পর্তুগিজ ফুটবল ফেডারেশন

পর্তুগিজ ফুটবল ফেডারেশন ([fɨdɨɾɐsˈɐ̃w poɾtuɡwˈezɐ dɨ futɨbˈɔɫ]; পর্তুগিজ: Federação Portuguesa de Futebol, ইংরেজি: Portuguese Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে পর্তুগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৪ সালের ৩১শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত৩১ মার্চ ১৯১৪ (1914-03-31) (পর্তুগিজ ফুটবল ইউনিয়ন হিসেবে)[1][2]
সদর দপ্তরলিসবন, পর্তুগাল
ফিফা অধিভুক্তি১৯২৩[2]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিপর্তুগাল ফের্নান্দো গোমেস
সহ-সভাপতিপর্তুগাল এরমিনিও লোরেইরো
ওয়েবসাইটwww.fpf.pt

এই সংস্থাটি পর্তুগালের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো গোমেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিয়াগো ক্রাভেইরো।

সভাপতির তালিকা

নিম্নে ১৯২২ সাল থেকে আজ পর্যন্ত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (পূর্বে পর্তুগিজ ফুটবল ইউনিয়ন) সকল সভাপতির একটি তালিকা দেওয়া হয়েছে।[1]

নং সভাপতি অধিকার
পর্তুগিজ ফুটবল ইউনিয়ন
লুইস পিক্সোতো গিমারায়েস১৯২২–১৯২৫
ফ্রাঙ্কলিন নুনেস১৯২৫–১৯২৭
পর্তুগিজ ফুটবল ফেডারেশন
হুয়াও লুইস দে মৌরা১৯২৭–১৯২৮
লুইস প্লাসিদো দে সুসা১৯২৯
সালাজার কারেইরা১৯৩০–১৯৩১
আবিলিও লাগোয়াস১৯৩১–১৯৩২
রাউল ভিয়েরা১৯৩৪
ক্রুজ ফিলিপে১৯৩৪–১৯৪২
পিরেস দে লিমা১৯৪৩–১৯৪৪
১০বেনতো কোলহো দা রোকা১৯৪৪–১৯৪৬
১১আন্দ্রে নাভারো১৯৪৬–১৯৫১
১২মাইয়া লোরেইরো১৯৫১–১৯৫৪
১৩আঙ্গেলো ফেরারি১৯৫৪–১৯৫৭
১৪মাইয়া লোরেইরো১৯৫৭–১৯৬০
১৫ফ্রাঞ্চিস্কো মেগা
পাওলো সারমেন্তো
১৯৬০–১৯৬৩
১৬জাস্তিনো পিনেইরো মাচাদো১৯৬৩–১৯৬৭
১৭কাজাল রিবেইরো১৯৬৭–১৯৬৯
১৮মাতোস কোরেইয়া১৯৭০–১৯৭১
১৯মার্তিন্স কানাভার্দে১৯৭২–১৯৭৪
২০হোর্হে ফাগুন্দেস১৯৭৪–১৯৭৬
২১আন্তোনিও রিবেইরো মাগালহায়েস১৯৭৬
২২আন্তোনিও মার্কেস১৯৭৬–১৯৭৯
২৩মোরায়েস লেইতাও১৯৭৯–১৯৮০
২৪আন্তোনিও রিবেইরো মাগালহায়েস১৯৮০–১৯৮১
২৫রোমাও মার্তিন্স১৯৮১–১৯৮৩
২৬সিলভা রেসেন্দে১৯৮৩–১৯৮৯
২৭হোয়াও রদ্রিগেস১৯৮৯–১৯৯২
২৮এ. লোপেস দা সিলভা১৯৯২–১৯৯৩
২৯ভিতোর ভাসকেস১৯৯৩–১৯৯৬
৩০গিলবার্তো মাদাইল১৯৯৬–২০১১
৩১ফের্নান্দো গোমেস২০১১–বর্তমান

কর্মকর্তা

৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
অবস্থাননাম
সভাপতিফের্নান্দো গোমেস
সহ-সভাপতিএরমিনিও লোরেইরো
সাধারণ সম্পাদকতিয়াগো ক্রাভেইরো
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআন্তোনিও মাগালায়েস
প্রযুক্তিগত পরিচালকজোসে কোসেইরো
ফুটসাল সমন্বয়কারীপেদ্রো দিয়াস
জাতীয় দলের কোচ (পুরুষ)ফের্নান্দো সান্তোস
জাতীয় দলের কোচ (নারী)ফ্রান্সিস্কো নেতো
রেফারি সমন্বয়কারীজোসে ফোন্তেলাস গোমেস

তথ্যসূত্র

  1. "History"FPF। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৬
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.