পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬

২০১৬ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনে (মোট ২৯৪টি আসনের মধ্যে) বিধানসভা নির্বাচন আয়োজিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পুনঃনির্বাচিত হয়। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল জোট না করে একক শক্তিতে ক্ষমতায় আসে।[1] ২০১১ সালের বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচনও ছয় দফায় আয়োজিত হয়েছিল।[2][3] প্রথম দফাটি ৪ এপ্রিল ও ১১ এপ্রিল তারিখে রাজ্যের নকশালবাদী-মাওবাদী প্রভাবিত রেড করিডোর এলাকায় আয়োজিত হয়। পরবর্তী দফায় নির্বাচন হয় ১৭ এপ্রিল, ২১ এপ্রিল, ২৫ এপ্রিল, ৩০ এপ্রিল ও ৫ মে তারিখে। উল্লেখ্য, পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬

 এপ্রিল ২০১৬ (2016-04-04) — ৫ মে ২০১৬ (2016-05-05)

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসন (২৯৫টি আসনের মধ্যে)
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন
জনমত জরিপ
ভোটের হার৮৩.০২% (হ্রাস১.৩১%)
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবদুল মান্নান
দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস
জোট - মহাজোট
নেতার আসন ভবানীপুর চাঁপদানি
পূর্ববর্তী আসন ১৮৪ ৪৬
আসনে জিতেছে ২১১ ৪৪
আসন পরিবর্তন বৃদ্ধি ২৭ হ্রাস
জনপ্রিয় ভোট ২৪,৫৬৪,৫২৩ ৬,৭০০,৯৩৮
শতকরা ৪৪.৯১% ১২.২৫%
সুয়িঙ বৃদ্ধি ৫.৯৮% বৃদ্ধি ৩.১৬%

  তৃতীয় দল চতুর্থ দল
 
নেতা/নেত্রী সূর্যকান্ত মিশ্র দিলীপ ঘোষ
দল সিপিআই(এম) বিজেপি
জোট মহাজোট এনডিএ
নেতার আসন নারায়ণগড় (পরাজিত) খড়গপুর সদর
পূর্ববর্তী আসন ৪০
আসনে জিতেছে ২৬
আসন পরিবর্তন হ্রাস ১৪ বৃদ্ধি
জনপ্রিয় ভোট ১০,৮০২,০৫৮ ৫,৫৫৫,১৩৪
শতকরা ১৯.৭৫% ১০.১৬%
সুয়িঙ হ্রাস ১০.৩৫% বৃদ্ধি ৬.১০%

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস

নির্বাচিত মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস

প্রেক্ষাপট

২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়েছিল। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল শ্লোগান ছিল ‘পরিবর্তন’। এই পরিবর্তনের অর্থ ছিল রাজ্যের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পরিবর্তন। যদিও তৃণমূল কংগ্রেসের পাঁচ বছরের শাসনে প্রধানত রাজ্যের নগরাঞ্চলের অধিবাসীদের অনেকে সরকারের আনীত পরিবর্তনগুলি নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করেছিলেন।[4] তাছাড়া কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ভোট একত্রিত করতে চাইছেন।[5]

নির্বাচনের আগে ২০১৬ সালের ৩ জানুয়ারি কিছু দুষ্কৃতি নদিয়া জেলার কালিয়াচকে থানা, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় ও গণসম্পত্তি ভাঙচুর করে।[6][7] পরিস্থিতি কঠোর হাতে দমনে ব্যর্থ হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যাপকভাবে সমালোচিত হয়।[8][9][10]

ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে ছিটমহল বিনিময়ের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের জানুয়ারি মাসেই ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে ভারতে আগত ব্যক্তিদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করার জন্য একটি সীমাবদ্ধ সীমানা পুনর্নির্ধারণের অনুমতি চায়।[11] অনুমান করা হয়েছিল যে, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে অধিক সংখ্যক মুসলমান প্রার্থী দাঁড় করাবে।[12] ২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পরিশোধিত ভোয়ার তালিকায় পশ্চিমবঙ্গ ভোটার-জনসংখ্যা অনুপাতে সারা দেশকে পিছনে ফেলে দিয়েছিল। এই অনুপাত ছিল ০.৬৮। সর্বশেষ তালিকা অনুসারে রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৬.৫৫ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৩.৩৯ কোটি ও মহিলা ভোটার ছিলেন ৩.১৬ কোটি।[13] ভোটার-জনসংখ্যার এই অনুপাত বৃদ্ধি পশ্চিমবঙ্গকে তামিলনাড়ু রাজ্যের ঠিক আগে প্রথম স্থানে রেখেছিল।[14]

ধর্মীয় পরিসংখ্যান

পশ্চিমবঙ্গের ধর্মবিশ্বাস (২০১১)[15]

  হিন্দুধর্ম (৭০.৫৩%)
  ইসলাম (২৭.০১%)
  বৌদ্ধধর্ম (০.৩০%)
  শিখধর্ম (০.০৭%)
  জৈনধর্ম (০.০৬%)
  অন্যান্য ধর্ম (১.০৩%)
  নাস্তিক (০.০০১%)

২০১১ সালের জনগণনা অনুসারে, হিন্দুধর্ম পশ্চিমবঙ্গের প্রধান ধর্মমত। এই রাজ্যের জনসংখ্যার ৭০.৫৪% হিন্দু।[16][17] ইসলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় তথা বৃহত্তম সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী। রাজ্যের জনসংখ্যার ২৭.০১% মুসলমান।[18] রাজ্যের অবশিষ্ট জনসংখ্যা প্রধানত শিখধর্ম, খ্রিস্টধর্মবৌদ্ধধর্মের অনুগামী।[19] পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় পর্বতমালার অন্তর্গত দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৌদ্ধধর্ম অন্যতম প্রধান ধর্মমত। রাজ্যের প্রায় সম্পূর্ণ বৌদ্ধ জনগোষ্ঠী এই অঞ্চলের বাসিন্দা।

প্রধান ইস্যু

তৃণমূল কংগ্রেসের শাসনকালে সারদা গোষ্ঠী আর্থিক কেলেংকারি ছিল একটি প্রধান ইস্যু। তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ ও রাজ্য ক্যাবিনেট মন্ত্রীর উপর নারদ নিউজ স্টিং (যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়), উল্লেখযোগ্য শিল্প বিনিয়োগের অভাব, আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনের অন্যান্য ইস্যু ছিল। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কলকাতা উড়ালপুল বিপর্যয়ের ঘটনাও ঘটে।

নির্বাচনসূচি

পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনটি ৪ এপ্রিল থেকে ৫ মে-র মধ্যে ছয় দফায় আয়োজিত হয়।[20][21]

নির্বাচনের পর্যায়বিভাগ

বিধানসভা কেন্দ্র-ভিত্তিক নির্বাচনের তারিখ

পর্যায় তারিখ বিধানসভা কেন্দ্রের সংখ্যা প্রদত্ত ভোটের শতাংশ হার বিধানসভা কেন্দ্র
১ (ক) ৪ এপ্রিল, ২০১৬ ১৮ ৮৪.২২%[22] নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, রানিবাঁধ, রায়পুর, তালড্যাংরা।
১ (খ) ১১ এপ্রিল, ২০১৬ ৩১ ৮৩.৭৩%[22] দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা, কেশপুর, শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখি, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
১৭ এপ্রিল, ২০১৬ ৫৬ 83.05%[22] কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই।
3 ২১ এপ্রিল, ২০১৬ ৬২ ৮২.২৮%[22] ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বারোয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, চৌরঙ্গি, এন্টালি, বেলডাঙা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, কলসি।
২৫ এপ্রিল, ২০১৬ ৪৯ ৮১.২৫%[22] বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়।
৩০ এপ্রিল, ২০১৬ ৫৩ ৮১.৬৬%[22] গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
৫ মে, ২০১৬ ২৫ ৮৬.৭৬%[22] মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চাঁদিপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।

২০১৬ সালের ৪ মার্চ ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করে যে পশ্চিমবঙ্গ বিধানসভার ২২টি আসনের নির্বাচনে ইভিএম-এর সঙ্গে ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেইল বা ভিভিপিএটি যন্ত্র ব্যবহৃত হবে।[23] ৫,৯৯৩টি বুথে এই যন্ত্র বসানো হয়।[24]

ইভিএম-এর সঙ্গে ভিভিপিএট যন্ত্র সংবলিত বিধানসভা কেন্দ্র[25]
কোচবিহার দক্ষিণআলিপুরদুয়ারজলপাইগুড়ি (তফসিলি জাতি)
শিলিগুড়িরায়গঞ্জবালুরঘাট
ইংরেজবাজারমুর্শিদাবাদকৃষ্ণনগর
বারাসাতযাদবপুরবালিগঞ্জ
চৌরঙ্গিহাওড়া মধ্যচন্দননগর
তমলুকমেদিনীপুরপুরুলিয়া
বাঁকুড়াবর্ধমান দক্ষিণবেহালা পশ্চিম
সিউড়ি

[21]

প্রার্থী

৫ মে, ২০১৬ তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমগ্র প্রার্থীতালিকা প্রকাশ করে।[26] ১০ মার্চ তারিখে ভারতীয় জনতা পার্টি প্রথম দফায় ৫২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে।[27] ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী সমাজতন্ত্রী দলসারা ভারত ফরওয়ার্ড ব্লক নিয়ে গঠিত বামফ্রন্টও নিজস্ব প্রার্থীতালিকা প্রকাশ করে।[28] বামফ্রন্টের সঙ্গে ‘আসন সমঝোতা’ করে ভারতীয় জাতীয় কংগ্রেস ৯২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে।[29]

অংশগ্রহণকারী দল ও জোট

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি (আপ) ও জনতা দল (সংযুক্ত) (জেডি(ইউ))-এর সঙ্গে জোট করতে পারে, এমন একটি জল্পনা সৃষ্টি হয়েছিল। কারণ, এই দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক আছে।[30][31]

বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট

২০১৪ সালের সাধারণ নির্বাচনের পর বামফ্রন্ট পশ্চিমবঙ্গে অসম্মানজনক হারের সম্মুখীন হয়। এই নির্বাচনে বামফ্রন্ট মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলরব আন্দোলনের সময় বামফ্রন্টের অবস্থা কিছুটা উন্নত হলেও, ২০১৬ সালে ক্ষমতায় আসার মতো শক্তি তারা অর্জন করতে পারেনি। ২০১৪ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় ১৭টি বাম দল একটি ঐক্যবদ্ধ মিছিলের ডাক দেয়। [32] পরের বছর পৌর নির্বাচনে বামফ্রন্ট অন্যান্য বামপন্থী দলগুলির সঙ্গে জোট বাঁধে। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বাম দলগুলি তিনটি আসনে জয়লাভ করে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) অশোক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পুর নির্বাচনে জয়লাভ করেন। অশোক ভট্টাচার্য শিলিগুড়ির মহানাগরিক হন। এই সাফল্যের পর ‘শিলিগুড়ি মডেলে’র জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরপর উভয় দলের কিছু নেতা বাম-কংগ্রেস জোটের পক্ষে মতপ্রকাশ করেন। কংগ্রেস নেতাদের কিছু বক্তব্য থেকে জল্পনা শুরু হয় যে, পরের বছর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বাম-কংগ্রেস জোট তৈরি হবে।[33] পরে মুর্শিদাবাদ জেলার আসনগুলি ছাড়া অন্য সব আসনে উভয় দলের মধ্যে ‘আসন সমঝোতা’ হয়। এর ফলে প্রচুর বিতর্ক সৃষ্টি হয় এবং সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) বামফ্রন্ট ত্যাগ করে। বামফ্রন্ট ও কংগ্রেসকে নিয়ে ‘বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট’ গঠিত হয়। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিজনতা দল (সংযুক্ত) প্রভৃতি কয়েকটি দলও এই জোটে যোগ দেয়।


দল

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট

(ভারতীয় জাতীয় কংগ্রেস+)

বামফ্রন্ট+
জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)

অন্যান্য

  • কমিউনিস্ট পার্টি অফ ভারত (সিপিবি)
  • সিআরএলআই (অসীম চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন)
  • ভারত নির্মাণ পার্টি (লক্ষ্মণচন্দ্র শেঠের নেতৃত্বাধীন)[35]
  • নির্দল

ভোটিং

দ্বিতীয় দফায় নির্বাচনে ভোট পড়েছিল ৭৯.৫১%।[36][37] ২১ এপ্রিল, ২০১৬ তারিখে তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট পড়ে ৭৯.২২%।[38]

এক্সিট পোলের ফল

স্থানদলএবিপি এসি নিয়েলসনইন্ডিয়া টুডেইন্ডিয়া টিভি সিভোটারটাইমস অফ ইন্ডিয়ানিউজ টাইমখবর ৩৬৫ দিন ও ব্রেস
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস১৬৩২৩৩ - ২৫৩ ১৬৩ - ১৭১১৬৭১৭০২১৪
বামফ্রন্ট১২৬৩৮ - ৫১১১২ - ১২৮১২০১১৮৭৯
ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতীয় জনতা পার্টি+১ - ৫ ২ - ৬
অন্যান্য২ - ৫ ১ - ৫
মোট২৯৪২৯৪২৯৪২৯৪২৯৪২৯৪

ফল

২০১৬ সালের ১৯ মে ভারতের অন্য চারটি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার ফল ঘোষিত হয়।[39][40]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬ ফলাফল
স্থানদলপ্রার্থীপ্রাপ্ত আসনসুইংপ্রাপ্ত ভোট ভোট %ভোট সুইং
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস২৯৪২১১ বৃদ্ধি২৭২৪,৫৬৪,৫২৩ ৪৪.৯ বৃদ্ধি৫.৯৭
ভারতীয় জাতীয় কংগ্রেস৯০৪৪ বৃদ্ধি ৬,৭০০,৩৯৮ ১২.৩বৃদ্ধি৩.২১
বামফ্রন্ট২০০+৩২ হ্রাস৩০১৪,২১৬,৩২৭ ২৬.৬হ্রাস১৩.২৩
ভারতীয় জনতা পার্টি
+ গোর্খা জনমুক্তি মোর্চা
২৮৭+ বৃদ্ধি৫,৮০৯,৭৬০ ১০.৭বৃদ্ধি৫.৯২
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) হ্রাস৩৬৫,৯৯৬ ০.৭বৃদ্ধি০.২৬
নির্দল হ্রাস১,১৮৪,০৪৭ ২.২হ্রাস০.৯৩
নোটা ৮৩১,৮৪৫ ১.৫
মোট২৯৪

জেলাভিত্তিক ফল

জেলামোট আসনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেসবামফ্রন্ট+Iভারতীয় জাতীয় কংগ্রেস+ভারতীয় জনতা পার্টি+অন্যান্য
কোচবিহার

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

দার্জিলিং

0
উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদহ

১২

মুর্শিদাবাদ

২২

১৪
নদিয়া

১৭

১৩
উত্তর চব্বিশ পরগনা

৩৩

২৭
দক্ষিণ চব্বিশ পরগনা

৩১

২৯
কলকাতা

১১

১১
হাওড়া

১৬

১৫
হুগলি

১৮

১৬
পূর্ব মেদিনীপুর

১৬

১৩
পশ্চিম মেদিনীপুর

১৯

১৭
পুরুলিয়া জেলা

বাঁকুড়া

১২

বর্ধমান

২৫

১৯
বীরভূম

১১

মোট

২৯৪

২১১ ৩২৪৪

কেন্দ্রভিত্তিক ফল

নিচের সারণিতে পশ্চিমবঙ্গ বিধানসভার কেন্দ্রভিত্তিক ফল দেখানো হয়েছে। এতে বিজয়ী দল ও দ্বিতীয় স্থানাধিকারী দল এবং প্রার্থীর নাম দেওয়া দেওয়া হয়েছে।[41]

সংখ্যাবিধানসভা কেন্দ্রবিজয়ী দলদ্বিতীয় স্থানাধিকারী (দল)
মেখলিগঞ্জঅর্ঘ্য রায় প্রধান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসপরেশচন্দ্র অধিকারী (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
মাথাভাঙ্গাবিনয়কৃষ্ণ বর্মণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসখগেনচন্দ্র বর্মণ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
কোচবিহার উত্তরনগেন্দ্রনাথ রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক পরিমল বর্মণ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
কোচবিহার দক্ষিণমিহির গোস্বামী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসদেবাশিস বণিক (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
শীতলকুচিহিতেন বর্মণ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসনামদিপ্তী অধিকারী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
সিতাইজগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকেশবচন্দ্র রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস)
দিনহাটাউদয়ন গুহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসঅক্ষয় ঠাকুর (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
নাটাবাড়িরবীন্দ্রনাথ ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসতামশের আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
তুফানগঞ্জফজল করিম মিয়াঁ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসশ্যামল চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১০কুমারগ্রামজেমস কুজুর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসমনোজকুমার ওরাওঁ (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
১১কালচিনিউইলসন চম্প্রামারি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসবিশাল লামা (ভারতীয় জনতা পার্টি)
১২আলিপুরদুয়ারসৌরভ চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসবিশ্বরঞ্জন সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৩ফালাকাটাঅনিল অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসক্ষিতীশচন্দ্র রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪মাদারিহাটমনোজ টিগ্‌গা (ভারতীয় জনতা পার্টি) পদম লামা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৫ধূপগুড়িমিতালি রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসমমতা রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৬ময়নাগুড়িঅনন্তদেব অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসছায়া দে রায় (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
১৭জলপাইগুড়িসুখবিলাস বর্মা (ভারতীয় জাতীয় কংগ্রেস) ধরিত্রীমোহন রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৮রাজগঞ্জখগেশ্বর রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসসত্যেন্দ্রনাথ মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯ডাবগ্রাম-ফুলবাড়িগৌতম দেব (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসদিলীপ সিং (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২০মালবুলু চিক বরাইক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসঅগাস্টাস কেরকেট্টা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২১নাগরাকাটাসুকরা মুন্ডা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসজোসেফ মুন্ডা (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২২কালিম্পংসরিতা রাই (গোর্খা জনমুক্তি মোর্চা) হরকা বাহাদুর ছেত্রি (নির্দল)
২৩দার্জিলিংঅমর সিং রাই (গোর্খা জনমুক্তি মোর্চা) সারদা রাই সুব্বা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৪কার্শিয়াংরোহিত শর্মা (গোর্খা জনমুক্তি মোর্চা) শান্তা ছেত্রি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৫মাটিগাড়া-নকশালবাড়িশঙ্কর মালাকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) অমর সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৬শিলিগুড়িঅশোক ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) বাইচুং ভুটিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৭ফাঁসিদেওয়াসুনীলচন্দ্র তিরকে (ভারতীয় জনতা পার্টি) কারোলাস লারকা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৮চোপরাহামিদুল রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসআক্রামুল হক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৯ইসলামপুরকানাইয়া লাল আগরওয়াল (ভারতীয় জাতীয় কংগ্রেস) আব্দুল করিম চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৩০গোয়ালপোখরমহম্মদ গুলাম রব্বানি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসআফজল হোসেন (ভারতীয় জাতীয় কংগ্রেস)
৩১চাকুলিয়াআলি ইমরান রামজ (সারা ভারত ফরওয়ার্ড ব্লক) অসীমকুমার মৃধা (ভারতীয় জনতা পার্টি)
৩২করণদিঘিমনোদেব সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসগোকুল রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
৩৩হেমতাবাদদেবেন্দ্রনাথ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) সবিতা ক্ষেত্রী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৩৪কালিয়াগঞ্জপ্রমথনাথ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) বসন্ত রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৩৫রায়গঞ্জমোহিত সেনগুপ্ত (ভারতীয় জাতীয় কংগ্রেস) পূর্ণেন্দু দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৩৬ইটাহারঅমল আচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শ্রীকুমার মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি)
৩৭কুশমন্ডিনর্মদাচন্দ্র রায় (বিপ্লবী সমাজতন্ত্রী দল) রেখা রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৩৮কুমারগঞ্জতোরাফ হোসেইন মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসমাফুজা খাতুন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৩৯বালুরঘাটবিশ্বনাথ চৌধুরী (বিপ্লবী সমাজতন্ত্রী দল) শঙ্কর চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪০তপনবাচ্চু হাঁসদা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসরঘু উরাও (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
৪১গঙ্গারামপুরগৌতম দাস (ভারতীয় জাতীয় কংগ্রেস) সত্যেন্দ্রনাথ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪২হরিরামপুররফিকুল ইসলাম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) বিপ্লব মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৩হাবিবপুরখগেন মুর্মু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) অমল কিসকু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৪গাজোলদীপালি বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) সুশীলচন্দ্র রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৫চাঁচলআসিফ মেহবুব (ভারতীয় জাতীয় কংগ্রেস) সৌমিত্র রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৬হরিশ্চন্দ্রপুরআলম মোস্তাক (ভারতীয় জাতীয় কংগ্রেস) তাজমুল হোসেইন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৭মালতীপুরঅলবিরুনি জুলকরনইন (ভারতীয় জাতীয় কংগ্রেস) আব্দুর রহিম বক্সি (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
৪৮রতুয়াসমর মুখোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) শেহনাজ কাদেরি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৪৯মানিকচকমহম্মদ মোত্তাকিম আলম (ভারতীয় জাতীয় কংগ্রেস) সাবিত্রী মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫০মালদহভূপেন্দ্রনাথ হালদার (ভারতীয় জাতীয় কংগ্রেস) দুলাল সরকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫১ইংলিশ বাজারনীহাররঞ্জন ঘোষ (নির্দল) কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫২মোথাবাড়িইয়াসমিন সাবিনা (ভারতীয় জাতীয় কংগ্রেস) মহম্মদ নজরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫৩সুজাপুরইশা খান চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস) আবু নাসের খান চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫৪বৈষ্ণবনগরস্বাধীনকুমার সরকার (ভারতীয় জনতা পার্টি) আজিজুল হক (ভারতীয় জাতীয় কংগ্রেস)
৫৫ফারাক্কামইনুল হক (ভারতীয় জাতীয় কংগ্রেস) মহম্মদ মুস্তাফা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫৬শামশেরগঞ্জআমিরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তৌয়াব আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৫৭সুতিহুমায়ুন রেজা (ভারতীয় জাতীয় কংগ্রেস) এমানি বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৫৮জঙ্গিপুরজাকির হোসেইন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সোমনাথ সিংহ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৫৯রঘুনাথগঞ্জআখরুজ্জামান (ভারতীয় জাতীয় কংগ্রেস) আবুল কাশেম মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬০সাগরদিঘিসুব্রত সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আমিনুল ইসলাম (ভারতীয় জাতীয় কংগ্রেস)
৬১লালগোলাআবু হেনা (ভারতীয় জাতীয় কংগ্রেস) চাঁদ মহম্মদ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬২ভগবানগোলামহসিন আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) আবু সুফিয়ান সরকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৩রানিনগরফিরোজা বেগম (ভারতীয় জাতীয় কংগ্রেস) ড. হুমায়ুন কবির (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৪মুর্শিদাবাদশাওনি সিংহ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) অসীমকৃষ্ণ ভট্ট (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৫নবগ্রামকানাইচন্দ্র মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) দিলীপ সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৬খড়গ্রামআশিস মার্জিত (ভারতীয় জাতীয় কংগ্রেস) মাধবচন্দ্র মার্জিত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৭বারোয়ানপ্রতিমা বসাক (ভারতীয় জাতীয় কংগ্রেস) ষষ্ঠীচরণ মাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৮কান্দিঅপূর্ব সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস) ড. শান্তনু সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৬৯ভরতপুরকমলেশ চট্টোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) খাদেম এ দাস্তেগির (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭০রেজিনগররবিউল আলম চৌধুরী (ভারতীয় জাতীয় কংগ্রেস) হুমায়ুন কবির (নির্দল)
৭১বেলডাঙাশেখ সইফুজ্জামান (ভারতীয় জাতীয় কংগ্রেস) গোলাম কিবরিয়া মিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭২বহরমপুরমনোজ চক্রবর্তী (ভারতীয় জাতীয় কংগ্রেস) ড. সুজাতা বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭৩হরিহরপাড়ানিয়ামত শেখ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আলমগির মির (ভারতীয় জাতীয় কংগ্রেস)
৭৪নওদাআবু তাহের খান (ভারতীয় জাতীয় কংগ্রেস) মাসুদ করিম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭৫ডোমকলআনিসুর রহমান সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) সৌমিক হোসেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭৬জলঙ্গিআব্দুর রাজ্জাক মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) অলোক দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৭৭করিমপুরমহুয়া মৈত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সমরেন্দ্রনাথ ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৭৮তেহট্টগৌরীশঙ্কর দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রঞ্জিতকুমার মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৭৯পলাশিপাড়াতাপসকুমার সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) এস. এম. সাদি. (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
80কালীগঞ্জহাসানুজ্জামান শেখ (ভারতীয় জাতীয় কংগ্রেস) আহমেদ নাসিরুদ্দিন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৮১নাকাশিপাড়াকল্লোল খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তন্ময় গঙ্গোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৮২চাপরারুকবানুর রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শামসুল ইসলাম মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৮৩কৃষ্ণনগর উত্তরঅবনীমোহন জোয়ারদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসীমকুমার সাহা (ভারতীয় জাতীয় কংগ্রেস)
৮৪নবদ্বীপপুণ্ডরীকাক্ষ সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুমিত বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৮৫কৃষ্ণনগর দক্ষিণউজ্জ্বল বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মেঘলাল শেখ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৮৬শান্তিপুরঅরিন্দম ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস) অজয় দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৮৭রানাঘাট উত্তরপশ্চিমশঙ্কর সিংহ (ভারতীয় জাতীয় কংগ্রেস) পার্থসারথি চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৮৮কৃষ্ণগঞ্জসত্যজিৎ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মৃণাল বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৮৯রানাঘাট উত্তরপূর্বসমীরকুমার পোদ্দার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বাবুসোনা সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯০রানাঘাট দক্ষিণরমা বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) আবিররঞ্জন বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৯১চাকদহরত্না ঘোষ কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বিশ্বনাথ গুপ্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯২কল্যাণীড. রমেন্দ্রনাথ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অলকেশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯৩হরিণঘাটানীলিমা নাগ মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অজয় দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯৪বাগদাদুলালচন্দ্র বর (ভারতীয় জাতীয় কংগ্রেস) উপেন্দ্রনাথ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
৯৫বনগাঁ উত্তরবিশ্বজিৎ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুশান্ত বাওয়ালি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
৯৬বনগাঁ দক্ষিণসুরজিৎ কুমার বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রমেন্দ্রনাথ আঢ্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯৭গাইঘাটাপুলিনবিহারী দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কপিলকৃষ্ণ ঠাকুর (ভারতের কমিউনিস্ট পার্টি)
৯৮স্বরূপনগরবীণা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ধীমান সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
৯৯বাদুড়িয়াআব্দুর রহিম কাজি (ভারতীয় জাতীয় কংগ্রেস) আমির আলি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১০০হাবড়াজ্যোতিপ্রিয় মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আশিষকান্ত মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০১অশোকনগরধীমান রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সত্যসেবী কর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০২আমডাঙারফিকুল রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আবদুস সাত্তার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০৩বীজপুরশুভ্রাংশু রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০৪নৈহাটিপার্থ ভৌমিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) গার্গী চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০৫ভাটপাড়াঅর্জুন সিং (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) জিতেন্দ্র সাউ (নির্দল)
১০৬জগদ্দলপরশ দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) হরিপদ বিশ্বাস (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১০৭নোয়াপাড়ামধুসূদন ঘোষ (ভারতীয় জাতীয় কংগ্রেস) মঞ্জু বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১০৮ব্যারাকপুরশীলভদ্র দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দেবাশিস ভৌমিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১০৯খড়দহঅমিত মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসীমকুমার দাশগুপ্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১১০দমদম উত্তরতন্ময় ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) চন্দ্রিমা ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১১১পানিহাটিনির্মল ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তন্ময় বন্দ্যোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১১২কামারহাটিমানস মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) মদন মিত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১১৩বরানগরতাপস রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুখময় ঘোষ (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
১১৪দমদমব্রাত্য বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পলাশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১১৫রাজারহাট নিউ টাউনসব্যসাচী দত্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১১৬বিধাননগরসুজিত বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অরুণাভ ঘোষ (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১১৭রাজারহাট গোপালপুরপূর্ণেন্দু বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) নেপালদেব ভট্টাচার্য (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১১৮মধ্যমগ্রামরথীন ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তাপস মজুমদার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১১৯বারাসাতচিরঞ্জিত চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সঞ্জীব চট্টোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১২০দেগঙ্গারহিমা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মহম্মদ হাসানুর জামান চৌধুরী (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১২১হাড়োয়াহাজি শেখ নুরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ইমতিয়াজ হোসেইন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১২২মিনাখাঁউষারানি মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দীনবন্ধু মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১২৩সন্দেশখালিসুকুমার মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) নীরাপদ সর্দার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১২৪বসিরহাট দক্ষিণদীপেন্দু বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শমীক ভট্টাচার্য (ভারতীয় জনতা পার্টি)
১২৫বসিরহাট উত্তররফিকুল ইসলাম মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) এ. টি. এম. আবদুল্লাহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১২৬হিঙ্গলগঞ্জদেবেশ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আনন্দময় মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১২৭গোসাবাজয়ন্ত নস্কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) উত্তমকুমার সাহা (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
১২৮বাসন্তীগোবিন্দচন্দ্র নস্কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুভাষ নস্কর (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
১২৯কুলতলিরামশঙ্কর হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) গোপাল মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৩০পাথরপ্রতিমাসমীরকুমার জানা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ফণীভূষণ গিরি (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৩১কাকদ্বীপমন্টুরাম পাখিরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রফিক উদ্দিন মোল্লা (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৩২সাগরবঙ্কিমচন্দ্র হাজরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসীমকুমার মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৩৩কুলপিজগরঞ্জন হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রেজাউল হক খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৩৪রায়দিঘিদেবশ্রী রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কান্তি গঙ্গোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৩৫মন্দিরবাজারজয়দেব হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. শরৎচন্দ্র হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৩৬জয়নগরবিশ্বনাথ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুজিত পাটোয়ারি (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৩৭বারুইপুর পূর্বনির্মলচন্দ্র মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুজয় মিস্ত্রি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৩৮ক্যানিং পশ্চিমশ্যামল মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অর্ণব রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৩৯ক্যানিং পূর্বসাকোয়াত মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আজিজুর রহমান মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪০বারুইপুর পশ্চিমবিমান বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সফিউদ্দিন খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪১মগরাহাট পূর্বনমিতা সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) চন্দন সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪২মগরাহাট পশ্চিমগিয়াস উদ্দিন মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) খালিদ এবাদুল্লা (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৪৩ডায়মন্ড হারবারদীপককুমার হালদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. আব্দুল হাসনত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪৪ফলতাতমোনাশ ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বিধান পাড়ুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪৫সাতগাছিয়াসোনালি গুহ বসু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পারমিতা ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪৬বিষ্ণুপুরদিলীপ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অলোক হালদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪৭সোনারপুর দক্ষিণজীবন মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তড়িৎ চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি)
১৪৮ভাঙড়আব্দুর রেজ্জাক মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আব্দুর রসিদ গাজি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৪৯কসবাজাভেদ আহমেদ খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শতরূপ ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫০যাদবপুরসুজন চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) মণীশ গুপ্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৫১সোনারপুর উত্তরফিরদৌসি বেগম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) জ্যোতির্ময়ী শিকদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫২টালিগঞ্জঅরূপ বিশ্বাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মধুজা সেন রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫৩বেহালা পূর্বশোভন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অম্বিকেশ মহাপাত্র (নির্দল)
১৫৪বেহালা পশ্চিমপার্থ চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কৌস্তভ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫৫মহেশতলাকস্তুরী দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শমীক লাহিড়ি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫৬বজবজঅশোককুমার দেব (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শেখ মুজিবুর রহমান (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৫৭মেটিয়াবুরুজআব্দুল খালেক মোল্লা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মনিরুল ইসলাম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৫৮কলকাতা বন্দরফিরহাদ হাকিম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রাকেশ সিং (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৫৯ভবানীপুরমমতা বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দীপা দাশমুন্সি (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৬০রাসবিহারীশোভনদেব চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আশুতোষ চট্টোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৬১বালিগঞ্জসুব্রত মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কৃষ্ণা দেবনাথ (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৬২চৌরঙ্গিনয়না বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সোমেন্দ্রনাথ মিত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৬৩এন্টালিস্বর্ণকমল সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দেবেশ দাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৬৪বেলেঘাটাপরেশ পাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রাজীব বিশ্বাস (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৬৫জোড়াসাঁকোস্মিতা বক্সি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রাহুল সিনহা (ভারতীয় জনতা পার্টি)
১৬৬শ্যামপুকুরড. শশী পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পিয়ালি পাল (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৬৭মানিকতলাসাধন পাণ্ডে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রাজীব মজুমদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৬৮কাশীপুর-বেলগাছিয়ামালা সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কণিনীকা বসু ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৬৯বালিবৈশালী ডালমিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সৌমেন্দ্রনাথ বেরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৭০হাওড়া উত্তরলক্ষ্মীরতন শুক্ল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সন্তোষকুমার পাঠক (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৭১হাওড়া মধ্যঅরূপ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অমিতাভ দত্ত (জনতা দল (সংযুক্ত))
১৭২শিবপুরজটু লাহিড়ি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) জগন্নাথ ভট্টাচার্য (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৭৩হাওড়া দক্ষিণব্রজমোহন মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অরিন্দম বসু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৭৪সাঁকরাইলশীতলকুমার সর্দার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সমীর মল্লিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৭৫পাঁচলাগুলশন মল্লিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ডলি রায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৭৬উলুবেড়িয়া পূর্বহায়দার আজিজ সাফি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সাবিরুদ্দিন মোল্লা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৭৭উলুবেড়িয়া উত্তরড. নির্মল মাজি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অমিয়কুমার মণ্ডল (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৭৮উলুবেড়িয়া দক্ষিণপুলক রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মহম্মদ নাসিরুদ্ধি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৭৯শ্যামপুরকালীপদ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অমিতাভ চক্রবর্তী (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৮০বাগনানঅরুণাভ সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মীনা মুখোপাধ্যায় ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৮১আমতাঅসিত মিত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস) তুষারকান্তি শীল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৮২উদয়নারায়ণপুরসমীরকুমার পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সরোজরঞ্জন করার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৮৩জগৎবল্লভপুরমহম্মদ আব্দুল গনি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বৈদ্যনাথ বসু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৮৪ডোমজুড়রাজীব বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) প্রতিমা দত্ত (নির্দল)
১৮৫উত্তরপাড়াপ্রবীরকুমার ঘোষাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শ্রুতিনাথ প্রহরাজ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৮৬শ্রীরামপুরড. সুদীপ্ত রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শুভঙ্কর সরকার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৮৭চাঁপদানিআব্দুল মান্নান (ভারতীয় জাতীয় কংগ্রেস) মুজফফর খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৮৮সিঙ্গুররবীন্দ্রনাথ ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রবিন দেব (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৮৯চন্দননগরইন্দ্রনীল সেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) গৌতম সরকার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯০চুঁচুড়াঅসিত মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. প্রণবকুমার ঘোষ (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৯১বলাগড়অসীমকুমার মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পাঁচুগোপাল মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯২পান্ডুয়াশেখ আমজাদ হোসেইন (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) সৈয়দ রহিম নবি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
১৯৩সপ্তগ্রামতপন দাশগুপ্ত (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দিলীপ নাথ (ভারতীয় জাতীয় কংগ্রেস)
১৯৪চণ্ডীতলাস্বাতী খোন্দকার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শেখ মহম্মদ আজিম আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯৫জাঙ্গিপাড়াস্নেহাশিস চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পবিত্র সিংহ রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯৬হরিপালবেচারাম মান্না (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) যোগীয়ানন্দ মিশ্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
১৯৭ধনেখালিঅসীম পাত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) প্রদীপ মজুমদার (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
১৯৮তারকেশ্বররচপাল সিং (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুরজিত ঘোষ (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি)
১৯৯পুরশুড়াড. এম. নুরুজ্জামান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) প্রতিম সিংহ রায় (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২০০আরামবাগকৃষ্ণচন্দ্র সাঁতরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসিত মালিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২০১গোঘাটমানস মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বিশ্বনাথ করাক (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২০২খানাকুলইকবাল আহমেদ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ইসলাম আলি খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২০৩তমলুকঅশোককুমার দিন্দা (ভারতের কমিউনিস্ট পার্টি) নির্বেদ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২০৪পাঁশকুড়া পূর্বশেখ ইব্দাহিম আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) বিপ্লব রায়চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২০৫পাঁশকুড়া পশ্চিমফিরোজা বিবি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) চিত্তরঞ্জন দাস ঠাকুর (ভারতের কমিউনিস্ট পার্টি)
২০৬ময়নাসংগ্রাম কুমার দোলই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মানিক ভৌমিক (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২০৭নন্দকুমারসুকুমার দে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সিরাজ খান (নির্দল)
২০৮মহিষাদলড. সুদর্শন ঘোষ দস্তিদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. সুব্রত মাইতি (নির্দল)
২০৯হলদিয়াতাপসী মণ্ডল (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) মধুরিমা মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২১০নন্দীগ্রামশুভেন্দু অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আব্দুল কবির শেখ (ভারতের কমিউনিস্ট পার্টি)
২১১চণ্ডীপুরঅমিয়কান্তি ভট্টাচার্য (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মঙ্গল চন্দ প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২১২পটাশপুরজ্যোতির্ময় কর (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মাখনলাল নায়ক (ভারতের কমিউনিস্ট পার্টি)
২১৩কাঁথি উত্তরবনশ্রী মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) চক্রধর মাইকাপ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২১৪ভগবানঅর্ধেন্দু মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) হিমাংশু শেখর মহাপাত্র (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২১৫খেজুরিরণজিত মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসীমকুমার মণ্ডল (নির্দল)
২১৬কাঁথি দক্ষিণদিব্যেন্দু অধিকারী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) উত্তম প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি)
২১৭রামনগরঅখিল গিরি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তাপস সিংহ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২১৮এগরাসমরেশ দাস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শেখ মাহমুদ হোসেইন (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র))
২১৯দাঁতনবিক্রমচন্দ্র প্রধান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শিশিরকুমার পাত্র (ভারতের কমিউনিস্ট পার্টি)
২২০নয়াগ্রামদুলাল মুর্মু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বকুল মুর্মু (ভারতীয় জনতা পার্টি)
২২১গোপীবল্লভপুরচূড়ামণি মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) পুলিনবিহারী বাস্কে (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২২২ঝাড়গ্রামসুকুমার হাঁসদা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) চুনিবালা হাঁসদা (ঝাড়খণ্ড পার্টি (নরেন))
২২৩কেশিয়ারিপরেশ মুর্মু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বিরাম মান্ডি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২২৪খড়গপুর সদরদিলীপ কুমার ঘোষ (ভারতীয় জনতা পার্টি) জ্ঞান সিং সোহনপাল (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২২৫নারায়ণগড়প্রদ্যুৎকুমার ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. সূর্যকান্ত মিশ্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২২৬সবংমানসরঞ্জন ভুঁইয়া (ভারতীয় জাতীয় কংগ্রেস) নির্মল ঘোষ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২২৭পিংলাসৌমেন কুমার মহাপাত্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) প্রবোধচন্দ্র সিংহ (ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র))
২২৮খড়গপুরদীনেন রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শেখ শাজাহান আলি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২২৯ডেবরাসেলিমা খাতুন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শেখ জাহাঙ্গির করিম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৩০দাসপুরমমতা ভুঁইয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) স্বপন সাঁতরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩১ঘাটালশঙ্কর দোলুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) কমলচন্দ্র দোলুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩২চন্দ্রকোণাছায়া দোলুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শান্তিনাথ বোধুক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২২৩গড়বেতাআশিস চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সরফরোজ খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩৪শালবনিশ্রীকান্ত মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শ্যামসুন্দর পাণ্ডে (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩৫কেশপুরশিউলি সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) রামেশ্বর দোলুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩৬মেদিনীপুরমৃগেন্দ্রনাথ মাইতি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সন্তোষ রানা (ভারতের কমিউনিস্ট পার্টি)
২৩৭বিনপুরখগেন্দ্রনাথ হেমব্রম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দিবাকর হাঁসদা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩৮বান্দোয়ানরাজীবলোচন সরেন (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুশান্ত বেসরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৩৯বলরামপুরশান্তিরাম মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) জগদীশ মাহাতো (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২৪০বাঘমুন্ডিনেপাল মাহাতো (ভারতীয় জাতীয় কংগ্রেস) সমীর মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৪১জয়পুরশক্তিপদ মাহাতো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ধীরেন্দ্রনাথ মাহাতো (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২৪২পুরুলিয়াসুদীপকুমার মুখোপাধ্যায় (ভারতীয় জাতীয় কংগ্রেস) দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৪৩মানবাজারসন্ধ্যারানি টুডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ইপিল মুর্মু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৪৪কাশীপুরস্বপনকুমার বেলথারিয়া (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুদিন কিসকু (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৪৫পারাউমাপদ বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দীননাথ বারুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৪৬রঘুনাথপুরপূর্ণচন্দ্র বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সত্যনারায়ণ বারুই (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৪৭শালতোড়াস্বপন বাউড়ি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ষষ্ঠীচরণ বাউড়ি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৪৮ছাতনাধীরেন্দ্রনাথ লায়েক (বিপ্লবী সমাজতন্ত্রী দল) শুভাশিস বটব্যাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৪৯রানিবাঁধজ্যোৎস্না মান্ডি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দেবলীনা হেমব্রম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৫০রায়পুরবীরেন্দ্রনাথ টুডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দিলীপকুমার হাঁসদা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৫১তালড্যাংরাসমীর চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অমিয় পাত্র (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৫২বাঁকুড়াশম্পা দাড়িপা (ভারতীয় জাতীয় কংগ্রেস) মিনতি মিশ্র (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৫৩বরজোড়াসুজিত চক্রবর্তী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) সোহম চক্রবর্তী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৫৪ওন্দাঅরূপকুমার খান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মানিক মুখোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২৫৫বিষ্ণুপুরতুষারকান্তি ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৫৬কোতুলপুরশ্যামল সাঁতরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অক্ষয় সাঁতরা (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২৫৭ইন্দাসগুরুপদ মেটে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দিলীপকুমার মালিক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৫৮সোনামুখিঅজিত রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) দীপালি সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৫৯খণ্ডঘোষনবীনচন্দ্র বাগ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অসীমা রায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬০বর্ধমান দক্ষিণরবিরঞ্জন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আইনুল হক (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬১রায়নানেপাল ঘোড়ুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বাসুদেব খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬২জামালপুরসমর হাজরা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) উজ্জ্বল প্রামাণিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৬৩মন্তেশ্বরসজল পাঁজা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মহম্মদ হেদায়তুল্লা চৌধুরী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬৪কালনাবিশ্বজিত কুন্ডু (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সুকুলচন্দ্র শিকদার (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬৫মেমারিনার্গিস বেগম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দেবাশিস ঘোষ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬৬বর্ধমান উত্তরনীতিশকুমার মালিক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অপর্ণা সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৬৭ভাতারসুভাষ মণ্ডল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বামাচরণ বন্দ্যোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২৬৮পূর্বস্থলী দক্ষিণস্বপন দেবনাথ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অভিজিৎ ভট্টাচার্য (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২৬৯পূর্বস্থলী উত্তরপ্রদীপকুমার সাহা (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) তপন চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৭০কাটোয়ারবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শ্যামা মজুমদার (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২৭১কেতুগ্রামশেখ শাহনওয়াজ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সৈয়দ আব্দুল কদর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৭২মঙ্গলকোটসিদ্দিকুল্লা চৌধুরী (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শাহজাহান চৌধুরী (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৭৩আউসগ্রামঅভেদানন্দ থান্ডার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) মনসা মেটে (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট))
২৭৪গলসিঅলোককুমার মাঝি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) নন্দনাল পণ্ডিত (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২৭৫পাণ্ডবেশ্বরজিতেন্দ্র কুমার তিওয়ারি (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) গৌরাঙ্গ চট্টোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৭৬দুর্গাপুর পূর্বসন্তোষ দেবরায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) প্রদীপ মজুমদার (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৭৭দুর্গাপুর পশ্চিমবিশ্বনাথ পারিয়াল (ভারতীয় জাতীয় কংগ্রেস) অপূর্ব মুখোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৭৮রানিগঞ্জরুনু দত্ত (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) নার্গিস বানো (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৭৯জামুড়িয়াজাহানারা খান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) ভি. শিবদাসান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৮০আসানসোল দক্ষিণতাপস বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) হেমন্ত প্রভাকর (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৮১আসানসোল উত্তরমলয় ঘটক (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) নির্মল কর্মকার (ভারতীয় জনতা পার্টি)
২৮২কুলটিউজ্জ্বল চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অজয়কুমার পোদ্দার (ভারতীয় জনতা পার্টি)
২৮৩বারাবনিবিধান উপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) শিপ্রা মুখোপাধ্যায় (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৮৪দুবরাজপুরনরেশচন্দ্র বারুই (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) বিজয় বাগদি (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২৮৫সিউড়িঅশোককুমার চট্টোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ড. রামচন্দ্র ডোম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৮৬বোলপুরচন্দ্রনাথ সিংহ (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) তপন হোড় (বিপ্লবী সমাজতন্ত্রী দল)
২৮৭নানুরশ্যামলী প্রধান (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)) গদাধর হাজরা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৮৮লাভপুরমনিরুল ইসলাম (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সৈয়দ মাহফুজুল করিম (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৮৯সাঁইথিয়ানীলাবতী সাহা (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ধীরেন বাগদি (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৯০ময়ূরেশ্বরঅভিজিৎ রায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অরূপ বাগ (ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী))
২৯১রামপুরহাটআশিস বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) সৈয়দ সিরাজ জিম্মি (ভারতীয় জাতীয় কংগ্রেস)
২৯২হাঁসনমিলটন রশিদ (ভারতীয় জাতীয় কংগ্রেস) অসিতকুমার মাল (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)
২৯৩নলহাটিমইনুদ্দিন শামস (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) দীপক চট্টোপাধ্যায় (সারা ভারত ফরওয়ার্ড ব্লক)
২৯৪মুরারইআব্দুর রহমান (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) আলি মোর্তুজা খান (ভারতীয় জাতীয় কংগ্রেস)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "It's 'Mamata wave' in West Bengal as voters reject Congress-Left alliance"Ritesh K SrivastavaZee News। ২০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৬
  2. "Six phases in Bengal"
  3. "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016"infoelections.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১০
  4. Mahaprashasta, Ajoy Ashirwad (১৪ এপ্রিল ২০১৬)। "Critical Challenges Lie Ahead for Trinamool Congress to Retain West Bengal's Vote"The Wire। ১৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬
  5. Gupta, Smita (২৬ এপ্রিল ২০১৬)। "Mamata, Muslims and paribartan"The Hindu। ১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬
  6. "Everything You Wanted To Know About Malda Violence, But Were Too Secular To Ask"। ২২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  7. "Malda flare-up : why the BJP is making such an issue of it"
  8. "48 hours after communal riots, Kaliachak in Malda turns ghost town"। ৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  9. "Why did the media ignore the Malda communal violence?"। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  11. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  12. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০২১-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২২
  13. http://www.thehindu.com/news/cities/kolkata/bengal-electorpopulation-ratio-jumps/article8079188.ece
  14. "West Bengal Voter List Record details"CEO Voter-List (ইংরেজি ভাষায়)। মার্চ ২০, ২০১৬। মে ১৮, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২২, ২০১৬
  15. "Population by religion community - 2011"Census of India, 2011। The Registrar General & Census Commissioner, India। ২৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  16. "Census nails promoters of paranoia- Diversity shrinking"
  17. "Assembly polls: Chasing the Muslim vote"। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  18. "Could it take two to tango with Mamata?"। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  19. "Data on Religion"Census of India (2001)। Office of the Registrar General & Census Commissioner, India। ১২ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৬
  20. "West Bengal Assembly Election Schedule 2016 - infoelections.com"
  21. http://infoelections.com/infoelection/index.php/kolkata/6333-west-bengal-assembly-election-schedule.html
  22. 86% voter turnout in 6th phase of West Bengal polls
  23. "Schedule for the General Elections to the Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry VVPAT Usage"
  24. "a total of 5,993 polling stations in the state will have VVPAT system"
  25. "VVPAT usage in 64 seats in 5 states Schedule for the General Elections to the Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry." (পিডিএফ)। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬
  26. "West Bengal Assembly Election TMC Candidate List 2016"Infoelection
  27. "West Bengal Assembly Election BJP Candidate List 2016"Infoelection
  28. "West Bengal Assembly Election Left Front Candidate List 2016"Infoelection
  29. "West Bengal Assembly Election Congress Candidate List 2016"Infoelection
  30. "TMC indicates coalition with AAP & JDU"infoelections
  31. "West Bengal Assembly Election 2016"infoelections
  32. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Left-holds-rally-against-communalism-in-Kolkata/articleshow/45399999.cms
  33. "Left-Congress alliance in West Bengal Elections 2016, hinted Left leaders"infoelections
  34. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬
  35. http://www.telegraphindia.com/1160506/jsp/bengal/story_84109.jsp#.VzdJleT1bGs
  36. http://www.thehindu.com/news/national/other-states/assams-85-has-pollsters-riveted/article8462872.ece
  37. http://www.livemint.com/Politics/zyVwmJTO0g3FarxLge56AJ/Second-day-of-polling-in-Assam-West-Bengal-begins.html
  38. http://infoelections.com/infoelection/index.php/kolkata/7373-west-bengal-election-fourth-phase-live-voting-updates.html
  39. "NDTV Live Results"। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬
  40. http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html
  41. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.