পল ইন্স
পল এমারসন কার্লাইল ইন্স (জন্ম ২১ অক্টোবর ১৯৬৭ ইলফোর্ড, লন্ডন) একজন ফুটবলার যিনি ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়।[1] তিনি সাতটি ইংরেজ ক্লাব ও একটি ইউরোপীয় ক্লাবে ইন্টার মিলান খেলেছেন। বর্তমানে তিনি মিল্টন কেনেস ডন্স ফুটবল ক্লাব দলের ম্যানেজার।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পল এমারসন কার্লাইল ইন্স | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মিল্টন কেনেস ডন্স(ম্যানেজার) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ (গোল) | |
১৯৮৫–১৯৮৯ ১৯৮৯–১৯৯৫ ১৯৯৫–১৯৯৭ ১৯৯৭–১৯৯৯ ১৯৯৯–২০০২ ২০০২–২০০৬ ২০০৬ ২০০৭ |
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টার মিলান লিভারপুল মিডলসব্রো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স সুইন্ডন টাউন ম্যাকলেসফিল্ড টাউন |
২০৬ (২৪) ৫৪ (১০) ৬৫ (১৪) ৯৩ (৭) ১১৫ (১০) ৩ (০) ১ (০) ৭২ (৭) | |
জাতীয় দল‡ | |||
১৯৯২–২০০০ ১৯৯২ |
ইংল্যান্ড ইংল্যান্ড বি |
১ (০) ৫৩ (২) | |
পরিচালিত দল | |||
২০০৬–২০০৭ ২০০৭– |
ম্যাকলেসফিল্ড টাউন মিল্টন কেনেস ডন্স | ||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 5 October 06 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 13 Nov 05 তারিখ অনুযায়ী সঠিক। |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.