পরাণগঞ্জ ইউনিয়ন

পরানগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1][2]

পরানগঞ্জ
ইউনিয়ন
৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ
পরানগঞ্জ
পরানগঞ্জ
বাংলাদেশে পরাণগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা 
সরকার
  চেয়ারম্যানআবু হানিফ সরকার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

পরাণগঞ্জ ইউনিয়ন ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত একটি পুরনো ইউনিয়ন। যা ব্রিটিশ আমলে মুক্তাগাছার জমিদারের অধীনে ছিল। ব্রহ্মপুত্রের কোলঘেষা এই ইউনিয়ন জেলা শহর থেকে মাত্র ২০ কি.মি. দূরে।

আয়তন

পরাণগঞ্জ ইউনিয়নের আয়তন ৮,৫৬৬ একর (৩৪.৬৬৮ বর্গ কিলোমিটার)।

প্রশাসনিক কাঠামো

পরাণগঞ্জ ইউনিয়ন ময়মনসিংহ সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ময়মনসিংহ সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১৪৯নং নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ এর অংশ। এই ইউনিয়নের গ্রামগুলো হল:[3]

  • হিরণপলাশিয়া/ফলিয়মারী
  • বাঘাডোবা
  • মীরকান্দাপাড়া
  • চরবওলা/আব্দুল্লাহপুর
  • বীরবওলা/ছাতিয়ানতলা
  • সানাদিয়া
  • হাসাদিয়া
  • চকশ্যামরামপুর
  • ফদিয়ারচর/শ্যামরামপুর

শিক্ষাব্যবস্থা

পরাণগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৮৫.৮২%। এই ইউনিয়নের প্রতিটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর উত্তরে সর্বপ্রথম উচ্চমাধ্যমিক স্তরে কলেজ, ২ টি উচ্চবিদ্যালয় অনেক মদারাসা ও বেসরকারি বিদ্যালয় ও কিন্ডার গার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান
  • অম্বিকাগঞ্জ কলেজ
  • মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়
  • পরাণগঞ্জ উচ্চ বিদ্যালয়
  • মুক্তি বিদ্যাপীঠ
  • মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরাণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাট-বাজার

পরাণগঞ্জ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল:

  • অম্বিকাগঞ্জ বাজার( গগনসাহার বাজার)
  • পরাণগঞ্জ বাজার

খাল ও নদী

পরাণগঞ্জ ইউনিয়নের উপর প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদের ১টি শাখা নদ। এছাড়া ইউনিয়নের অন্যান্য খালগুলো হল ডোবারপাড় খাল, বাঘাডোবা খাল ও চতলা খাল।

দর্শনীয় স্থান

পরাণগঞ্জ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[4]

  • পুরনো ব্রহ্মপুত্রের শাখা নদীর পাড়
  • পরাণগঞ্জ ব্রীজ
  • ঐতিহাসিক কাঁঠাল গাছ (পুড়া কাঁঠাল গাছ)
  • পুরনো শহীদ মিনার
  • তালুকদার গগণ সাহার বাড়ি
  • অম্বিকাগঞ্জ ডিসপেনসারী
  • মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ
  • ঐতিহাসিক মানিকডোবা
  • পরাণগঞ্জ ব্রীজ

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জনাব আবু হানিফ সরকার
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ জনাব নওয়াব আলী
০২ জনাব এম এ জলিল
০৩ জনাব লিয়াকত আলী ১৯৯৬-২০১৭
০৪ জনাব সোলায়মান কবীর ২০১৭-২০২২
০৫ জনাব আবু হানিফ সরকার ২০২২-বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পরানগঞ্জ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০
  2. "ময়মনসিংহ সদর উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২০
  3. "গ্রাম সমূহের তালিকা ইউনিয়ন - পরাণগঞ্জ ইউনিয়ন"paranganjup.mymensingh.gov.bd
  4. "দর্শনীয়স্থান - পরাণগঞ্জ ইউনিয়ন"paranganjup.mymensingh.gov.bd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.