পরিচয় (১৯৭২-এর চলচ্চিত্র)

পরিচয় (হিন্দি: परिचय) হচ্ছে ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। গুলজার-এর রচনা এবং পরিচালনায় চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন জিতেন্দ্র এবং জয়া ভাদুড়ি; এই চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিলোনা, মূলত রাহুল দেব বর্মণের সুর করা এবং কিশোর কুমারের গাওয়া গান 'মুসাফির হুঁ ইয়ারো' গানটি জনপ্রিয়তা পেয়েছিলো।[1][2]

পরিচয়
পরিচালকগুলজার
প্রযোজকভি. কে. সবতি
রচয়িতাগুলজার (সংলাপ এবং গীতি)
চিত্রনাট্যকারগুলজার
ডিএন মুখার্জি
কাহিনিকারআর.কে. মিত্র
উৎসরাজ কুমার মৈত্র কর্তৃক 
বাংলা উপন্যাস রঙ্গিন উত্তরায়ন
শ্রেষ্ঠাংশেজিতেন্দ্র
জয়া ভাদুড়ি
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহককে. বৈকুণ্ঠ
সম্পাদকবমন ভোঁসলে
গুরুদত্ত শিরালি
প্রযোজনা
কোম্পানি
তিরুপতি পিকচার্স
মুক্তি২০ অক্টোবর ১৯৭২
দৈর্ঘ্য১৩৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়ে

গানের তালিকা

গানগুলোর গীতিকার ছিলেন চলচ্চিত্রটির পরিচালক গুলজার নিজেই আর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ

#শিরোনামকণ্ঠশিল্পী(গণ)সময়
"বিতি না বিতাই র‍্যায়না" লতা মঙ্গেশকর, ভূপিন্দর সিং ৫ঃ২৩
"মিতওয়া বোলে মিঠে" ভূপিন্দর ৩ঃ১৯
"মুসাফির হুঁ ইয়ারো" কিশোর কুমার ৩ঃ১০
" সা রে কে সারে" কিশোর কুমার, আশা ভোঁসলে ৬ঃ০০

তথ্যসূত্র

  1. "Some of Gulzar's immortal songs worth revisiting on his birthday"nationalheraldindia.com। ১৮ আগস্ট ২০২০।
  2. "Remembering Kishore Kumar: Here Are 10 Timeless Classics by The Legendary Music Maestro"india.com। ৪ আগস্ট ২০২০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.