পশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯

পশ্চিমবঙ্গে ভারতীয় সাধারণ নির্বাচন, ২০০৯-এ সাধারণ নির্বাচনের তিনটি পর্যায়ে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের নির্বাচন হয়। নির্বাচনের আগে বামফ্রন্টের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হয়। তৃণমূল কংগ্রেস ২৭টি আসনে ও জাতীয় কংগ্রেস ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।[1] এসইউসিআই একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই জোট নির্বাচনে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও এসইউসিআই যথাক্রমে ১৯, ৬ ও ১টি আসন লাভ করেছিল। বামফ্রন্ট ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫টি আসনে জয়লাভ করে।

২০০৯

৩০ এপ্রিল, ৭ & ১৩ মে

৪২টি আসন
ভোটের হার৮১.৪২% (বৃদ্ধি৩.৩৮%)
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
নেতা/নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য প্রিয়রঞ্জন দাশমুন্সি
দল তৃণমূল কংগ্রেস সিপিআই(এম) কংগ্রেস
জোট ইউপিএ থার্ড ফ্রন্ট ইউপিএ
নেতা হয়েছেন ১৯৯৮ ২০০৯ ২০০৮
নেতার আসন কলকাতা দক্ষিণ প্রতিদ্বন্দ্বিতা করেননি প্রতিদ্বন্দ্বিতা করেননি
গত নির্বাচন ২৬
আসনে জিতেছে ১৯
আসন পরিবর্তন বৃদ্ধি ১৮ হ্রাস ১৭
শতকরা ৪৪.৬৩% ৪৩.৩০% ১৩.৪৫%


নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

মনমোহন সিং
কংগ্রেস

নির্বাচিত প্রধানমন্ত্রী

মনমোহন সিং
কংগ্রেস

নির্বাচিত সাংসদগণ

সংখ্যা লোকসভা কেন্দ্র নির্বাচিত সাংসদ দল
কোচবিহারনৃপেন্দ্রনাথ রায়ফরওয়ার্ড ব্লক
আলিপুরদুয়ারমনোহর তিরকেআরএসপি
জলপাইগুড়িমহেন্দ্রকুমার রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
দার্জিলিংযশবন্ত সিংভারতীয় জনতা পার্টি
রায়গঞ্জদীপা দাশমুন্সিভারতীয় জাতীয় কংগ্রেস
বালুরঘাটপ্রশান্তকুমার মজুমদারআরএসপি
মালদহ উত্তরমৌসম নুরভারতীয় জাতীয় কংগ্রেস
মালদহ দক্ষিণআবু হাসেম খান চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস
জঙ্গিপুরঅভিজিৎ মুখোপাধ্যায়ভারতীয় জাতীয় কংগ্রেস
১০বহরমপুরঅধীর রঞ্জন চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস
১১মুর্শিদাবাদআব্দুল মান্নান হোসেনভারতীয় জাতীয় কংগ্রেস
১২কৃষ্ণনগরতাপস পালসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৩রানাঘাটসুচারুরঞ্জন হালদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৪বনগাঁগোবিন্দচন্দ্র নস্করসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৫ব্যারাকপুরদীনেশ ত্রিবেদীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৬দমদমসৌগত রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৭বারাসতকাকলী ঘোষ দস্তিদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৮বসিরহাটশেখ নুরুল ইসলামসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
১৯জয়নগরতরুণ মণ্ডলসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া
২০মথুরাপুরচৌধুরীমোহন জাটুয়াসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২১ডায়মন্ড হারবারসোমেন্দ্রনাথ মিত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২২যাদবপুরকবীর সুমনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৩কলকাতা দক্ষিণমমতা বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৪কলকাতা উত্তরসুদীপ বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৫হাওড়াঅম্বিকা বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৬উলুবেড়িয়াসুলতান আহমেদসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৭শ্রীরামপুরকল্যাণ বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৮হুগলিরত্না দে (নাগ)সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২৯আরামবাগশক্তিমোহন মালিকভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৩০তমলুকশুভেন্দু অধিকারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
৩১কাঁথিশিশির অধিকারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
৩২ঘাটালগুরুদাস দাশগুপ্তভারতের কমিউনিস্ট পার্টি
৩৩ঝাড়গ্রামপুলিন বিহারী বাস্কেভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৩৪মেদিনীপুরপ্রবোধ পান্ডাভারতের কমিউনিস্ট পার্টি
৩৫পুরুলিয়ানরহরি মাহাতোফরওয়ার্ড ব্লক
৩৬বাঁকুড়াবাসুদেব আচার্যভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৩৭বিষ্ণুপুরসুস্মিতা বাউরিভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৩৮বর্ধমান পূর্বঅনুপ কুমার সাহাভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৩৯বর্ধমান-দুর্গাপুরশেখ সইদুল হকভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৪০আসানসোলবংশগোপাল চৌধুরীভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৪১বোলপুররামচন্দ্র ডোমভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
৪২বীরভূমশতাব্দী রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

পাদটীকা

  1. "State-Wise Position"। Election Commission of India। ১৯ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.