পরশুরাম (১৯৭৯-এর চলচ্চিত্র)

পরশুরাম হল মৃণাল সেন পরিচালিত ১৯৭৯ সালের বাংলা নাট্যধর্মী চলচ্চিত্র। এটি ১১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ও সেখানে এটি রৌপ্য পুরস্কার লাভ করে।[1]

পরশুরাম
পরিচালকমৃণাল সেন
রচয়িতামোহিত চট্টোপাধ্যায়
মৃণাল সেন
শ্রেষ্ঠাংশেঅরুণ মুখোপাধ্যায়
চিত্রগ্রাহকরঞ্জিত রায়
সম্পাদকগঙ্গাধর নস্কর
মুক্তি
  • ফেব্রুয়ারি ১৯৭৯ (1979-02) (বার্লিন)
দৈর্ঘ্য১০০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে

  • পরশুরাম চরিত্রে অরুণ মুখার্জি (অরুণ মুখোপাধ্যায় হিসাবে)
  • বিভাস চক্রবর্তী
  • আহ্লাদি চরিত্রে শ্রীলা মজুমদার
  • সমরেশ বন্দ্যোপাধ্যায় (সমরেশ বন্দ্যোপাধ্যায় হিসাবে)
  • ভিখারি চরিত্রে জয়ন্ত ভট্টাচার্য
  • রেবা রায় চৌধুরী
  • সুজল রায় চৌধুরী (সজল রায় চৌধুরী হিসাবে)
  • আরতি দাস
  • অনুরাধা দেবী (অনুরাধা দেব হিসাবে)
  • রাধারানী দেবী
  • শৈলেন গাঙ্গুলি (শৈলেন গঙ্গোপাধ্যায় হিসাবে)

তথ্যসূত্র

  1. "11th Moscow International Film Festival (1979)"MIFF। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.