পরিকল্পনা মন্ত্রণালয় (বাংলাদেশ)
পরিকল্পনা মন্ত্রণালয় হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৩টি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। [2] এ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে পরিসংখ্যান ব্যবস্থাপনা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের রূপরেখা তৈরি করা।
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১২ জানুয়ারি ২০০২ |
অধিক্ষেত্র | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | সচিবালয়, ঢাকা[1] |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
প্রতিমন্ত্রীগণের দায়িত্বে |
|
সংস্থা নির্বাহীগণ |
|
ওয়েবসাইট | mop |
অধীনস্থ বিভাগ
তথ্যসূত্র
- "List of Ministries and Divisions"। cabinet.gov.bd।
- "Ministry of Planning"। plandiv.gov.bd।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.