পশ্চাৎ পিটুইটারি
পশ্চাৎ পিটুইটারি (ইংরেজি: Posterior pituitary বা neurohypophysis) বলতে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ডকে বোঝায়। এটি অন্তঃক্ষরা তন্ত্রের একটি অংশ। পিটুইটারি গ্রন্থির অংশ হলেও এটি কোন ক্ষরণশীল গ্রন্থি নয়। বরং হাইপোথ্যালামাস থেকে অ্যাক্সনসমূহের একটি গুচ্ছ সম্মুখ পিটুটারি গ্রন্থির পেছনে এসে শেষ হয়ে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি গঠন করেছে।
পশ্চাৎ পিটুইটারি | |
---|---|
বিস্তারিত | |
পূর্বভ্রূণ | Neural tube (downward-growth of the diencephalon)[1] |
ধমনী | inferior hypophyseal artery |
শিরা | hypophyseal vein |
শনাক্তকারী | |
লাতিন | glandula pituitaria, pars nervosa |
মে-এসএইচ | D010904 |
নিউরোনেমস | 401 |
নিউরোলেক্স আইডি | birnlex_1586 |
টিএ৯৮ | A11.1.00.006 |
টিএ২ | 3859 |
এফএমএ | FMA:74636 |
শারীরস্থান পরিভাষা |
পশ্চাৎ পিটুইটারিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়: পার্স নার্ভোসা, ইনফান্ডিবুলার স্টক এবং মেডিয়ান এমিনেন্স।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.