩৯৭ | ৫৯.৭০ | বিজেপি | শ্যামচাঁদ ঘোষ | ৪০৮২৪ | ২৫.০২ | ৫৬৫৭৩ | ||||
৫৩ | সুজাপুর | তৃণমূল | মহম্মদ আব্দুল গনি | ১৫২৪৪৫ | ৭৩.৪৪ | কংগ্রেস | ইশা খান চৌধুরী | ২২২৮২ | ১০.৭৩ | ১৩০১৬৩ | ||||
৫৪ | বৈষ্ণবনগর | তৃণমূল | চন্দনা সরকার | ৮৩০৬১ | ৩৯.৮১ | বিজেপি | স্বাধীন কুমার সরকার | ৮০৫৯০ | ৩৮.৬২ | ২৪৭১ | ||||
মুর্শিদাবাদ জেলা | ||||||||||||||
৫৫ | ফারাক্কা | তৃণমূল | মনিরুল ইসলাম | ১০২৩১৯ | ৫৪.৮৯ | বিজেপি | হেমন্ত ঘোষ | ৪২৩৭৪ | ২২.৭৩ | ৫৯৯৪৫ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৫৬ | সামশেরগঞ্জ[184][185][186] | তৃণমূল | আমিরুল ইসলাম | ৯৬৪১৭ | ৫১.১৩ | কংগ্রেস | জইদুর রহমান | ৭০০৩৮ | ৩৭.১৪ | ২৬৩৭৯ | ৩০ সেপ্টেম্বর, ২০২১ | |||
৫৭ | সুতি | তৃণমূল | এমানি বিশ্বাস | ১২৭৩৫১ | ৫৮.৮৭ | বিজেপি | কৌশিক দাস | ৫৬৬৫০ | ২৬.১৯ | ৭০৭০১ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৫৮ | জঙ্গিপুর[187][188][186] | তৃণমূল | জাকির হোসেন | ১৩৬৪৪৪ | ৬৮.৮২ | বিজেপি | সুজিত দাস | ৪৩৯৬৪ | ২২.১৭ | ৯২৪৮০ | ৩০ সেপ্টেম্বর, ২০২১ | |||
৫৯ | রঘুনাথগঞ্জ | তৃণমূল | আখতারুজ্জামান | ১২৬৮৩৪ | ৬৬.৫৯ | বিজেপি | গোলাম মোদাসওয়ার | ২৮৫২১ | ১৪.৯৭ | ৯৮৩১৩ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
৬০ | সাগরদিঘি | তৃণমূল | সুব্রত সাহা | ৯৫১৮৯ | ৫০.৯৫ | বিজেপি | মাফুজা খাতুন | ৪৪৯৮৩ | ২৪.০৮ | ৫০২০৬ | ||||
৬১ | লালগোলা | তৃণমূল | মহম্মদ আলি | ১০৭৮৬০ | ৫৬.৬৪ | কংগ্রেস | আবু হেনা | ৪৭১৫৩ | ২৪.৭৬ | ৬০৭০৭ | ||||
৬২ | ভগবানগোলা | তৃণমূল | ইদ্রিশ আলি | ১৫৩৭৯৫ | ৬৮.০৫ | সিপিআই(এম) | মহম্মদ কামাল হোসেন | ৪৭৭৮৭ | ২১.১৫ | ১০৬০০৮ | ||||
৬৩ | রানিনগর | তৃণমূল | আব্দুল সৌমিক হোসেন | ১৩৪৯৫৭ | ৬০.৭৯ | কংগ্রেস | ফিরোজা বেগম | ৫৫২৫৫ | ২৪.৮৯ | ৭৯৭০২ | ||||
৬৪ | মুর্শিদাবাদ | বিজেপি | গৌরীশঙ্কর ঘোষ | ৯৫৯৬৭ | ৪১.৮৬ | তৃণমূল | শাওনি সিংহ রায় | ৯৩৪৭৬ | ৪০.৭৮ | ২৪৯১ | ||||
৬৫ | নবগ্রাম (তফসিলি জাতি) |
তৃণমূল | কানাইচন্দ্র মণ্ডল | ১০০৪৫৫ | ৪৮.১৮ | বিজেপি | মোহন হালদার | ৬৪৯২২ | ৩১.১৪ | ৩৫৫৩৩ | ||||
৬৬ | খড়গ্রাম (তফসিলি জাতি) |
তৃণমূল | আশিস মারজিত | ৯৩২৫৫ | ৫০.১৫ | বিজেপি | আদিত্য মৌলিক | ৬০৬৮২ | ৩২.৬৪ | ৩২৫৭৩ | ২৯ এপ্রিল, ২০২১ | |||
৬৭ | বারোয়ান (তফসিলি জাতি) |
তৃণমূল | জীবনকৃষ্ণ সাহা | ৮১৮৯০ | ৪৬.৩২ | বিজেপি | অমিয়কুমার দাস | ৭৯১৪১ | ৪৪.৭৬ | ২৭৪৯ | ||||
৬৮ | কান্দি | তৃণমূল | অপূর্ব সরকার | ৯৫৩৯৯ | ৫১.১৬ | বিজেপি | গৌতম রায় | ৫৭৩১৯ | ৩০.৭৪ | ৩৮০৮০ | ||||
৬৯ | ভরতপুর | তৃণমূল | হুমায়ুন কবির | ৯৬২২৬ | ৫০.৯০ | বিজেপি | ইমনকল্যাণ মুখোপাধ্যায় | ৫৩১৪৩ | ২৮.১১ | ৪৩০৮৩ | ||||
৭০ | রেজিনগর | তৃণমূল | রবিউল আলম চৌধুরী | ১১৮৪৯৪ | ৫৬.৩১ | বিজেপি | অরবিন্দ বিশ্বাস | ৫০২২৬ | ২৩.৮৭ | ৬৮২৬৮ | ||||
৭১ | বেলডাঙা | তৃণমূল | শেখ হাসানুজ্জামান | ১১২৮৬২ | ৫৫.১৯ | বিজেপি | সুমিত ঘোষ | ৫৯০৩০ | ২৮.৮৬ | ৫৩৮৩২ | ||||
৭২ | বহরমপুর | বিজেপি | সুব্রত মৈত্র | ৮৯৩৪০ | ৪৫.২১ | তৃণমূল | নাড়ুগোপাল মুখোপাধ্যায় | ৬২৪৮৮ | ৩১.৬২ | ২৬৮৫২ | ||||
৭৩ | হরিহরপাড়া | তৃণমূল | নিয়ামত শেখ | ১০২৬৬০ | ৪৭.৫১ | কংগ্রেস | মির আলমগির | ৮৮৫৯৪ | ৪১.০০ | ১৪০৬৬ | ||||
৭৪ | নওদা | তৃণমূল | সাহিনা মোমতাজ খান | ১১৭৬৮৪ | ৫৮.১৬ | বিজেপি | অনুপম মণ্ডল | ৪৩৫৩১ | ২১.৫১ | ৭৪১৫৩ | ||||
৭৫ | ডোমকল | তৃণমূল | জাফিকুল ইসলাম | ১২৭৬৭১ | ৫৬.৪৫ | সিপিআই(এম) | মহম্মদ মোস্তাফিজুর রহমান | ৮০৪৪২ | ৩৫.৫৭ | ৪৭২২৯ | ||||
৭৬ | জলঙ্গি | তৃণমূল | আব্দুর রেজ্জাক | ১২৩৮৪০ | ৫৫.৭৪ | সিপিআই(এম) | সইফুল ইসলাম মোল্লা | ৪৪৫৬৪ | ২০.০৬ | ৭৯২৭৬ | ||||
নদিয়া জেলা | ||||||||||||||
৭৭ | করিমপুর | তৃণমূল | বিমলেন্দু সিংহ রায় | ১১০৯১১ | ৫০.০৭ | বিজেপি | সমরেন্দ্রনাথ ঘোষ | ৮৭৩৩৬ | ৩৯.৪৩ | ২৩৫৭৫ | ২২ এপ্রিল, ২০২১ | |||
৭৮ | তেহট্ট | তৃণমূল | তাপস কুমার সাহা | ৯৭৮৪৮ | ৪৪.৮৬ | বিজেপি | আশুতোষ পাল | ৯০৯৩৩ | ৪১.৬৯ | ৬৯১৫ | ||||
৭৯ | পলাশিপাড়া | তৃণমূল | ড. মানিক ভট্টাচার্য | ১১০২৭৪ | ৫৪.২২ | বিজেপি | বিভাসচন্দ্র মণ্ডল | ৫৮৯৩৮ | ২৮.৯৮ | ৫১৩৩৬ | ||||
৮০ | কালীগঞ্জ | তৃণমূল | নাসিরুদ্দিন আহমেদ | ১১১৬৯৬ | ৫৩.৩৫ | বিজেপি | অভিজিৎ ঘোষ | ৬৪৭০৯ | ৩০.৯১ | ৪৬৯৮৭ | ||||
৮১ | নাকাশিপাড়ি | তৃণমূল | কল্লোল খান | ১০৪৮১২ | ৫০.০১ | বিজেপি | শান্তনু দে | ৮৩৫৪১ | ৩৯.৮৬ | ২১২৭১ | ||||
৮২ | চাপড়া | তৃণমূল | রুকবানুর রহমান | ৭৩৮৬৬ | ৩৪.৬৫ | নির্দল | জেবের শেখ | ৬১৭৪৮ | ২৮.৯৭ | ১২১১৮ | ||||
৮৩ | কৃষ্ণনগর উত্তর | বিজেপি | মুকুল রায় | ১০৯৩৫৭ | ৫৪.১৯ | তৃণমূল | কৌশানী মুখোপাধ্যায় | ৭৪২৬৮ | ৩৬.৮০ | ৩৫০৮৯ | ||||
৮৪ | নবদ্বীপ | তৃণমূল | পুণ্ডরীকাক্ষ সাহা | ১০২১৭০ | ৪৮.৫২ | বিজেপি | সিদ্ধার্থশঙ্কর নস্কর | ৮৩৫৯৯ | ৩৯.৭০ | ১৮৫৭১ | ||||
৮৫ | কৃষ্ণনগর দক্ষিণ | তৃণমূল | উজ্জ্ব্ল বিশ্বাস | ৯১৭৩৮ | ৪৬.৮৮ | বিজেপি | মহাদেব সরকার | ৮২৪৩৩ | ৪২.১৩ | ৯৩০৫ | ||||
৮৬ | শান্তিপুর | বিজেপি | জগন্নাথ সরকার | ১০৯৭২২ | ৪৯.৯৪ | তৃণমূল | অজয় দে | ৯৩৮৪৪ | ৪২.৭২ | ১৫৮৭৮ | ১৭ এপ্রিল, ২০২১ | |||
৮৭ | রানাঘাট উত্তর পশ্চিম | বিজেপি | পার্থসারথী চট্টোপাধ্যায় | ১১৩৬৩৭ | ৫০.৯১ | তৃণমূল | শঙ্কর সিংহ | ৯০৫০৯ | ৪০.৫৫ | ২৩১২৮ | ||||
৮৮ | কৃষ্ণগঞ্জ (তফসিলি জাতি) |
বিজেপি | আশিস কুমার বিশ্বাস | ১১৭৬৬৮ | ৫০.৭৩ | তৃণমূল | ড. তাপস মণ্ডল | ৯৬৩৯১ | ৪১.৫৬ | ২১২৭৭ | ||||
৮৯ | রানাঘাট উত্তর পূর্ব (তফসিলি জাতি) |
বিজেপি | অসীম বিশ্বাস | ১১৬৭৮৬ | ৫৪.৩৯ | তৃণমূল | সমীর কুমার পোদ্দার | ৮৫০০৪ | ৩৯.৫৯ | ৩১৭৮২ | ||||
৯০ | রানাঘাট দক্ষিণ (তফসিলি জাতি) |
বিজেপি | মুকুটমণি অধিকারী | ১১৯২৬০ | ৪৯.৩৪ | তৃণমূল | বর্ণালি দে রায় | ১০২৭৪৫ | ৪২.৫১ | ১৬৫১৫ | ||||
৯১ | চাকদহ | বিজেপি | বঙ্কিমচন্দ্র ঘোষ | ৯৯৩৬৮ | ৪৬.৮৬ | তৃণমূল | শুভঙ্কর সিংহ | ৮৭৬৮৮ | ৪১.৩৫ | ১১৬৮০ | ||||
৯২ | কল্যাণী (তফসিলি জাতি) |
বিজেপি | অম্বিকা রায় | ৯৭০২৬ | ৪৪.০৪ | তৃণমূল | অনিরুদ্ধ বিশ্বাস | ৯৪৮২০ | ৪৩.০৩ | ২২০৬ | ||||
৯৩ | হরিণঘাটা (তফসিলি জাতি) |
বিজেপি | অসীম কুমার সরকার | ৯৭৬৬৬ | ৪৬.৩১ | তৃণমূল | নীলিমা নাগ | ৮২৪৬৬ | ৩৯.১১ | ১৫২০০ | ||||
উত্তর চব্বিশ পরগনা জেলা | ||||||||||||||
৯৪ | বাগদা (তফসিলি জাতি) |
বিজেপি | বিশ্বজিৎ দাস | ১০৮১১১ | ৪৯.৪১ | তৃণমূল | পরিতোষ কুমার সাহা | ৯৮৩১৯ | ৪৪.৯৪ | ৯৭৯২ | ২২ এপ্রিল, ২০২১ | |||
৯৫ | বনগাঁ উত্তর (তফসিলি জাতি) |
বিজেপি | অশোক কীর্তনীয়া | ৯৭৭৬১ | ৪৭.৬৫ | তৃণমূল | শ্যামল রায় | ৮৭,২৭৩ | ৪২.৫৪ | ১০৪৮৮ | ||||
৯৬ | বনগাঁ দক্ষিণ (তফসিলি জাতি) |
বিজেপি | স্বপন মজুমদার | ৯৭,৮২৮ | ৪৭.০৭ | তৃণমূল | আলোরানি সরকার | ৯৫৮২৪ | ৪৬.১১ | ২০০৪ | ||||
৯৭ | গাইঘাটা (তফসিলি জাতি) |
বিজেপি | সুব্রত ঠাকুর | ১০০,৮০৮ | ৪৭.২৭ | তৃণমূল | নরোত্তম বিশ্বাস | ৯১,২৩০ | ৪২.৭৮ | ৯৫৭৮ | ||||
৯৮ | স্বরূপনগর (তফসিলি জাতি) |
তৃণমূল | বীণা মণ্ডল | ৯৯,৭৮৪ | ৪৭.১১ | বিজেপি | বৃন্দাবন সরকার | ৬৪,৯৮৪ | ৩০.৬৮ | ৩৪৮০০ | ||||
৯৯ | বাদুড়িয়া | তৃণমূল | আব্দুর রহিম কাজি | ১০৯,৭০১ | ৫১.৫৩ | বিজেপি | সুকল্যাণ বৈদ্য | ৫৩,২৫৭ | ২৫.০২ | ৫৬,৪৪৪ | ||||
১০০ | হাবড়া | তৃণমূল | জ্যোতিপ্রিয় মল্লিক | ৯০৫৩৩ | ৪৪.৩৪ | বিজেপি | বিশ্ব্জিৎ সিনহা | ৮৬৬৯২ | ৪২.৪৬ | ৩৮৪১ | ||||
১০১ | অশোকনগর | তৃণমূল | নারায়ণ গোস্বামী | ৯৩,৫৮৭ | ৪৩.১৮ | বিজেপি | তনুজা চক্রবর্তী | ৭০,০৫৫ | ৩২.৩২ | ২৩,৫৩২ | ||||
১০২ | আমডাঙা | তৃণমূল | রফিকুর রহমান | ৮৮,৯৩৫ | ৪২.০০ | বিজেপি | জয়দেব মান্না | ৬৩,৪৫৫ | ২৯.৯৭ | ২৫,৪৮০ | ||||
১০৩ | বীজপুর | তৃণমূল | সুবোধ অধিকারী | ৬৬,৬২৫ | ৪৭.৯০ | বিজেপি | শুভ্রাংশু রায় | ৫৩,২৭৮ | ৩৮.৩০ | ১৩,৩৪৭ | ||||
১০৪ | নৈহাটি | তৃণমূল | পার্থ ভৌমিক | ৭৭৭৫৩ | ৪৯.৬৯ | বিজেপি | ফাল্গুনী পাত্র | ৫৮৮৯৮ | ৩৭.৬৪ | ১৮৮৫৫ | ||||
১০৫ | ভাটপাড়া | বিজেপি | পবন কুমার সিং | ৫৭২৪৪ | ৫৩.৪০ | তৃণমূল | জিতেন্দ্র সাউ | ৪৩৫৫৭ | ৪০.৬৩ | ১৩৬৮৭ | ||||
১০৬ | জগদ্দল | তৃণমূল | সোমনাথ শ্যাম ইচিনি | ৮৭০৩০ | ৪৮.০১ | বিজেপি | অরিন্দম ভট্টাচার্য | ৬৮৬৬৬ | ৩৭.৮৮ | ১৮৩৬৪ | ||||
১০৭ | নোয়াপাড়া | তৃণমূল | মঞ্জু বসু | ৯৪২০৩[189] | ৪৮.৯ | বিজেপি | সুনীল সিং | ৬৭৪৯৩ | ৩৫.০৪ | ২৬৭১০ | ||||
১০৮ | ব্যারাকপুর | তৃণমূল | রাজ চক্রবর্তী | ৬৮৮৮৭ | ৪৬.৪৭ | বিজেপি | চন্দ্রমণি শুক্ল | ৫৯৬৬৫ | ৪০.২৫ | ৯২২২ | ||||
১০৯ | খড়দহ | তৃণমূল | কাজল সিনহা | ৯৮৯০৭ | ৪৯.০৪ | বিজেপি | শীলভদ্র দত্ত | ৬১৬৬৭ | ৩৩.৬৭[190] | ২৮১৪০ | ||||
১১০ | দমদম উত্তর | তৃণমূল | চন্দ্রিমা ভট্টাচার্য | ৯৫৪৬৫ | ৪৪.৭৯ | বিজেপি | ড. অর্চনা মজুমদার | ৬৬৯৬৬[191] | ৩১.৪২ | ২৮৪৯৯ | ||||
১১১ | পানিহাটি | তৃণমূল | নির্মল ঘোষ | ৮৬,৪৯৫ | ৪৯.৬১ | বিজেপি | সন্ময় বন্দ্যোপাধ্যায় | ৬১,৩১৮ | ৩৫.১৭ | ২৫,১৭৭ | ১৭ এপ্রিল, ২০২১ | |||
১১২ | কামারহাটি | তৃণমূল | মদন মিত্র | ৭৩,৮৪৫ | ৫১.১৭ | বিজেপি | অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় | ৩৮,৪৩৭ | ২৬.৬৪ | ৩৫,৪০৮ | ||||
১১৩ | বরানগর | তৃণমূল | তাপস রায় | ৮৫,৬১৫ | ৫৩.৪২ | বিজেপি | পার্নো মিত্র | ৫০,৪৬৮ | ৩১.৪৯ | ৩৫,১৪৭ | ||||
১১৪ | দমদম | তৃণমূল | ব্রাত্য বসু | ৮৭,৯৯৯ | ৪৭.৪৮ | বিজেপি | বিমলশঙ্কর নন্দ | ৬১,৩৬৮ | ৩৩.০৬ | ২৬,৭৩১ | ||||
১১৫ | রাজারহাট নিউ টাউন | তৃণমূল | তাপস চট্টোপাধ্যায় | ১,২৭,৩৭৪ | ৫৪.২২ | বিজেপি | ভাস্কর রায় | ৭০,৯৪২ | ৩০.২ | ৫৬,৪৩২ | ||||
১১৬ | বিধাননগর | তৃণমূল | সুজিত বসু | ৭৫,৯১২ | ৪৬.৮৫ | বিজেপি | সব্যসাচী দত্ত | ৬৭,৯১৫ | ৪১.৯১ | ৭,৯৯৭ | ||||
১১৭ | রাজারহাট গোপালপুর | তৃণমূল | অদিতি মুন্সি | ৮৭,৬৫০ | ৪৯.০৪ | বিজেপি | শমীক ভট্টাচার্য | ৬২,৩৫৪ | ৩৪.৮৯ | ২৫,২৯৬ | ||||
১১৮ | মধ্যমগ্রাম | তৃণমূল | রথীন ঘোষ | ১,১২,৭৪১ | ৪৮.৯৩ | বিজেপি | রাজশ্রী রাজবংশী | ৬৪,৬১৫ | ২৮.০৪ | ৪৮,১২৬ | ||||
১১৯ | বারাসাত | তৃণমূল | চিরঞ্জিত চক্রবর্তী | ১,০৪,৪৩১ | ৪৬.২৭ | বিজেপি | শঙ্কর চট্টোপাধ্যায় | ৮০,৬৪৮ | ৩৫.৭৩ | ২৩,৭৮৩ | ||||
১২০ | দেগঙ্গা | তৃণমূল | রহিমা মণ্ডল | ১,০০,১০৫ | ৪৬.৭ | আইএসএফ | করিম আলি | ৬৭,৫৬৮ | ৩১.৫২ | ৩২,৫৩৭ | ||||
১২১ | হাড়োয়া | তৃণমূল | শেখ নুরুল ইসলাম (হাজি) | ১,৩০,৩৯৮ | ৫৭.৩৪ | আইএসএফ | কুতুবুদ্দিন ফতে | ৪৯,৪২০ | ২১.৭৩ | ৮০,৯৭৮ | ||||
১২২ | মিনাখাঁ (তফসিলি জাতি) |
তৃণমূল | ঊষারানি মণ্ডল | ১,০৯,৮১৮ | ৫১.৭২ | বিজেপি | জয়ন্ত মণ্ডল | ৫৩,৯৮৮ | ২৫.৪২ | ৫৫,৮৩০ | ||||
১২৩ | সন্দেশখালি (তফসিলি উপজাতি) |
তৃণমূল | সুকুমার মাহাত | ১,১২,৪৫০ | ৫৪.৬৪ | বিজেপি | ড. ভাস্কর সর্দার | ৭২,৭৬৫ | ৩৫.৩৬ | ৩৯,৬৮৫ | ||||
১২৪ | বসিরহাট দক্ষিণ | তৃণমূল | ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় | ১,১৫,৮৭৩ | ৪৯.১৫ | বিজেপি | তারকনাথ ঘোষ | ৯১,৪০৫ | ৩৮.৭৭ | ২৪,৪৬৮ | ||||
১২৫ | বসিরহাট উত্তর | তৃণমূল | রফিকুল ইসলাম মণ্ডল | ১,৩৭,২১৬ | ৫৭.৫৫ | আইএসএফ | মহম্মদ বাইজিদ আমিন | ৪৭,৮৬৫ | ২০.০৮ | ৮৯,৩৫১ | ||||
১২৬ | হিঙ্গলগঞ্জ (তফসিলি জাতি) |
তৃণমূল | দেবেশ মণ্ডল | ১,০৪,৭০৬ | ৫৩.৭৮ | বিজেপি | নিমাই দাস | ৭৯,৭৯০ | ৪০.৯৮ | ২৪,৯১৬ | ||||
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা | ||||||||||||||
১২৭ | গোসাবা (তফসিলি জাতি) |
তৃণমূল | জয়ন্ত নস্কর | ১,০৫,৭২৩ | ৫৩.৯৯ | বিজেপি | বরুণ প্রামাণিক (চিত্ত) | ৮২,০১৪ | ৪১.৮৮ | ২৩,৭০৯ | ১ এপ্রিল, ২০২১ | |||
১২৮ | বাসন্তী (তফসিলি জাতি) |
তৃণমূল | শ্যামল মণ্ডল | ১,১১,৪৫৩ | ৫২.১ | বিজেপি | রমেশ মাঝি | ৬০,৮১১ | ২৮.৪৩ | ৫০,৬৪২ | ৬ এপ্রিল, ২০২১ | |||
১২৯ | কুলতলি (তফসিলি জাতি) |
তৃণমূল | গণেশচন্দ্র মণ্ডল | ১,১৭,২৩৮ | ৫১.৫৭ | বিজেপি | মিন্টু হালদার | ৭০,০৬১ | ৩০.৮২ | ৪৭,১৭৭ | ||||
১৩০ | পাথরপ্রতিমা | তৃণমূল | সমীরকুমার জানা | ১,২০,১৮১ | ৫১.৮৫ | বিজেপি | অসিত কুমার হালদার | ৯৮,০৪৭ | ৪২.৩ | ২২,১৩৪ | ১ এপ্রিল, ২০২১ | |||
১৩১ | কাকদ্বীপ | তৃণমূল | মন্টুরাম পাখিরা | ১,১৪,৪৯৩ | ৫২.১৪ | বিজেপি | দীপঙ্কর জানা | ৮৯,১৯১ | ৪০.৬২ | ২৫,৩০২ | ||||
১৩২ | সাগর | তৃণমূল | বঙ্কিমচন্দ্র হাজরা | ১,২৯,০০০ | ৫৩.৯৬ | বিজেপি | বিকাশ কামিল্যা | ৯৯,১৫৪ | ৪১.৪৮ | ২৯,৮৪৬ | ||||
১৩৩ | কুলপি | তৃণমূল | যোগরঞ্জন হালদার | ৯৬,৫৭৭ | ৫০.০১ | বিজেপি | প্রণব কুমার মল্লিক | ৬২,৭৫৯ | ৩২.৫ | ৩৩,৮১৮ | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৩৪ | রায়দিঘি | তৃণমূল | অলোক জলদাতা | ১,১৫,৭০৭ | ৪৮.৪৭ | বিজেপি | শান্তনু বাপুলি | ৮০,১৩৯ | ৩৩.৫৭ | ৩৫,৫৬৮ | ||||
১৩৫ | মন্দিরবাজার (তফসিলি জাতি) |
তৃণমূল | জয়দেব হালদার | ৯৫,৮৩৪ | ৪৮.০৪ | বিজেপি | দিলীপ কুমার জাটুয়া | ৭২,৩৪২ | ৩৬.২৬ | ২৩,৪৯২ | ||||
১৩৬ | জয়নগর (তফসিলি জাতি) |
তৃণমূল | বিশ্বনাথ দাস | ১,০৪,৯৫২ | ৫১.৮৫ | বিজেপি | রবীন সর্দার | ৬৬,২৬৯ | ৩২.৭৪ | ৩৮,৬৮৩ | ||||
১৩৭ | বারুইপুর পূর্ব (তফসিলি জাতি) |
তৃণমূল | বিভাস সর্দার (ভব) | ১,২৩,২৪৩ | ৫৪.৭৫ | বিজেপি | চন্দন মণ্ডল | ৭৩,৬০২ | ৩২.৭ | ৪৯,৬৪১ | ||||
১৩৮ | ক্যানিং পশ্চিম (তফসিলি জাতি) |
তৃণমূল | পরেশরাম দাস | ১,১১,০৫৯ | ৫০.৮৬ | বিজেপি | অর্ণব রায় | ৭৫,৮১৬ | ৩৪.৭২ | ৩৫,২৪৩ | ||||
১৩৯ | ক্যানিং পূর্ব | তৃণমূল | শওকত মোল্লা | ১,২২,৩০১ | ৫২.৫৪ | আইএসএফ | গাজি সাহাবুদ্দিন সিরাজি | ৬৯,২৯৪ | ২৯.৭৭ | ৫৩,০০৭ | ||||
১৪০ | বারুইপুর পশ্চিম | তৃণমূল | বিমান বন্দ্যোপাধ্যায় | ১,২১,০০৬ | ৫৭.২৭ | বিজেপি | দেবোপম চট্টোপাধ্যায় (বাবু) | ৫৯,০৯৬ | ২৭.৯৭ | ৬১,৯১০ | ||||
১৪১ | মগরাহাট পূর্ব (তফসিলি জাতি) |
তৃণমূল | নমিতা সাহা | ১,১০,৯৪৫ | ৫৩.৮২ | বিজেপি | চন্দন কুমার নস্কর | ৫৬,৮৬৬ | ২৭.৫৮ | ৫৪,০৭৯ | ||||
১৪২ | মগরাহাট পশ্চিম | তৃণমূল | গিয়াসুদ্দিন মোল্লা | ৯৭,০০৬ | ৪৯.৯৩ | বিজেপি | ধূর্জটি সাহা (মানস) | ৫০,০৬৫ | ২৫.৭৭ | ৪৬,৯৪১ | ||||
১৪৩ | ডায়মন্ড হারবার | তৃণমূল | পান্নালাল হালদার | ৯৮,৪৭৮ | ৪৩.৬৯ | বিজেপি | দীপক কুমার হালদার | ৮১,৪৮২ | ৩৬.১৫ | ১৬,৯৯৬ | ||||
১৪৪ | ফলতা | তৃণমূল | শঙ্কর কুমার নস্কর | ১,১৭,১৭৯ | ৫৬.৩৫ | বিজেপি | বিধান পাড়ুই | ৭৬,৪০৫ | ৩৬.৭৫ | ৪০,৭৭৪ | ||||
১৪৫ | সাতগাছিয়া | তৃণমূল | মোহনচন্দ্র নস্কর | ১,১৮,৬৩৫ | ৫০.৩৭ | বিজেপি | চন্দন পাল | ৯৫,৩১৭ | ৪০.৪৭ | ২৩,৩১৮ | ||||
১৪৬ | বিষ্ণুপুর (তফসিলি জাতি) |
তৃণমূল | দিলীপ মণ্ডল | ১,৩৬,৫০৯ | ৫৭.৪৬ | বিজেপি | অগ্নীশ্বর নস্কর | ৭৭,৬৭৭ | ৩২.৭ | ৫৮,৮৩২ | ||||
১৪৭ | সোনারপুর দক্ষিণ | তৃণমূল | অরুন্ধতী মৈত্র (লাভলি) | ১,০৯,২২২ | ৪৬.৯২ | বিজেপি | অঞ্জনা বসু | ৮৩,০৪১ | ৩৫.৬৭ | ২৬,১৮১ | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৪৮ | ভাঙড় | আইএসএফ | মহম্মদ নওশাদ সিদ্দিকি | ১,০৯,২৩৭ | ৪৫.১ | তৃণমূল | রেজাউল করিম | ৮৩,০৮৬ | ৩৪.৩১ | ২৬,১৫১ | ||||
১৪৯ | কসবা | তৃণমূল | জাভেদ আহমেদ খান | ১,২১,৩৭২ | ৫৪.৩৯ | বিজেপি | ড. ইন্দ্রনীল খান | ৫৭,৭৫০ | ২৫.৮৮ | ৬৩,৬২২ | ||||
১৫০ | যাদবপুর | তৃণমূল | দেবব্রত মজুমদার (মলয়) | ৯৮,১০০ | ৪৫.৫৪ | সিপিআই(এম) | ড. সুজন চক্রবর্তী | ৫৯,২৩১ | ২৭.৫ | ৩৮,৮৬৯ | ||||
১৫১ | সোনারপুর উত্তর | তৃণমূল | ফিরদৌসী বেগম | ১,১৯,৯৫৭ | ৪৯.৮৮ | বিজেপি | রঞ্জন বৈদ্য | ৮৩,৮৬৭ | ৩৪.৮৭ | ৩৬,০৯০ | ||||
১৫২ | টালিগঞ্জ | তৃণমূল | অরূপ বিশ্বাস | ১,০১,৪৪০ | ৫১.৪ | বিজেপি | বাবুল সুপ্রিয় | ৫১,৩৬০ | ২৬.০২ | ৫০,০৮০ | ||||
১৫৩ | বেহালা পূর্ব | তৃণমূল | রত্না চট্টোপাধ্যায় | ১,১০,৯৬৮ | ৫০.০১ | বিজেপি | পায়েল সরকার | ৭৩,৫৪০ | ৩৩.১৫ | ৩৭,৪২৮ | ||||
১৫৪ | বেহালা পশ্চিম | তৃণমূল | পার্থ চট্টোপাধ্যায় | ১,১৪,৭৭৮ | ৪৯.৫১ | বিজেপি | শ্রাবন্তী চট্টোপাধ্যায় | ৬৩,৮৯৪ | ২৭.৫৬ | ৫০,৮৮৪ | ||||
১৫৫ | মহেশতলা | তৃণমূল | দুলালচন্দ্র দাস | ১,২৪,০০৮ | ৫৬.৩৮ | বিজেপি | উমেশ দাস | ৬৬,০৫৯ | ৩০.০৩ | ৫৭,৯৪৯ | ||||
১৫৬ | বজবজ | তৃণমূল | অশোক কুমার দেব | ১,২২,৩৫৭ | ৫৬.৪১ | বিজেপি | ড. তরুণ কুমার আদক | ৭৭,৬৪৩ | ৩৫.৮ | ৪৪,৭১৪ | ||||
১৫৭ | মেটিয়াবুরুজ | তৃণমূল | আব্দুল খালেক মোল্লা | ১,৫১,০৬৬ | ৭৬.৮৫ | বিজেপি | রামজিৎ প্রসাদ | ৩১,৪৬২ | ১৬ | ১,১৯,৬০৪ | ||||
কলকাতা জেলা | ||||||||||||||
১৫৮ | কলকাতা বন্দর | তৃণমূল | ফিরহাদ হাকিম | ১,০৫,৫৪৩ | ৬৯.২৩ | বিজেপি | অবধ কিশোর গুপ্তা | ৩৬,৯৮৯ | ২৪.২৬ | ৬৮,৫৫৪ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
১৫৯ | ভবানীপুর | তৃণমূল | শোভনদেব চট্টোপাধ্যায় | ৭৩,৫০৫ | ৫৭.৭১ | বিজেপি | রুদ্রনীল ঘোষ | ৪৪,৭৮৬ | ৩৫.১৬ | ২৮,৭১৯ | ||||
১৬০ | রাসবিহারী | তৃণমূল | দেবাশিস কুমার | ৬৫,৭০৪ | ৫২.৭৯ | বিজেপি | লেফট্যানেন্ট জেনারেল (ড.) সুব্রত সাহা | ৪৪,২৯০ | ৩৫.৫৯ | ২১,৪১৪ | ||||
১৬১ | বালিগঞ্জ | তৃণমূল | সুব্রত মুখোপাধ্যায় | ১,০৬,৫৮৫ | ৭০.৬ | বিজেপি | লোকনাথ চট্টোপাধ্যায় | ৩১,২২৬ | ২০.৬৮ | ৭৫,৩৫৯ | ||||
১৬২ | চৌরঙ্গি | তৃণমূল | নয়না বন্দ্যোপাধ্যায় | ৭০,১০১ | ৬২.৮৭ | বিজেপি | দেবদত্ত মাজি | ২৪,৭৫৭ | ২২.২ | ৪৫,৩৪৪ | ২৯ এপ্রিল, ২০২১ | |||
১৬৩ | এন্টালি | তৃণমূল | স্বর্ণকমল সাহা | ১,০১,৭০৯ | ৬৪.৮৩ | বিজেপি | প্রিয়াঙ্কা টাইবারওয়াল | ৪৩,৪৫২ | ২৭.৭ | ৫৮,২৫৭ | ||||
১৬৪ | বেলেঘাটা | তৃণমূল | পরেশ পাল | ১,০৩,১৮২ | ৬৫.১ | বিজেপি | কাশীনাথ বিশ্বাস | ৩৬,০৪২ | ২২.৭৪ | ৬৭,১৪০ | ||||
১৬৫ | জোড়াসাঁকো | তৃণমূল | বিবেক গুপ্ত | ৫২,১২৩ | ৫২.৬৭ | বিজেপি | মীনা দেবী পুরোহিত | ৩৯,৩৮০ | ৩৯.৮ | ১২,৭৪৩ | ||||
১৬৬ | শ্যামপুকুর | তৃণমূল | ড. শশী পাঁজা | ৫৫,৭৮৫ | ৫৪.১৮ | বিজেপি | সন্দীপন বিশ্বাস | ৩৩,২৬৫ | ৩২.৩১ | ২২,৫২০ | ||||
১৬৭ | মানিকতলা | তৃণমূল | সাধন পাণ্ডে | ৬৭,৫৭৭ | ৫০.৮২ | বিজেপি | কল্যাণ চৌবে | ৪৭,৩৩৯ | ৩৫.৬ | ২০,২৩৮ | ||||
১৬৮ | কাশীপুর-বেলগাছিয়া | তৃণমূল | অতীন ঘোষ | ৭৬,১৮২ | ৫৬.৪৮ | বিজেপি | শিবাজী সিংহ রায় | ৪০,৭৯২ | ৩০.২৪ | ৩৫,৩৯০ | ||||
হাওড়া জেলা | ||||||||||||||
১৬৯ | বালি | তৃণমূল | রানা চট্টোপাধ্যায় | ৫৩,৩৪৭ | ৪২.৩৮ | বিজেপি | বৈশালী ডালমিয়া | ৪৭,১১০ | ৩৭.৪৩ | ৬,২৩৭ | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৭০ | হাওড়া উত্তর | তৃণমূল | গৌতম চৌধুরী | ৭১,৫৭৫ | ৪৭.৮১ | বিজেপি | উমেশ রাই | ৬৬,০৫৩ | ৪৪.১২ | ৫,৫২২ | ||||
১৭১ | হাওড়া মধ্য | তৃণমূল | অরূপ রায় | ১,১১,৫৫৪ | ৫৭.১৬ | বিজেপি | সঞ্জয় সিং | ৬৫,০০৭ | ৩৩.৩১ | ৪৬,৫৪৭ | ||||
১৭২ | শিবপুর | তৃণমূল | মনোজ তিওয়ারি | ৯২,৩৭২ | ৫০.৬৯ | বিজেপি | রথীন চক্রবর্তী | ৫৯,৭৬৯ | ৩২.৮ | ৩২,৬০৩ | ||||
১৭৩ | হাওড়া দক্ষিণ | তৃণমূল | নন্দিতা চৌধুরী | ১,১৬,৮৩৯ | ৫৩.৮৫ | বিজেপি | রন্তিদেব সেনগুপ্ত | ৬৬,২৭০ | ৩০.৫৫ | ৫০,৫৬৯ | ||||
১৭৪ | সাঁকরাইল (তফসিলি জাতি) |
তৃণমূল | প্রিয়া পাল | ১,১১,৮৮৮ | ৫০.৩৭ | বিজেপি | প্রভাকর পণ্ডিত | ৭১,৪৬১ | ৩২.১৭ | ৪০,৪২৭ | ||||
১৭৫ | পাঁচলা | তৃণমূল | গুলশান মালিক | ১,০৪,৫৭২ | ৪৮.১৯ | বিজেপি | মোহিতলাল ঘাঁটী | ৭১,৮২১ | ৩৩.১ | ৩২,৭৫১ | ||||
১৭৬ | উলুবেড়িয়া পূর্ব | তৃণমূল | বিদেশরঞ্জন বসু | ৮৬,৫২৬ | ৪৪.৮৩ | বিজেপি | প্রত্যুষ মণ্ডল | ৬৯,৪০০ | ৩৫.৯৫ | ১৭,১২৬ | ||||
১৭৭ | উলুবেড়িয়া উত্তর (তফসিলি জাতি) |
তৃণমূল | ড. নির্মল মাজি | ৯১,৫০১ | ৪৯.২৫ | বিজেপি | চিরণ বেরা | ৭০,৪৯৮ | ৩৭.৯৫ | ২১,০০৩ | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৭৮ | উলুবেড়িয়া দক্ষিণ | তৃণমূল | পুলক রায় | ১,০১,৮৮০ | ৫০.৩৭ | বিজেপি | পাপিয়া দে (অধিকারী) | ৭৩,৪৪২ | ৩৬.৩১ | ২৮,৪৩৮ | ||||
১৭৯ | শ্যামপুর | তৃণমূল | কালীপদ মণ্ডল | ১,১৪,৮০৪ | ৫১.৭৪ | বিজেপি | তনুশ্রী চক্রবর্তী | ৮৩,২৯৩ | ৩৭.৫৪ | ৩১,৫১১ | ||||
১৮০ | বাগনান | তৃণমূল | অরুণাভ সেন (রাজা) | ১,০৬,০৪২ | ৫৩.০৪ | বিজেপি | অনুপম মল্লিক | ৭৫,৯২২ | ৩৭.৯৭ | ৩০,১২০ | ||||
১৮১ | আমতা | তৃণমূল | সুকান্ত কুমার পাল | ১,০২,৪৪৫ | ৪৯.০৬ | বিজেপি | দেবতনু ভট্টাচার্য | ৭৬,২৪০ | ৩৬.৫১ | ২৬,২০৫ | ||||
১৮২ | উদয়নারায়ণপুর | তৃণমূল | সমীর কুমার পাঁজা | ১,০১,৫১০ | ৫১.২১ | বিজেপি | সুমিত রঞ্জন কারার | ৮৭,৫১২ | ৪৪.১৫ | ১৩,৯৯৮ | ||||
১৮৩ | জগৎবল্লভপুর | তৃণমূল | সীতানাথ ঘোষ | ১,১৬,৫৬২ | ৪৯.৪৫ | বিজেপি | অনুপম ঘোষ | ৮৭,৩৬৬ | ৩৭.০৬ | ২৯,১৯৬ | ||||
১৮৪ | ডোমজুড় | তৃণমূল | কল্যাণ ঘোষ | ১,৩০,৪৯৯ | ৫২ | বিজেপি | রাজীব বন্দ্যোপাধ্যায় | ৮৭,৮৭৯ | ৩৫.০১ | ৪২,৬২০ | ১০ এপ্রিল, ২০২১ | |||
হুগলি জেলা | ||||||||||||||
১৮৫ | উত্তরপাড়া | তৃণমূল | কাঞ্চন মল্লিক | ৯৩,৮৭৮ | ৪৬.৯৬ | বিজেপি | প্রবীর কুমার ঘোষাল | ৫৭,৮৮৯ | ২৮.৯৬ | ৩৫,৯৮৯ | ১০ এপ্রিল, ২০২১ | |||
১৮৬ | শ্রীরামপুর | তৃণমূল | ড. সুদীপ্ত রায় | ৯৩,০২১ | ৪৯.৪৬ | বিজেপি | কবির শঙ্কর বসু | ৬৯,৫৮৮ | ৩৭ | ২৩,৪৩৩ | ||||
১৮৭ | চাঁপদানি | তৃণমূল | অরিন্দম গুঁই (বুবাই) | ১,০০,৯৭২ | ৫০.২ | বিজেপি | দিলীপ সিং | ৭০,৮৯৪ | ৩৫.২৫ | ৩০,০৭৮ | ||||
১৮৮ | সিঙ্গুর | তৃণমূল | বেচারাম মান্না | ১,০১,০৭৭ | ৪৮.১৫ | বিজেপি | রবীন্দ্রনাথ ভট্টাচার্য | ৭৫,১৫৪ | ৩৫.৮ | ২৫,৯২৩ | ||||
১৮৯ | চন্দননগর | তৃণমূল | ইন্দ্রনীল সেন | ৮৬,৭৭৮ | ৪৭.৬৩ | বিজেপি | দীপাঞ্জন কুমার গুহ | ৫৫,৭৪৯ | ৩০.৬ | ৩১,০২৯ | ||||
১৯০ | চুঁচুড়া | তৃণমূল | অসিত মজুমদার (তপন) | ১,১৭,১০৪ | ৪৫.৯৭ | বিজেপি | লকেট চট্টোপাধ্যায় | ৯৮,৬৮৭ | ৩৮.৭৪ | ১৮,৪১৭ | ||||
১৯১ | বলাগড় (তফসিলি জাতি) |
তৃণমূল | মনোরঞ্জন ব্যাপারী | ১,০০,৩৬৪ | ৪৫.৬৩ | বিজেপি | সুভাষচন্দ্র হালদার | ৯৪,৫৮০ | ৪৩ | ৫,৭৮৪ | ||||
১৯২ | পান্ডুয়া | তৃণমূল | ড. রত্না দে নাগ | ১,০২,৮৭৪ | ৪৫.৯৯ | বিজেপি | পার্থ শর্মা | ৭১,০১৬ | ৩১.৭৫ | ৩১,৮৫৮ | ||||
১৯৩ | সপ্তগ্রাম | তৃণমূল | তপন দাশগুপ্ত | ৯৩,৩২৮ | ৪৮.৫৬ | বিজেপি | দেবব্রত বিশ্বাস | ৮৩,৫৫৬ | ৪৩.৪৮ | ৯,৭৭২ | ||||
১৯৪ | চণ্ডীতলা | তৃণমূল | স্বাতী খোন্দকার | ১,০৩,১১৮ | ৪৯.৭৯ | বিজেপি | দেবাশিস দাশগুপ্ত (যশ দাশগুপ্ত) | ৬১,৭৭১ | ২৯.৮৩ | ৪১,৩৪৭ | ||||
১৯৫ | জাঙ্গিপাড়া | তৃণমূল | স্নেহাশিস চক্রবর্তী | ১,০১,৮৮৫ | ৪৮.৪২ | বিজেপি | দেবজিৎ সরকার | ৮৩,৯৫৯ | ৩৯.৯ | ১৭,৯২৬ | ৬ এপ্রিল, ২০২১ | |||
১৯৬ | হরিপাল | তৃণমূল | ড. করবী মান্না | ১,১০,২১৫ | ৪৯.৯২ | বিজেপি | সমীরণ মিত্র | ৮৭,১৪৩ | ৩৯.৪৭ | ২৩,০৭২ | ||||
১৯৭ | ধনেখালি (তফসিলি জাতি) |
তৃণমূল | অসীমা পাত্র | ১,২৪,৭৭৬ | ৫৩.৩৬ | বিজেপি | তুষার কুমার মজুমদার | ৯৪,৬১৭ | ৪০.৪৬ | ৩০,১৫৯ | ||||
১৯৮ | তারকেশ্বর | তৃণমূল | রামেন্দু সিংহরায় | ৯৬,৬৯৮ | ৪৬.৯৬ | বিজেপি | ড. স্বপন দাশগুপ্ত | ৮৯,২১৪ | ৪৩.৩৩ | ৭,৪৮৪ | ||||
১৯৯ | পুরশুড়া | বিজেপি | বিমান ঘোষ | ১,১৯,৩৩৪ | ৫৩.৫ | তৃণমূল | দিলীপ যাদব | ৯১,১৫৬ | ৪০.৮৬ | ২৮,১৭৮ | ||||
২০০ | আরামবাগ (তফসিলি জাতি) |
বিজেপি | মধুসূদন বাগ | ১,০৩,১০৮ | ৪৬.৮৮ | তৃণমূল | সুজাতা মণ্ডল | ৯৫,৯৩৬ | ৪৩.৬২ | ৭,১৭২ | ||||
২০১ | গোঘাট (তফসিলি জাতি) |
বিজেপি | বিশ্বনাথ কারক | ১,০২,২২৭ | ৪৬.৫৬ | তৃণমূল | মানস মজুমদার | ৯৮,০৮০ | ৪৪.৬৭ | ৪,১৪৭ | ||||
২০২ | খানাকুল | বিজেপি | সুশান্ত ঘোষ | ১,০৭,৪০৩ | ৪৯.২৭ | তৃণমূল | মুন্সি নাজবুল করিম | ৯৪,৫১৯ | ৪৩.৩৬ | ১২,৮৮৪ | ||||
পূর্ব মেদিনীপুর জেলা | ||||||||||||||
২০৩ | তমলুক | তৃণমূল | সৌমেন শেখর করমহাপাত্র | ১,০৮,২৪৩ | ৪৫.৮৬ | বিজেপি | হরেকৃষ্ণ বেরা | ১,০৭,৪৫০ | ৪৫.৫২ | ৭৯৩ | ১ এপ্রিল, ২০২১ | |||
২০৪ | পাঁশকুড়া পূর্ব | তৃণমূল | বিপ্লব রায়চৌধুরী | ৯১,২১৩ | ৪৫.৯৭ | বিজেপি | দেবব্রত পট্টনায়ক | ৮১,৫৫৩ | ৪১.১১ | ৯,৬৬০ | ||||
২০৫ | পাঁশকুড়া পশ্চিম | তৃণমূল | ফিরোজা বিবি | ১,১১,৭০৫ | ৪৭.৭১ | বিজেপি | সিন্টু সেনাপতি | ১,০২,৮১৬ | ৪৩.৯১ | ৮,৮৮৯ | ||||
২০৬ | ময়না | বিজেপি | অশোক দিন্দা | ১,০৮,১০৯ | ৪৮.১৭ | তৃণমূল | সংগ্রাম কুমার দোলই | ১,০৬,৮৪৯ | ৪৭.৬১ | ১,২৬০ | ||||
২০৭ | নন্দকুমার | তৃণমূল | সুকুমার দে | ১,০৮,১৮১ | ৪৭.৬ | বিজেপি | নীলাঞ্জন অধিকারী | ১,০২,৭৭৫ | ৪৫.২২ | ৫,৪০৬ | ||||
২০৮ | মহিষাদল | তৃণমূল | তিলক কুমার চক্রবর্তী | ১,০১,৯৮৬ | ৪৬.৪৯ | বিজেপি | বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় | ৯৯,৬০০ | ৪৫.৪১ | ২,৩৮৬ | ||||
২০৯ | হলদিয়া (তফসিলি জাতি) |
বিজেপি | তাপসী মণ্ডল | ১,০৪,১২৬ | ৪৭.১৫ | তৃণমূল | স্বপন নস্কর | ৮৯,১১৮ | ৪০.৩৬ | ১৫,০০৮ | ||||
২১০ | নন্দীগ্রাম [192][1][193][194] |
৮৮.০১ [195][196] |
বিজেপি | শুভেন্দু অধিকারী | ১,১০,৭৬৪ | ৪৮.৪৯ | তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় | ১,০৮,৮০৮ | ৪৭.৬৪ | ১,৯৫৬ | |||
২১১ | চণ্ডীপুর | তৃণমূল | সোহম চক্রবর্তী | ১,০৯,৭৭০ | ৪৯.৮২ | বিজেপি | পুলককান্তি গুড়িয়া | ৯৬,২৯৮ | ৪৩.৭১ | ১৩,৪৭২ | ||||
২১২ | পটাশপুর | তৃণমূল | উত্তম বারিক | ১,০৫,২৯৯ | ৫০.৪২ | বিজেপি | অম্বুজাক্ষ মোহান্তি | ৯৫,৩০৫ | ৪৫.৬৪ | ৯,৯৯৪ | ২৭ মার্চ, ২০২১ | |||
২১৩ | কাঁথি উত্তর | বিজেপি | সুমিতা সিনহা | ১,১৩,৫২৪ | ৪৯.৭ | তৃণমূল | তরুণ কুমার জানা | ১,০৪,১৯৪ | ৪৫.৬২ | ৯,৩৩০ | ||||
২১৪ | ভগবানপুর | বিজেপি | রবীন্দ্রনাথ মাইতি | ১,২১,৪৮০ | ৫৪.৪৬ | তৃণমূল | অর্ধেন্দু মাইতি | ৯৩,৯৩১ | ৪২.১৯ | ২৭,৫৪৯ | ||||
২১৫ | খেজুরি (তফসিলি জাতি) |
বিজেপি | শান্তনু প্রামাণিক | ১,১০,৪০৭ | ৫১.৯৩ | তৃণমূল | পার্থপ্রতিম দাস | ৯২,৪৪২ | ৪৩.৪৮ | ১৭,৯৬৫ | ||||
২১৬ | কাঁথি দক্ষিণ | বিজেপি | অরূপ কুমার দাস | ৯৮,৪৭৭ | ৫০.৫৮ | তৃণমূল | জ্যোতির্ময় কর | ৮৮,১৮৪ | ৪৫.৩ | ১০,২৯৩ | ||||
২১৭ | রামনগর | তৃণমূল | অখিল গিরি | ১,১২,৬২২ | ৫০.৭২ | বিজেপি | স্বদেশ রঞ্জন নায়ক | ১,০০,১০৫ | ৪৫.০৮ | ১২,৫১৭ | ||||
২১৮ | এগরা | তৃণমূল | তরুণ কুমার মাইতি | ১,২৫,৭৬৩ | ৫২.২২ | বিজেপি | অরূপ দাশ | ১,০৭,২৭২ | ৪৪.৫৫ | ১৮,৪৯১ | ||||
পশ্চিম মেদিনীপুর জেলা | ||||||||||||||
২১৯ | দাঁতন | তৃণমূল | বিক্রমচন্দ্র প্রধান | ৯৪,৬০৯ | ৪৮.১৮ | বিজেপি | শক্তিপদ নায়ক | ৯৩,৮৩৪ | ৪৭.৭৯ | ৭৭৫ | ২৭ মার্চ, ২০২১ | |||
ঝাড়গ্রাম জেলা | ||||||||||||||
২২০ | নয়াগ্রাম (তফসিলি উপজাতি) |
তৃণমূল | দুলাল মুর্মু | ৯৯,৮২৫ | ৫২.৫২ | বিজেপি | বকুল মুর্মু | ৭৭,০৮৯ | ৪০.৫৫ | ২২,৭৩৬ | ২৭ মার্চ, ২০২১ | |||
২২১ | গোপীবল্লভপুর | তৃণমূল | ড. খগেন্দ্রনাথ মাহাত | ১,০২,৭১০ | ৫২.৩৪ | বিজেপি | সঞ্জিত মাহাত | ৭৯,১০৬ | ৪০.৩১ | ২৩,৬০৪ | ||||
২২২ | ঝাড়গ্রাম | তৃণমূল | বীরবাহা হাঁসদা | ১,০৮,০৪৪ | ৫৪.৩৪ | বিজেপি | সুখময় সৎপথী (জহর) | ৭০,০৪৮ | ৩৫.২৩ | ৩৭,৯৯৬ | ||||
পশ্চিম মেদিনীপুর জেলা | ||||||||||||||
২২৩ | কেশিয়াড়ি (তফসিলি উপজাতি) |
তৃণমূল | পরেশ মুর্মু | ১,০৬,৩৬৬ | ৫০.০১ | বিজেপি | সোনালি মুর্মু | ৯১,০৩৬ | ৪২.৮ | ১৫,৩৩০ | ২৭ মার্চ, ২০২১ | |||
২২৪ | খড়গপুর সদর | বিজেপি | হিরণ চট্টোপাধ্যায় | ৭৯,৬০৭ | ৪৬.৪৫ | তৃণমূল | প্রদীপ সরকার | ৭৫,৮৩৬ | ৪৪.২৫ | ৩,৭৭১ | ১ এপ্রিল, ২০২১ | |||
২২৫ | নারায়ণগড় | তৃণমূল | সূর্যকান্ত অট্ট | ১,০০,৮৯৪ | ৪৬.৩৩ | বিজেপি | রামপ্রসাদ গিরি | ৯৮,৪৭৮ | ৪৫.২৩ | ২,৪১৬ | ||||
২২৬ | সবং | তৃণমূল | মানস ভুঁইয়া | ১,১২,০৯৮ | ৪৭.৪৬ | বিজেপি | অমূল্য মাইতি | ১,০২,২৩৪ | ৪৩.২৮ | ৯,৮৬৪ | ||||
২২৭ | পিংলা | তৃণমূল | অজিত মাইতি | ১,১২,৪৩৫ | ৪৯.১৭ | বিজেপি | অন্তরা ভট্টাচার্য | ১,০৫,৭৭৯ | ৪৬.২৬ | ৬,৬৫৬ | ||||
২২৮ | খড়গপুর | তৃণমূল | দিনেন রায় | ১,০৯,৭২৭ | ৫৪.৮৫ | বিজেপি | তপন ভুঁইয়া | ৭৩,৪৯৭ | ৩৬.৭৪ | ৩৬,২৩০ | ২৭ মার্চ, ২০২১ | |||
২২৯ | ডেবড়া | তৃণমূল | হুমায়ুন কবির | ৯৫,৮৫০ | ৪৬.৭৯ | বিজেপি | ভারতী ঘোষ | ৮৪,৬২৪ | ৪১.৩১ | ১১,২২৬ | ১ এপ্রিল, ২০২১ | |||
২৩০ | দাসপুর | তৃণমূল | মমতা ভুঁইয়া | ১,১৪,৭৫৩ | ৫১.৫৮ | বিজেপি | প্রশান্ত বেরা | ৮৭,৯১১ | ৩৯.৫২ | ২৬,৮৪২ | ||||
২৩১ | ঘাটাল | বিজেপি | শীতল কপট | ১,০৫,৮১২ | ৪৬.৯৫ | তৃণমূল | শঙ্কর দোলুই | ১,০৪,৮৪৬ | ৪৬.৫২ | ৯৬৬ | ||||
২৩২ | চন্দ্রকোণা (তফসিলি জাতি) |
তৃণমূল | অরূপ ধাড়া | ১,২১,৮৪৬ | ৪৮.৮৭ | বিজেপি | শিবরাম দাস | ১,১০,৫৬৫ | ৪৪.৩৫ | ১১,২৮১ | ||||
২৩৩ | গড়বেতা | তৃণমূল | উত্তরা সিংহ | ৯৪,৯২৮ | ৪৫.৭১ | বিজেপি | মদন রুইদাস | ৮৪,৩৫৬ | ৪০.৬২ | ১০,৫৭২ | ২৭ মার্চ, ২০২১ | |||
২৩৪ | শালবনী | তৃণমূল | শ্রীকান্ত মাহাত | ১,২৬,০২০ | ৫০.৫৭ | বিজেপি | রাজীব কুন্ডু | ৯৩,৩৭৬ | ৩৭.৪৭ | ৩২,৬৪৪ | ||||
২৩৫ | কেশপুর | তৃণমূল | শিউলি সাহা | ১,১৬,৯৯২ | ৫০.৮১ | বিজেপি | প্রীতিশ রঞ্জন | ৯৬,২৭২ | ৪১.৮২ | ২০,৭২০ | ১ এপ্রিল, ২০২১ | |||
২৩৬ | মেদিনীপুর | তৃণমূল | জুন মালিয়া | ১,২১,১৭৫ | ৫০.৭২ | বিজেপি | শমিত দাশ | ৯৬,৭৭৮ | ৪০.৫১ | ২৪,৩৯৭ | ২৭ মার্চ, ২০২১ | |||
ঝাড়গ্রাম জেলা | ||||||||||||||
২৩৭ | বিনপুর (তফসিলি উপজাতি) |
তৃণমূল | দেবনাথ হাঁসদা | ৯৯,৭৮৬ | ৫৩.১৮ | বিজেপি | পালান সরেন | ৬০,২১৩ | ৩২.০৯ | ৩৯,৫৭৩ | ২৭ মার্চ, ২০২১ | |||
পুরুলিয়া জেলা | ||||||||||||||
২৩৮ | বান্দোয়ান (তফসিলি উপজাতি) |
তৃণমূল | রাজীবলোচন সরেন | ১,১২,১৮৩ | ৪৭.০৭ | বিজেপি | পারসি মুর্মু | ৯৩,২৯৮ | ৩৯.১৪ | ১৮,৮৮৫ | ২৭ মার্চ, ২০২১ | |||
২৩৯ | বলরামপুর | বিজেপি | বাণেশ্বর মাহাতো | ৮৮,৮০৩ | ৪৫.১৭ | তৃণমূল | শান্তিরাম মাহাতো | ৮৮,৫৩০ | ৪৫.০৩ | ২৭৩৩ | ||||
২৪০ | বাঘমুন্ডি | তৃণমূল | সুশান্ত মাহাতো | ৭৫,২৪৫ | ৩৬.৭৬ | আজসু | আশুতোষ মাহাতো | ৬১,৫১০ | ৩০.০৫ | ১৩,৭৩৫ | ||||
২৪১ | জয়পুর | বিজেপি | নরহরি মাহাতো | ৭৩,৭১৩ | ৩৬.৬৬ | কংগ্রেস | ফণিভূষণ কুমার | ৬১,৬১১ | ৩০.৬৪ | ১২,১০২ | ||||
২৪২ | পুরুলিয়া | বিজেপি | সুদীপ কুমার মুখোপাধ্যায় | ৮৮,৮৯৯ | ৪৩.৩৩ | তৃণমূল | সুজয় বন্দ্যোপাধ্যায় | ৮২,১৩৪ | ৪০.১২ | ৬,৫৮৫ | ||||
২৪৩ | মানবাজার (তফসিলি উপজাতি) |
তৃণমূল | সন্ধ্যারানি টুডু | ১,০২,১৬৯ | ৪৮.৩৯ | বিজেপি | গৌরী সিং সর্দার | ৮৬,৬৭৯ | ৪১.০৫ | ১৫,৪৯০ | ||||
২৪৪ | কাশীপুর | বিজেপি | কমলাকান্ত হাঁসদা | ৯২,০৬১ | ৪৭.৬৮ | তৃণমূল | স্বপন কুমার বেলথারিয়া | ৮৪,৮২৯ | ৪৩.৯৩ | ৭,২৪০ | ||||
২৪৫ | পাড়া (তফসিলি জাতি) |
বিজেপি | নদিয়ারচাঁদ বাউড়ি | ৮৬,৯৩০ | ৪৫.০১ | তৃণমূল | উমাপদ বাউড়ি | ৮২,৯৮৬ | ৪২.৯৬ | ৩৯৪৪ | ||||
২৪৬ | রঘুনাথপুর (তফসিলি জাতি) |
বিজেপি | বিবেকানন্দ বাউড়ি | ৯৪,৯৯৪ | ৪৪.৫৯ | তৃণমূল | বউড়ি হাজারি | ৮৯,৬৭১ | ৪২.০৪ | ৫,৩২৩ | ||||
বাঁকুড়া জেলা | ||||||||||||||
২৪৭ | শালতোড়া (তফসিলি জাতি) |
বিজেপি | চন্দনা বাউড়ি | ৯১,৬৪৮ | ৪৫.২৮ | তৃণমূল | সন্তোষ কুমার মণ্ডল | ৮৭,৫০৩ | ৪৩.২৩ | ৪,১৪৫ | ২৭ মার্চ, ২০২১ | |||
২৪৮ | ছাতনা | বিজেপি | সত্যনারায়ণ মুখোপাধ্যায় | ৯০,২৩৩ | ৪৫.৮৪ | তৃণমূল | শুভাশিস বটব্যাল | ৮৩,০৬৯ | ৪২.২০ | ৭,১৬৪ | ||||
২৪৯ | রানিবাঁধ (তফসিলি উপজাতি) |
তৃণমূল | জ্যোৎস্না মান্ডি | ৯০,৯২৮ | ৪৩.০৬ | বিজেপি | ক্ষুদিরাম টুডু | ৮৬,৯৮৯ | ৪১.১৯ | ৩,৯৩৯ | ||||
২৫০ | রাইপুর (তফসিলি উপজাতি) |
তৃণমূল | মৃত্যুঞ্জয় মুর্মু | ১,০১,০৪৩ | ৫১.৯৬ | বিজেপি | সুধাংশু হাঁসদা | ৮১,৬৪৫ | ৪১.৯৮ | ১৯,৩৯৮ | ||||
২৫১ | তালড্যাংড়া | তৃণমূল | অরূপ চক্রবর্তী | ৯২,০২৬ | ৪৫.২৯ | বিজেপি | শ্যামল কুমার সরকার | ৭৯,৬৪৯ | ৩৯.২০ | ১২,৩৭৭ | ১ এপ্রিল, ২০২১ | |||
২৫২ | বাঁকুড়া | বিজেপি | নীলাদ্রিশেখর ডানা | ৯৫,৪৬৬ | ৪৩.৭৯ | তৃণমূল | সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | ৯৩,৯৯৮ | ৪৩.১২ | ১,৪৬৮ | ||||
২৫৩ | বড়জোড়া | তৃণমূল | অলোক মুখোপাধ্যায় | ৯৩,২৯০ | ৪২.৫১ | বিজেপি | সুপ্রীতি চট্টোপাধ্যায় | ৯০,০২১ | ৪১.০২ | ৩,২৬৯ | ||||
২৫৪ | ওন্দা | বিজেপি | অমরনাথ শাখা | ১০,৪৯৪০ | ৪৬.৪৮ | তৃণমূল | অরূপ কুমার খান | ৯৩,৩৮৯ | ৪১.৩৭ | ১১,৫৫১ | ||||
২৫৫ | বিষ্ণুপুর | বিজেপি | তন্ময় ঘোষ | ৮৮,৭৪৩ | ৪৬.৭৯ | তৃণমূল | অর্চিতা বিদ | ৭৭,৬১০ | ৪০.৯২ | ১১,১৩৩ | ||||
২৫৬ | কোতুলপুর (তফসিলি জাতি) |
বিজেপি | হরকালী প্রতিহার | ১০,৬০২২ | ৪৭.৩১ | তৃণমূল | সঙ্গীতা মালিক | ৯৪,২৩৭ | ৪২.০৫ | ১১,৭৮৫ | ||||
২৫৭ | ইন্দাস (তফসিলি জাতি) |
বিজেপি | নির্মল কুমার ধাড়া | ১,০৪,৯৩৬ | ৪৮.০৪ | তৃণমূল | রুনু মেটে | ৯৭,৭১৬ | ৪৪.৭৩ | ৭,২২০ | ||||
২৫৮ | সোনামুখী (তফসিলি জাতি) |
বিজেপি | দিবাকর ঘরামি | ৯৮,১৬১ | ৪৭.২৫ | তৃণমূল | ড শ্যামল সাঁতরা | ৮৭,২৭৩ | ৪২.০১ | ১০,৮৮৮ | ||||
পূর্ব বর্ধমান জেলা | ||||||||||||||
২৫৯ | খণ্ডঘোষ (তফসিলি জাতি) |
তৃণমূল | নবীনচন্দ্র বাগ | ১,০৪,২৬৪ | ৪৭.৮৫ | বিজেপি | বিজন মণ্ডল | ৮৩,৩৭৮ | ৩৮.২৬ | ২০,৮৮৬ | ১৭ এপ্রিল, ২০২১ | |||
২৬০ | বর্ধমান দক্ষিণ | তৃণমূল | খোকন দাস | ৯১,০১৫ | ৪৪.৩২ | বিজেপি | সন্দীপ নন্দী | ৮২,৯১০ | ৪০.৩৮ | ৮,১০৫ | ||||
২৬১ | রায়না (তফসিলি জাতি) |
তৃণমূল | শম্পা ধাড়া | ১,০৮,৭৫২ | ৪৭.৪৬ | বিজেপি | মানিক রায় | ৯০,৫৪৭ | ৩৯.৫১ | ১৮,২০৫ | ||||
২৬২ | জামালপুর (তফসিলি জাতি) |
তৃণমূল | অলোক কুমার মাঝি | ৯৬,৯৯৯ | ৪৬.৯৩ | বিজেপি | বলরাম ব্যাপারি | ৭৯,০২৮ | ৩৮.২৪ | ১৭,৯৭১ | ||||
২৬৩ | মন্তেশ্বর | তৃণমূল | সিদ্দিকুল্লা চৌধুরী | ১,০৫,৪৬০ | ৫০.৪৫ | বিজেপি | সৈকত পাঁজা | ৭৩,৬৫৫ | ৩৫.২৪ | ৩১,৮০৫ | ||||
২৬৪ | কালনা (তফসিলি জাতি) |
তৃণমূল | দেবপ্রসাদ বাগ (পল্টু) | ৯৬,০৭৩ | ৪৫.৯৮ | বিজেপি | বিশ্বজিৎ কুন্ডু | ৮৮,৫৯৫ | ৪২.৪ | ৭,৪৭৮ | ||||
২৬৫ | মেমারি | তৃণমূল | মধুসূদন ভট্টাচার্য | ১,০৪,৮৫১ | ৪৭.৯২ | বিজেপি | ভীষ্মদেব ভট্টাচার্য | ৮১,৭৭৩ | ৩৭.৩৭ | ২৩,০৭৮ | ||||
২৬৬ | বর্ধমান উত্তর (তফসিলি জাতি) |
তৃণমূল | নিশীথ কুমার মালিক | ১,১১,২১১ | ৪৫.৯৭ | বিজেপি | রাধাকান্ত রায় | ৯৩,৯৪৩ | ৩৮.৮৩ | ১৭,২৬৮ | ||||
২৬৭ | ভাতার | তৃণমূল | মনগোবিন্দ অধিকারী | ১,০৮,০২৮ | ৫০.৪৪ | বিজেপি | মহেন্দ্র কোঙার | ৭৬,২৮৭ | ৩৫.৬২ | ৩১,৭৪১ | ২২ এপ্রিল, ২০২১ | |||
২৬৮ | পূর্বস্থলী দক্ষিণ | তৃণমূল | স্বপন দেবনাথ | ১,০৫,৬৯৮ | ৪৯.০৮ | বিজেপি | রাজীব কুমার ভৌমিক | ৮৮,২৮৮ | ৪১ | ১৭,৪১০ | ||||
২৬৯ | পূর্বস্থলী উত্তর | তৃণমূল | তপন চট্টোপাধ্যায় | ৯২,৪২১ | ৪৩.৫২ | বিজেপি | গোবর্ধন দাস | ৮৫,৭১৫ | ৪০.৩৭ | ৬,৭০৬ | ||||
২৭০ | কাটোয়া | তৃণমূল | রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় | ১,০৭,৮৯৪ | ৪৮.০৭ | বিজেপি | শ্যামা মজুমদার | ৯৮,৭৩৯ | ৪৩.৯৯ | ৯,১৫৫ | ||||
২৭১ | কেতুগ্রাম | তৃণমূল | শেখ শাহনাওয়াজ | ১,০০,২২৬ | ৪৬.৫৫ | বিজেপি | অনাদি ঘোষ (মথুরা) | ৮৭,৫৪৩ | ৪০.৬৬ | ১২,৬৮৩ | ||||
২৭২ | মঙ্গলকোট | তৃণমূল | অপূর্ব চৌধুরী (অচল) | ১,০৭,৫৯৬ | ৪৯.৫১ | বিজেপি | রাণা প্রতাপ গোস্বামী | ৮৫,২৫৯ | ৩৯.২৩ | ২২,৩৩৭ | ||||
২৭৩ | আউসগ্রাম (তফসিলি জাতি) |
তৃণমূল | অভেদানন্দ থান্ডের | ১,০০,৩৯২ | ৪৬.২৫ | বিজেপি | কলিতা মাঝি | ৮৮,৫৭৭ | ৪০.৮ | ১১,৮১৫ | ||||
২৭৪ | গলসি (তফসিলি জাতি) |
তৃণমূল | নেপাল ঘোড়ুই | ১,০৯,৫০৪ | ৪৯.২১ | বিজেপি | বিকাশ বিশ্বাস | ৯০,২৪২ | ৪০.৫৫ | ১৯,২৬২ | ||||
পশ্চিম বর্ধমান জেলা | ||||||||||||||
২৭৫ | পাণ্ডবেশ্বর | তৃণমূল | নরেন্দ্রনাথ চক্রবর্তী | ৭৩৯২২ | ৪৪.৯৯ | বিজেপি | জিতেন্দ্র কুমার তিওয়ারি | ৭০১১৯ | ৪২.৬৮ | ৩৮০৩ | ২৬ এপ্রিল, ২০২১ | |||
২৭৬ | দুর্গাপূর পূর্ব | তৃণমূল | প্রদীপ মজুমদার | ৭৯৩০৩ | ৪১.১৬ | বিজেপি | কর্নেল দীপ্তাংশু চৌধুরী | ৭৫৫৫৭ | ৩৯.২১ | ৩৭৪৬ | ||||
২৭৭ | দুর্গাপুর পশ্চিম | বিজেপি | লক্ষ্মণচন্দ্র ঘড়াই | ৯১১৮৬ | ৪৬.৩১ | তৃণমূল | বিশ্বনাথ পাড়িয়াল | ৭৬৫২২ | ৩৮.৮৬ | ১৪৬৬৪ | ||||
২৭৮ | রানিগঞ্জ | তৃণমূল | তাপস বন্দ্যোপাধ্যায় | ৭৮১৬৪ | ৪২.৯০ | বিজেপি | ড. বিজন মুখোপাধ্যায় | ৭৪৬০৮ | ৪০.৯৫ | ৩৫৫৬ | ||||
২৭৯ | জামুড়িয়া | তৃণমূল | হরেরাম সিংহ | ৭১০০২ | ৪২.৫৯ | বিজেপি | তাপস কুমার রায় | ৬২৯৫১ | ৩৭.৭৬ | ৮০৫১ | ||||
২৮০ | আসানসোল দক্ষিণ | বিজেপি | অগ্নিমিত্রা পাল | ৮৭৮৮১ | ৪৫.১৩ | তৃণমূল | সায়নী ঘোষ | ৮৩৩৯৪ | ৪২.৮২ | ৪৪৮৭ | ||||
২৮১ | আসানসোল উত্তর | তৃণমূল | মলয় ঘটক | ১০০৯৩১ | ৫২.৩২ | বিজেপি | কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় | ৭৯৮২১ | ৪১.৩৮ | ২১১১০ | ||||
২৮২ | কুলটি | বিজেপি | অজয় কুমার পোদ্দার | ৮১১১২ | ৪৬.৪১ | তৃণমূল | উজ্জ্বল চট্টোপাধ্যায় | ৮০৪৩৩ | ৪৬.০২ | ৬৭৯ | ||||
২৮৩ | বারাবনি | তৃণমূল | বিধান উপাধ্যায় | ৮৮৪৩০ | ৫২.২৬ | বিজেপি | অরিজিৎ রায় | ৬৪৯৭৩ | ৩৮.৪০ | ২৩৪৫৭ | ||||
বীরভূম জেলা | ||||||||||||||
২৮৪ | দুবরাজপুর (তফসিলি জাতি) |
বিজেপি | অনুপ কুমার সাহা | ৯৮,০৮৩ | ৪৭.৯৪ | তৃণমূল | দেবব্রত সাহা | ৯৪,২২০ | ৪৬.০৫ | ৩,৮৬৩ | ২৯ এপ্রিল, ২০২১ | |||
২৮৫ | সিউড়ি | তৃণমূল | বিকাশ রায়চৌধুরী | ১,০৫,৮৭১ | ৪৮.৪৩ | বিজেপি | জগন্নাথ চট্টোপাধ্যায় | ৯৮,৫৫১ | ৪৫.০৮ | ৭,৩২০ | ||||
২৮৬ | বোলপুর | তৃণমূল | চন্দ্রনাথ সিংহ | ১,১৬,৪৪৩ | ৫০.৫৭ | বিজেপি | অনির্বাণ গঙ্গোপাধ্যায় | ৯৪,১৬৩ | ৪০.৮৯ | ২২,২৮০ | ||||
২৮৭ | নানুর (তফসিলি জাতি) |
তৃণমূল | বিধানচন্দ্র মাঝি | ১,১২,১১৬ | ৪৭.৬৪ | বিজেপি | তারকেশ্বর সাহা | ১,০৫,৪৪৬ | ৪৪.৮১ | ৬৬৭০ | ||||
২৮৮ | লাভপুর | তৃণমূল | অভিজিৎ সিংহ (রানা) | ১,০৮,৪২৩ | ৫১.১৪ | বিজেপি | বিশ্বজিৎ মণ্ডল | ৯০,৪৪৮ | ৪২.৬৬ | ১৭,৯৭৫ | ||||
২৮৯ | সাঁইথিয়া (তফসিলি জাতি) |
তৃণমূল | নীলাবতী সাহা | ১,১০,৫৭২ | ৪৯.৮৪ | বিজেপি | পিয়া সাহা | ৯৫,৩২৯ | ৪২.৯৭ | ১৫,২৪৩ | ||||
২৯০ | ময়ূরেশ্বর | তৃণমূল | অভিজিৎ রায় | ১,০০,৪২৫ | ৫০.৩৬ | বিজেপি | শ্যামাপদ মণ্ডল | ৮৮,৩৫০ | ৪৪.৩ | ১২,০৭৫ | ||||
২৯১ | রামপুরহাট | তৃণমূল | আশিস বন্দ্যোপাধ্যায় | ১,০৩,২৭৬ | ৪৭.৫২ | বিজেপি | শুভাশিস চৌধুরী (খোকন) | ৯৪,৮০৪ | ৪৩.৬২ | ৮,৪৭২ | ||||
২৯২ | হাঁসন | তৃণমূল | ড. অশোক কুমার চট্টোপাধ্যায় | ১,০৮,২৮৯ | ৫১.৪২ | বিজেপি | নিখিল বন্দ্যোপাধ্যায় | ৫৭,৬৭৬ | ২৭.৩৯ | ৫০,৬১৩ | ||||
২৯৩ | নলহাটি | তৃণমূল | রাজেন্দ্রপ্রসাদ সিং (রাজু সিং) | ১,১৭,৪৩৮ | ৫৬.৫৪ | বিজেপি | তাপস কুমার যাদব (আনন্দ যাদব) | ৬০,৫৩৩ | ২৯.১৫ | ৫৬,৯০৫ | ||||
২৯৪ | মুরারই | তৃণমূল | ড. মোশাররফ হোসেন | ১,৪৬,৪৯৬ | ৬৭.২৩ | বিজেপি | দেবাশিস রায় | ৪৮,২৫০ | ২২.১৪ | ৯৮,২৪৬ |
নির্বাচনোত্তর পরিস্থিতি
সরকার গঠন
২০২১ সালের ৫ মে কলকাতার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।[197] এরপর ১০ মে ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যাবিনেট সম্প্রসারিত করেন।[198] মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রীর মধ্যে ১৭ জন ছিলেন নবাগত। এছাড়া মুখ্যমন্ত্রী সহ নয় জন ছিলেন মহিলা, যা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি রেকর্ড।[199][200]
২০২১ সালের ১০ মে শুভেন্দু অধিকারী ২২ জন বিধায়কের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হন।[201][202]
শূন্য আসন ও উপনির্বাচন
ভোটগ্রহণের পরে খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা ফলাফল ঘোষণার আগেই কোভিড-১৯ সংক্রমণে মারা যান।[203] কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন দু’টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র দু’টির দুই প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ২০২১ সালের ১৬ মে করা হয়।[204] এই সিদ্ধান্তকে বিদ্রুপ করে তৃণমূল কংগ্রেস জানায়, "দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল নির্বাচন কমিশনের। কিন্তু যখন বারবার দু’-তিন দফাকে একত্র করে একদিনে ভোট করার দাবি জানানো হয়েছিল, তখন তারা চুপ করে ছিল।"[205] দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য বিধানসভা থেকে পদত্যাগ করেন। তাঁরা দু’জন যথাক্রমে কোচবিহার ও রানাঘাটের সাংসদ এবং সাংসদ পদই ধরে রাখেন।[206] গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর করোনা পরবর্তী অসুখের কারণে মারা যান,ফলে সেখানেও উপনির্বাচন হবে।
প্রতিক্রিয়া ও বিশ্লেষণ
পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফলাফল সারা দেশের মানুষকে বিস্মিত করেছিল। কারণ বিখ্যাত সংস্থাগুলির দ্বারা কৃত জনমত সমীক্ষা ও বুথফেরত সমীক্ষাগুলিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস করা হয়েছিল এবং সমীক্ষাকারী সংস্থাগুলি গড়ে তৃণমূল কংগ্রেস ১৫০টি, বিজেপি ১৪০টি এবং অবশিষ্ট আসনগুলি সংযুক্ত মোর্চা পাবে বলে জানিয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হতে দেখা যায়, তৃণমূল কংগ্রেস ২০০টিরও বেশি আসন জয় করেছে, যা পূর্ববর্তী বিধানসভা নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের বিজিত আসনসংখ্যার তুলনায় কিছু বেশি এবং বিজেপি পূর্ববর্তী বিধানসভা নির্বাচনগুলির তুলনায় ভালো ফল করলেও সামগ্রিকভাবে দলের ফলাফল হতাশাব্যঞ্জক; কারণ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিধানসভা কেন্দ্র-ভিত্তিক আসনসংখ্যার নিরিখে বিজেপি ১২১টি আসনে এগিয়ে ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র অর্গ্যানাইজার-এর ব্যাখ্যা অনুযায়ী, "আমরা যদি ২০১৯ সালের পরিস্থিতির সঙ্গে তুলনা করে দেখি, [তাহলে দেখব] ৬৫টি আসনে [২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা] উভয় নির্বাচনেই বিজেপি জয়লাভ করেছে, ১২টি আসনে বিজেপি ২০১৯ সালে পরাজিত হয়েছিল, কিন্তু ২০২১ সালে জয়লাভ করেছে, কিন্তু ৫৬টি আসনে ২০১৯ সালে বিজেপি জয়লাভ করলেও ২০২১ সালে পরাজিত হয়েছে।"[207][208] সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-সহ অনেক বিরোধী নেতা এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের জয়লাভের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান।[209][210][211][212][213][214][215][216][217][218][219][220][221][222] মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরে বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম ও বাঙালিদের প্রতিরোধ আজকের অনুপ্রেরণা।"[223][224][225][226][227] অনেক নির্বাচন বিশ্লেষকের মতে, ২০১৬ সালে সংযুক্ত মোর্চার (বামফ্রন্ট-কংগ্রেস) বিজিত আসনগুলিতে ২০২১ সালে বিজেপি জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রেসিডেন্সি বিভাগে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল দলের জয়ের অন্যতম প্রধান কারণ। অন্যদিকে জলপাইগুড়ি ও মেদিনীপুর বিভাগে বিজেপি অধিকাংশ আসন জয়ের আশা করলেও বাস্তবে তা করতে না পারায় দলের ফলাফল শোচনীয় হয়।
পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফলাফল অন্য একটি কারণেও বিশেষ গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীর জয়ের গড় ব্যবধান ২৬,৯৬৪ ভোট, যা একটি রেকর্ড। বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের ব্যবধান গড়ে ৩১,৭৬০ ভোট, যা স্বাধীনতার পরে কোনও বিধানসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সর্বোচ্চ জয়ের ব্যবধান।
২০২১ উপনির্বাচন
দুই জন প্রার্থীর মৃত্যুর পর ভারতের নির্বাচন কমিশন সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করে।[47]
ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচনের পরেই পদত্যাগ করেন।[228]
সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে নির্বাচন কমিশন ঘোষণা করে যে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর এবং ফলাফল ঘোষিত হবে ৩ অক্টোবর। শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার তারিখ ধার্য হয় ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর।[229][7][230]
১০ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন।[231][232] ভবানীপুরের উপনির্বাচনে মোট বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।[233][234][235] ভোটকুশলী প্রশান্ত কিশোর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন।[236][237][238][239] কিন্তু তিনি ভোট দেননি।[240][241][242]
তিনটি বিধানসভা কেন্দ্রের সকল বুথের জন্য মোট ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়।[243][244][245][246][247][248] ২৮ সেপ্টেম্বর থেকে ভবানীপুরে ১৪৪ ধারা জারি হয়।[249][250][251][252] ভবানীপুরে নির্বাচনের পূর্বসন্ধ্যায় নির্বাচন কমিশন শুধু এই বিধানসভা কেন্দ্রেই অতিরিক্ত ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।[253][254][255][256]
২৮ সেপ্টেম্বর ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করে যে, অন্যান্য শূন্য বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর এবং ভোটগণনা হবে ২ নভেম্বর।[257][258][259]
৩০ সেপ্টেম্বর প্রথম হিংসাত্মক ঘটনার সংবাদ আসে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জইদুর রহমান এই বিধানসভা কেন্দ্রে একটি বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে অভিযুক্ত হন।[260][261] নির্বাচনের দিন তিনি যখন বুথ পরিদর্শন করছিলেন তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে।[262] কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধুলিয়ান পৌরসভার ২০ নং ওয়ার্ডের বিদায়ী পুরপ্রতিনিধি তথা তৃণমূল কংগ্রেস নেতা হাবিবুর রহমানকে লাথি মারার অভিযোগ ওঠে।[263][264][265] যদিও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনকে বিজেপি প্রার্থী সুজিত দাসের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।[266][267]
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে এলাকায় একাধিক গাড়ি ও বহু লোক নিয়ে ঘোরার জন্য আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।[268][269] তিনি ভুয়ো ভোটার ধরেছেন বলে দাবি করলে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন যে, প্রার্থী হিসেবে তাঁর ভোটারদের পরিচয়পত্র যাচাই করার আইনি অধিকার নেই।[270] বিজেপি দাবি করে যে, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর করেছে।[271] কিন্তু পুলিশ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করে যে, ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না।[272][273] বিজেপি দাবি করেছিল যে, কল্যাণ চৌবে তাদের দলের নির্বাচনী এজেন্ট। কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, আসলে তিনি ছিলেন হিন্দুস্তান আওয়াম মোর্চা দলের এজেন্ট। আরও জানা যায় যে, যে গাড়িতে করি তিনি নির্বাচন কেন্দ্রে ঘুরছিলেন সেটি নির্বাচন কমিশন কর্তৃক নথিভুক্ত করা ছিল না। ভবানীপুরে নির্বাচন চলাকালীন বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২৩টি অভিযোগ দায়ের করে, কিন্তু নির্বাচন কমিশন প্রতিটি অভিযোগই খারিজ করে দেয়।[274][275][276][277][278][279][280]
ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে মোট ৬৯৭,১৬৪ জন ভোটার ভোটদানের অধিকারী ছিলেন।[182][183][248][151][152][281] সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটদানের শতকরা হার ছিল যথাক্রমে ৭৯.৯২ শতাংশ, ৭৭.৬৩ শতাংশ ও ৫৭.০৯ শতাংশ।[282][283][284][285]
৩ অক্টোবর তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার পরে জানা যায় তৃণমূল কংগ্রেস তিনটি আসনেই জয়লাভ করেছে।[286][287] ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর থেকে ৫৮,৮৩৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।[288][289][186] এই ব্যবধান ২০১১ সালের উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ৫৪,২১৩ ভোটের ব্যবধানের রেকর্ডকে ভেঙে দেয়।[290][291] এই উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সবক’টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে, যেখানে পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে ৭০ ও ৭৪ নং ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল।[292][293][294] এই দিনেই তৃণমূল কংগ্রেস পরবর্তী চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।[295][296]
নদিয়া, কোচবিহার জেলা এবং খড়দহ, গোসাবা বিধানসভা কেন্দ্রে আদর্শ আচরণবিধি বলবৎ করা হয়।[297] বাকি উপনির্বাচনগুলির জন্য নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয়।[298][299] উপনির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত ৫৩টি কোম্পানি রাজ্যে আসে।[300][301][302] পরে কমিশন মোট ৯২ কোম্পানি সিএপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেয়।[303][304][305]
দিনহাটা উপনির্বাচনের প্রচারের শেষদিনে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার কোচবিহারের সোনারিতে বিএসএফের সেক্টর সদর দপ্তরে ডিআইজি শৈলেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এর ফলে নতুন বিতর্কের শুরু হয় কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী কেবল আদর্শ আচরণ বিধি বলবৎ থাকার জন্য কোচবিহার জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক পর্যন্ত করতে পারেননি। এর প্রতিক্রিয়া দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফের কাজকর্মের চৌহদ্দি বাড়িয়ে ৫০ কিমি করেছে।[306][307][308] তারই সুযোগ নিয়ে বিজেপি নেতা-নেত্রীরা বিএসএফ কর্তাকে দলে টানতে গিয়েছিলেন।" তৃণমূল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়।[309][310] তৃণমূলের এক প্রতিনিধি দল জেলাশাসকের চেম্বারে গিয়ে অভিযোগ জানায় যে বিএসএফ-বিজেপি সাক্ষাতের কারণে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।[311]
ভোটগ্রহণের দিনে দিনহাটার ২৯৬ নম্বর বুথে এবং খড়দহ ও গোসাবার কিছু বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে।[312][313][314][315] খড়দহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তিনি অভিযোগ করেন, ভোটারদের থেকে অন্যায়ভাবে জোড়া টিকাকরণের সার্টিফিকেট দেখতে চায় কেন্দ্রীয় বাহিনী। প্রিসাইডিং অফিসারকে এই বিষয়টি জানানোর পর সমস্যা মিটে যায়।[316][317] নির্বাচনী প্রচার চলাকালীন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা নিজের প্রচারে প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার ছবি ব্যবহার করেছিলেন।[318][319][320] নির্বাচনের দিনে তিনি দু'জন ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরার দাবি করেন। পরবর্তীকালে জানা যায় ঐ দু'জন ভুয়ো ভোটার ছিলেন না। পরে তিনি পুনরায় একজন ভুয়ো ভোটার ধরার দাবি করলে এবং ঐ ব্যক্তিকে বিজেপি সমর্থকরা হেনস্তা করা শুরু করলে ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ধস্তাধস্তি বেধে যায়।[321] জয় সাহার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তৃণমূল কর্মীদের উপর লাঠি চার্জ করে এবং তাতে প্রয়াত কাজল সিনহার ছেলে আহত হয়।[322][323][324][325] চারটি কেন্দ্রের মধ্যে গোসাবায় ভোটদানের হার সর্বাধিক ছিল।[326][327][328][329][330]
এই ৪টি আসনের ফলাফল ২রা নভেম্বরে ঘোষণা করা হলে দেখা যায়, তৃণমূল কংগ্রেস সবকটি আসনে পরিষ্কার বিজয় লাভ করেছে।[331][332] তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মণ্ডল যথাক্রমে খড়দহ[333][334] এবং গোসাবা[335][336] আসনে বিপুল ভোটে জয়ী হন। উদয়ন গুহ দিনহাটা আসনে ১৬৪,০৮৯ ভোটের রেকর্ড ব্যবধানে জয়লাভ করেন[337][338] ও এমনকি যে বুথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভোট দেন সেখানেও বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে ছিল।[339][340][341][342] শুধু দিনহাটা নয়, তৃণমূল শান্তিপুর আসনটিও (যেখানে তৃণমূল প্রার্থী ছিলেন শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামী বাটি (বাড়ি)-র বংশধর[343] ব্রজকিশোর গোস্বামী) বিজেপির কাছ থেকে যথেষ্ট পরিমাণ ভোটের ব্যবধানে ছিনিয়ে নেয়।[344][345][346]
আরও দেখুন
তথ্যসূত্র
পাদটীকা
- শুধুমাত্র সামশেরগঞ্জের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী[50] ও জঙ্গিপুরের বিপ্লবী সমাজতন্ত্রী দলের প্রার্থীর জন্য।[51]
- ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট হল একটি অ-নথিভুক্ত রাজনৈতিক দল। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই দলটি বিহার-ভিত্তিক রাজনৈতিক দল "রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টি"-র নামে "খাম" প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[75][76]
- সামশেরগঞ্জের কংগ্রেস মনোনীত প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি মনোনীত প্রার্থী প্রদীপ নন্দী - এই দু'জন প্রার্থীর মৃত্যুর কারণে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসন দু'টির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। উক্ত আসনগুলিতে নির্বাচনের তারিখ হিসেবে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত হওয়ার পর সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। ফলে কংগ্রেসকে ঘোষণা করতে হয়েছিল যে তারা ওই আসনে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ মোদস্সর হোসেনকে সমর্থন করবে। পরে অবশ্য জইদুর রহমান নির্বাচনে লড়তে সম্মতি জানান। আরএসপি জঙ্গিপুরে জানে আলম মিঞাকে তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল।[105][106][107][108][109][110]
- সমর হাজরা মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সদস্য। যদিও তিনি সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।[111]
সূত্রনির্দেশ
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "বিজেপি প্রিপেয়ারিং ব্লুপ্রিন্ট ফর ২০২১ ওয়েস্ট বেঙ্গল পোলস" [বিজেপি ২০২১ পশ্চিমবঙ্গ নির্বাচনের নীল নকশা প্রস্তুত করছে]। ইকোনমিক টাইমস। ৯ জুন ২০১৯। ১৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- "বাংলার নির্বাচন: করোনায় প্রার্থীর মৃত্যুতে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট পিছিয়ে ১৬ মে, জানাল কমিশন"। আনন্দবাজার পত্রিকা। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২।
- "EC announces bypoll schedule for 3 West Bengal seats, relief for Mamata Banerjee | India News – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩।
- "আর্টিকল ১৬৮ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ১৯৪৯" [১৯৪৯ সালের ভারতের সংবিধানে ১৬৮ নং ধারা]। ইন্ডিয়ানকানুন.অর্গ। ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- "টার্মস অফ দ্য হাউসেস" [কক্ষসমূহের মেয়াদ]। ভারতের নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৫।
- "পশ্চিমবঙ্গ সাধারণ বিধানসভা নির্বাচন"। ভারতের নির্বাচন কমিশন। ১৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- "ইলেকশন রেজাল্টস ২০১৯ ওয়েস্ট বেঙ্গল: টিএমসি উইনস ২২ সিটস, ফেসেস স্টিফ ব্যাটেল ফ্রম বিজেপি" [পশ্চিমবঙ্গে ২০১৯ নির্বাচনের ফলাফল: তৃণমূল ২২টি আসন জয় করেছে, বিজেপির সঙ্গে কঠিন যুদ্ধের সম্মুখীন হয়েছে]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৩।
- রোমিতা দত্ত, হোয়াই নো ওয়ান উইল ডজ দ্য সিএএ ফায়ার ইন বেঙ্গল (বাংলায় কেন কেউ সিএএ আগুনে জল ঢালবে না) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০২-০৫ তারিখে, ইন্ডিয়া টুডে, ১০ জানুয়ারি ২০২০।
- এম. এন., পার্থ (৩১ মার্চ ২০২১)। "ওয়াই এক্স-কমিউনিস্টস আর জয়েনিং মোদি'জ বিজেপি ইন ইন্ডিয়া'জ ওয়েস্ট বেঙ্গল" [ভারতের পশ্চিমবঙ্গে প্রাক্তন কমিউনিস্টরা কেন মোদির বিজেপিতে যোগ দিচ্ছেন]। ডব্লিউডব্লিউডব্লিউ.আলজাজিরা.কম। ২০২১-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- কুমার, সজ্জন (৫ ফেব্রুয়ারি ২০২১)। "হাও বিজেপি টার্নড ওয়েস্ট বেঙ্গল'স লেফট সাপোর্ট বেস ইন দেয়ার ফেবার" [বিজেপি কীভাবে পশ্চিমবঙ্গের বাম সমর্থনের ভিত্তি নিজেদের অনুকূলে আনছে]। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২১-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- সহায়, মোহন (১০ মার্চ ২০২১)। "ভিউ: লেফট হেল্পিং বিজেপি বাই ডিফল্ট ইন ওয়েস্ট বেঙ্গল" [দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গে বামেরা বিনা আয়াসেই বিজেপিকে সাহায্য করছে]। The Economic Times। ১১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "আ টেল অফ টু ডিজাস্টারস: আমফান অ্যান্ড কোভিড-১৯ হাভ ডেন্টেড মমতা'জ পলিটিক্যাল ডোমিনেন্স ইন ওয়েস্ট বেঙ্গল" [দুই বিপর্যয়ের এক কাহিনি: আমফান ও কোভিড-১৯ পশ্চিমবঙ্গে মমতার রাজনৈতিক প্রাধান্য আঘাত করল]। ডব্লিউডব্লিউডব্লিউ.টাইমসনাওনিউজ.কম। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- তিওয়ারি, রুহি (২০২০-০৫-০৫)। "মমতা'জ কোভিড পলিটিকস ইজ বেনেফিটিং মোদি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল'স ইলেকশন ইজন'ট দ্যাট ফার" [মমতার কোভিড রাজনীতি মোদির সুবিধা করে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচন অত দূরে নয়]। দ্য প্রিন্ট। ২০২০-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "হাও ক্যান মমতা ব্যানার্জি'স টিএমসি রিকভার লস্ট পলিটিক্যাল গ্রাউন্ড আফটার 'ফাজিং' কোভিড নাম্বারস?" [কোভিড সংখ্যায় ‘গোঁজামিল’ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কীভাবে হারানো রাজনৈতিক জমি ফিরে পাবে?]। দ্য প্রিন্ট। ২০২০-০৫-০৬। ৩০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "টিএমসি, বিজেপি ব্লেম গেম ওভার স্পাইরালিং কোভিড-১৯ কেসেস" [কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি নিয়ে তৃণমূল, বিজেপির দোষারোপের খেলা]। @বিজনেসলাইন। ১৯ এপ্রিল ২০২১। ২১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১।
- রঞ্জন, অভিনব (২০২১-০৪-২১)। "মমতা ফেসেস রিয়েলিটি চেক ফ্রম বিজেপি ডে আফটার কোয়েশ্চনিং সেন্টার'স ভ্যাকসিন পলিসি" [কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তোলার পরেই বিজেপির থেকে বাস্তবতা পরীক্ষার আহ্বানের সম্মুখীন হলেন মমতা]। ইন্ডিয়া টিভি। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২।
- বসু, প্রতিম রঞ্জন। "হাও সাইক্লোন আমফান অ্যাডস আ নিউ টুইস্ট টু দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস" [কীভাবে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গ নির্বাচনে নতুন মোড় যোগ করল]। @বিজনেসলাইন। ৩০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "পলিটিক্যাল স্টর্ম টিএমসি ওভার পোস্ট সাইক্লোন মিসম্যানেজমেন্ট" [ঘূর্ণিঝড়-পরবর্তী অব্যবস্থাপনা নিয়ে তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক ঝড়]। দ্য সানডে গার্জিয়ান লাইভ। ২০২০-০৫-৩০। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- চট্টোপাধ্যায়, সুহৃদ শঙ্কর। "আমফান: রিলিফ অ্যাজ ডিজাস্টার" [আমফান: বিপর্যয়ের রূপে ত্রাণ]। ফ্রন্টলাইন। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- দাস, মধুপর্ণা (২০২০-০৬-৩০)। "মমতা গভর্নমেন্ট নাও ইন ট্রাবল ওভার আমফান রিলিফ 'স্ক্যাম', আফটার কাট-মানি অ্যান্ড পিডিএস কোরাপশন" [কাটমানি পিডিএস দুর্নীতির পর মমতার সরকার এখন আমফান ত্রাণ ‘কেলেংকারি’ নিয়ে সমস্যায়]। দ্য প্রিন্ট। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "সাইক্লোন 'আমফান': প্রোটেস্টস অ্যাক্রস কলকাতা অ্যাজ পাওয়ার, ওয়াটার ক্রাইসিস কন্টিনিউজ" [ঘূর্ণিঝড় ‘আমফান’: বিদ্যুৎ ও জলের সমস্যার সুরাহা না হওয়ায় কলকাতায় প্রতিবাদ আন্দোলন]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "প্রোটেস্টস ওভার সাইক্লোন আমফান রিলিফ ডিস্ট্রিবিউশন কন্টিনিউ ইন মেনি ডব্লিউবি এরিয়াজ" [পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ঘূর্ণিঝড় আমফান ত্রাণ বণ্টন নিয়ে প্রতিবাদ চলছে]। আউটলুক ইন্ডিয়া। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "সাইক্লোন আমফান আ ক্যাটালিস্ট ফর বিজেপি'জ নিউ পোল স্ট্র্যাটেজি ইন বেঙ্গল" [বাংলায় বিজেপির নতুন নির্বাচনী রণকৌশলের একটি অনুঘটক ঘূর্ণিঝড় আমফান]। হিন্দুস্তান টাইমস। ২০২০-০৬-১৩। ১৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- চট্টোপাধ্যায়, সুহৃদ শঙ্কর। "বেঙ্গল অপোজিশন লিডারস মিট সেন্ট্রাল টিম, রেইজ কনসার্নস ওভার সাইক্লোন রিলিফ ডিস্ট্রিবিউশন" [বাংলার বিরোধী নেতারা কেন্দ্রীয় দলের সঙ্গে সাক্ষাৎ করলেন, ঘূর্ণিঝড় ত্রাণ বণ্টন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরলেন]। ফ্রন্টলাইন। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- কৌশিক দেকা, হু ইজ (নট) আ সিটিজেন? (কে নাগরিক (নয়)?) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০২-০৪ তারিখে, ইন্ডিয়া টুডে, ১০ জানুয়ারি ২০২০।
- অ্যামেন্ডেড সিটিজেনশিপ ল উইল শিল্ড হিন্দুজ হোয়েন এনআরসি উইল বি রোলড আউট, সেজ বিজেপি’জ বেঙ্গলি বুকলেট (সংশোধিত নাগরিকত্ব আইন জাতীয় নাগরিকপঞ্জি প্রয়োগ কালে হিন্দুদের নিরাপত্তা দেবে, বিজেপির বাংলা পুস্তিকায় বলা হল) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০২১ তারিখে, স্ক্রোল, ৭ জানুয়ারি ২০২০
- এনআরসি নেক্সট, সেজ বিজেপি’জ বেঙ্গলি বুকলেট অন সিএএ (এরপর জাতীয় নাগরিকপঞ্জি, সিএএ নিয়ে বিজেপির বাংলা পুস্তিকা বলছে), দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ৭ জানুয়ারি ২০২০।
- "পোলারাইজেশন পলিটিকস পিকস ইন ব্যাটেলগ্রাউন্ড বেঙ্গল" [বাংলার যুদ্ধক্ষেত্রে মেরুকরণের রাজনীতির উত্থান]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনস ২০২১: হোয়াই আই ভোটেড বিজেপি? ইট'স ইন মাই নেম, সেজ ভোটার" [পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১: কেন আমি বিজেপিকে ভোট দিয়েছি? এটা আমার নামেই আছে, বললেল ভোটার]। ডব্লিউডব্লিউডব্লিউ.টেলিগ্রাফইন্ডিয়া.কম। ২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "ওয়েস্ট বেঙ্গল: ইন্ডিয়া'জ পিএম মোদি ফেসেস বিগ ইলেকটোরাল টেস্ট" [পশ্চিমবঙ্গ: ভারতের প্রধানমন্ত্রী মোদি বড়ো নির্বাচনী পরীক্ষার সম্মুখীন]। এএমপি.ডিডব্লিউ.কম। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "দ্য সাবঅলটার্ন শিফট: হোয়াই বেঙ্গল ইজ টকিং অ্যাবাউট কাস্টস দিস ইলেকশন সিজন" [সাবঅলটার্ন পরিবর্তন: এই নির্বাচনী মরসুমে কেন বাংলা জাতপাত নিয়ে কথা বলছে]। নিউজ১৮। ২২ মার্চ ২০২১। ২২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- বন্দ্যোপাধ্যায়, শেখর (২০২১-০৪-০১)। "দ্য রিটার্ন অফ কাস্ট টু বেঙ্গল" [বাংলায় জাতপাতের প্রত্যাবর্তন]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "টিএমসি, বিজেপি টাসল টু উ দলিতস অ্যাজ বেঙ্গল পলিটিকস সিজ ক্লাস- টু-কাস্ট শিফট" [বাংলার রাজনীতি শ্রেণি থেকে জাতপাতে পরিবর্তন প্রত্যক্ষ করায় তৃণমূল কংগ্রেস, বিজেপির মধ্যে দলিতদের তুষ্ট করার প্রতিযোগিতা]। দি ইকোনমিক টাইমস। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০১।
- "বেঙ্গল পোলস ২০২১: 'আউটসাইডার' ট্যাগ ক্লিংগস টু বিজেপি" [বাংলার নির্বাচন ২০২১: বিজেপির গায়ে ‘বহিরাগত’ তকমা লেগে রয়েছে]। ডব্লিউডব্লিউডব্লিউ.টেলিগ্রাফইন্ডিয়া.কম। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "দ্য 'ডটার অফ বেঙ্গল' টেকিং অন ইন্ডিয়া'জ পিএম" [ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘বাংলার মেয়ে’]। বিবিসি নিউজ। ২০২১-০৪-০১। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "ইন নন্দীগ্রাম, মমতা ব্যানার্জি ব্যাটেলস "আউটসাইডার" ট্যাগ"। এনডিটিভি.কম। ২৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২। অজানা প্যারামিটার
|2=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - দত্ত, প্রভাস কে. (২০ নভেম্বর ২০২০)। "হোয়াই বিজেপি ইজ নট দি অনলি চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি ফেসেস ইন বেঙ্গল" [কেন বাংলায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চ্যালেঞ্জ নয়]। ইন্ডিয়া টুডে। ২০২০-১১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২০।
- "ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চেস ম্যাসিভ দুয়ারে সরকার আউটরিচ ক্যাম্পেইন" [পশ্চিমবঙ্গ সরকার প্রকাণ্ড দুয়ারে সরকার জনসংযোগ প্রচারাভিযান শুরু করল]। এনডিটিভি। ১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১।
- "'দুয়ারে সরকার' ড্রাইভ লঞ্চড ইন বেঙ্গল ফর গভর্নমেন্ট অ্যাট ডোরস্টেপ, বিজেপি সেজ পাবলিক ফান্ডস ইউজড টু ক্যাম্পেইন" [বাংলায় দরজায় সরকারের জন্য ‘দুয়ারে সরকার’ অভিযান শুরু, বিজেপি বলল জনগণের টাকা প্রচারের কাজে লাগানো হচ্ছে]। ইন্ডিয়ান এক্সপ্রেস। ২ ডিসেম্বর ২০২০। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
- "অ্যাসেম্বলি ইলেকশনস ২০২১ ডেটস লাইভ: ইসি অ্যানাউন্সেস পোল ডেটস ফর বেঙ্গল, কেরল, টিএন অ্যান্ড অসম; কাউন্টিং অন মে ২" [বিধানসভা নির্বাচন ২০২১-এর তারিখ সরাসরি: নির্বাচন কমিশন বাংলা, কেরল, তামিলনাড়ু ও অসমের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করল, ভোটগণনা ২ মে]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২১-০২-২৬। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৬।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ডেটস ২০২১: এইট-ফেজ পোলিং টু স্টার্ট অন মার্চ ২৭, রেজাল্টস অন মে ২" [পশ্চিমবঙ্গ নির্বাচনের তারিখ ২০২১: ২৭ মার্চ থেকে আট-পর্যায়ের ভোটগ্রহণ শুরু হবে, ফলাফল ঘোষিত হবে ২ মে]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৬।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ২০২১: 'টিএমসি ওয়ার্কারস অ্যাকমপ্যানি ভোটারস ইনসাইড পোলিং বুথ', ইসি অর্ডারস রি-পোলিং" [পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২১: ‘তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের সঙ্গে নিয়ে ভোটগ্রহণ বুথে প্রবেশ করে’, নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের আদেশ দিল]। দ্য ফাইনানশিয়াল এক্সপ্রেস। ২০২১-০৪-০৯। ৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৯।
- "ইসি পুটস অফ পোল অ্যাট বেঙ্গল'স জঙ্গিপুর অ্যান্ড সামশেরগঞ্জ সিটস ফলোয়িং ডেথ অফ ২ ক্যান্ডিডেটস" [২ প্রার্থীর মৃত্যুর পরে নির্বাচন কমিশন বাংলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নির্বাচন স্থগিত ঘোষণা করল]। ইন্ডিয়া টুডে। ১৮ এপ্রিল ২০২১। ২০২১-০৪-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- "বাইপোলস ইন টু মুর্শিদাবাদ কনস্টিটুয়েন্সিজ অন মে ১৩, মুসলিমস সিক চেঞ্জ" [মুর্শিদাবাদের দুই কেন্দ্রের উপনির্বাচন ১৩ মে, মুসলমানেরা পরিবর্তন চাইছে]। ডব্লিউডব্লিউডব্লিউ.টেলিগ্রাফইন্ডিয়া.কম। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২০।
- "বাংলার নির্বাচন: করোনায় প্রার্থীর মৃত্যুতে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট পিছিয়ে ১৬ মে, জানাল কমিশন"। আনন্দবাজার পত্রিকা। ২২ এপ্রিল ২০২১। ২৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১।
- "ইসিআই রিভাইজড গেজেটেড নোটিফিকেশন ৫৬-সামশেরগঞ্জ" [ভারতের নির্বাচন কমিশন ৫৬-সামশেরগঞ্জের জন্য গেজেটেড বিজ্ঞপ্তি সংশোধন করল] (পিডিএফ)। ১৯ এপ্রিল ২০২১। ২১ এপ্রিল ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- "ইসিআই রিভাইজড গেজেটেড নোটিফিকেশন ৫৮-জঙ্গিপুর" [ভারতের নির্বাচন কমিশন ৫৮-জঙ্গিপুরের জন্য গেজেটেড বিজ্ঞপ্তি সংশোধন করল] (পিডিএফ)। ১৯ এপ্রিল ২০২১। ২১ এপ্রিল ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- দ্য টেলিগ্রাফ. হিল অ্যাসেম্বলি সিটস সেট ফর বাইপোলার কনটেস্ট (পার্বত্য বিধানসভা কেন্দ্রগুলি দ্বিমুখী প্রতিযোগিতার জন্য প্রস্তুত) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০২১ তারিখে
- "মমতা ব্যানার্জি সেটস অ্যাসাইড ৩ দার্জিলিং সিটস বাট জিজেএম ফ্যাকশনস রিমেইন ডিভাইডেড" [মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙের ৩টি আসন ছেড়ে দিলেন[,] কিন্তু জিজেএম গোষ্ঠীগুলি বিভক্তই রয়ে গেল]। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৬। ২৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "শিব সেনা উডন'ট কনটেস্ট ওয়েস্ট বেঙ্গল পোলস, স্ট্যান্ডস ইন সলিডারিটি উইথ 'বেঙ্গল টাইগ্রেস' মমতা: সঞ্জয় রাউত" [শিবসেনা পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, ‘বাংলার বাঘিনী’ মমতার সঙ্গে সহযোগিতা করবে: সঞ্জয় রাউত]। ডব্লিউডব্লিউডব্লিউ.টাইমসনাওনিউজ.কম (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৫।
- "পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২১: ভোটে অংশ নিতে পারবেন না জয়পুরের তৃণমূল প্রার্থী, ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গল বেঞ্চের নির্দেশ"। এবিপি আনন্দ। ২০২১-০৩-১২। ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- "পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২১: পুরুলিয়ায় জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন তৃণমূলের"। এবিপি আনন্দ। ২০২১-০৩-১৬। ১৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬।
- "২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের নতুন শ্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চায়' (এই সময়)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "বাংলার নির্বাচন: তৃণমূল কংগ্রেসের নতুন শ্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মেয়ে' হিসেবে চিত্রিত করা হল (ইন্ডিয়া টুডে)"। ২০২১-০৬-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-৩০।
- আউটলুক। কং, এলএফ ফাইনালাইজ সিট শেয়ারিং ইন ১৯২ সিটস ইন ডব্লিউবি, ডিসিশন অন রেস্ট ১০১ লেটার (কংগ্রেস, বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ১৯৩টি আসনের বণ্টন চূড়ান্ত করল, বাকি ১০১টি আসন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০২১ তারিখে
- নিউজ১৮। ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস: কংগ্রেস টু কনটেস্ট অন ৯২ সিটস, লেফট পার্টিজ গেট ১০১ আফটার রাউন্ড ২ অফ টকস (পশ্চিমবঙ্গ নির্বাচন: আলোচনার দ্বিতীয় পর্বের শেষে কংগ্রেস ৯২টি আসনে লড়বে, বাম দলগুলি পেল ১০১টি আসন) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০২১ তারিখে
- "Million Plus People at Brigade Rally Heralds Left-Led Sanjukta Morcha" [বাম-নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা আয়োজিত ব্রিগেড সমাবেশে দশ লক্ষাধিক মানুষের সমাগম]। নিউজ ক্লিক। ২০২১-০৩-০১। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "আব্বাস সিদ্দিকি'জ আইএসএফ সিলস ডিল উইথ লেফট ইন ৩০ সিটস" [আব্বাস সিদ্দিকির আইএসএফ ৩০টি আসনে বামফ্রন্টের সঙ্গে আসন-সমঝোতা করল]। First Post। ২০২১-০২-২৬। ২০২১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "লেফট টু ফাইট ১৬৫ ওয়েস্ট বেঙ্গল সিটস, কংগ্রেস ৯২, আইএসএফ ৩৭" [পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ১৬৫টি, কংগ্রেস ৯২টি, আইএসএফ ৩৭টি আসনে লড়বে]। দ্য টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২১। ১০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- "আইএসএফ টু ফাইট পোলস অন বরোড সিম্বল" [আইএসএফ নির্বাচনে লড়বে ধার করা প্রতীকে]। মিলেনিয়াম পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০২১। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৯।
- "লেফট ফ্রন্ট রিভিলস ক্যান্ডিডেটস ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ" [বামফ্রন্ট ১ম ও ২য় পর্যায়ের প্রার্থীদের নাম প্রকাশ করল]। দ্য কুইন্ট। ২০২১-০৩-০৫। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "কংগ্রেস রিলিজেস ফার্স্ট লিস্ট অফ ১৩ ক্যান্ডিডেটস ফর আপকামিং ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনস" [কংগ্রেস আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৩ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল]। জি নিউজ। ২০২১-০৩-০৬। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "Left packs candidate list with fresh faces, veterans" [বামফ্রন্ট নবীন মুখ [ও] প্রবীণদের সংমিশ্রণে প্রার্থীতালিকা প্রস্তুত করল]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-০৩-১১। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "সিপিআই(এম) ডিক্লেয়ারস মীনাক্ষী মুখার্জি অ্যাজ ইটস ক্যান্ডিডেট ফ্রম নন্দীগ্রাম" [সিপিআই(এম) নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করল]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৩-১০। ২০২১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "কংগ্রেস রিলিজেস লিস্ট অফ ৩৪ ক্যান্ডিডেটস" [কংগ্রেস ৩৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল]। ইন্ডিয়া টিভি। ২০২১-০৩-১৪। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "আইএসএফ রিলিজেস নেমস অফ ২০ ক্যান্ডিডেটস ফর ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস" [আইএসএফ পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য ২০ জন প্রার্থীর নাম প্রকাশ করল]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৩-১৪। ২০২১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "আরও ১৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা সংযুক্ত মোর্চার"। টিভি৯ বাংলা। ২০২১-০৩-১৭। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "২০২১ পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থীতালিকা"। টিভি৯ বাংলা। ২০২১-০৩-২০। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- চট্টোপাধ্যায়, সুহৃদ শঙ্কর (১২ ফেব্রুয়ারি ২০২১)। "সূর্যকান্ত মিশ্র: 'ওয়েস্ট বেঙ্গল লেফট ব্রিংগিং সেক্যুলার ফোর্সেস টুগেদার টু ফাইট তৃণমূল অ্যান্ড বিজেপি'" [সূর্যকান্ত মিশ্র: ‘পশ্চিমবঙ্গ বামফ্রন্ট তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট করছে]। ফ্রন্টলাইন (ইংরেজি ভাষায়)। দ্য হিন্দু। ৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৩।
- ঘোষ, প্রদীপ্তকান্তি (১৬ মার্চ ২০২১)। "ভোটে লড়ছে না 'আইএসএফ', প্রার্থী দেবে 'অন্য দল'"। টিভি৯ বাংলা। ১৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১।
- "আইএসএফ টু ফাইট পোলস অন বরোড সিম্বল" [আইএসএফ ধরা করা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে]। মিলেনিয়াম পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০২১। ১৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- "আইএসএফ টু ফাইট পোলস অন বরোড সিম্বল" [আইএসএফ ধরা করা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে]। মিলেনিয়াম পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০২১। ১৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- খান্না, রোহিত (২৯ অক্টোবর ২০২০)। "হিন্দু সংহতি সেভারস বিজেপি টাইস, টু কনটেস্ট বেঙ্গল পোলস" [হিন্দু সংহতি বিজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, বাংলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে]। দ্য টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- চট্টোপাধ্যায়, তন্ময় (২০২১-০২-১৫)। "বেঙ্গল পোলস: নিউ কনটেন্ডার ইন রেস, ফার-রাইট গ্রুপ হিন্দু সংহতি ফর্মস পার্টি" [বাংলার নির্বাচন: দৌড়ে নতুন প্রতিদ্বন্দ্বী, অতি-দক্ষিণপন্থী গোষ্ঠী হিন্দু সংহতি দল গঠন করল]। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- সাহা, দিব্যেন্দু (২০২১-০৩-১৩)। "রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমল, ২১-এর লড়াইয়ে অ্যাডভান্টেজ গেরুয়া শিবিরের"। ওয়ান ইন্ডিয়া। ১৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- পান্ডে, মণীষা (২০ মার্চ ২০২১)। "স্ট্রং বেস অ্যান্ড বেঙ্গলি হিন্দুত্ব: ইন হাওড়া, ফার-রাইট হিন্দু সংহতি কামস টু বিজেপি'স রেসকিউ" [দৃঢ় ভিত্তি ও বাঙালি হিন্দুত্ব: হাওড়ায় অতি-দক্ষিণপন্থী হিন্দু সংহতি বিজেপিকে উদ্ধার করতে এল]। নিউজলন্ড্রি। ৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- "বিজেপি লিভস ওয়ান সিট ফর অ্যালাই এজেএসইউ পার্টি টু কনটেস্ট ইন বেঙ্গল" [বাংলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি জোটসঙ্গী এজেএসইউ-কে একটি আসন ছেড়ে দিচ্ছে]। টেলিগ্রাফইন্ডিয়া.কম। ৮ মার্চ ২০২১। ১০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৩।
- "Bengal Elections 2021: Full List Of BJP Candidates" [বাংলার নির্বাচন, ২০২১: বিজেপি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা]। এনডিটিভি.কম। ১০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস: অ্যাজ শিবসেনা প্ল্যানস টু কনটেস্ট ১০০ সিটস, হিয়ার'জ হাও পার্টি ফেয়ারড ইন প্রিভিয়াস পোলস" [পশ্চিমবঙ্গ নির্বাচন: শিবসেনা যেহেতু ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করবে, পূর্ববর্তী নির্বাচনগুলিতে দলটির ফলের বিবরণ দেওয়া হল]। ডব্লিউডব্লিউডব্লিউ.টাইমসঅফনিউজ.কম। ৫ জানুয়ারি ২০২১। ৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১।
- "শিবসেনা ওন'ট কনটেস্ট বেঙ্গল পোলস, টু সাপোর্ট মমতা ব্যানার্জি" [শিবসেনা বাংলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে]। নিউজ১৮। ২০২১-০৩-০৪। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "Bihar ruling party JDU to contest in Assam and West Bengal polls, finalises on candidates" [বিহারের শাসকদল জেডিইউ অসম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রার্থীতালিকা চূড়ান্ত]। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০১।
- "নীতিশ কুমার লাইকলি টু গিভ অসম, ওয়েস্ট বেঙ্গল পোল ক্যাম্পেইনস আ মিস" [নীতিশ কুমার সম্ভবত অসম, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসবেন না]। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৩। ২৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪।
- "পশ্চিমবঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করবে লিবারেশন, ঘোষণা হল ১২ আসনের তালিকা"। আনন্দবাজার.কম। ২০২১-০১-২৮। ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। মার্ক্সসিস্ট.কম। ২০২১-০৪-১২। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২১।
- "এআইএমআইএম টু বি ইন পোল ফ্রে ফর ওয়েস্ট বেঙ্গল, সেজ আসাদুদ্দিন ওয়াইসি; টু অ্যানাউন্স সিটস অন মার্চ ২৭" [এআইএমআইএম পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়বে, বললেন আসাদুদ্দিন ওয়াইসি; প্রার্থীঘোষণা ২৭ মার্চ]। ডব্লিউডব্লিউডব্লিউ.টাইমসনাওনিউজ.কম (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪।
- স্টাফ, স্ক্রোল। "বিএসপি উইল কনটেস্ট অ্যাসেম্বলি পোলস ইন বেঙ্গল, তামিলনাড়ু, কেরল অ্যান্ড পুদুচেরি অ্যালোন, সেজ মায়াবতী" [বিএসপি বাংলা, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে একা লড়বে, বললেন মায়াবতী]। স্ক্রোল.ইন (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৪।
- "নাম্বার অফ কনটেস্টিং ক্যান্ডিডেটস" [প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীসংখ্যা] (পিডিএফ)। সিইওওয়েস্টবেঙ্গল.এনআইসি.ইন। ২৭ এপ্রিল ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৭।
- "AITC Candidates for WB Bidhan Sabha Elections 2021" (পিডিএফ)। ২০২১-০৫-০৩। ২০২১-০৩-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮।
- "TMC changes its candidate for Habibpur assembly seat"। The Hindu (ইংরেজি ভাষায়)। PTI। ২০২১-০৩-০৮। আইএসএসএন 0971-751X। ২০২১-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯।
- "West Bengal elections: TMC replaces candidates in four Assembly constituencies"। Times Now (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২১। ১৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯।
- "GJM (Tamang) announces candidates for 3 Hills seats – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "Bimal faction names Hill poll candidates"। The Statesman (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৪। ২০২১-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "तृणमूल ने उम्मीदवार बदला,अब राजेन सुंदास लड़ेंगे"। Dainik Jagran (হিন্দি ভাষায়)। ২০২১-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।
- "West Bengal Election 2021: তৃতীয় দফার আগে বীরভূমের মুরারই কেন্দ্রে প্রার্থীবদল TMC-র"। Zee24Ghanta.com। ২০২১-০৪-০৩। ২০২১-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৪।
- Ganguly, Achintya (১১ মার্চ ২০২১)। "All Jharkhand Students Union to try its luck in Bengal polls"। Telegraph India। ১৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- "West Bengal candidates list: BJP names Babul Supriyo, TMC turncoat Rajib Banerjee among 63 for 3rd, 4th phases"। Firstpost। ২০২১-০৩-১৪। ২০২১-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫।
- "West Bengal Election 2021: Full list of BJP candidates"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৬। ২০২১-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯।
- "BJP announces 13 more candidates for West Bengal polls"। ANI News (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৩।
- "মনোনয়ন পেশের ঠিক আগে আচমকা প্রার্থী বদল বিজেপির"। Indian Express Bangla। ২০২১-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৯।
- "By-Poll: 'ওঁর মাথায় পিস্তল ধরিনি', সামশেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে তীব্র আক্রমণ অধীরের"। আজকাল। ৯ সেপ্টেম্বর ২০২১। ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- "কড়া টক্কর সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে! কী বলছে ২০১১ এবং ২০১৬র ফলাফল"। Aaj Tak Bangla। ১০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- "WB Byelection 2021| কতটা শক্ত জঙ্গিপুর-সামশেরগঞ্জের জমি, তৃণমূল নামছে ভোটের হাওয়ায় পাল ওড়াতে"। News18 Bangla। ১১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- "Bengal Bypolls: Congress Pick from Samserganj Wants to Pull Out to Avoid Tiff with Twin, Who's a TMC MP"। News18। ১৫ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- "Poll campaign for Samserganj, Jangipur elections in Bengal to begin today"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- "TMC eyes Samserganj seat in Murshidabad amid Congress-Left differences"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- "West Bengal Assembly election 2021, Jamalpur profile: CPM's Samar Hazra currently represents constituency"। Firstpost। ২০২১-০৩-০৮। ২০২১-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১২।
- "ইলেকশন কমিশন ব্যানস এক্সিট পোলস টিল ৭:৩০ পিএম অন এপ্রিল ২৯" [নির্বাচন কমিশন ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার আগে বুথ-ফেরত সমীক্ষার ফলপ্রকাশে নিষেধাজ্ঞা জারি করল]। নিউজঅনএয়ার। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৯।
- "এক্সিট পোল রেজাল্টস ২০২১ ডেট অ্যান্ড টাইম: হোয়েন অ্যান্ড হোয়ার টু ওয়াচ এক্সিট পোল রেজাল্টস ফর ওয়েস্ট বেঙ্গল, অসম, টিএন, কেরল অ্যান্ড পুদুচেরি" [বুথফেরত সমীক্ষা ফলাফল ২০২১ তারিখ ও সময়: কখন ও কোথায় পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির বুথফেরত সমীক্ষার ফলাফল দেখা যাবে]। ফার্স্টপোস্ট। ২০২১-০৪-২৯। ২৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৯।
- "কমিশন'স করিজেন্ডাম টু দ্য নোটিফিকেশন নং ৫৭৬/এক্সিট/২০২১/এসডিআর-ভল. ১ ডেটেড ২৪র্থ মার্চ, ২০২১ – এক্সিট পোল-রিগার্ডিং" [কমিশন কর্তৃক ২৪ মার্চ জারি করা ৫৭৬/এক্সিট/২০২১/এসডিআর-খণ্ড ১ সংখ্যক বিজ্ঞপ্তির সংশোধনী – বুথফেরত সমীক্ষা প্রসঙ্গে]। ভারতের নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "পোলস্ট্র্যাট অ্যান্ড নিউজ এক্স রিলিজ ওয়েস্ট বেঙ্গল এক্সিট পোল রেজাল্টস" [পোলস্ট্র্যাট ও নিউজ এক্স পশ্চিমবঙ্গের বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করল]। ইন্ডিয়ান অ্যাডভারটাইজিং মিডিয়া অ্যান্ড মার্কেটিং নিউজ – এক্সচেঞ্জফরমিডিয়া। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০২১-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২।
- ওয়ার্ল্ড, রিপাবলিক। "ওয়েস্ট বেঙ্গল এক্সিট পোল রেজাল্টস ২০২১ লাইভ: রিপাবলিক-সিএনএক্স পোল প্রোজেক্টস বিজেপি এজ ওভার টিএমসি" [পশ্চিমবঙ্গ বুথফেরত সমীক্ষা ফলাফল ২০২১ সরাসরি: রিবাপলিক-সিএনএক্স সমীক্ষার ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিজেপি তৃণমূলের সামান্য বেশি আসন অর্জন করবে]। রিপাবলিক ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২১।
- "P-Marq survey gives edge to BJP in West Bengal, Left in Kerala"। The Siasat Daily (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৫। ২০২১-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬।
- "P-MARQ"। pmarq.in। ২০২১-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৩।
- "West Bengal Opinion Poll 2021: 'BJP may emerge as force to reckon with; TMC likely to get 160 seats'"। www.timesnownews.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "West Bengal Election 2021 Opinion Poll: BJP दे रही है कड़ी टक्कर, बहुमत से 2 सीट दूर रह जाएंगी ममता"। TV9 Hindi (hindi ভাষায়)। ২০২১-০৩-২৪। ২০২১-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "ABP-CNX Opinion Poll, WB Election: BJP Inches Closer With TMC In Vote Share; People Voice For Change"। news.abplive.com। ২০২১-০৩-২৩। ২০২১-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০২।
- Bhandari, Shashwat (২০২১-০৩-২৪)। "West Bengal opinion poll: Mamata or Modi, who has the edge? | Big takeaways"। India TV (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
- "India News Jan Ki Baat Opinion Poll Bengal: TMC BJP MAHAJOT Vote Percent in West Bengal Assembly Election Result 2021 India News Jan Ki Baat Opinion Poll Bengal: परिवर्तन के पक्ष में बंगाल की जनता, जानिए बीजेपी और टीएमसी को कितने प्रतिशत वोट?"। Inkhabar (হিন্দি ভাষায়)। ২০২১-০৩-২৩। ২৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৩।
- "India News Jan Ki Baat Opinion Poll Bengal: BJP TMC MAHAJOT Seat Sharing in West Bengal Assembly Election 2021 Result, Win Loss Seat Sharing India News Jan Ki Baat Opinion Poll West Bengal : पश्चिम बंगाल में चलेगा बीजेपी का जादू, इतनी सीटों पर सिमट सकती हैं ममता बनर्जी की पार्टी टीएमसी"। Inkhabar (হিন্দি ভাষায়)। ২০২১-০৩-২৩। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৩।
- Polstrat (২০২১-০৩-২০)। "Polstrat Opinion Poll 2021: Voices from West Bengal"। Medium (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০।
- "ABP-CNX Opinion Poll 2021: BJP Loses Ground, TMC Constant; Check Swinging Vote Share & Seat Projection Ahead of Bengal Polls"। ABP Live (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৮। ২০২১-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- "West Bengal Pre Poll Survey 2021: Mamata likely to retain power; BJP expected to bag 107 seats"। Google News (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯।
- "এক্সপ্লেইনড: হোয়াট দি ইসি হ্যাজ সেইড অন ভোটিং ডিউরিং দ্য কোভিড-১৯ প্যানডেমিক" [ব্যাখ্যাত: কোভিন-১৯ অতিমারীর মধ্যে ভোটগ্রহণ সম্পর্কে নির্বাচন কমিশন কী বলেছিল]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২০-০৯-১৪। ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-৩০।
- "নির্বাচনী কোভিড নির্দেশাবলি: করোনা আবহে কোভিড বিধি মেনেই ভোট, জেনে নিন সব গাইডলাইন"। এবিপি আনন্দ। ২০২১-০২-২৬। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭।
- "অ্যাসেম্বলি পোলস ২০২১: গাইডলাইনস ইন প্লেস ফর কোভিড-পজিটিভ ভোটারস" [বিধানসভা নির্বাচন ২০২১: কোভিড-পজিটিভ ভোটারদের জন্য নির্দেশাবলি জারি]। ডেকান হেরাল্ড। ২০২১-০৩-০২। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭।
- "কোভিড-১৯ কেসেস স্পাইক ইন পোল-বাউন্ড ওয়েস্ট বেঙ্গল" [নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে কোভিড-১৯ সংক্রমণের আধিক্য]। দ্য হিন্দু। ২০২১-০৩-১৮। আইএসএসএন 0971-751X। ১১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।
- "ফলো কোভিড নর্মস অর উইল ব্যান র্যালিজ, ইলেকশন কমিশন টেলস পার্টিজ" [কোভিড বিধি পালন করুন অথবা জনসভাগুলি নিষিদ্ধ করা হবে, নির্বাচন কমিশন দলগুলিকে বলল]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২১-০৪-১০। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ২০২১: ইসি ব্যানস র্যালিজ, পাবলিক মিটিংস ফ্রম ৭ পিএম টু ১০ এএম অ্যামিড কোভিড সার্জ" [পশ্চিমবঙ্গ নিদ্দবাচন ২০২১: কোভিড বৃদ্ধির মধ্যে নির্বাচন কমিশন সন্ধ্যা সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত সকল মিছিল, জনসমাবেশ বাতিল করল]। ডিএনএ ইন্ডিয়া। ২০২১-০৪-১৬। ১৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ভাণ্ডারী, শাশ্বত (২০২১-০৪-২২)। "কোভিড-১৯: ইসি রেস্ট্রিক্টস বেঙ্গল ইলেকশন ক্যাম্পেইনিং, পার্টিজ কান'ট হোল্ড রোডশোজ" [কোভিড-১৯: নির্বাচন কমিশন বাংলায় নির্বাচনী প্রচারে বিধিনিষেধ আরোপ করল, দলগুলি রোড শো আয়োজন করতে পারবে না]। ইন্ডিয়া টিভি। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২।
- "অ্যামিড কোভিড-১৯ সার্জ, ইলেকশন কমিশন ব্যানস ভিক্ট্রি প্রসেসনস ডিউরিং অ্যান্ড আফটার কাউন্টিং অফ ভোটস অন মে ২" [কোভিড-১৯ বৃদ্ধির মধ্যে নির্বাচন কমিশন ২ মে ভোটগণনার সময় ও তার পরে বিজয় মিছিল নিষিদ্ধ করল]। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২১-০৪-২৭। ২৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৭।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ২০২১: ১২ কোম্পানিজ অফ সেন্ট্রাল ফোর্সেস রিচ বেঙ্গল অ্যাজ পোল প্রিপেয়ারেশন বিগিনস" [পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২১: নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পৌঁছালো]। মানিকন্ট্রোল। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- "এক্সপ্লেইনড: হোয়াই দি ইসি ইজ সেন্ডিং ১২৫ কোম্পানিজ অফ সিএপিএফ টু বেঙ্গল বিফোর পোল অ্যানাউন্সসমেন্ট" [ব্যাখ্যাত: নির্বাচন ঘোষণার আগে কেন নির্বাচন কমিশন ১২৫ কোম্পানি সিএপিএফ বাংলায় পাঠাচ্ছে]। দি ইন্ডিয়ানে এক্সপ্রেস। ২০২১-০৩-০৪। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- "কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সব রেকর্ড ভেঙে যাচ্ছে এই ভোটে"। বর্তমান। ১৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১।
- "৭২৫ সিএপিএফ কোম্পানিজ টু বি ডিপ্লয়েড ফর ওয়েস্ট বেঙ্গল পোলস, ইনফর্মস সিআরপিএফ ডিজি" [পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য ৭২৫ সিএপিএফ কোম্পানি মোতায়েন করা হবে, জানালেন সিআরপিএফ-এর সাধারণ অধিকর্তা]। ফ্রি প্রেস জার্নাল। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- "৭২৫ সিএপিএফ কোম্পানিজ টু বি ডিপ্লয়েড ফর ওয়েস্ট বেঙ্গল পোলস: সিআরপিএফ চিফ কুলদীপ সিং | ওয়েস্ট বেঙ্গল নিউজ" [৭২৫ সিএপিএফ কোম্পানি পশ্চিমবঙ্গের নির্বাচনের জনু মোতায়েত করা হবে: সিআরপিএফ প্রধান কুলদীপ সিং | পশ্চিমবঙ্গ সংবাদ]। ডব্লিউডব্লিউডব্লিউ.টাইমসনাওনিউজ.কম। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- "২০০ মোর সিএপিফ কোম্পানিজ টু রিচ বেঙ্গল" [আরও ২০০ সিএপিএফ কোম্পানি বাংলায় পৌঁছাবে]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- কৌশিকা, প্রজ্ঞা (২০২১-০৩-৩১)। "অ্যাহেড অফ ফেজ টু পোলিং, বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন ইমপোজেস সেকশন ১৪৪ ইন নন্দীগ্রাম, অ্যাডজয়েনিং কনস্টিটুয়েন্সিজ" [দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের আগে বাংলা প্রশাসন নন্দীগ্রাম ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা জারি করল]। এএনআই নিউজ। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১।
- "অ্যামিড পোল-রিলেটেড ভায়োলেন্স, ৭১ মোর সিএএফপি কোম্পানিজ রাশড টু ওয়েস্ট বেঙ্গল" [নির্বাচন-সংক্রান্ত হিংসাত্মক ঘটনার মধ্যে আরও ৭১ কোম্পানি সিএপিএফ পশ্চিমবঙ্গে ছুটে এল]। দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস। ২০২১-০৪-১০। ২০২১-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।
- "সামশেরগঞ্জ ইলেকশন ২০২১: অ্যাসেম্বলি ইলেকশন নিউজ, সামশেরগঞ্জ কনস্টিটুয়েন্সি, বিধানসভা"। নিউজ১৮। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "জঙ্গিপুর ইলেকশন ২০২১: অ্যাসেম্বলি ইলেকশন নিউজ, জঙ্গিপুর কনস্টিটুয়েন্সি, বিধানসভা"। নিউজ১৮। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "পোলিং ফর ফেজ ১ অসম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ কনডাক্টেড পিসফুলি অ্যান্ড সাকসেসফুলি" [অসম ও পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সমাপ্ত]। ভারতের নির্বাচন কমিশন। ২৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭।
- "বেঙ্গল পোলস ২০২১: কার অন ডিউটি ফর ফার্স্ট ফেজ ইলেকশন সেট অ্যাব্লেজ" [বাংলার নির্বাচন ২০২১: প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য কর্তব্যরত গাড়িতে আগুন লাগানো হল]। ডব্লিউডব্লিউডব্লিউ.টেলিগ্রাফইন্ডিয়া.কম। ২৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭।
- "কাঁথিতে ভোটারদের অভিযোগ, তাঁরা ঠিকমতো ভোট দিতে পারছেন না"। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।
- "দক্ষিণ কাঁথির ভোটাররা ভিভিপ্যাট গোলযোগের অভিযোগ তুললেন"। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।
- "বেঙ্গল পোলস: ২ সিকিউরিটি পারসোনেল ইনজিউরড ইন বম্বিং ইন পূর্ব মেদিনীপুর" [বাংলার নির্বাচন: পূর্ব মেদিনীপুর বোমাবাজিতে দুই নিরাপত্তারক্ষী আহত]। বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া। ২০২১-০৩-২৭। ২৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৩।
- রাজারাম, প্রেমা (২৭ মার্চ ২০২১)। "বিজেপি ওয়ার্কার'স বডি ফাউন্ড ইন ওয়েস্ট মেদিনীপুর অ্যাজ ডিস্ট্রিক্ট গোজ টু পোলস ইন ফার্স্ট ফেজ অফ বেঙ্গল ইলেকশন" [বাংলার নির্বাচনের প্রথম পর্যায়ে পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীর মৃতদেহ পাওয়া গেল]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭।
- "One political party worker is killed every two days in Bengal"। ৩ এপ্রিল ২০২১।
- "ওয়েস্ট বেঙ্গল পোলস: ৩ টিএমসি ওয়ার্কারস ইনজিউরড ইন ব্লাস্ট ইন বাঁকুড়া অ্যাহেড অফ ফার্স্ট ফেজ" [পশ্চিমবঙ্গ নির্বাচন: প্রথম পর্যায়ের আগে বাঁকুড়ায় বোমা বিস্ফোরণে ৩ তৃণমূল কংগ্রেস কর্মী আহত]। স্ক্রোল.ইন। ২৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৭।
- "Nandigram: ১৪ দিনের লড়াই শেষ, মৃত্যু হল নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবীন মান্নার"। News18 Bangla।
- এস, মেঘনাদ; সান্যাল, পরীক্ষিত। "দাঁতন ডায়রি: ইনভেস্টিগেটিং ইলেকশন ডে ভায়োলেন্স ইন বেঙ্গল" [দাঁতন ডায়রি: বাংলায় নির্বাচনের দিনে হিংসাত্মক ঘটনার তদন্ত]। নিউজলন্ড্রি। ২৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৮।
- "৫৬ বম্বস ফাউন্ড ইন বেঙ্গল, সেইজ ইসিআই" [বাংলায় ৫৬টি বোমা পাওয়া গিয়েছে, জানালো ভারতের নির্বাচন কমিশন]। দ্য হিন্দু। বিশেষ সংবাদ প্রতিনিধি। ২৮ মার্চ ২০২১। আইএসএসএন 0971-751X। ২৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- "পোলিং ফর ফেজ ২ অসম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ কনডাক্টেড পিসফুলি" [অসম ও পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রগুলির দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত]। ভারতের নির্বাচন কমিশন। ১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "এক্স-ক্রিকেটার অশোক দিন্দা অ্যাটাকড ডিউরিং ইলেকশন ক্যাম্পেইন ইন ওয়েস্ট বেঙ্গল'স পূর্ব মেদিনীপুর" [প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর নির্বাচনী প্রচার চলাকালীন আক্রান্ত হলেন]। ডব্লিউডব্লিউডব্লিউ.নিউজ১৮.কম। ২০২১-০৩-৩০। ৩০ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২।
- "পোলিং ইন কেরল, তামিল নাড়ু, পুদুচেরি অ্যান্ড ফর ফেজ ৩ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ ইন অসম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কনডাক্টেড পিসফুলি ভোটিং হেল্ড ইন ১.৫ লাখ পোলিং স্টেশনস অ্যাক্রস ৪৭৫ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ" [কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসম ও পশ্চিমবঙ্গের তৃতীয় পর্যায়ের ভোট শান্তিপূর্ণভাবে সমাপ্ত, ৪৭৫টি বিধানসভা কেন্দ্রের দেড় লক্ষ নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ আয়োজিত]। ভারতের নির্বাচন কমিশন। ৬ এপ্রিল ২০২১। ৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১।
- "ফায়ারিং ইন বেঙ্গল'স ব্যারাকপুর ডিউরিং ফাইলিং অফ নমিনেশন বাই বিজেপি ক্যান্ডিডেট" [বাংলার ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় গোলাগুলি চলল]। এনডিটিভি.কম। ৩১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৩।
- "৪১ ক্রুড বম্বস রিকভার্ড ইন ওয়েস্ট বেঙ্গল: ইসি" [পশ্চিমবঙ্গে ৪১টি তাজা বোমা উদ্ধার: নির্বাচন কমিশন]। The Hindu। বিশেষ সংবাদ প্রতিনিধি। ২০২১-০৪-০৩। আইএসএসএন 0971-751X। ২০২১-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৩।
- "পোলিং ইন ফেজ ৪ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ ইন ওয়েস্ট বেঙ্গল কনডাক্টেড টুডে; ইসিআই অ্যাডজর্নস পোলিং ইন পিএস ১২৬ অফ ৫-শীতলকুচি (এসসি) অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার" [পশ্চিমবঙ্গের চতুর্থ পর্যায়ের বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত; ভারতের নির্বাচন কমিশন কোচবিহারের ৫-শীতলকুচি (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের ১২৬ নং নির্বাচন স্টেশনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করল]। ভারতের নির্বাচন কমিশন। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮।
- "ইভিএমস, ভিভিপ্যাটস ফাউন্ড ফ্রম টিএমসি লিডার'স হোম ইন ওয়েস্ট বেঙ্গল, সেক্টর অফিসার সাসপেন্ডেড" [পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বৈদ্যুতিন ভোটযন্ত্র, ভিভিপ্যাট পাওয়া গেল, সেক্ট্র অফিসার বরখাস্ত]। হিন্দুস্তান টাইমস। ২০২১-০৪-০৬। ৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭।
- "পলিটিক্যাল স্টর্ম ইরাপ্টস আফটার ৫ কিলড ডিউরিং বেঙ্গল পোল ইনক্লুডিং ৪ ইন সিআইএসএফ ফায়ারিং" [বাংলার নির্বাচনে সিআইএফএর গুলিতে ৫ জন সহ মোট ৫ জন নিহত হওয়ার পর রাজনৈতিক ঝড় উঠল]। দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস। ২০২১-০৪-১০। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০১।
- "বেঙ্গল'স শীতলকুচি ভিলেজ প্লাঞ্জেস ইন গ্লুম অ্যাজ ফায়ারিং ভিকটিমস টেকেন ফর বিউরিয়াল" [গুলিচালনায় নিহতদের সমাধিস্থ করতে নিয়ে যাওয়ার পথে বাংলার শীতলকুচি গ্রাম শোকাচ্ছন্ন]। হিন্দুস্তান টাইমস। ২০২১-০৪-১১। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০১।
- ভট্টাচার্য, পিনাকপ্রিয় (২০২১-০৪-১১)। "শীতলকুচি ভিকটিমস' কিন ট্র্যাশ সিআইএসফ সেলফ-ডিফেন্স ক্লেইমস| কলকাতা নিউজ – টাইমস অফ ইন্ডিয়া" [শীতলকুচিতে নিহতের আত্মীয় সিআইএসএফ-এর আত্মরক্ষার দাবি অস্বীকার করলেন]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০১।
- "পোলিং ইন ১৫,৭৮৯ পোলিং স্টেশনস স্প্রেড অ্যাক্রস ৪৫ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফেজ ফাইভ ইলেকশনস, বাই-ইলেকশন ইন ২ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিজ অ্যান্ড ১২ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ অ্যাক্রস ১০ স্টেটস কনডাক্টেড পিসফুলি টুডে" [পশ্চিমবঙ্গের পঞ্চম পর্যায়ের নির্বাচনে ৪৫টি বিধানসভা কেন্দ্রের ১৫,৭৮৯টি নির্বাচনী স্টেশনে, ১০টি রাজ্যের ২টি লোকসভা কেন্দ্র ও ১২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল আজ]। ভারতের নির্বাচন কমিশন। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮।
- "স্পোরাডিক ভায়োলেন্স মার্কস ফিফথ ফেজ অফ বেঙ্গল পোলস" [বাংলার নির্বাচনের পঞ্চম পর্যায়ে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা]। দ্য টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-০৪-১৭। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- "পোলিং হেল্ড ইন ১৪,৪৮০ পোলিং স্টেশনস স্প্রেড অ্যাক্রস ৪৩ এসিজ ইন ফেজ সিক্স ডব্লিউবি ইলেকশনস। ভোটার টার্নআউট (অ্যাট ৫ পিএম) ফর ফেজ সিক্স ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ৭৯.০৯%" [পশ্চিমবঙ্গ নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে ৪৩টি বিধানসভা কেন্দ্রের ১৪,৪৮০টি নির্বাচনী স্টেশনে নির্বাচন অনুষ্ঠিত। পশ্চিমবঙ্গ নির্বাচনের পঞ্চম পর্যায়ে প্রদত্ত ভোটের শতাংশ হার (বিকেল পাঁচটা পর্যন্ত) ৭৯.০৯%]। ভারতের নির্বাচন কমিশন। ২২ এপ্রিল ২০২১। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২১।
- "ওয়েস্ট বেঙ্গল: বিজেপি'জ মালদহ ক্যান্ডিডেট শট অ্যাট হোয়াইল ক্যাম্পেইনিং"। ইন্ডিয়া টুডে। ২০২১-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯।
- "ওয়েস্ট বেঙ্গল ইলেকশনস লাইভ আপডেটস: বম্ব হার্লড ইন নর্থ কলকাতা, ইসি সিকস ডিটেইলস" [পশ্চিমবঙ্গ নির্বাচন সরাসরি হালনাগাদ: উত্তর কলকাতায় বোমাবাজি, নির্বাচন কমিশন বিস্তারিত বিবরণ চাইল]। নিউজ১৮। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১।
- "Boothwise Result – Form 20"। Chief Electoral Officer, West Bengal। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- "Form 20 – 56 Samserganj AC" (পিডিএফ)। Chief Electoral Officer, West Bengal। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- "Form 20 – 58 Jangipur AC" (পিডিএফ)। Chief Electoral Officer, West Bengal। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- "আজ ভোট মমতার | নির্বাচন জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও"। বর্তমান। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৩।
- "ভবানীপুর বাইপোল হাইলাইটস: মডারেট টার্নআউট রেকর্ডেড ইন বেঙ্গল'স ভবানীপুর"। এনডিটিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩।
- "Nandigram: After Hours of Confusion, BJP's Suvendu Adhikari Emerges Winner"। The Wire (ইংরেজি ভাষায়)। ২ মে ২০২১।
- "Nandigram Election Result 2021 LIVE: Nandigram MLA Election Result & Vote Share"। Oneindia।
- "Nandigram Assembly Election Results 2021 LIVE – Nandigram Vidhan Sabha Election Results"। Times Now।
- "কারচুপি হয়নি, ফের ভোট নয় নন্দীগ্রামে"। এই সময়। ৩ এপ্রিল ২০২১।
- "Nandigram Election 2021: Assembly Elections News, Nandigram Constituency, Vidhan Sabha"। News18।
- "মমতা ব্যানার্জি সোর্ন-ইন অ্যাজ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার ফর থার্ড টাইম" [মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন]। টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-০৫-০৫। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "মমতা ব্যানার্জি এক্সপ্যান্ডস ক্যাবিনেট, ৪৩ টিএমসি লিডারস সোর্ন-ইন অ্যাজ মিনিস্টারস" [মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট সম্প্রসারিত করলেন, ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী হিসেবে শপথ নিলেন]। হিন্দুস্তান টাইমস। ২০২১-০৫-১০। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "৪৩ টিএমসি লিডারস, ইনক্লুডিং ১৭ নিউ ফেসেস, টু বি সোর্ন ইন অ্যাজ মিনিস্টারস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট" [১৭ জন নতুন মুখ সহ ৪৩ জন তৃণমূল কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন]। ইন্ডিয়া টুডে। ২০২১-০৫-১০। ২০২১-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২।
- "ওল্ড অ্যান্ড নিউ ফেসেস, রিপ্রেজেন্টেশন ফর উইমেন অ্যান্ড মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট" [পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে পুরনো ও নতুন মুখ, মহিলা ও মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব]। দ্য হিন্দু। ২০২১-০৫-১০। ১৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "শুভেন্দু অধিকারী ইলেক্টেড অ্যাজ দ্য লিডার অফ অপোজিশন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি" [শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত]। ইন্ডিয়া টিভি। ২০২১-০৫-১০। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "Ex-TMC minister Suvendu Adhikari becomes leader of the opposition in Bengal"। Hindustan Times। ১০ মে ২০২১।
- "কোভিড-পজিটিভ টিএমসি ক্যান্ডিডেট কাজল সিনহা ডাইজ অ্যাট কলকাতা হসপিটাল" [কোভিড-পজিটিজ তৃণমূল কংগ্রেস নেতা কাজল সিনহা কলকাতার হাসপাতালে মারা গেলেন]। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০২১-০৪-২৫। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "ইলেকশন টু টু বেঙ্গল সিটস ডেফারড" [বাংলার দুই আসনে নির্বাচন স্থগিত করা হল]। দ্য হিন্দু। ২০২১-০৫-০৩। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "২ বেঙ্গল বিজেপি এমপিস রিজাইন অ্যাজ এমএলএস" [বাংলার ২ বিজেপি সাংসদ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন]। দ্য হিন্দু। ২০২১-০৫-১২। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "বিজেপির বাংলা নির্বাচন পরিকল্পনায় ছিদ্র খুঁজে পেল আরএসএস (নিউজ১৮)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য আরএসএস মুখপত্র বিজেপির সমালোচনা করল (দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল: অখিলেশ যাদব ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালেন (নিউজট্র্যাক লাইভ)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিনন্দনের বন্যা (দ্য টাইমস অফ ইন্ডিয়া)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "লখনউ থেকে সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন (নিউজ১৮)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "অখিলেশ যাদব পশ্চিমবঙ্গ বিধানসভায় জয়লাভের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন (নিউজনেশন টিভি)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য অখিলেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিননন্দ জানালেন (ইউএনআই ইন্ডিয়া)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন অনেকে (দি ইকোনমিক টাইমস)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে বললেন বাংলার মানুষ ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছেন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অখিলেশ যাদব বললেন 'জিও দিদি জিও' (ইন্ডিয়া ব্লুমস)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল সরাসরি হালনাগাদ: অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে বললেন 'জিও দিদি জিও' (ইন্ডিয়া.কম)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে বললেন, এই জয় বিজেপির ঘৃণার রাজনীতির মুখের উপর জবাব (রিপাবলিক ওয়ার্ল্ড)"। ২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "অখিলেশ যাদব বললেন, বাংলা বিজেপির মুখের উপর জবাব দিয়েছে, এখন 'দিদি ও দিদি' নয়, 'দিদি জিও দিদি' (নবভারত টাইমস)"। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "টুইটারে নির্বাচনী ফলাফল নিয়ে বিভিন্ন পোস্ট (দ্য প্রিন্ট)"। ৩০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "বিপুল জয়ের পর বিভিন্ন দলের নেতাদের প্রশংসার বন্যায় ভাসলেন 'বাংলার বাঘিনী' | অভিনন্দন জানালেন মোদি"। বর্তমানপত্রিকা.কম। ৩ মে ২০২১। ৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "বিজেপির ভরাডুবিতে জাতীয় রাজনীতির কেন্দ্রে ফের বাংলা | অবিজেপি মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের ফোন নেত্রীকে"। বর্তমানপত্রিকা.কম। ৪ মে ২০২১। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী যুদ্ধ উদাহরণ স্থাপন করল (নিউজ১৮)"। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বললেন বাংলা আমাদের বলেছিল স্বাধীনতার জন্য কী করা উচিত (নবভারত টাইমস)"। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধব ঠাকরের অভিনন্দন বার্তা কি ২০২৪ সালের নির্বাচনে বিরোধী ঐক্যের ইঙ্গিত? নির্বাচন বিশেষজ্ঞেরা কি হ্যাঁ বলছেন? (নিউজ১৮)"। ২৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন (ফ্রি প্রেস জার্নাল"। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি উদ্ধব ঠাকরের অভিনন্দন বার্তাটিকে ২০২৪ সালের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে (দ্য স্টেটসম্যান)"। ২৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১।
- "ডব্লিউবি সিএম মমতা ব্যানার্জি টু কনটেস্ট বাই-ইলেকশন ফ্রম ভবানীপুর আফটার টিএমসি এমএলএ'জ রেসিগনেশন" [তৃণমূল বিধায়কের ইস্তফার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়]। এবিপি লাইভ। ২০২১-০৫-২১। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "শিডিউল টু ফিল ক্যাজুয়াল ভ্যাকেন্সি অ্যান্ড অ্যাডজর্ন্ড পোল ইন দি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ - রিগার্ডিং"। ভারতের নির্বাচন কমিশন। ২০২১-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০।
- "ইসি অ্যানাউন্সেস বাইপোল ফর ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ইন বেঙ্গল"। দ্য হিন্দু। ২০২১-০৯-০৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৪।
- "মমতা ব্যানার্জি ফাইলস নমিনেশন ফর আপকামিং বাই-ইলেকশন ইন ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি"। নিউজঅনএয়ার। ২০২১-০৯-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৫।
- "ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি ফাইলস পেপারস ফর ক্রুশিয়াল বাইপোল, বিজেপি পিটস গ্রিটি লইয়ার এগেইনস্ট হার"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-০৯-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৫।
- "Bhabanipur By-Poll: শুধু প্রিয়ঙ্কা, শ্রীজীব নন; ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী আরও ৯"। এবিপি আনন্দ লাইভ। ২০২১-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- "যোগ ট্রেইনার, পিকেল সেলার অ্যামং ১১ টু টেক অন মমতা ইন বাইপোল"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-০৯-২০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- "ভবানীপুর বাই ইলেকশন: ফ্রম যোগ ট্রেইনার টু পিকেল সেলার… নো হু ইজ কনটেস্টিং এগেইনস্ট মমতা ব্যানার্জি ফ্রম ভবানীপুর সিট অ্যান্ড হোয়াই?"। দি ইন্ডিয়ান নেশন। ২০২১-০৯-২০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- "পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এনরোলড অ্যাজ ভোটার ফ্রম ওয়েস্ট বেঙ্গল'স ভবানীপুর"। ইন্ডিয়া টুডে। ২০২১-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "বেঙ্গল অ্যাসেম্বলি বাইপোলস: প্রশান্ত কিশোর এনরোলড অ্যাজ ভোটার ফ্রম ভবানীপুর; বিজেপি কলস হিম 'বহিরাগত'"। ইন্ডিয়া.কম। ২০২১-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "অ্যাহেড অফ ওয়েস্ট বেঙ্গল বাইপোলস, প্রশান্ত কিশোর এনরোলস অ্যাজ ভবানীপুর ভোটার"। দ্য ক্যুইন্ট। ২০২১-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "প্রশান্ত কিশোর এনরোলস হিমসেলফ অ্যাজ ভোটার ফ্রম মমতা'জ ভবানীপুর কনস্টিটুয়েন্সি; ট্রিগারস কনট্রোভার্সি"। দ্য ট্রিবিউন। ২০২১-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "মমতাকে ভোট দিতে পারলেন না প্রশান্ত কিশোর"। বাংলা হান্ট। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "দিনভর ভবানীপুরের নয়া ভোটারের জন্য অপেক্ষা, কোথায় গেলেন পিকে?"। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "Prashant Kishore could not vote for Mamata, West Bengal Legislative Assembly Election 2021" (ইংরেজি ভাষায়)। 2021-12-01GMT+000014:30:38+00:00। ২০২১-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2021-12-01। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "বিজেপি প্লিয়া: সেন্ট্রাল ফোর্সেস ইন বুথস অফ থ্রি কনস্টিটুয়েন্সিজ"। দ্য টেলিগ্রাফ। ২০২১-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭।
- "অ্যাসেম্বলি বাইপোলস: ৫২ কোম্পানিজ অফ সেন্ট্রাল ফোর্সেস মে বি ডিপ্লয়েড"। দ্য স্টেটসম্যান। ২০২১-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭।
- "ইলেকশন কমিশন টু ডিপ্লয় সেন্ট্রাল ফোর্সেস ফর বেঙ্গল বাইপোলস"। দ্য টেলিগ্রাফ। ২০২১-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০।
- "ভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী"। বর্তমান। ২০২১-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০।
- "ভোটে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী"। বর্তমান। ২০২১-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০।
- "ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুর-কোথায় কত ভোটার, থাকছে কত বাহিনী, জানুন বিস্তারিত"। দ্য ওয়াল। ২০২১-০৯-২৭। ৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "পিস্তল উঁচিয়ে দিলীপের রক্ষীদের তাণ্ডব | শেষ দিনের প্রচারে রণক্ষেত্র ভবানীপুর, গুরুতর জখম ২"। বর্তমান। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "সেকশন ১৪৪ ইমপোজড ইন বেঙ্গল'স ভবানীপুর ফ্রম টুডে টিল এন্ড অফ বাইপোল"। ইন্ডিয়া টুডে। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "মঙ্গলবার সন্ধ্যা থেকে জারি ১৪৪ ধারা"। বর্তমান। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "ভবানীপুর বাইপোলস: সেকশন ১৪৪ ইমপোজড ইন ২০০-মিটার রেডিয়াস অফ পোলিং স্টেশনস টিল ভোটিং এন্ডস অন সেপ্টেম্বর ৩০"। দ্য ফ্রি প্রেস জার্নাল। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "সিকিউরিটি বিফড আপ ফর ভবানীপুর বাইপোল, ২০ অ্যাডিশনাল সিএপিএফ কোম্পানিজ টু বু ডিপ্লয়েড"। ইন্ডিয়া টুডে। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-৩০।
- "আনপ্রিসিডেন্টেড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস মেড ফর ভবানীপুর বাইপোল"। ওমকম নিউজ। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "ভবানীপুর বাইপোলস টুমরো: মোর দ্যান ২০ অ্যাডিশনাল কোম্পানিজ অফ সিএপিএফ ডিপ্লয়েড | ডিটেইলস হিয়ার"। ইন্ডিয়া.কম। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- "হাও কলকাতা ইজ গিয়ারিং আপ টু কনডাক্ট ক্রুশিয়াল ভবানীপুর বাইপোলস টুমরো অ্যামিড হেভি রেইন"। হিন্দুস্তান টাইমস। ২০২১-০৯-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৯-৩০।
- "শিডিউল ফর বাই-ইলেকশনস ইন পার্লামেন্টারি/অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজ অফ ভেরিয়াস স্টেটস – রেজ"। ভারতের নির্বাচন কমিশন। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "ইলেকশন কমিশন অ্যানাউন্সেস বাইপোলস টু থ্রি লোকসভা, ২০ অ্যাসেম্বলি সিটস"। দ্য হিন্দু। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "থ্রি লোকসভা, ৩০ অ্যাসেম্বলি সিটস টু গো ফর বাই-ইলেকশনস অন অক্টোবর ৩০: ইলেকশন কমিশন"। নিউজ১৮। ২০২১-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- "ওয়েস্ট বেঙ্গল বাই-পোলস: কংগ্রেস লিডার অ্যাকিউজড অফ বম্বিং ইন সামশেরগঞ্জ এরিয়া, টিএমসি কলস ইট 'বিড টু ইন্টিমিডেট ভোটারস'"। দ্য ইকোনমিক টাইমস। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৯-৩০।
- "সামসেরগঞ্জে তৃণমূল কর্মীর উপর আগ্নেয়াস্ত্র নিয়ে 'হামলা', কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে FIR"। সংবাদ প্রতিদিন। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৯-৩০।
- WB Bypolls 2021: সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীকে 'গো ব্যাক' স্লোগান, উঠল মমতা-ধ্বনি| Bangla News। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "Samserganj Jangipur By Election: ভোটারদের মাস্ক দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর লাথি খেলেন বিদায়ী কাউন্সিলর! বৃদ্ধ নেতার চোখ ছলছল"। টিভি৯ বাংলা। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "Jangipur and Samsherganj Poll: বৃষ্টি নিয়েই বিক্ষিপ্ত অশান্তির ভোট জঙ্গিপুর এবং শমসেরগঞ্জে, প্রতীক্ষা রবিবারের"। আনন্দবাজার পত্রিকা অনলাইন। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- আজকের জেলার সারাদিন। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "WB By polls 2021: জঙ্গিপুরে ভোট চলাকালীন রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময় | Bangla News | ABP Ananda Videos"। এবিপি আনন্দ লাইভ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- WB Bypolls 2021: 'একে-অপরের জন্য', জঙ্গিপুরে TMC-BJP প্রার্থীর বেনজির রাজনৈতিক সৌজন্য| Bangla News। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB Bypolls 2021: ভোটারদের 'ভোট দিতে বাধা' দিচ্ছে BJP, দেবেন্দ্র ঘোষ রোডে বিক্ষোভে বাসিন্দারা|। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- ভবানীপুর কেন্দ্রে বুথ পরিভ্রমণে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে অভিযোগ। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB Bypolls 2021: 'ভুয়ো ভোটার ধরার প্রিয়ঙ্কা টিবরেওয়ালের অধিকার নেই', মন্তব্য ফিরহাদের| Bangla News। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB By Poll 2021: গাড়ি ভাঙচুরে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি পুলিশের। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাংচুরের সিসিটিভি ফুটেজ। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB Bypolls 2021: ভবানীপুরে ১২৬ নম্বর বুথ 'জ্যাম', বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ কমিশনের |Bangla News। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB Bypolls 2021: 'ওয়েব কাস্টিং চলছে', ৪টে বুথে রিগিং সম্পর্কে BJP-র অভিযোগ খারিজ কমিশনের |। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB ByPoll 2021: 'ভবানীপুরে কোথাও রিগিং হয়নি', দাবি ফিরহাদ হাকিমের। Bangla News। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- WB Bypolls 2021: 'নাচতে না জানলে উঠোন বাঁকা', প্রিয়ঙ্কার জমায়েত-অভিযোগকে কটাক্ষ ফিরহাদের। এবিপি আনন্দ। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- বিজেপিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। কলকাতা টিভি। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "বঙ্গের ৩ বিধানসভা আসনে ভোট: সামসেরগঞ্জের ৯ কেন্দ্রে ফের ভোটের দাবি কংগ্রেসের"। সংবাদ প্রতিদিন। ২০২১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "ভবানীপুর ইলেকশন ২০২১: অ্যাসেম্বলি ইলেকশন নিউজ, ভবানীপুর কনস্টিটুয়েন্সি, বিধানসভা"। নিউজ১৮। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "বেঙ্গল পোলস: ওভার ৫৭% ভোটিং ইন ভবানীপুর, হাইয়েস্ট ইন সামশেরগঞ্জ"। বিজনেস স্ট্যান্ডার্ড। ২০২১-১০-০১। সংগ্রহের তারিখ ২০২১-১০-০১।
- "রবিবারে ভবানীপুরের ফল দেশব্যাপী বার্তা দেবে, মত তৃণমূলের"। বর্তমান। ২০২১-১০-০২। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- "ওয়েস্ট বেঙ্গল: ৫৭% টার্নআউট অ্যাট ভবানীপুর বাইপোল, হাইয়েস্ট পোলিং ইন চেতলা"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২০২১-১০-০২। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২।
- আগামিকাল ভোট গণনা ৩ উপনির্বাচন কেন্দ্রেই। জয় নিয়ে আত্মবিশ্বাসী Trinamool। লড়াইতে থাকব: BJP। নিউজ১৮ বাংলা। ২০২১-১০-০২। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২ – ইউটিউব-এর মাধ্যমে।
- "টিএমসি ব্যাগস অল থ্রি সিটস অ্যাজ মমতা ব্যানার্জি উইনস বিগ ফ্রম ভবানীপুর"। দ্য ট্রিবিউন। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- "ডব্লিউবি বাইপোলস: টিএমসি ব্যাগস অল ৩ সিটস, বিগ উইন ফর মমতা ব্যানার্জি"। দ্য ট্রিবিউন। ২০২১-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- "রাজ্যে ৩ কেন্দ্রের ভোটের ফল: জোট ভাঙার বিপদ, তলানিতে বামেদের ভোট, আশা বাড়ছে কংগ্রেসের"। সংবাদ প্রতিদিন। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- "ভবানীপুর বাইপোল: মমতা ব্যানার্জি ব্রেকস হার ওন রেকর্ড"। দ্য টেলিগ্রাফ। ২০২১-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- "শোভনদেবের পিছিয়ে থাকা দুই ওয়ার্ডেই বাজিমাত মমতার"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- Mamata Banerjee Wins: 'কোনও ওয়ার্ডে হারিনি', নতুন চ্যালেঞ্জ রেকর্ড ভোটে জয় মমতার। Bangla News। এবিপি আনন্দ। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪ – ইউটিউব-এর মাধ্যমে।
- TMC won all wards of Bhabanipur| ভবানীপুরের সব ওয়ার্ড তৃণমূলের, কামাল করল ৭০ ও ৭৪! সব দেখেশুনে মুখ খুললেন শুভেন্দু। নিউজ১৮ বাংলা। ২০২১-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৬।
- ভোটে জিতেই বাকি ৪ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিলেন Mamata Banerjee। নিউজ১৮ বাংলা। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪ – ইউটিউব-এর মাধ্যমে।
- "ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি বাই-ইলেকশনস: টিএমসি অ্যানাউন্সেস ক্যান্ডিডেটস ফর ফোর সিটস"। জি নিউজ। ২০২১-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- "আচরণবিধি শুধু দু'টি বিধানসভা কেন্দ্রেই"। বর্তমান। ৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "Election Commission orders 27 companies of CAPF for West Bengal bypolls"। India Today। ৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১।
- "Bengal to get 27 companies of central forces for Oct 30 bypolls"। The Times of India। ১০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১।
- "WB by-polls: EC orders to deploy additional 53 companies of CAPF"। ANI। ১৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।
- "West Bengal October 30 bypolls: 53 more companies of central paramilitary forces reach state"। The Indian Express। ২০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।
- "চার কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তায় জোর, রাজ্যে আসছে আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী"। সংবাদ প্রতিদিন। ২০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।
- "92 CAPF companies for Bengal bypolls"। The Times of India। ২২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- "৪ কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনী ৯২ কোম্পানি"। বর্তমান। ২২ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- "শেষ হল চারটি কেন্দ্রের উপনির্বাচনের প্রচার, আজ থেকে বুথে কেন্দ্রীয় বাহিনী"। বর্তমান। ২৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "BSF now has uniform 50 km jurisdiction in border states for arrest, search, seizure"। ANI। ১৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "BSF now has uniform 50 km jurisdiction to arrest, search, seize in border states"। The Economic Times। ১৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "Changes in BSF Law to Bring One-Third Area in West Bengal Under Central Agency"। The Wire। ১৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "Silip Ghosh: বিএসএফের ডিআইজির সঙ্গে বৈঠক দিলীপের, উপনির্বাচনের আগে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তৃণমূলের"। আনন্দবাজার। ২৭ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "দিনহাটা ভোটের মুখে বিএসএফ কর্তার কাছে দিলীপ-সুকান্ত | অভিসন্ধি নিয়ে সরব তৃণমূল"। বর্তমান। ২৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- "ছবি তোলায় বর্তমান-এর চিত্রসাংবাদিকের ক্যামেরা কেড়ে ডিলিট করে দিলেন ডিএম"। বর্তমান। ২৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২১।
- "By-Election Live Updates: ভোটের হারে শীর্ষে গোসাবা, দুপুর ১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট?"। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "নিশীথ প্রামাণিক-উদয়ন গুহ তরজায় সরগরম দিনহাটা"। MBharat। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "'বিজেপির অভিযোগ ভিত্তিহীন', মন্তব্য উদয়নের"। MBharat। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "WB By-Election: চার কেন্দ্রে উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ, ভোটদানের হার সবথেকে কম খড়দহে"। আনন্দবাজার। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- মুখোমুখি শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "আশীর্বাদ নিতে প্রয়াত তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি প্রার্থী, সৌজন্য বিনিময়"। বর্তমান। ১৮ অক্টোবর ২০২১। ৩১ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "প্রয়াত তৃণমূল বিধায়কের ছবি নিয়ে প্রচার বিজেপির, থানায় অভিযোগ"। বর্তমান। ২১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "খড়দহে প্রচারে ফিরহাদ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৩৫০ কর্মীর"। বর্তমান। ২৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- আজকের জেলারর সারাদিন। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল, ভুয়ো ভোটার ধরে দাবি খড়দহের বিজেপি প্রার্থীর"। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "খড়দহে ভুয়ো ভোটার ধরা পড়ার ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের"। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "Bypoll Live Updates - নিশীথের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের, ভোটের শেষ বেলায় তন্ময়কে তোপ পার্থর"। Asianet News Bangla। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "WB Bypoll: উদয়ন গুহর প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি বিজেপির"। সংবাদ প্রতিদিন। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- আজকের সেরা দশটি খবর একসাথে। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- আজকের সেরা পনেরোটি খবর একসাথে। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- আপনার কথা। কলকাতা টিভি। ৩০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "Over 71% voter turnout in bypolls to West Bengal, recorded till 5 pm"। Business Standard। ৩১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- "With more than 79% voter turnout, Gosaba records highest polling percentage"। Millennium Post। ১ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "জিতেছিলেন ৫৭ ভোটে, এবার সেই নিশীথের বুথে বিজেপির খাতায় মাত্র ৯৫"। কলকাতা টিভি। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "৫৭ ভোটে হারের বদলা, দিনহাটায় ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে জিতলেন উদয়ন"। কলকাতা টিভি। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- WB Bypoll Result: নিশীথ প্রামাণিকের বুথে BJP-র প্রাপ্ত ভোট মাত্র ৯৫! | Bangla News। এবিপি আনন্দ। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- আজকের জেলার সারাদিন। কলকাতা টিভি। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- "নাম ঘোষণা হতেই প্রচারে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ও সুব্রত মণ্ডল, শুরু দেওয়াল লিখন"। সংবাদ প্রতিদিন। ৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "ভারতের নির্বাচন কমিশন"। results.eci.gov.in। ২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
- "Khela sesh: TMC snatches 2 assembly seats from BJP, retains 2 in Bengal bypolls"। Hindustan Times। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১।
আরও পড়ুন
- হালদার, দীপ (২০২১)। বেঙ্গল ২০২১: অ্যান ইলেকশন ডায়রি [বাংলা ২০২১: একটি নির্বাচনী দিনলিপি]। ভারত: হার্পারকলিন্স। আইএসবিএন 9789354224171।