পল ভিডাল ডি লা ব্লাস
পল ভিডাল ডি লা ব্লাস (২২ জানুয়ারি ১৮৪৫ - ৫ এপ্রিল ১৯১৮) ছিলেন একজন প্রখ্যাত ফ্রেঞ্চ ভূগোলবিদ। তাকে বিবেচনা করা হয় আধুনিক ফরাসি ভূগোল এবং ফরাসি ‘স্কুল অফ জিওপলিটিক্স’-এর প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি ছিলেন “জেনের দে ভিইয়ের” (genre de vie) ধারণাটির অন্যতম ধারক; যেখানে বিশ্বাস করা হয় যে, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনধারা প্রতিফলিত হয় ভূমিরূপের উপর অঙ্কিত অর্থনৈতিক, সামাজিক, মতাদর্শগত এবং মানসিক পরিচয়ের দ্বারা।[1]
![](../I/VIdal_de_la_Blache%252C_Paul%252C_BNF_Gallica.jpg.webp)
পল ভিডাল ডি লা ব্লাস
তথ্যসূত্র
- Preston E. James & Geoffrey J. Martin. All Possible Worlds: A History of Geographical Ideas, Second Edition, p.194.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.