পশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯
ভারতে ১৭তম লোকসভা গঠনের জন্য এপ্রিল এবং মে মাসে ২০১৯ সালের ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই যদি কাউন্সিলের মন্ত্রীরা ভারতের রাষ্ট্রপতির ১৬ তম লোকসভা ভেঙ্গে ফেলার সুপারিশ করেন তবে পূর্ববর্তী তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সরকার ঘোষণা করেছে যে নির্বাচন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।[1][2]
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৪২টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ৮১.৭৬% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
মতামত নির্বাচনে
তারিখ প্রকাশিত | ভোটদান সংস্থা | লিড | ||||
---|---|---|---|---|---|---|
এনডিএ | ইউপিএ | এআইটিসি | সিপিআইএম | |||
জানুয়ারি ২০১৯ | স্পিক মিডিয়া [3] | ৮ | ৪ | ৩০ | ০ | ২২ |
জানুয়ারি ২০১৯ | রিপাবলিক টিভি - সিভোটার [4] | ৭ | ১ | ৩৪ | ০ | ২৭ |
নভেম্বর ২০১৮ | স্পিক মিডিয়া [5] | ৫ | ৪ | ৩২ | ১ | ২৭ |
নভেম্বর ২০১৮ | এবিপি নিউজ - সি ভোটার [6] | ৯ | ১ | ৩২ | – | ২৩ |
তারিখ প্রকাশিত | ভোটদান সংস্থা | লিড | ||||
---|---|---|---|---|---|---|
এনডিএ | ইউপিএ | এআইটিসি | সিপিআইএম | |||
জানুয়ারি ২০১৯ | প্রজাতন্ত্র টিভি - সি ভোটার [4] | ৩২.৮% | ৯.৬% | ৪৩.৭% | ১৪.৪% | ১১.৯% |
প্রার্থী
তৃণমূল কংগ্রেস
১২ মার্চ ২০১৯ সালের নির্বাচনে দলের সভাপতি মমতা ব্যানার্জ্জী নির্বাচনের জন্য দলের প্রার্থী ঘোষণা করেন। [7] ৪১% প্রার্থী নারী ছিল। তালিকায় উল্লেখযোগ্য বর্জন ছিল দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী ও সুগতা বসু । হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সুগতা বোসকে অনুমতি দেওয়া হয় নি, যেখানে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার। [8] তালিকাতে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি ছিল বাংলা চলচ্চিত্র অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান । [9]
উৎস: উৎস
বাম ফ্রন্ট
উৎস: সিপিআইএম পশ্চিমবঙ্গ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ এপ্রিল ২০১৯ তারিখে , সিপিআইএম পশ্চিমবঙ্গ
ভারতীয় জাতীয় কংগ্রেস
সূত্র: সংবাদ জাতীয়
ভারতীয় জনতা পার্টি
উৎস: অর্থনৈতিক টাইমস
# | নির্বাচন কেন্দ্র | সংরক্ষিত
(এসসি / এসটি / কেউ না) |
প্রার্থীদের নাম | |||
---|---|---|---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ভারতীয় জনতা পার্টি | ভারতীয় জাতীয় কংগ্রেস | বাম ফ্রন্ট | |||
১ | কোচবিহার লোকসভা কেন্দ্র | এসসি | পরেশ চন্দ্র অধিকারী | নিশিথ প্রমাণিক | প্রিয়া রায় চৌধুরী | গোবিন্দ রায় |
২ | আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র | এসটি | দশরথ তিরকি | জন বারলা | মোহন লাল বসুতা | মিলি ওরন |
৩ | জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র | এসসি | বিজয় চন্দ্র বর্মন | জয়ন্ত রায় | মনি কুমার দারনাল | ভগীরথ রায় |
৪ | দার্জিলিং লোকসভা কেন্দ্র | না | অমর সিংহ রায় | রাজু সিং বিশ্ত | শঙ্কর মালাকার | সামান পাঠক |
৫ | রায়গঞ্জ | না | কানাইয়া লাল আগারওয়াল | দেবশ্রী চৌধুরী | দীপা | মোহাম্মদ সেলিম |
৬ | বালুরঘাট | না | অর্পিতা ঘোষ | সুকান্ত মজুমদার | সাদিক সরকার | রেনেন বর্মণ |
৭ | মালদহ উত্তর | না | মৌসুম নূর | খগেন মুর্মু | ইশা খান চৌধুরী | |
৮ | মালদহ দক্ষিণ | না | মোয়াজ্জেম হোসেন | শ্রীরাপা মিত্র চৌধুরী | আবু হাসেম খান চৌধুরী | |
৯ | জঙ্গীপুর | না | খলিলুর রহমান | মাফুজা খাতুন | অভিজিৎ মুখার্জি | |
১০ | Baharampur | None | Apurba Sarkar | Krishna Juardar Arya | Adhir Ranjan Chowdhury | |
১১ | Murshidabad | None | Abu Taher Khan | Humayun Kabir | Abu Hena | Badaruddoza Khan |
১২ | Krishnanagar | None | Mahua Moitra | Kalyan Chowbey | Intaj Ali Shah | Shantanu Jha |
১৩ | রাণাঘাট | তফসিলি জাতি | সত্যজিৎ বিশ্বাস | মুক্ত মনি অধিকারী | মিনতি বিশ্বাস | রুমা বিশ্বাস |
১৪ | বনগাঁ | তফসিলি জাতি | মমতা বালা ঠাকুর | শান্তনু ঠাকুর | সৌরভ প্রসাদ | আলোকেশ দাস |
১৫ | ব্যারাকপুর | না | দীনেশ ত্রিবেদী | অর্জুন সিং | মোহাম্মদ আলম | গার্গী চ্যাটার্জি |
১৬ | দমদম | না | সৌগত রায় | সমিক ভট্টাচার্য | সৌরভ সাহা | নেপালদেব ভট্টাচার্য |
১৭ | বারাসাত | None | কাকলী ঘোষ দস্তিদার | Mrinal Kanthi Debnath | Subrota (Rashu) Dutta | Haripada Biswas |
১৮ | বশিরহাট | None | নুসরাত জাহান | Sayantan Basu | Quazi Abdur Rahim | Pallav Sengupta |
১৯ | জয়নগর | SC | Pratima Mondal | Ashok Kandari | Tapan Mondal | |
২০ | Mathurapur | SC | Choudhury Mohan Jatua | Shyamaprasad Halder | Krittibas Sardar | Sarat Haldar |
২১ | Diamond Harbour | None | অভিষেক বন্দ্যোপাধ্যায় | Nilanjan Roy | Soumya Aich Roy | Fuad Halim |
২২ | Jadavpur | None | মিমি চক্রবর্তী | অনুপম হাজরা | TBA | Bikash Ranjan Bhattacharya |
২৩ | কলকাতা দক্ষিণ | None | মালা রয় | Chandra Kumar Bose | Mita Chakraborty | নন্দিনী মুখোপাধ্যায় |
২৪ | কলকাতা উত্তর | None | Sudip Bandyopadhyay | Rahul Sinha | TBA | Kaninika Bose (Ghosh) |
২৫ | হাওড়া | None | Prasun Banerjee | Rantidev Sen Gupta | Suvra Ghosh | Sumitra Adhikari |
২৬ | Uluberia | None | Sajda Ahmed | Joy Banerjee | Shoma Ranisree Roy | Masuda Khatun |
২৭ | Serampore | None | Kalyan Banerjee | Debajit Sarkar | Debabrata Biswas | Tirthankor Roy |
২৮ | Hooghly | None | Ratna De (Nag) | লকেট চট্টোপাধ্যায় | Pratul Saha | Pradip Saha |
২৯ | Arambagh | SC | Aparupa Poddar | Tapan Roy | Jyoti Das | Shaktimohan Mullick |
৩০ | Tamluk | None | Dibyendu Adhikari | Siddharth Naskar | TBA | Sheikh Ibrahim Ali |
৩১ | কাঁথি | None | শিশির অধিকারী | Debasish Samant | Dipak Kumar Das | Paritosh Patnaik |
৩২ | ঘাটাল | None | দেব (অভিনেতা) | Bharati Ghosh | TBA | Tapan Ganguly |
৩৩ | Jhargram | ST | Birbaha Soren | Kunar Hembram | Jagyeswar Hembram | Debolina Hembrom |
৩৪ | Medinipur | None | Manas Bhunia | Dilip Ghosh | Sambhunath Chatterjee | Biplab Bhatt |
৩৫ | Purulia | None | Mriganko Mahato | TBA | Nepal Mahato | Bir Singh Mahato |
৩৬ | Bankura | None | Subrata Mukherjee | Subhash Sarkar | TBA | Amiyo Patro |
৩৭ | বিষ্ণুপুর | SC | Shyamal Santra | Saumitra Khan | Narayan Chandra Khan | Sunil Khan |
৩৮ | Bardhaman Purba | SC | Sunil Kumar Mandal | Paresh Chandra Das | Siddhartha Majumder | Ishwar Chandra Das |
৩৯ | Bardhaman-Durgapur | None | Mamtaz Sanghamita | TBA | Ranajit Mukherjee | Abhas Roy Choudhury |
৪০ | আসানসোল | None | মুনমুন সেন | বাবুল সুপ্রিয় | TBA | Gouranga Chatterjee |
৪১ | বোলপুর | SC | Asit Mal | Ram Prashad Das | Abhijit Saha | Ram Chandra Dome |
৪২ | বীরভূম | None | Satabdi Roy | Dudh Kumar Mondal | Imam Hossain | Rezaul Karim |
দলভিত্তিক ফলাফল
২২ | ১৮ | ২ |
তৃণমূল | বিজেপি | কংগ্রেস |
দল | তৃণমূল | বিজেপি | কংগ্রেস | সিপিএম |
---|---|---|---|---|
নেতা | মমতা বন্দ্যোপাধ্যায় | দিলীপ ঘোষ | সোমেন মিত্র | সূর্যকান্ত মিশ্র |
![]() |
||||
ভোট | ৪৩.৬৯%, ২,৪৭,৫৭,৩৪৫ | ৪০.৬৪%, ২,৩০,২৮,৫১৭ | ৫.৬৭%, ৩২,১০,৪৯১ | ৬.৩৪%, ৩৫,৯৪,২৮৩ |
আসন | ২২ (৫২.৩৮%) | ১৮ (৪২.৮৬%) | ২ (৪.৭৬%) | ০ (০.০০%) |
২২ / ৪২ |
১৮ / ৪২ |
২ / ৪২ |
০ / ৪২ |
দলের নাম | ভোট শতাংশ (%) | পরিবর্তন (%) | আসন জিতেছে | পরিবর্তন |
---|---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৪৩.৬৯% | ![]() |
২২ | ![]() |
ভারতীয় জনতা পার্টি | ৪০.৬৪% | ![]() |
১৮ | ![]() |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৫.৬৭% | ![]() |
২ | ![]() |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ৬.৩৪% | ![]() |
০ | ![]() |
আসনভিত্তিক ফলাফল
# | লোকসভা কেন্দ্র | সংগৃহীত[10] | জয়ী | দল | ব্যবধান | |
---|---|---|---|---|---|---|
১ | কোচবিহার | ৮৪.০৮ ![]() |
নিশীথ প্রামাণিক | ভারতীয় জনতা পার্টি | ৫৪,২৩১ | |
২ | আলিপুরদুয়ার | ৮৩.৭৯ ![]() |
জন বার্লা | ভারতীয় জনতা পার্টি | ২,৪৩,৯৮৯ | |
৩ | জলপাইগুড়ি | ৮৬.৫১ ![]() |
জয়ন্ত কুমার রায় | ভারতীয় জনতা পার্টি | ১,৮৪,০০৪ | |
৪ | দার্জিলিং | ৭৮.৮০ ![]() |
রাজু সিং বিস্ত | ভারতীয় জনতা পার্টি | ৪,১৩,৪৪৩ | |
৫ | রায়গঞ্জ | 79.82 ![]() |
দেবশ্রী চৌধুরী | ভারতীয় জনতা পার্টি | 60,574 | |
৬ | বালুরঘাট | 83.69 ![]() |
সুকান্ত মজুমদার | ভারতীয় জনতা পার্টি | 33,293 | |
৭ | মালদহ উত্তর | 80.39 ![]() |
খগেন মুর্মু | ভারতীয় জনতা পার্টি | 84,288 | |
৮ | মালদহ দক্ষিণ | 81.24 ![]() |
আবু হাসেম খান চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস | 8,222 | |
৯ | জঙ্গীপুর | 80.72 ![]() |
খলিলুর রহমান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 2,45,782 | |
১০ | বহরমপুর | 79.41 ![]() |
অধীর রঞ্জন চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস | 80,696 | |
১১ | মুর্শিদাবাদ | 84.29 ![]() |
আবু তাহের খান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 2,26,417 | |
১২ | কৃষ্ণনগর | 83.75 ![]() |
মহুয়া মৈত্র | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 63,218 | |
১৩ | Ranaghat | 84.26 ![]() |
জগন্নাথ সরকার | Bharatiya Janata Party | 2,33,428 | |
14 | Bangaon | 82.64 ![]() |
শান্তনু ঠাকুর | Bharatiya Janata Party | 1,11,594 | |
15 | Barrackpore | 76.91 ![]() |
অর্জুন সিং | Bharatiya Janata Party | 14,857 | |
16 | Dum Dum | 76.92 ![]() |
সৌগত রায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 53,002 | |
17 | Barasat | 81.26 ![]() |
কাকলি ঘোষ দস্তিদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 1,09,983 | |
18 | Basirhat | 85.43 ![]() |
নুসরাত জাহান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 3,50,369 | |
19 | Jaynagar | 82.29 ![]() |
প্রতিমা মণ্ডল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 3,16,775 | |
20 | Mathurapur | 84.86 ![]() |
চৌধুরী মোহন জাটুয়া | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 2,03,974 | |
21 | Diamond Harbour | 81.98 ![]() |
অভিষেক বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | 3,20,594 | |
22 | Jadavpur | 79.11 ![]() |
মিমি চক্রবর্তী | All India Trinamool Congress | 2,95,239 | |
23 | Kolkata Dakshin | 69.82 ![]() |
মালা রায় | All India Trinamool Congress | 1,55,192 | |
24 | Kolkata Uttar | 65.83 ![]() |
সুদীপ বন্দ্যোপাধ্যায় | All India Trinamool Congress | 1,27,095 | |
25 | Howrah | 74.83 ![]() |
প্রসূন বন্দ্যোপাধ্যায় | All India Trinamool Congress | 1,03,695 | |
26 | Uluberia | 81.18 ![]() |
সাজদা আহমেদ | All India Trinamool Congress | 2,15,359 | |
27 | Srerampore | 78.54 ![]() |
কল্যাণ বন্দ্যোপাধ্যায় | All India Trinamool Congress | 98,536 | |
28 | Hooghly | 82.57 ![]() |
লকেট চট্টোপাধ্যায় | Bharatiya Janata Party | 73,362 | |
29 | Arambagh | 83.44 ![]() |
অপরুপা পোদ্দার | All India Trinamool Congress | 1,142 | |
30 | Tamluk | 85.38 ![]() |
দিব্যেন্দু অধিকারী | All India Trinamool Congress | 1,90,165 | |
31 | Kanthi | 85.83 ![]() |
শিশির অধিকারী | All India Trinamool Congress | 1,11,668 | |
32 | Ghatal | 82.74 ![]() |
দীপক অধিকারী | All India Trinamool Congress | 1,07,973 | |
33 | Jhargram | 85.71 ![]() |
কুনার হেমব্রম | Bharatiya Janata Party | 11,767 | |
34 | Medinipur | 84.24 ![]() |
দিলীপ ঘোষ | Bharatiya Janata Party | 88,952 | |
35 | Purulia | 82.38 ![]() |
Jyotirmoy Singh Mahato | Bharatiya Janata Party | 2,04,732 | |
36 | Bankura | 83.25 ![]() |
সুভাষ সরকার | Bharatiya Janata Party | 1,74,333 | |
37 | Bishnupur | 87.34 ![]() |
Saumitra Khan | Bharatiya Janata Party | 78,047 | |
38 | Bardhaman Purba | 84.78 ![]() |
Sunil Kumar Mondal | All India Trinamool Congress | 89,311 | |
39 | Bardhaman-Durgapur | 82.67 ![]() |
S. S. Ahluwalia | Bharatiya Janata Party | 2,439 | |
40 | Asansol | 76.62 ![]() |
বাবুল সুপ্রিয় | Bharatiya Janata Party | 1,97,637 | |
41 | Bolpur | 85.74 ![]() |
Asit Kumar Mal | All India Trinamool Congress | 1,06,402 | |
42 | Birbhum | 85.34 ![]() |
শতাব্দী রায় | All India Trinamool Congress | 88,924 |
তথ্যসূত্র
- Singh, Vijaita (২০১৮-০৯-০১)। "General election will be held in 2019 as per schedule, says Rajnath Singh"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৪।
- Vishnoi, Anubhuti (২৫ ফেব্রুয়ারি ২০১৯)। "Lok Sabha polls dates soon after EC team's Kashmir visit"। The Economic Times। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
- Network, Spick Media (২১ ফেব্রুয়ারি ২০১৯)। "#BJP shows improvement at #WestBengal. Ruling Trinamool Congress to stay as Single Largest Party in state. #LokSabhaElections2019 @AITCofficial : 30 (38.56%) @BJP4Bengal : 08 (19.44%) @INCWestBengal : 04 (15.39%) #Others : 00 (26.61%) : #FON #FOWB #AITC #BJP #CPIM #Congresspic.twitter.com/6IyDl0cvMZ"। Twitter। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
- "National Approval Ratings: Despite BJP's West Bengal push, Mamata's TMC projected to dominate elections"। Republicworld.com। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
- "Fate of West Bengal : Spick Media - IE Tech - Fate of Nation survey - Fate of west bengal (august - september, 2018)" (পিডিএফ)। Img1.wsimg.com। ৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
- न्यूज, एबीपी (১ নভেম্বর ২০১৮)। "अभी देश का मूड पीएम मोदी के साथ, यूपी में महागठबंधन नहीं बना तो एनडीए को 300 सीट: एबीपी न्यूज-सी वोटर सर्वे"। Abpnews.abplive.in। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
- "Mamata releases TMC list for all 42 WB seats; alleges attempt to bribe voters"। The Economic Times। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- Rakshit, Avishek (১২ মার্চ ২০১৯)। "Lok Sabha polls 2019: Trinamool Congress' election list out, 41% women"। Business Standard। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- Kumar, Sweety। "Lok Sabha polls: TMC's two new faces from Tollywood caught in middle of a social media storm"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- Final voter turnout of Phase 1 and Phase 2 of the Lok Sabha Elections 2019, The Election Commission of India (20 April 2019, updated 4 May 2019)