পরিচয় (১৯৭২-এর চলচ্চিত্র)
পরিচয় (হিন্দি: परिचय) হচ্ছে ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। গুলজার-এর রচনা এবং পরিচালনায় চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন জিতেন্দ্র এবং জয়া ভাদুড়ি; এই চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিলোনা, মূলত রাহুল দেব বর্মণের সুর করা এবং কিশোর কুমারের গাওয়া গান 'মুসাফির হুঁ ইয়ারো' গানটি জনপ্রিয়তা পেয়েছিলো।[1][2]
পরিচয় | |
---|---|
পরিচালক | গুলজার |
প্রযোজক | ভি. কে. সবতি |
রচয়িতা | গুলজার (সংলাপ এবং গীতি) |
চিত্রনাট্যকার | গুলজার ডিএন মুখার্জি |
কাহিনিকার | আর.কে. মিত্র |
উৎস | রাজ কুমার মৈত্র কর্তৃক বাংলা উপন্যাস রঙ্গিন উত্তরায়ন |
শ্রেষ্ঠাংশে | জিতেন্দ্র জয়া ভাদুড়ি |
সুরকার | রাহুল দেব বর্মণ |
চিত্রগ্রাহক | কে. বৈকুণ্ঠ |
সম্পাদক | বমন ভোঁসলে গুরুদত্ত শিরালি |
প্রযোজনা কোম্পানি | তিরুপতি পিকচার্স |
মুক্তি | ২০ অক্টোবর ১৯৭২ |
দৈর্ঘ্য | ১৩৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
- জিতেন্দ্র - রবি
- জয়া ভাদুড়ি - রমা
- প্রাণ - রায় সাহেব
- সঞ্জীব কুমার - নিলেশ
- লীলা মিশ্র - রবি'র মসি
- কেষ্ট মুখোপাধ্যায় - গৃহশিক্ষক
- বিনোদ খান্না - অমিত
গানের তালিকা
গানগুলোর গীতিকার ছিলেন চলচ্চিত্রটির পরিচালক গুলজার নিজেই আর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ।
# | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | সময় |
---|---|---|---|
১ | "বিতি না বিতাই র্যায়না" | লতা মঙ্গেশকর, ভূপিন্দর সিং | ৫ঃ২৩ |
২ | "মিতওয়া বোলে মিঠে" | ভূপিন্দর | ৩ঃ১৯ |
৩ | "মুসাফির হুঁ ইয়ারো" | কিশোর কুমার | ৩ঃ১০ |
৪ | " সা রে কে সারে" | কিশোর কুমার, আশা ভোঁসলে | ৬ঃ০০ |
তথ্যসূত্র
- "Some of Gulzar's immortal songs worth revisiting on his birthday"। nationalheraldindia.com। ১৮ আগস্ট ২০২০।
- "Remembering Kishore Kumar: Here Are 10 Timeless Classics by The Legendary Music Maestro"। india.com। ৪ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরিচয় (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.