পল ইন্স

পল এমারসন কার্লাইল ইন্স (জন্ম ২১ অক্টোবর ১৯৬৭ ইলফোর্ড, লন্ডন) একজন ফুটবলার যিনি ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়।[1] তিনি সাতটি ইংরেজ ক্লাব ও একটি ইউরোপীয় ক্লাবে ইন্টার মিলান খেলেছেন। বর্তমানে তিনি মিল্টন কেনেস ডন্স ফুটবল ক্লাব দলের ম্যানেজার।

পল ইন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পল এমারসন কার্লাইল ইন্স
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মিল্টন কেনেস ডন্স(ম্যানেজার)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৫–১৯৮৯
১৯৮৯–১৯৯৫
১৯৯৫–১৯৯৭
১৯৯৭–১৯৯৯
১৯৯৯–২০০২
২০০২–২০০৬
২০০৬
২০০৭
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড
ইন্টার মিলান
লিভারপুল
মিডলসব্রো
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
সুইন্ডন টাউন
ম্যাকলেসফিল্ড টাউন
0৭২ 0(৭)
২০৬ (২৪)
0৫৪ (১০)
0৬৫ (১৪)
0৯৩ 0(৭)
১১৫ (১০)
000(০)
000(০)
জাতীয় দল
১৯৯২–২০০০
১৯৯২
ইংল্যান্ড
ইংল্যান্ড বি
0৫৩ 0(২)
000(০)
পরিচালিত দল
২০০৬–২০০৭
২০০৭–
ম্যাকলেসফিল্ড টাউন
মিল্টন কেনেস ডন্স
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 5 October 06 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 13 Nov 05 তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. 10 key moments in UK race relations.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.