পর্তুগাল জাতীয় ক্রিকেট দল

পর্তুগীজ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জাতীয় ক্রিকেট দল হিসেবে পর্তুগালের প্রতিনিধিত্ব করে।

পর্তুগাল জাতীয় ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কআকবর সাইয়াদ
কোচSandy Buccimazza
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅ্যাফিলিয়েট সদস্য (১৯৯৬)
আইসিসি অঞ্চলইউরোপ
বিশ্ব ক্রিকেট লিগনেই
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১৯ আগস্ট ১৯৯৭ বনাম গ্রীস, যুজ সুইজারল্যান্ড
২ সেপ্টেম্বর ২০০৯ অনুযায়ী

টুর্নামেন্ট ইতিহাস

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • ১৯৯৬: অংশগ্রহণ করে নি
  • ১৯৯৮: যোগ্যতা অর্জন করেনি
  • ২০০০: চতুর্থ (দ্বিতীয় বিভাগ)
  • ২০০২: তৃতীয় (দ্বিতীয় বিভাগ)
  • ২০০৪: যোগ্যতা অর্জন করেনি
  • ২০০৬: যোগ্যতা অর্জন করেনি

ইউরোপীয় অ্যাফিলিএট চ্যাম্পিয়নশিপ

  • ১৯৯৯: রানারআপ
  • ২০০১: চ্যাম্পিয়ন
  • ২০০৩: পঞ্চম
  • ২০০৫: পঞ্চম

২০০৭ সাল থেকে ইউরোপীয় এফিলিএট চ্যাম্পিয়নশিপ, তৃতীয় বিভাগ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ-এ পরিবর্তিত হয়।

তৃতীয় বিভাগ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • ২০০৭: পঞ্চম
  • ২০০৯: পঞ্চম

[1]

তথ্যসূত্র

  1. "ICC_AFFILIATE_MEMBERS_PORTUGAL"। ৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.