পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০১ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ জন সদস্য নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল।[1]

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০০১

১০ মে ২০০১

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮টি আসন
ভোটের হার৭৫.২৯%
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
নেতা/নেত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়
দল সিপিআই(এম) তৃণমূল কংগ্রেস কংগ্রেস
জোট বামফ্রন্ট এনডিএ ইউপিএ
নেতার আসন যাদবপুর কোনোটিই নয় কোনোটিই নয়
আসনে জিতেছে ১৪৩ ৬০ ২৬
আসন পরিবর্তন হ্রাস ১৪ হ্রাস ২২ হ্রাস ৫৬
জনপ্রিয় ভোট ১৩,৪০২,৬০৩ ১১,২২৯,৩৯৬
শতকরা ৩৬.৫৯% ৩০.৬৬% ৮%
সুয়িঙ হ্রাস ১.৩৩% n/a হ্রাস ৩১.৫%

  চতুর্থ দল পঞ্চম দল ষষ্ঠ দল
 
দল ফরওয়ার্ড ব্লক আরএসপি সিপিআই
জোট বামফ্রন্ট বামফ্রন্ট বামফ্রন্ট
নেতার আসন কোনোটিই নয় কোনোটিই নয় কোনোটিই নয়
আসনে জিতেছে ২৫ ১৭
আসন পরিবর্তন বৃদ্ধি হ্রাস বৃদ্ধি
শতকরা ৫.৭% ৩.৪% ১.৮%
সুয়িঙ বৃদ্ধি ০.৫% হ্রাস ০.৩% বৃদ্ধি ০.১%

নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্য
বামফ্রন্ট

নির্বাচিত মুখ্যমন্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্য
বামফ্রন্ট

ফলাফল

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নেতৃত্বাধীন বামফ্রন্ট ১৯৬টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ হয়েছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আবারও মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতার দায়িত্ব নিলেন।[2]

Summary of results of the West Bengal Legislative Assembly election, 2001[1]
রাজনৈতিক দল
প্রার্থী সংখ্যা
নির্বাচিত সংখ্যা
ভোট সংখ্যা
ভোটের %
আসন পরিবর্তন
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)২১১১৪৩১৩,৪০২,৬০৩৩৬.৫৯%
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস২২৬৬০১১,২২৯,৩৯৬৩০.৬৬%
ভারতীয় জাতীয় কংগ্রেস৬০২৬২,৯২১,১৫১৭.৯৮%
সারা ভারত ফরওয়ার্ড ব্লক৩৪২৫২,০৬৭,৯৪৪৫.৬৫%
বিপ্লবী সমাজতন্ত্রী দল২৩১৭১,২৫৬,৯৫১২.৪৩%
ভারতের কমিউনিস্ট পার্টি১৩৬৫৫,২৩৭১.৭৯%
পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টি২৪৬,৪০৭০.৬৭%
গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট১৯০,০৫৭০.৫২%
বিপ্লবী বাংলা কংগ্রেস৬২,৬১১০.০৯%
স্বতন্ত্র৫৩০১,৮৪৮,৮৩০৫.০৫%
মোট১৬৭৬২৯৪৩৬,৬২৬,০৯৯

হাশিম আবদুল হালিমকে বিধানসভার অধ্যক্ষ[3]এবং অনিল কুমার মুখোপাধ্যায়কে ডেপুটি স্পিকার মনোনীত হয়।[4]

তথ্যসূত্র

  1. "Statistical Report on General Election, 2001 to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India
  2. "Leaders Of Opposition (of the West Bengal Legislative Assembly)"wbassembly.gov.in। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৪
  3. "Names and Tenure of Speakers (of the West Bengal Legislative Assembly)"wbassembly.gov.in। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৪
  4. "Names And Tenure Of Deputy Speakers (of the West Bengal Legislative Assembly)"wbassembly.gov.in। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.